সোমবার, ৬ই মে ২০২৪

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের ফাঁকা আসন পূরণের দাবিতে ঢাবির প্রশাসনিক ভবনের বাইরে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১০ মার্চ) দুপুর ১২টার দিকে তারা বিক্ষোভ শুরু করেন। তাদের নীলক্ষেত মোড় অবরোধ কর্মসূচি থাকলেও সেখানে না গিয়ে ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের সামনে অবস্থান নেন। এরপর তারা মিছিল নিয়ে প্রশাসনিক ভবনের দিকে যেতে চাইলে প্রক্টরিয়াল টিমের সদস্যরা গেটে তালা দেয়। ফলে মূল গেটের বাইরের রাস্তায় বসেই বিক্ষোভ করতে থাকেন শিক্ষার্থীরা।

এ সময় শিক্ষার্থীরা ‘তিন হাজার সিট গেল কই, জবাব চাই, জবাব চাই’, ‘উই ওয়ান্ট কলেজ, উই ওয়ান্ট সাবজেক্ট’, ‘অনিয়ম মানি না, মানবো না, মানবো না’, ‘শিক্ষা কোনো পণ্য নয়, শিক্ষা আমাদের অধিকার’, ‘সকলের ভর্তি নিশ্চিত কর’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

ভর্তিচ্ছু শিক্ষার্থীরা জানান, দুই দফা দাবিতে গত ২ মার্চ সাত কলেজের ভর্তিচ্ছু শিক্ষার্থীরা নীলক্ষেত অবরোধ কর্মসূচি পালন করার পর সাত কলেজের প্রধান সমন্বয়ক অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল দ্বিতীয় দফা দাবি (অপেক্ষমাণ থাকা আসনে মেধাতালিকা প্রকাশ) মেনে নিয়ে নোটিশ প্রকাশ করেছেন, এজন্য আমরা তার প্রতি কৃতজ্ঞ। কিন্তু এখনও ওই দাবিটির বাস্তবায়ন দেখতে পাইনি।

নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে রাখতে জরুরি তিনটি পণ্যদ্রব্য আমদানিতে ভ্যাট প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বৃহস্পতিবার সচিবালয়ের ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

আসন্ন রমজান সামনে রেখে যে তিনটি পণ্য আমদানিতে ভ্যাট প্রত্যাহার করা হয়েছে, সেগুলো হচ্ছে— ভোজ্যতেল, চিনি ও ছোলা। আগামী ৩০ জুন পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে বলে জানান অর্থমন্ত্রী।

তিনি বলেন, পণ্যের দাম যাতে সহনীয় থাকে, সে জন্য আজকে যেসব আইটেমের ওপর ভ্যাট ছিল, সেগুলো তুলে নিয়েছি। সরকার থেকে যে পরিমাণ সহযোগিতা করা দরকার, সেটি করা হচ্ছে। ভোজ্যতেল, চিনি ও ছোলায় ভ্যাট প্রত্যাহার করা হয়েছে।

টিসিবি অনেক পণ্য কিনবে, কেন এসব কেনা হচ্ছে এবং এ নিয়ে পরিকল্পনা কী, জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, টিসিবির জন্য জিনিসপত্র কিনতে যাচ্ছি। টিসিবি আমাদের অর্থনীতির ব্যাংকও। একদিকে আমাদের যেমন পণ্য দরকার, পণ্যের স্টকও দরকার। তেমনি এ পণ্যগুলো যারা ব্যবহার করবে, তাদের কাছে সময়মতো এবং ন্যায্যমূল্যে পৌঁছানো দরকার। আমরা সেই কাজটি করছি।’
ব্যবসায়ীদের দাবির মুখে বাণিজ্য মন্ত্রণালয় ভোজ্যতেলের ওপর ১৫ শতাংশ ভ্যাট প্রত্যাহার করতে চিঠি দিয়েছিল এনবিআরকে। ওই চিঠির পরিপ্রেক্ষিতে নিত্যপণ্যটির ওপর থেকে ভ্যাট প্রত্যাহার নিয়ে ‘কাজ চলছে’ বলে বুধবার জানিয়েছিলেন এনবিআরের একজন সদস্য।

এদিকে রোজা সামনে রেখে চিনির দাম স্থিতিশীল রাখতে নিয়ন্ত্রণমূলক আমদানি শুল্কে ১০ শতাংশ ছাড় অব্যাহত রাখার ঘোষণা এসেছিল গত ৬ ফেব্রুয়ারি।

রাশিয়ার তেল-গ্যাস ও কয়লার ওপর পুরোপুরি নিষেধাজ্ঞা ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র।

চলতি বছরের শেষ নাগাদ যুক্তরাজ্যও রাশিয়ান তেল আমদানি পর্যায়ক্রমে প্রত্যাহার করবে। এর মধ্যে বিকল্প উপায় খোঁজার পর্যাপ্ত সময় পাবে বলে জানিয়েছে যুক্তরাজ্য।

ইউরোপীয় ইউনিয়নও রাশিয়ান গ্যাস আমদানি দুই-তৃতীয়াংশ কমিয়ে আনছে।

এ ব্যাপারে উপ-রাশিয়ার প্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাক বলেছেন, রাশিয়ান তেলের ওপর অবরোধ ‘বিশ্ব বাজারের জন্য বিপর্যয়কর পরিণতি’ বয়ে আনবে।

এদিকে, তেল ও গ্যাসের দাম ইতোমধ্যেই ব্যাপকভাবে বেড়েছে। রাশিয়া রফতানি বন্ধ করলে দাম আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

তবে এর প্রভাবে কেবল তেলের দাম নয়, প্রভাব ফেলবে যুক্তরাজ্যের জীবনযাত্রার মানে। কারণ এর ফলে বিশ্বব্যাপী নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামও বেড়ে যাবে।

রাশিয়া কি পরিমাণ তেল রফতানি করে?
যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের পর বিশ্বের তৃতীয় তেল উৎপাদক দেশ হলো রাশিয়া।

দেশটিতের প্রতিদিন পাঁচ মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল উৎপাদিত হয়, এসব তেলের অর্ধেকের রফতানি করা হয় ইউরোপীয় দেশগুলোতে। যুক্তরাজ্যের মোট তেলের চাহিদার শতকরা আট শতাংশ রাশিয়া থেকে আমদানি করা হয়।

যুক্তরাষ্ট্র অবশ্য রাশিয়ার ওপর কম নির্ভরশীল। ২০২০ সালে যুক্তরাষ্ট্র আমদানির প্রায় তিন শতাংশ রাশিয়া থেকে নিয়েছিল।

রাশিয়া ছাড়া তেল সরবরাহের বিকল্প উপায় আছে কী?
জ্বালানি নীতি গবেষণা বিশ্লেষক বেন ম্যাকউইলিয়ামস বলেন, গ্যাসের চেয়ে বিকল্প তেল সরবরাহের উপায় খুঁজে পাওয়া সহজ হওয়া উচিত। কারণ গ্যাসের মতো পাইপলাইনের মাধ্যমে তেল আসে না। কিছু তেল হয়তো রাশিয়া থেকে আমদানি করা হয়, তবে অন্য জায়গা থেকেও প্রচুর চালান আসার সুযোগ আছে।

এরই মধ্যে তেল উৎপাদন বাড়ানোর জন্য সৌদি আরবকে আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। তবে দাম কমানোর জন্য তেলের উৎপাদন বাড়ানোর এই অনুরোধ প্রত্যাখ্যান করেছে সৌদি আরব।

সৌদি আরব বিশ্বের তেল রফতানিকারক দেশগুলোর সংগঠন ওপেকের বৃহত্তম উত্পাদক, এ কারণে তেলের দাম বৃদ্ধির ক্ষেত্রে ওপেকের মুখ্য ভূমিকা রয়েছে।

রাশিয়া অবশ্য ওপেকের সদস্য নয়, তবে ২০১৭ সাল থেকে সংগঠনটির সঙ্গে কাজ করে আসছে মস্কো।

এই প্রতিস্থিতিতে ভেনিজুয়েলার তেলের ওপর আরোপ করা নিষেধাজ্ঞা শিথিলের দিকে নজর রয়েছে যুক্তরাষ্ট্রের। এর আগে যুক্তরাষ্ট্রের একটি প্রধান তেল সরবরাহকারী দেশ ছিল ভেনিজুয়েলা। কিন্তু সম্প্রতি চীনের কাছেই বেশিরভাগ তেল বিক্রি করছে দেশটি।

পশ্চিম ইউরোপে রাশিয়ার গ্যাস সরবরাহ বন্ধ হলে কী হবে?
অবশ্যই দামের ওপর প্রভাব ফেলবে। যদিও দাম এরই মধ্যে বেড়ে গেছে, তবে তা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ইউরোপীয় ইউনিয়নের মোট গ্যাস আমদানির ৪০ শতাংশ আসে রাশিয়ার কাছ থেকে।

যদি এই সরবরাহ বন্ধ হয়ে যায়, বিশেষ করে ইতালি এবং জার্মানি সবচেয়ে নাজুক অবস্থায় পড়বে। এই অবস্থায় কাতার, আলজেরিয়া এবং নাইজেরিয়ার মতো বাকি আদমানিকারক দেশগুলোর ওপর নির্ভর করতে পারে ইউরোপ। তবে সেক্ষেত্রে দ্রুত উৎপাদন বৃদ্ধির বাস্তব সমস্যার বিষয়টি সামনে আসবে।

অবশ্য যুক্তরাজ্য রাশিয়া থেকে মোট পাঁচ শতাংশ গ্যাস আমদানি করে। অন্যদিকে যুক্তরাষ্ট্র রাশিয়ার কাছ থেকে কোনো গ্যাসই আমদানি করে না।

তবে সরবরাহ ঘাটতির পরোক্ষ প্রভাবের কারণে যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রেও এখন গ্যাসের দাম উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে।

রাশিয়ার গ্যাসের বিকল্প কী পাওয়া যাবে?
খুব সহজে পাওয়া যাবে না। এ ব্যাপারে জ্বালানি নীতি গবেষণা বিশ্লেষক বেন ম্যাকউইলিয়ামস জানান,রাশিয়ার গ্যাসের বিকল্প পাওয়া কঠিন। কারণ গ্যাস সরবরাহ করতে প্রয়োজন পাইপলাইন। আর রাশিয়ার সঙ্গে বড় বড় পাইপলাইনে যুক্ত রয়েছে ইউরোপ।

থিংক ট্যাংক ব্রুগেল ভবিষ্যদ্বাণী করেছে, রাশিয়া যদি ইউরোপে গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়, তবে ইউরোপ সম্ভবতযুক্তরাষ্ট্র থেকে আরও তরল প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি করতে পারে।

এছাড়া বাড়তে পারে শক্তির অন্যান্য উৎসগুলো ব্যবহারও। তবে এই ব্যবহার দ্রুত কিংবা সহজে করা সম্ভব নয়। সূত্র: বিবিসি

আগামী ১৩ মার্চ শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) কেন্দ্রীয় গবেষণাগার উদ্বোধন করবেন বলে জানা গেছে।

মুজিববর্ষ এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে হাবিপ্রবি কর্তৃক আগামী ১৩ মার্চ দুপুর সাড়ে তিনটায় কেন্দ্রীয় গবেষণাগারের উদ্বোধন করবেন। এরপর বিকাল চারটায় শহীদ শেখ রাসেল হল সংলগ্ন মাঠে ‘জ্যোতির্ময় বঙ্গবন্ধু’ শীর্ষক স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন এবং পক্ষকালব্যাপী সাংস্কৃতিক উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এমপি এবং বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ডক্টর বিধান কন্দ্র হালদার।

অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ডক্টর এম. কামরুজ্জামান।

উল্লেখ্য, আগামী ১৩ মার্চ থেকে পক্ষকালব্যাপী সাংস্কৃতিক উৎসবের আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ ও জার্মানীর ডয়েচে ভেলের যৌথ উদ্যাগে গঠনমূলক সাংবাদিকতার উপর দুইদিনব্যাপী কর্মশালার আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার (৮ মার্চ) সকাল ১১ টায় ব্যবসায় শিক্ষা অনুষদের মিলনায়তনে এর উদ্বোধন করা হয়।এতে দেশের বিভিন্ন বিশ্বিবদ্যালয় এবং জেলা থেকে নানা পর্যায়ের ৩৬ জন সাংবাদিক এবং সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন এইবছর একুশে পদকপ্রাপ্ত দৈনিক আজাদী পত্রিকার সম্পাদক এম.এ মালেক। তিনি বলেন, ভুলে যাওয়ার পর আমাদের মধ্যে যা থাকে তাই হলো শিক্ষা। আমাদের ভিতরে যে স্ফুলিঙ্গ আছে তা ফুটিয়ে তুলতে হবে। শিক্ষা অর্জন না করলে আপনি সমাজে প্রতিষ্ঠত হতে পারবেন না। সমাজকে এগিয়ে নিতে হলে শিক্ষিত হওয়ার বিকল্প নেই।

তিনি আরো বলেন, আইডিয়া মাথার মধ্যে না রেখে সেটাকে ছড়িয়ে দিতে হবে। ছড়িয়ে দিতে না পারলে আপনি যেখানে আছেন সেখানেই থেকে যাবেন।

বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন সমাজ বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মুস্তাফিজুর রহমান সিদ্দিকী এবং ডয়েচে ভেলের প্রোগ্রাম পরিচালক প্রিয়া ইসেলবর্ন।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি মোঃ শহীদুল হক।

উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক শিরীন আখতার এবং বিশেষ অতিথি উপ-উপাচার্য প্রফেসর বেনু কুমার দে বিশেষ কাজের জন্য অনুপস্থিত ছিলেন।

যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক আবুল কালাম আজাদের সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন একই বিভাগের অধ্যাপক ড.সহিদ উল্যাহ এবং একুশ পদকপ্রাপ্ত এম. এ মালেকের সম্মানে প্রশংসা পত্রপাঠ করেন বিভাগের সহযোগী অধ্যাপক এবং অনুষ্ঠানের আহ্বায়ক শাহাব উদ্দিন নিপু।

৮ ও ৯ মার্চ সকাল ৯টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত দিনব্যাপী এই কর্মশালাটি চলবে। এতে দেশ ও বিদেশের সুনামধন্য সাংবাদিকগন তাদের অভিজ্ঞতা আদান প্রধান করবেন।

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের জেরে চরম অস্থিরতা বিরাজ করছে স্বর্ণের আন্তর্জাতিক বাজারে। প্রতিদিনই দাম বাড়ছে হুহু করে। এর প্রভাব পড়েছে দেশের বাজারেও। আন্তর্জাতিক বাজারে সঙ্গে দেশের বাজারেও স্বর্ণের দাম উত্তপ্ত।

২২, ২১ ও ১৮- এই তিন মানের (ক্যারেট) স্বর্ণের ভরিতে দাম বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের স্বর্ণ ২২ ক্যারেটের ভরিতে ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে ৭৯ হাজার ৩১৫ টাকা নির্ধারণ করা হয়েছে, যা মঙ্গলবার পর্যন্ত এই মানের স্বর্ণের দাম ছিল ৭৮ হাজার ২৬৫ দশমিক ৪৪ টাকা।

বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) মঙ্গলবার মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির চেয়ারম্যান এমএ হান্নান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আগামীকাল (বুধবার) থেকে স্বর্ণের এই নতুন দাম কার্যকর হবে বলে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২২ ক্যারেটের ভরির দাম পড়বে ৭৯ হাজার ৩১৫ দশমিক ২০ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি ৭৫ হাজার ৬৯৯ দশমিক ৩৬ টাকা, ১৮ ক্যারেটের ভরি ৬৪ হাজার ৯৬৮ দশমিক ৪৮ টাকা এবং সনাতন পদ্ধতিতে প্রতি ভরির দাম পড়বে ৫৪ হাজার ৬২ দশমিক ৬৪ টাকা।

নতুন দাম অনুযায়ী, বুধবার থেকে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ৭৯ হাজার ৩১৫ টাকায় কিনতে হবে- যা মঙ্গলবার পর্যন্ত ছিল ৭৮ হাজার ২৬৫ দশমিক ৪৪ টাকা ভরি। সে হিসাবে ভরিতে দাম বেড়েছে ১ হাজার ৪৯ দশমিক ৭৬ টাকা।

২১ ক্যারেটের প্রতি ভরির দাম ধরা হয়েছে ৭৫ হাজার ৬৯৯ দশমিক ৩৬ টাকা, যা বর্তমানে বিক্রি হচ্ছে প্রতি ভরি ৭৪ হাজার ৭৬৬ দশমিক ২৪ টাকায়। নতুন ঘোষণায় স্বর্ণের ভরিতে দাম বেড়েছে ৯৩৩ দশমিক ১২ টাকা।

১৮ ক্যারেটের প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ৬৪ হাজার ৯৬৮ দশমিক ৪৮ টাকা, যা মঙ্গলবার পর্যন্ত বিক্রি হচ্ছে ৬৪ হাজার ১৫২ টাকায়। ভরিতে দাম বেড়েছে ৮১৬ দশমিক ৪৮ টাকা।

এ ছাড়া সনাতন পদ্ধতিতে প্রতি ভরি স্বর্ণের দাম ৫৪ হাজার ৬২ দশমিক ৬৪ টাকা নির্ধারণ করা হয়েছে, যা মঙ্গলবার পর্যন্ত প্রতি ভরি ৫৩ হাজার ৪২১ দশমিক ১২ টাকায় বিক্রি হচ্ছে। সে হিসাবে ভরিতে দাম বেড়েছে ৬৪১ দশমিক ৫২ টাকা।

'আমরা নারী, সব পারি' এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) নারীদের সংগঠন সীমন্তিনীর উদ্দ্যেগে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার ( ৮ মার্চ ) সকাল সাড়ে ১০ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন থেকে আনন্দ র‍্যালী বের হয়ে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে বিশ্ববিদ্যালয়ের ডিন কার্যালয়ে এক আলোচনা সভায় মিলিত হন তারা।

সীমন্তিনীর প্রতিষ্ঠাতা ড. ফরিদা পারভীন কেয়ার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার, বিশেষ অতিথি ছিলেন সানাজিক বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক ড. মো. ইলিয়াস হোসেন, আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ড. মোবাররা সিদ্দিকা, ড. মাহবুবা কানিজ কেয়া, ডাঃ লুৎফা বেগম লিপি, ডঃ কাজী মাহজাবীন আক্তার।

এসময় বক্তারা বলেন, নারী-পুরুষের সমতা এবং অধিকারের জন্য নিদির্ষ্ট কোনো দিন নয়। বছরের প্রতিটি দিনই নারী-পুরুষের সমতা ও অধিকারের। নারী-পুরুষ মিলে-মিশে বিশ্ব সংসার গড়ে তুলতে হবে। নারীর ক্ষমতায়নের মধ্যদিয়ে নারীকে পুরুষের সমান্তরাল করতে হবে। বর্তমান সরকার নারী-পুরুষের ক্ষমতায়নে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেছে। বিভিন্ন ক্ষেত্রে নারীরা দায়িত্ব পাওয়ার পর তাদের যোগ্যতার স্বাক্ষর রাখছেন।

বক্তারা আরো বলেন, নারী-পুরুষের সম্মিলিত প্রচেষ্টায় জাতি এগিয়ে যাবে। সমাজের একটা অংশকে বাদ দিয়ে রাষ্ট্রের উন্নয়ন সম্ভব নয়। আইন করেও সমতা অর্জন করা যাবে না। নীতি-নৈতিকতা ও মূল্যবোধের ইতিবাচক পরিবর্তনের মাধ্যমেই কেবল সমাজে সমতা রক্ষা করা সম্ভব হবে।

প্রসঙ্গত, 'আমরা নারী, সব পারি'স্লোগানকে ধারণ করে ২০২০ সালের ৮ জুলাই প্রতিষ্ঠিত হয় নারীদের গ্রুপ সীমন্তিনী। নারীদের এই গ্রুপে এখন পর্যন্ত সদস্য সংখ্যা প্রায় ১৪০০। যেখানে একজন নারী তার আবেগ, অনুভূতি, নিজস্ব সৃজনশীলতার পাশাপাশি যে কোন সমস্যার কথা তুলে ধরে আসছেন।

দেশে গণটিকা কার্যক্রমে প্রথম ডোজ নেওয়া ব্যক্তিদের আগামী ২৮ মার্চ দ্বিতীয় ডোজ দেওয়া হবে। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের এক বৈঠক শেষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক সাংবাদিকদের এ তথ্য জানান।

গত ২৬ ফেব্রুয়ারি একদিনে এক কোটি ডোজ কোভিড টিকা দেওয়ার কার্যক্রম শুরু করে টিকাগ্রহীতাদের আগ্রহের কারণে পরে তা আরও দুদিন বাড়ানো হয়।

১৫ ফেব্রুয়ারি সারাদেশে একদিনে ১ কোটি ডোজ টিকা দেওয়ার ঘোষণা দিয়ে জানানো হয়, ২৬ ফেব্রুয়ারির পর প্রথম ডোজ টিকা দেওয়া হবে না। এর পর টিকাদান কেন্দ্রগুলোয় ভিড় বাড়তে থাকে।

পরে স্বাস্থ্য অধিদপ্তর জানায়,এর মধ্য দিয়ে প্রথম ডোজ দেওয়া শেষ হচ্ছে না। যৌক্তিক কারণে কেউ যদি টিকার প্রথম ডোজ নিতে না পারেন তবে স্থায়ী কেন্দ্রে গিয়ে নিতে পারবেন।

স্বাস্থ্যমন্ত্রী জানান, এই কার্যক্রমের আওতায় তিনদিনে প্রায় ২ কোটি ২৫ লাখ ডোজ টিকা দেওয়া হয়। যারা প্রথম ডোজ পেয়েছেন এমন ব্যক্তিরা ২৮ মার্চ থেকে দ্বিতীয় ডোজ নিতে পারবেন।

জাহিদ মালেক জানান, এখন পর্যন্ত টিকার দ্বিতীয় ডোজ পাওয়ার অপেক্ষায় আছেন প্রায় তিন কোটি ৮৬ লাখ মানুষ।

বিশেষ টিকা ক্যাম্পেইনে যারা প্রথম ডোজ নিয়েছেন, তারা যে কোনো কেন্দ্রে এসেই দ্বিতীয় ডোজ টিকা নিতে পারবেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।

প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ রোধে পাঁচ বছর থেকে তদূর্ধ্ব বয়সি প্রাথমিকের শিক্ষার্থীদের টিকা কার্যক্রম শিগগিরই শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

সোমবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের টিকা সংক্রান্ত এক জরুরি বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমরা শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলেছি। শিক্ষার্থীদের ও টিকাকেন্দ্রের তালিকা প্রস্তুত করতে বলেছি।

তিনি বলেন, প্রাথমিকের শিক্ষার্থীদের টিকার বিষয়ে আমরা প্রস্তুতি নিয়ে রাখছি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গেও যোগাযোগ রাখছি। তাদের অনুমোদন পাওয়ামাত্রই আমরা কার্যক্রম শুরু করে দেব।

বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের ফেব্রুয়ারি মাসের এমপিওর চেক ৬ মার্চ (রবিবার) ছাড় হয়েছে। কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বেতনের ১২টি চেক নির্ধারিত ব্যাংকে পাঠানো হয়েছে। শিক্ষক-কর্মচারীরা আগামী ১০ মার্চ পর্যন্ত বেতন উত্তোলন পারবেন।

কারিগরি শিক্ষকদের এমপিও ছাড়ের আদেশের স্মারক নম্বর : ৫৭.০৩.০০০০.০৯১.২০.০০৫.২২-৯৭৩, ৯৭৪, ৯৭৫, ৯৭৬ তারিখ : ৬-৩-২০২২।

 

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদ নিয়ে হাইকোর্টের রায় স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার জজ আদালত।

পাশাপাশি সাধারণ সম্পাদকের চেয়ারে কাউকে না বসার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের চেম্বার জজ আদালতে এ আদেশ দেন।

গত ২ মার্চ শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে জায়েদ খানের প্রার্থিতা বৈধ রায় দেন হাইকোর্ট।

বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

পরদিনই হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে আপিল আবেদন করেন চিত্রনায়িকা নিপুণ আক্তার।

সেই আপিলের প্রেক্ষিতেই হাইকোর্টের রায় স্থগিত করলেন চেম্বার জজ আদালত।

গত ২৮ জানুয়ারি চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের নির্বাচন হয়। প্রাথমিক ফলাফলে সাধারণ সম্পাদক পদে ভোটে বিজয়ী ঘোষণা করা হয় জায়েদ খানকে। পরে জায়েদের বিরুদ্ধে ‘টাকা দিয়ে ভোট কেনা’সহ নির্বাচনকে প্রভাবিত করার অভিযোগ আনেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী নিপুণ। এমনকি এ পদে পুনরায় ভোটের দাবিও তোলেন।

নিপুণের আবেদনের পরিপ্রেক্ষিতে জায়েদ খানের পদ বা প্রার্থিতা বাতিল হবে কি না- সে বিষয়ে ৪ ফেব্রুয়ারি বিকেলে এফডিসিতে বসে শিল্পী সমিতির আপিল বোর্ড। এরপর বোর্ডের চেয়ারম্যান সোহানুর রহমান সোহান জায়েদের প্রার্থিতা বাতিল করে নিপুণকে সাধারণ সম্পাদক ঘোষণা করেন।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে হাল্ট প্রাইজের ক্যাম্পাস রাউন্ড প্রতিযোগিতার নিবন্ধন। চলবে বুধবার পর্যন্ত।

শনিবার থেকে নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে জানিয়ে হাল্ট প্রাইজ শাবি শাখার প্রেস এন্ড মিডিয়া কো-অর্ডিনেটর মো. আমিনুল হক লস্কর জানান, এবারের প্রতিযোগিতায় তিনটি ইভেন্ট অনুষ্ঠিত হবে। নিবন্ধনকৃত টিমের সদস্যরা নিজেদের আইডিয়া নিয়ে ‘লেখা অনলাইনে ও অফলাইনের মাধ্যমে জমা দিত পারবেন । প্রতিটি টিমে তিন থেকে চারজন সদস্য থাকবেন । পরে তাদের মধ্যে থেকে বাছাই করা ১৫টি টিম নিয়ে আগামী ১২ মার্চ অনলাইনে সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। এরপর ১৫মার্চ প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠি হবে বলে জানান তিনি।

লস্কর বলেন,হাল্ট প্রাইজের মূল লক্ষ্য সাম্প্রতিক সময়ে সৃষ্ট বিভিন্ন সমস্যার সমাধানে তরুনদের এগিয়ে আনা ও চিন্তাশীল একঝাঁক তরুণ তৈরি করা। করোনায় বেকারত্ব বাড়ায় কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

magnifiermenu linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram