রবিবার, ৫ই মে ২০২৪

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রথম বর্ষের এক শিক্ষার্থীকে অতর্কিত হামলার অভিযোগ উঠেছে একই বর্ষের অন্য শিক্ষার্থীদের বিরুদ্ধে। অভিযোগকারী শিক্ষার্থীর নাম সাকিবুল ইসলাম ফারাব্বি। তিনি পরিসংখ্যান বিভাগের প্রথম বর্ষের এবং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের আবাসিক ছাত্র।

রোববার (২৭ ফেব্রুয়ারি) হামলার বিচার চেয়ে বিশ্ববিদ্যালয়ে প্রক্টর বরাবর অভিযোগ পত্র দায়ের করেন তিনি।

উক্ত হামলায় অভিযুক্তরা হলেন, উদ্ভিদবিজ্ঞান বিভাগের রবিন, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের মেহেদি সাফি ও মিশান শিকদার, মার্কেটিং বিভাগের শহীদুল ইসলাম রাসেল, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের আজিম সাকিব, পদার্থ বিজ্ঞান বিভাগের আব্দুল্লাহ আল সাদ, ইংরেজি বিভাগের সালমান, সরকার ও রাজনীতি বিভাগের মৃন্ময় দাস ও হাসিবুল সহ আরও ৫০-৬০ জন। এরা সকলেই প্রথম বর্ষের শিক্ষার্থী।

অভিযোগপত্রে ফারাব্বি উল্লেখ্য করেন, 'নির্ধারিত ল্যাব ক্লাস শেষে শহীদ মিনারের পাশ দিয়ে হলে ফেরার সময় অর্ধশতাধিক শিক্ষার্থী একজোট হয়ে আমার উপর অতর্কিত হামলা চালায়। হামলার এক পর্যায়ে আমি মাটিতে লুটিয়ে পড়ি। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা অফিসের দায়িত্বরত দুইজন কর্মকর্তা সজল ভাই ও রাসেল ভাই আমাকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলে পৌঁছিয়ে দেন। হলে আশার পর শারীরিক অবস্থার অবনতি হলে প্রথমে জাবি মেডিকেল সেন্টার ও পরে সাভার এনাম মেডিকেল কলেজ হসপিটালে ভর্তি হয়ে চিকিৎসা নিই।'

এ ব্যাপারে অভুযুক্ত মিশান শিকদার ও মেহেদি সাফি কে ফোন করলে তারা জানান, এব্যাপারে তারা কিছু বলতে চায় না। বড় ভায়েরা কথা বলবেন। বড় ভাইয়েরা যা বলে তা-ই হবে বলে তারা উভয়ে ফোন কেটে দেন।

অভিযোগপত্রের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান বলেন, 'আমি সেসময় পরীক্ষার ডিউটিতে ছিলাম। আমাকে জানিয়ে অভিযোগপত্রটি অভিযোগকারী শিক্ষার্থী অফিসে জমা দিয়েছে। পরবর্তীতে বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।'

করোনাভাইরাস সংক্রমণ কমে আসায় অমর একুশে বইমেলার সময় বাড়ানো হয়েছে। মহামারির মধ্যে দেরিতে শুরু হলেও এক মাসই চলবে এবারের একুশের বইমেলা।

বইমেলা ১৭ মার্চ পর্যন্ত চলবে বলে রোববার সচিবালয়ে সাংবাদিকদের জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ।

এক তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকালে বইমেলা আগামী ১৭ মার্চ পর্যন্ত বাড়ানোর বিষয়ে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন।

এমনিতে ফেব্রুয়ারির প্রথম দিন অমর একুশে বইমেলা শুরু হলেও করোনাভাইরাস সংক্রমণের হার বেশি থাকায় তা পিছিয়ে যায়।

১৫ ফেব্রুয়ারি গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বইমেলার ৩৮তম আসরের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে সময় সিদ্ধান্ত ছিল, ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এবারের মেলা।

তবে প্রকাশকরা একমাসই মেলা চালানোর দাবি জানিয়ে আসছিলেন। বাংলা একাডেমি কর্তৃপক্ষও একই ইচ্ছা প্রকাশ করেছিল।

তাতে সায় দিয়ে আজ মেলার সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেন, গতবছর কোভিড পরিস্থিতির কারণে বইমেলা সংক্ষিপ্ত করতে হয়েছিল। ফলে পুস্তক ব্যবসায়ীরা লোকসানে পড়েছিলেন। এবারও বইমেলা শুরু করা হয়েছে একটু দেরিতে।

মেলা যখন শুরু হয়, তখনই পুস্তক ব্যবসায়ীরা বইমেলা আরও বাড়ানো যায় কিনা সেই প্রস্তাব দিয়ে রেখেছিল। তখন আমরা বলেছিলাম পরিস্থিতি বুঝেই মেলার সময় বাড়ানোর যায় কিনা দেখা হবে। এরই ধারাবাহিকতায় মেলার সময় বাড়ানো হয়েছে।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নতুন নির্বাচন কমিশন আগামীকাল (রোববার) শপথ গ্রহণ করবেন। সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে বিকাল সাড়ে ৪টায় তাদের শপথ অনুষ্ঠিত হবে। সংবিধান অনুযায়ী প্রধান বিচারপতি তাদের শপথ বাক্য পাঠ করাবেন।

নির্বাচন কমিশনার হয়েছেন যারা, তারা হলেন- সাবেক জেলা ও দায়রা জজ বেগম রাশিদা সুলতানা, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবীব খান, সাবেক সিনিয়র সচিব মো. আলমগীর ও আনিছুর রহমান।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ শনিবার তাদের নিয়োগ দিয়েছেন। এরপরই মন্ত্রিপরিষদ বিভাগ নিয়োগ সংক্রান্ত পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করে। বাংলাদেশের সংবিধানের ১১৮(১) অনুচ্ছেদের ক্ষমতাবলে রাষ্ট্রপতি তাদের নিয়োগ দিয়েছেন বলে প্রজ্ঞাপনে উল্লে­খ করা হয়। এর মধ্য দিয়ে কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বে ১৩তম নির্বাচন কমিশন গঠিত হলো। নির্বাচন কমিশন আইনের অধীনে গঠিত এটিই প্রথম কমিশন। রোববার শপথ নেওয়ার পরই তারা দায়িত্ব বুঝে নেবেন।

এর আগে বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার পদে ১০ জনের নামের তালিকা বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতির কাছে জমা দিয়েছিলেন সার্চ কমিটির সদস্যরা।

দায়িত্ব পাওয়ার পর ব্যক্তিগতভাবে প্রতিক্রিয়া দেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল ও নির্বাচন কমিশনারগণ। তারা গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের চেষ্টা করবেন বলে জানান। এক্ষেত্রে সবার সহযোগিতাও কামনা করেন তারা।

কেএম নূরুল হুদার নেতৃত্বাধীন বিগত কমিশন পাঁচ বছর মেয়াদ শেষে গত ১৪ ফেব্রুয়ারি বিদায় নিয়েছেন। ওইদিন থেকে এ প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার পদ শূন্য রয়েছে। নতুন সিইসি ও নির্বাচন কমিশনাররা শপথ গ্রহণ শেষে ওই পদে অধিষ্ঠিত হবেন। তাদের পাঁচ বছর মেয়াদে আগামী জাতীয় সংসদসহ সব স্তরের নির্বাচন অনুষ্ঠিত হবে।

স্বাধীনতার পর প্রথমবারের মতো গত ২৭ জানুয়ারি নির্বাচন কমিশন নিয়োগ আইন পাশ হয়। ওই আইনের আলোকেই আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানকে প্রধান করে ছয় সদস্যের সার্চ কমিটি গঠন করে দেন রাষ্ট্রপতি।

সার্চ কমিটি রাজনৈতিক দল ও সুধীজনের কাছ নাম আহ্বান করে। বিভিন্ন রাজনৈতিক দল, সুশীল সমাজ, সরাসরি ও ই-মেইলের মাধ্যমে সার্চ কমিটির কাছে প্রায় ৫০০ জনের নাম জমা পড়ে। জমা পড়া নাম থেকে প্রথম দফায় ১৪ ফেব্রুয়ারি কমন নাম বাদ দিয়ে ৩২২ জনের তালিকা প্রকাশ করে ওই কমিটি। সার্চ কমিটি যে ৩২২ জনের নাম প্রকাশ করেছিল, ওই তালিকায় নিয়োগ পাওয়া সিইসি ও চার কমিশনারের নাম ছিল।

এরপর বিশিষ্টজনদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকের মাধ্যমেও বেশ কিছু নাম পায় সার্চ কমিটি। সেখানেও কিছু কমন নাম বাদ দিয়ে তালিকায় প্রস্তাবিত নামের সংখ্যা দাঁড়ায় ৩২৯ জনে। এসব নাম থেকে একাধিক দফায় বৈঠক করে ১০ জনের নাম চূড়ান্ত করা হয়। ওই ১০ জনের নাম প্রকাশ করেনি কমিটি। তবে সার্চ কমিটিতে বিএনপি, সিপিবি, বাসদসহ কয়েকটি রাজনৈতিক দল ইসি গঠনে কারো নাম দেয়নি।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বেগম ফজিলাতুন্নেছা মুজিব ছাত্রী হলে আসন বরাদ্দের তালিকা প্রকাশ করা হয়েছে। হলে আসন পেয়েছে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও শিক্ষাবর্ষের ১২০০ ছাত্রী। আসন পাওয়া ছাত্রীদের আগামী ১০ মার্চের মধ্যে নির্ধারিত কাগজপত্র ও বার্ষিক ফি জমা দিতে হবে।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) রাতে বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট অধ্যাপক ড. শামীমা বেগম স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে এসব বিষয় জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের আবাসিকতা লাভের জন্য সিট প্রাপ্ত ছাত্রীদের কাগজপত্র (আবেদন ফর্ম, নগদ কিংবা রকেট অথবা শিউরক্যাশের মাধ্যমে ৫২৬৫ টাকা পরিশোধকৃত জমার রশিদ, হলে বসবাসের শর্তাবলীর অভিভাবক ও ছাত্রীর স্বাক্ষরিত কপি, অঙ্গিকারনামা ও পাসপোর্ট সাইজ ছবি) আগামী ০২ মার্চ থেকে ১০ মার্চের মধ্যে হলের হাউজ টিউটরের কাছে জমা দিতে হবে।

এর পূর্বে গত বছরের পহেলা অক্টোবর বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলে আসন বরাদ্দের জন্য বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করে কর্তৃপক্ষ। আবেদন চলে ১৫ অক্টোবর পর্যন্ত।

সার্বিক বিষয়ে হল প্রভোস্ট অধ্যাপক ড. শামীমা বেগম বলেন, আমাদের দীর্ঘদিনের প্রচেষ্টায় ছাত্রীরা হলে উঠবে। আমরা ১২শ জনের তালিকা প্রকাশ করেছি। আগামী ১৭ মার্চ এক ঝমকালো আয়োজনের মাধ্যমে আমরা ছাত্রীদের আনুষ্ঠানিকভাবে হলে উঠাবো। আমি বিশ্ববিদ্যালয়ের সবার সহযোগিতা চাই।

প্রসঙ্গত, ১৬ তলা বিশিষ্ট হলটির ১৫৬টি কক্ষে ছাত্রীদের থাকার ব্যবস্থা রয়েছে। হলের নিচতলা ও দোতলায় রয়েছে লাইব্রেরি, ক্যান্টিন ও ডাইনিং।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে হামলার দ্বিতীয় দিনেই ইঙ্গিত সংঘাত শেষের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। দু’পক্ষই আলোচনায় বসতে রাজি হয়েছে বলে বিবিসি ও সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে।

রুশ সংবাদ সংস্থা আরআইএ নভোস্তির প্রতিবেদনে বলা হয়েছে, ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন রাশিয়া, বেলারুশের রাজধানী মিনস্কে ইউক্রেনের সঙ্গে আলোচনা বসতে রাজি আছে।

তবে তার আগে ইউক্রেনকে একটা ‘নিরপেক্ষ অবস্থান’ ঘোষণা করতে হবে বলে জানান তিনি। তিনি বলেন, ওই নিরপেক্ষ অবস্থানের অন্তর্ভুক্ত থাকবে ‘বেসামরিকীকরণ’।

রাশিয়া বরাবরই বলে আসছে তারা চায় না, ইউক্রেন কখনই ন্যাটোতে যোগদান করে।

এদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনার আহ্বান জানিয়েছেন, কিন্তু রাশিয়ার শর্তে তিনি আলোচনায় বসতে সম্মত হবেন কিনা সে বিষয়ে কোনো ইঙ্গিত পাওয়া যায়নি।

আলোচনার ভেন্যু হিসেবে মিনস্ক গুরুত্বপূর্ণ। কারণ ২০১৪ সালে ইউক্রেনের পূর্বাঞ্চল নিয়ে সংঘাত অবসানের চেষ্টায় এই মিনস্কেই একটা চুক্তি সই হয়েছিল।

ইউক্রেন আক্রমণের মধ্যে দিয়ে রুশ নেতা সেই চুক্তিপত্র কার্যত ছিঁড়ে ফেলে দিয়েছেন।

এর আগে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেন, ইউক্রেনের সৈন্যরা যতক্ষণ না অস্ত্র নামিয়ে নিচ্ছে, ততক্ষণ কোনো রকম আলোচনা হবে না।

এদিকে, রাশিয়ার বিরুদ্ধে সরাসরি যুদ্ধে না জড়ালেও বৃহস্পতিবার রাশিয়ার জাতীয় বিমান সংস্থা অ্যারোফ্লটের বিমান ব্রিটেনে অবতরণের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করে যুক্তরাজ্য। এর জবাবে শুক্রবার রাশিয়ার বিমানবন্দরে ব্রিটিশ বিমান অবতরণ নিষিদ্ধ করেছে রাশিয়া। এমনকি নিজের আকাশসীমাতেও ব্রিটিশ বিমান চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে রাশিয়ার বেসামরিক বিমান চলাচল সংস্থা।

অন্যদিকে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সম্পদ জব্দ করতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। পুতিন ইউক্রেনে অভিযান শুরুর পর ইইউ এ নিয়ে ইইউ তৃতীয় দফায় নিষেধাজ্ঞা আরো

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচনে সভাপতি পদে অধ্যাপক ড. মো. শেখ সুজন আলী ও সাধারণ সম্পাদক পদে অধ্যাপক মো. তুহিনুর রহমান বিজয়ী হয়েছেন।

ড.মোঃশেখ সুজন আলী বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক। মো. তুহিনুর রহমান বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড মিডিয়া বিভাগের সহকারী অধ্যাপক।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে নির্বাচন কমিশনার কাজী সাহিদুজ্জামান বিজয়ীদের নাম ঘোষণা করেন।

এছাড়াও সহ-সভাপতি মো. আল জাবির, যুগ্ম-সাধারণ সম্পাদক কে এম মাহমুদুল হক, সাংগঠনিক সম্পাদক মো. মাজহারুল হোসেন তোকদার, কোষাধ্যক্ষ রিমন সরকার, শিক্ষা ও গবেষণা সম্পাদক ড. মো. কামাল উদ্দিন, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক মোহাম্মদ মিলন, দপ্তর ও প্রচার সম্পাদক এ কে এম মাসুদুল মান্নান বিজয়ী হয়েছেন।

সদস্য পদে নির্বাচিত হয়েছেন ড. মোহাম্মদ মেহেদী উল্লাহ, ফারজানা খানম, মো. নাহিদুল ইসলাম, ড. সুশান্ত কুমার সরকার, সাজন সাহা এবং সোয়াইব মাহমুদ।

উচ্চ মাধ্যমিকের ইংরেজি প্রথমপত্রে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। দুর্বোধ্য ও কঠিন হওয়ায় বইটির কিছু গল্প-প্রবন্ধ ছাত্রছাত্রীদের কম আকর্ষণ করছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) এক গবেষণায় এ চিত্র উঠে আসে। ওই গবেষণার সুপারিশের পরিপ্রেক্ষিতেই সংশ্লিষ্ট অংশ বাদ দিয়ে নতুন পাঠ যুক্ত করা হয়েছে।

অন্যদিকে আগামীকাল একাদশ শ্রেণিতে পুনরায় অনলাইনে ভর্তির আবেদন কার্যক্রম শুরু হচ্ছে। এবারে প্রায় ২১ লাখ ছাত্রছাত্রী এসএসসি পাশ করলেও এখন পর্যন্ত সাড়ে ১৪ লাখ শিক্ষার্থী ভর্তির সুপারিশ পেয়েছে। আর ভর্তি হয়েছে এদের মধ্যে প্রায় ৯ লাখ। কোথাও চান্স না পাওয়া বাকি সাড়ে ৬ লাখের মধ্যে কিছু কারিগরি শিক্ষায় ভিড়ে গেছে। অন্যদের ঝরে পড়ার আশঙ্কা আছে। এ পরিস্থিতিতে শিক্ষার্থীদের লেখাপড়ায় ধরে রাখার লক্ষ্যে চতুর্থবারের জন্য আবেদন নেওয়ার কাজ শুরু করছে শিক্ষা বোর্ডগুলো।

এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক ফরহাদুল ইসলাম বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইইআরের পরামর্শক্রমে ইংরেজি পাঠ্যবইয়ে কিছু নতুন পাঠ্য এসেছে। তবে ইংরেজির ক্ষেত্রে শিক্ষাক্রমের যে লক্ষ্য-উদ্দেশ্য আছে তা ঠিক রাখা হয়েছে। ৩ মার্চ এনসিটিবির বইগুলো বাজারে পাওয়া যাবে বলে জানান তিনি। এবার চারটি প্রকাশনা প্রতিষ্ঠান এ কাজ পেয়েছে।

জানা গেছে, ইংরেজিতে নতুন অন্তর্ভুক্ত পাঠে জীবন ব্যবস্থা, নারীর অগ্রগতি ও সাহসিকতাসহ বিভিন্ন অধ্যায় যুক্ত করা হয়েছে। এজন্য আগের চেয়ে ইংরেজি বইয়ের পৃষ্ঠার সংখ্যা বেড়েছে। ফলে বইটির দামও আগের তুলনায় পাঁচ টাকা বাড়ানো হয়েছে। তবে অন্যান্য বইয়ের দাম আগের মতো রয়েছে। সরকার এবারে প্রতিষ্ঠানগুলোকে ৪২ লাখ বই ছাপানোর অনুমতি দিয়েছে। ২ মার্চ শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এ পাঠ্যবই বাজারজাত কার্যক্রম উদ্বোধন করার কথা আছে।

সরকারের ইতঃপূর্বের ঘোষণা অনুযায়ী, ২ মার্চ একাদশ শ্রেণির সশরীরে ক্লাস শুরু হবে। সাধারণত ক্লাস শুরুর আগে বাজারে পাঠ্যবই পাঠানো হয়। কিন্তু এনসিটিবির অধীনে থাকা বইগুলোর কাজ পাওয়া প্রকাশনা প্রতিষ্ঠানগুলোর অনুরোধে এবার ক্লাস শুরুর একদিন পরে বাজারে যাচ্ছে। মূলত আগে বাজারে বই অসাধুরা নকল করে বেচে। এ কারণে এই পদক্ষেপ। অধ্যাপক ফরহাদ বলেন, প্রথমদিন সারা দেশে পরিচিতি পর্ব (ওরিয়েন্টেশন) থাকে। সেদিন সাধারণত ক্লাস হয় না। তাই একদিন পরে বাজারে বই গেলে সমস্যা হবে না।

এদিকে একাদশ শ্রেণিতে আবেদনের জন্য আবারও সুযোগ পাচ্ছে শিক্ষার্থীরা। ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক আবু তালেব মো. মোয়াজ্জেম হোসেন বলেন, শনিবার থেকে অনলাইনে এ আবেদন নেওয়া শুরু হবে। চলবে ২৭ ফেব্রুয়ারি রাত ৮টা পর্যন্ত। আবেদন যাচাই-বাছাই করা হবে পরের দিন। ফল ১ মার্চ প্রকাশ করা হবে। শিক্ষার্থীরা সিলেকশন নিশ্চায়ন ও কলেজে ভর্তির কাজ সারবে ২ ও ৩ মার্চ। এ বছর একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা অনুসরণ করে অনলাইন ছাড়া সরাসরি কেউ কলেজে গিয়ে ভর্তি হতে পারবে না।

সংশ্লিষ্টরা জানান, এসএসসি ও সমমানের পরীক্ষায় পাশ করা প্রায় ৫০ হাজার শিক্ষার্থী এবার পছন্দের কলেজে ভর্তির সুযোগ পায়নি। এর মধ্যে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী আছে এক হাজার ৩০০ জন। তাদের মধ্যে ঢাকা বোর্ডের ৫৪৪ জন। একাদশ শ্রেণিতে ভর্তির জন্য ১৫ লাখ ৬ হাজার ৭৬৩ জন শিক্ষার্থী আবেদন করে। তাদের মধ্যে ১৪ লাখ ৬৩ হাজার ৪৩৬ জন শিক্ষার্থী পছন্দের কলেজে ভর্তির জন্য নির্বাচিত হয়। ৮ জানুয়ারি থেকে মোট তিন দফায় ভর্তির অনলাইন আবেদন নেওয়া হয়। এ ধাপে ভর্তিসংক্রান্ত বিস্তারিত শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে আছে।সূত্র:যুগান্তর

বাংলাদেশের সর্বোচ্চ সংখ্যক প্রেসিডেন্ট’স রোভার স্কাউট অ্যাওয়ার্ড অর্জনকারী ঐতিহ্যবাহী জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের দুই দল রোভার “কোভিড-১৯ স্বাস্থ্য বিধি মেনে চট্টগ্রাম কলেজ থেকে কক্সবাজার পর্যন্ত ১৫০ কিলোমিটার পথ পায়ে হেঁটে পরিভ্রমণ করবে।

রোভার স্কাউটস্ এর সর্বোচ্চ সম্মাননা প্রেসিডেন্ট'স রোভার স্কাউট এ্যাওয়ার্ড প্রাপ্তির লক্ষ্যে পরিভ্রমণ ব্যাজ অর্জন করার জন্য চলতি মাসের ২৬ ফেব্রুয়ারি থেকে রোভার দল তাদের যাত্রা শুরু করবে। পাঁচ দিন ব্যাপি এই প্রোগ্রামে তারা গাছবাড়িয়া, লোহাগাড়া, চকরিয়া, ঈদগাঁহ ও কক্সবাজার পায়ে হেঁটে পরিভ্রমণ করবে।

পরিভ্রমণকারী ছেলে দলের সদস্যরা হলেন রোভার এস কে জামিরুল (দলনেতা), রোভার শরিফুল ইসলাম খান, রোভার হোসাইন মুহাম্মদ গোলাম রাজিক(সহকারী দলনেতা), রোভার নাহিদ হাসান রাসেল। এই সময় সমাজ সচেতনতামূলক চারটি স্লোগান তারা বহন করবে- স্বাস্থ্য বিধি মেনে চলুন, কোভিড-১৯ মুক্ত থাকুন, ধুমপান-মাদক বর্জন করব, সুস্থ সুন্দর জীবন গড়ব, ট্রাফিক আইন মেনে চলব, নিরাপদ সড়ক গড়ব, তুচ্ছ নয় রক্তদান, বাচাতে পারে একটি প্রাণ।

মেয়ে দলের সদস্যরা হলেম গার্ল-ইন-রোভার যুথী আক্তার (দলনেতা), গার্ল-ইন-রোভার খালেদা ইয়াসমীন স্বপ্না, গার্ল-ইন-রোভার নাজিয়া আফরোজ (সহকারি দলনেতা)। এই সময় সমাজ সচেতনতামূলক তিনটি স্লোগান তারা বহন করবে- শিক্ষা হোক সবার,পথশিশুদের অধিকার, সন্ত্রাস নয় শান্তি চাই, শঙ্কামুক্ত জীবন চাই, বৃক্ষরোপণ করি, পরিবেশ সুন্দর রাখি।

পরিভ্রমণ পথে তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি ও বেসরকারি গুরুত্বপূর্ণ অফিস ইত্যাদি পরিদর্শন করবে এবং গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হবে।

এই উদ্দেশ্য রোভার দল দুইটি আজ বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এই সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামাল উদ্দিন, প্রক্টর মোস্তাফা কামাল, রেজিস্ট্রারসহ রোভার স্কাউট গ্রুপের সম্পাদক ড. মোঃ মনিরুজ্জামান খন্দকার, রোভার স্কাউট লিডার নাহরিন জান্নাত ও অন্যান্য রোভারবৃন্দ।

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(হাবিপ্রবি) পরিবহন ট্রিপে আজ থেকে প্রথমবারের মতো চালু হলো ছাত্রীদের জন্য আলাদা বাস। মঙ্গলবার সকাল থেকে বাস গুলো বিশ্ববিদ্যালয় থেকে শহরের বিভিন্ন স্থানে চলাচল শুরু করেছে।

শিক্ষার্থীদের যাতায়াতের জন্য গত ২০ শে ফেব্রুয়ারি ছাত্রীদের জন্য আলাদা বাস দিয়ে সময়সূচি প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয়ের পরিবহন শাখা। প্রকাশিত বাসের সময়সূচি অনুসারে ছাত্র-ছাত্রীদের জন্য মোট ৪৪ টি ট্রিপের মধ্যে ৬ টি ট্রিপ শুধু মাত্র ছাত্রীদের জন্য চালু থাকবে এবং বাকি ট্রিপ গুলোই ছাত্র ছাত্রী উভয় যাতায়াত করতে পারবে। হাবিপ্রবি প্রশাসনের এমন উদ্যোগে খুশি ছাত্রীরা।

হাবিপ্রবির কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে প্রতি রোববার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা ৩০ মিনিটে, দুপুর ১টা ১৫মিনিটে এবং বিকাল ৫টায় শুধু ছাত্রীদের জন্য ৩টি বাস শহরের উদ্দেশ্য ছেড়ে যায়। এছাড়াও সকাল ১০টায় দিনাজপুর জেলা শহরের সুইহারী নামক স্থান থেকে, দুপুর ২টায় এবং সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে বড়ো মাঠ থেকে ছাত্রীদের জন্য ৩টি বাস বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্য ছেড়ে যায়। এই সময়সূচি ২২ ফেব্রুয়ারি থেকে কার্যকর হয়েছে।

কৃষি অনুষদের শিক্ষার্থী মাসুমা আশরাফ হিমু জানান, "চার বছর ধরে ক্যাম্পাসে আছি অথচ প্রথমবারের মতো ছাত্রী হয়ে আমরা আলাদা বাস সার্ভিস পেয়েছি। যে জিনিসটা নিয়ে আমরা হয়তো কখনো সেভাবে চিন্তাও করি নাই আমাদের ক্যাম্পাসের অভিভাবকেরা সেটা নিয়ে চিন্তা করেছেন এবং পদক্ষেপ নিয়েছেন। ধন্যবাদ জানাই হাবিপ্রবি প্রশাসনকে ছাত্রীদের জন্য এত সুন্দর একটা উদ্যোগ নিয়েছেন তারা।"

বিজ্ঞান অনুষদের শিক্ষার্থী নাজিয়া জামান বলেন, 'আমরা ছাত্রীরা অত্যন্ত কৃতজ্ঞ প্রশাসনের প্রতি এ রকম ছাত্রীবান্ধব সিদ্ধান্ত গ্রহণের জন্য। পূর্বে অনেকেই ছেলে-মেয়ে একসাথে গাদাগাদি করে বাসে যাওয়া আসাতে অস্বস্তি বোধ করতো। প্রশাসনের কাছে আমরা এমনই ছাত্রীবান্ধব সিদ্ধান্ত আশা করি। ক্যাম্পাসের ইতিহাসে প্রথম বারের মতো ছাত্রীদের জন্য এমন সিদ্ধান্তে আমরা সত্যিই অনেক আনন্দিত।'

এ ব্যাপারে ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ড. ইমরান পারভেজ বলেন, "বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের জন্য পৃথক বাস ট্রিপ নিয়মিত ভাবে চালু করতে পেরে আমরা আনন্দিত। মাননীয় ভাইস-চ্যান্সেলর স্যার এর নির্দেশনা মোতাবেক আমরা এই উদোগ গ্রহণ করি। এর জন্য স্যার কে আন্তরিক ধন্যবাদ জানাই। ছাত্রীদের ট্রিপ এর প্রয়োজনীয়তা এবং কার্যকরী সূচি নির্ধারন করার জন্য হাবিপ্রবি স্কাউট এর সহযোগিতায় একটি জরীপ করে তথ্য সংগ্রহ করি। এছাড়াও কয়েক জন শিক্ষার্থীও সরাসরি তথ্য দিয়ে সহযোগিতা করেছে। তাদের সবাই কে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমি শিক্ষার্থীদের উদ্দেশ্য বলতে চাই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের সুযোগ -সুবিধা বৃদ্ধি করতে কাজ করে যাচ্ছে। আমাদের কে মনে রাখতে হবে আমাদের সীমিত সম্পদের কথা। শিক্ষার্থীদের কে আমি তাদের সমস্যাদি সরাসরি আমাদের ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগে অবহিত করার জন্য আহবান জানাই। সীমিত সম্পদের সুষ্ঠু ব্যবহারের মাধ্যমে শিক্ষার্থীদের বিভিন্ন পরিসেবা দিতে বিশ্বিবদ্যালয় কাজ করে যাচ্ছে। এই লক্ষ্য মাননীয় ভাইস-চ্যান্সেলর স্যার একটি "ইনোভেশন কমিটি" গঠন করে দিয়েছেন। চাইলে শিক্ষার্থীরাও এই কমিটি কে পরিসেবা বিষয়ক বিভিন্ন আইডিয়ার কথা লিখে জানাতে পারে।"

উল্লেখ্য যে, ২২ ফেব্রুয়ারি থেকে হাবিপ্রবির সকল শিক্ষাবর্ষের স্বশরীরে শ্রেণী কার্যক্রম চালু হয়েছে এবং ৬ মার্চ ২০২১ শিক্ষাবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের স্বশরীরে শ্রেণী কার্যক্রম চালু হবে।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৯৯৫ জনে।

একই সময়ে নতুন করে করোনা ধরা পড়েছে আরও ১ হাজার ২৯৮ জনের শরীরে। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৩৮ হাজার ১৩৫ জনে। শনাক্তের হার ৫ দশমিক ৫৮ শতাংশ।

বুধবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আগের দিন (মঙ্গলবার) ১৬ জনের মৃত্যুর খবর দেয় স্বাস্থ্য অধিদপ্তর। শনাক্ত হন ১৫৯৫ জন, শনাক্তের হার ছিল ৬ দশমিক ৭৭ শতাংশ। এর আগে সোমবার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু খবর জানানো হয়।

দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। সেই বছর সর্বোচ্চ মৃত্যু হয়েছিল ৬৪ জনের।

ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ায় গত বছর জুন থেকে রোগীর সংখ্যা হু-হু করে বাড়তে থাকে। ২৮ জুলাই একদিনে সর্বোচ্চ ১৬ হাজার ২৩০ জনের করোনা শনাক্ত হয়েছিল।

২০২১ সালের ৭ জুলাই প্রথমবারের মতো দেশে করোনায় মৃতের সংখ্যা ২০০ ছাড়িয়ে যায়। এর মধ্যে ৫ ও ১০ আগস্ট ২৬৪ জন করে মৃত্যু হয়, যা মহামারির মধ্যে একদিনে সর্বোচ্চ মৃত্যু। এরপর বেশকিছু দিন ২ শতাধিক মৃত্যু হয়।

এরপর গত ১৩ আগস্ট মৃত্যুর সংখ্যা ২০০ এর নিচে নামা শুরু করে। দীর্ঘদিন শতাধিক থাকার পর গত ২৮ আগস্ট মৃত্যু ১০০ এর নিচে নেমে আসে।

২০২০ সালের এপ্রিলের পর গত বছরের ১৯ নভেম্বর প্রথম করোনাভাইরাস মহামারিতে মৃত্যুহীন দিন পার করে বাংলাদেশ। সর্বশেষ দ্বিতীয়বারের মতো ৯ ডিসেম্বর মৃত্যুশূন্য দিন পার করেছে দেশ।

ডিসেম্বরের মাঝামাঝি সময় পর্যন্ত পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণেই ছিল। কিন্তু এরমধ্যেই বিশ্বে শুরু হয় ওমিক্রন ঝড়। ৩ জানুয়ারি দৈনিক শনাক্তের হার ৩ শতাংশ এবং ৬ জানুয়ারি তা ৫ শতাংশ ছাড়ায়। এরপর থেকে সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়তে শুরু করেছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) করোনা সংক্রমণ রোধে দ্বিতীয় বারের মত আগামী ২৬ ফেব্রুয়ারি থেকে কোভিড-১৯ ভ্যাকসিনের প্রথম ও দ্বিতীয় ডোজ প্রদান করা হবে।

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে জনসংযোগ দপ্তরের প্রশাসক ড. প্রদীপ কুমার পান্ডে স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান তিনি।

বিজ্ঞপ্তিতে বলা হয় আগামী শনিবার সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে রেজিষ্ট্রেশন করা শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের টিকা দেওয়া হবে।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে যারা এখনো ভ্যাকসিন গ্রহণ করেননি তারা রেজিস্ট্রেশন সম্পন্ন করে নির্ধারিত তারিখ ও সময়ের মধ্যে কোভিড-১৯ ভ্যাকসিন গ্রহণ করতে পারবে। সেখানে স্পট রেজিস্ট্রেশনেরও ব্যবস্থা করা হয়েছে । সেক্ষেত্রে অবশ্যই জাতীয় পরিচয়পত্র অথবা বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্রসহ জন্মনিবন্ধন সনদ সঙ্গে নিয়ে আসতে হবে বলে জানান তিনি।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারীদের জন্য ঢাকাস্থ অতিথি ভবনের অনলাইনে বুকিং সেবার উদ্বোধন করা হয়েছে। এ সেবা গ্রহণ করতে চাইলে অনলাইনেও বুকিং দেওয়া যাবে।

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ এই সেবার উদ্বোধন করেন।

উদ্বোধনকালে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম, সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ মস্তাবুর রহমান, ডিন অধ্যাপক ড. মো আরিফুল ইসলাম, অধ্যাপক ড. মো. রাশেদ তালুকদার, অধ্যাপক ড. রোমেল আহমেদ, অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম, অধ্যাপক ড. মো. কামরুল ইসলাম, অধ্যাপক দিলারা রহমান, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক মো. মুহিবুল আলম, আইআইসিটি’র পরিচালক অধ্যাপক ড. মো. জহিরুল ইসলাম, প্রক্টর ইশরাত ইবনে ইসমাইল, কম্পিউটার সাইন্স এন্ড টেকনোলজি বিভাগের প্রধান অধ্যাপক মোহাম্মদ আবদুল্লা আল মুমিন, ১ম ছাত্রী হলের প্রভোস্ট অধ্যাপক ড. জায়েদা শারমিন, সহকারী অধ্যাপক জোবায়দা কনক খান, প্রধান প্রকৌশলী সৈয়দ হাবিবুর রহমান, অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি তাজিম উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

magnifiermenu linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram