রবিবার, ১৯শে মে ২০২৪

নিউজ ডেস্ক।।

প্রত্যাশা অনুযায়ী যুক্তরাজ্যের ক্ষমতাসীন দল কনজারভেটিভ পার্টির নেতৃত্বের লড়াইয়ে জিতলেন লিজ ট্রাসই। সে হিসেবে তিনিই হচ্ছেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী।

প্রতিদ্বন্দ্বী ঋষি সুনাকের চেয়ে উল্লেখযোগ্যসংখ্যক বেশি ভোট পেয়েছেন লিজ ট্রাস।
সোমবার স্থানীয় সময় দুপুরে ব্রিটিশ সরকারের কেন্দ্র ওয়েস্টমিনস্টার এলাকার রানি দ্বিতীয় এলিজাবেথ সেন্টারে কনজারভেটিভ পার্টির দলীয় ভোটাভুটির ফল ঘোষণা করা হয়। এর পরই বিজয়ী প্রার্থী লিজ ট্রাস দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তৃতা দেন। তাকে নেতা নির্বাচিত করার জন্য কর্মীদের ধন্যবাদ দেন ট্রাস

লিজ ট্রাস পেয়েছেন ৮১৩২৬ ভোট। ঋষি সুনাক পেয়েছেন ৬০৩৯৯ ভোট। বৈধ ভোটের প্রায় ৫৭% পড়েছে লিজ ট্রাসের পক্ষে। নেতা নির্বাচনের লড়াইয়ে ভোটদানের হারও ছিল বেশ উঁচু। দলের ৮২.৬% সদস্য ভোট দিয়েছেন। নষ্ট হওয়া বা ভুলভাবে ব্যালট পূরণ করার জন্য ৬৫৪ টি ভোট নাকচ হয়েছে।

এর আগে দলের নেতৃত্বের লড়াইয়ে বরিস জনসন ২০১৯ সালে ৬৬.৪% ভোট পেয়েছিলেন। ২০০৫ সালে ডেভিড ক্যামেরন ৬৭.৬% এবং ২০০১ সালে ইয়ান ডানকান স্মিথ পেয়েছিলেন ৬০.৭% ভোট।
টোরি দলের নতুন নেতা দায়িত্ব গ্রহণের পরপরই ক্রমবর্ধমান জ্বালানি ব্যয় মোকাবেলার পরিকল্পনা ঘোষণা করার জন্য চাপের মধ্যে পড়বেন বলে ধারণা করা হচ্ছিল।

লিজ ট্রাস সাধারণ মানুষকে সহায়তা করতে জ্বালানি বিল সাময়িকভাবে স্থির রাখার কথা বিবেচনা করছেন বলে জানা গেছে।

একটি সূত্র বিবিসিকে বলেছেন, লিজের পরামর্শকরা ‘বেশ কিছু ব্যবস্থা’ খতিয়ে দেখছেন। বৃহস্পতিবার এ বিষয়ে একটি ঘোষণা আসতে পারে।

বিরোধী দল লেবার পার্টি বলছে, জনগণ সরকারি সাহায্যের জন্য ‘মরিয়া’। তাদের সুনির্দিষ্টভাবে উদ্যোগগুলো জানাতে হবে।

লিজ ট্রাস মঙ্গলবার স্কটল্যান্ডের বালমোরাল ক্যাসেলে রানির সঙ্গে দেখা করতে যাবেন। তখন তাকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেবেন রানি।

সূত্র : বিবিসি

নিউজ ডেস্ক।।

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের (খুকৃবি) উপাচার্যের আত্মীয় ও পরিবারের ৯ সদস্যের প্রতিষ্ঠানটিতে নিয়োগ বাতিলের নির্দেশনা দিয়ে আদেশ জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) তদন্তের পর প্রতিবেদনের সুপারিশ অনুযায়ী এ নির্দেশনা দিয়েছে মন্ত্রণালয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শহীদুর রহমান খান অনিয়ম-স্বজনপ্রীতির মাধ্যমে বিশ্ববিদ্যালয়টিতে নিজের ছেলে, মেয়ে, শ্যালক-শ্যালিকার ছেলে ও ভাতিজাকে নিয়োগ দিয়েছেন বলে অভিযোগ ওঠে। অভিযোগ মতে, সব মিলিয়ে উপাচার্যের পরিবারের সদস্য-আত্মীয়দের মধ্যে ৯ জনকে বিশ্ববিদ্যালয়টিতে নিয়োগ দেওয়া হয়। উপাচার্য তার স্ত্রীকেও বিশ্ববিদ্যালয়টিতে অধ্যাপক পদে নিয়োগ দেওয়ার চেষ্টা করেছেন বলে অভিযোগ ওঠে। অনিয়মের এই অভিযোগ ইউজিসির তদন্তে প্রমাণিত হয়।

ইউজিসির সুপারিশের পর গত ৩ আগস্ট শিক্ষা মন্ত্রণালয় উপাচার্যকে নিয়োগ বাতিলের নির্দেশনা দেয়।

উপাচার্যকে পাঠানো চিঠিতে বলা হয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ কার্যক্রম বিষয়ে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকে পাওয়া তদন্ত প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে নির্দেশনা দেওয়া হলো।

নির্দেশনায় বলা হয়—

(ক) তদন্ত কমিটির কাছে উপাচার্য নিজেই স্বীকার করায় তার পরিবারের সদস্য ও আত্মীয় ৯ জনের নিয়োগ বাতিল করার ব্যবস্থা গ্রহণ করতে হবে।

(খ) বিষয় বিশেষজ্ঞ ছাড়া একই ব্যক্তিবর্গকে দিয়ে সিলেকশন বোর্ড গঠন করে ২০টি বিষয়ে ৭৩ জন শিক্ষকের নিয়োগ বাতিলের ব্যবস্থা গ্রহণ করতে হবে।

(গ) সরাসরি প্রফেসর পদে নিয়োগের যে বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে উপাচার্যের স্ত্রী আবেদন করেন, সেটি বাতিল করার ব্যবস্থা গ্রহণ করতে হবে।

(ঘ) খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগ নীতিমালা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগ নীতিমালা অনুসরণ করে যুগোপযোগী করার ব্যবস্থা গ্রহণ করতে হবে।

(ঙ) ভবিষ্যতে স্বজনপ্রীতির মাধ্যমে নিয়োগ এবং বিষয় বিশেষজ্ঞ ছাড়া সিলেকশন বোর্ড গঠন না করাসহ বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ণ

হয় এমন কার্যকলাপ থেকে বিরত থাকতে হবে।

(চ) বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সুপারিশসমূহ ভবিষ্যতে অনুসরণ করতে হবে।

নির্দেশনাগুলো প্রতিপালন বা বাস্তবায়ন শেষে একটি প্রতিবেদন পাঠাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে অনুরোধ জানানো হয়েছে।- বাংলা ট্রিবিউন

নিউজ ডেস্ক।।

শিক্ষাপ্রতিষ্ঠান সরকারি, বেসরকারি বা সংস্থা পরিচালিত যে ধরনেরই হোক না কেন তা নিয়মের মধ্যে স্বচ্ছ ও জবাবদিহির মধ্যে পরিচালনার নির্দেশনা দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, ‘এতে যেন নিয়মের কোনো ব্যত্যয় না থাকে এটাই আমার অনুরোধ।’

আজ শনিবার রাজধানীর মনিপুর উচ্চ বিদ্যালয় এবং কলেজ আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষাব্যবস্থার আমূল পরিবর্তন আনতে ২০১২ সাল থেকেই সৃজনশীল পদ্ধতিতে পাঠদান করা হচ্ছে। তবে আনন্দময় শিক্ষা ও প্রতিষ্ঠানের শ্রেণিকক্ষের তুলনায় অধিক শিক্ষার্থীসহ অনেক সীমাবদ্ধতা কাজ করেছে। ২০২১ সালের মধ্যে সমৃদ্ধ বাংলাদেশ, ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়নের যে চ্যালেঞ্জ রয়েছে তা বাস্তবায়নের মধ্য দিয়ে শান্তিময় বাংলাদেশ গড়ে তুলব। এসব লক্ষ্যমাত্রা অর্জনে শিক্ষার্থীদের পাঠ পরিকল্পনায় ব্যাপক পরিবর্তন আনা হয়েছে।

শিক্ষার্থীরা মুখস্থ করা ও পরীক্ষার চাপে থাকবে না, তাদের শিখন পদ্ধতি হবে আনন্দময়, সক্রিয় শেখা ও অভিজ্ঞতাময়। এ সময় চতুর্থ শিল্প বিপ্লব মোকাবেলায় শিক্ষার্থীদের দক্ষ করে গড়ে তুলতে শিক্ষকদের প্রতি বিশেষ আহ্বান জানান তিনি।

জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত অপর এক অনুষ্ঠানে দীপু মনি জানান, ধর্মীয় শিক্ষা বাদ দেওয়ার বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব চলছে। সরকারবিরোধী প্রচারণার অংশ হিসেবে এ প্রচারণা করা হচ্ছে। নতুন শিক্ষাক্রমে শিক্ষার পরিধি আরো বাড়বে জানিয়ে তিনি বলেন, সেখানে ধর্ম, নৈতিকতা ও মূল্যবোধ অবিচ্ছেদ্য অংশ।

জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত অপর এক অনুষ্ঠানে দীপু মনি জানান, ধর্মীয় শিক্ষা বাদ দেওয়ার বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব চলছে। সরকারবিরোধী প্রচারণার অংশ হিসেবে এ প্রচারণা করা হচ্ছে। নতুন শিক্ষাক্রমে শিক্ষার পরিধি আরো বাড়বে জানিয়ে তিনি বলেন, সেখানে ধর্ম, নৈতিকতা ও মূল্যবোধ অবিচ্ছেদ্য অংশ।- কালেরকন্ঠ

নিউজ ডেস্ক।।

জ্বালানি সাশ্রয়ে আজ বুধবার (২৪ আগস্ট) থেকে সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত অফিস টাইম সকাল ৮টা থেকে শুরু হয়েছে। চলবে বিকাল ৩টা পর্যন্ত। ফলে সকাল ৭টা থেকেই অন্য দিনের তুলনায় রাস্তায় গাড়ি ও যাত্রীর চাপ লক্ষ করা গেছে।

এদিকে, সরকারি অফিসের পাশাপশি ১ঘণ্টা এগিয়ে ব্যাংকিং কার্যক্রমও সকাল ৯টা থেকে শুরু হয়েছে। চলবে ৪টা পর্যন্ত।

নিউজ ডেস্ক।।

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে কারো মৃত্যু হয়নি। এই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ১০০ জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, করোনায় এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ২৯ হাজার ৩১৫ জনের। আর আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ নয় হাজার ৭৯৭ জন।

শনিবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

নিউজ ডেস্ক।।

চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সঙ্কেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তরপূর্ব বঙ্গোপসাগর ও এর কাছাকাছি এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি ঘণীভূত হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও এর কাছাকাছি এলাকায় গভীর সঞ্চরণশীল মেঘমালার সৃষ্টি হচ্ছে। সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৮ আগস্ট) সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায়, রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু'এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরণের বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের দক্ষিণাঞ্চলের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। পরবর্তী তিন দিনে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।

নাজমুল হুদা।।

শোক, শ্রদ্ধা আর ভালোবাসায় স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছে বাগেরহাট জেলার শেখ হেলাল উদ্দীন কলেজ। এ উপলক্ষে আজ ১৫ আগস্ট, সোমবার সকালে শোক দিবসের কর্মসূচির প্রারম্ভেই ছিল শোকের প্রতীক কালো ব্যাজ ধারণ। এরপর জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন ও অর্ধনমিতকরণ, কালো পতাকা এবং কলেজের উত্তোলন করা হয়। সকাল সাড়ে ৯টায় সকল শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে এক শোক-র‌্যালী অনুষ্ঠিত হয়।
র‌্যালী শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলি অর্পণ করা হয় এবং বঙ্গবন্ধু পুষ্প কাননে ফুলের চারা রোপন করেন কলেজের অধ্যক্ষ বটু গোপাল দাস। এরপর ১৯৭৫ সালের এই দিনে শাহাদাৎবরণকারী সকল শহীদদের স্মরণে ১মিনিট নীরবতা পালন করা হয়। সকাল ১০টায় অধ্যক্ষ মহোদয় সকলকে নিয়ে ‘শোক দিবস সংখ্যা-২২’ শিরোনামে শেখ রাসেল কর্নারে দেয়ালিকা এর উদ্বোধন করেন। পরবর্তিতে অধ্যক্ষ মহোদয়ের সভাপতিত্বে শোকাবহ দিনের স্মরণে বিশেষ ‘আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও দোয়া মাহফিল’ অনুষ্ঠিত হয়। ছাত্রছাত্রীদের অংশগ্রহণে কবিতা আবৃত্তি এবং ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ বিষয়ক রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়।
জাতীয় শোক দিবসের অনুষ্ঠান পরিচালনায় ছিলেন সহকারী অধ্যাপক মোঃ হোসাইন সায়েদীন। শোক দিবসের স্মরণে অনুষ্ঠিত কর্মসূচিতে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা রাজু আহম্মেদ; সুধীজন আলহাজ্ব মেহেদী হাসান, শিক্ষকদের মধ্যে বক্তব্য প্রদান করেন সহকারী অধ্যাপক মোঃ সিরাজুল ইসলাম, সহকারী অধ্যাপক উৎপল কুমার দাশ উদযাপন কমিটির আহ্বায়ক অপূর্ব লাল সাহা প্রমুখ।
অনুষ্ঠিত কর্মসূচিতে সভাপতি মহোদয় ‘শোকাবহ ১৫ আগস্ট ১৯৭৫ এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংগ্রামী জীবন’ ভিত্তিক সারগর্ব আলোচনা করেন। তিনি তাঁর বক্তব্যে, সবাইকে জাতীয় জীবনে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা এবং জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করার মানসিকতা গড়ে তোলার আহবান জানান।
শোক দিবসের অনুষ্ঠানে দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা নাজমুস সাকিব এবং শহীদদের মাগফেরাতের জন্য দোয়া শেষে তবারকের ব্যবস্থা করা হয়।
অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করে সবাইকে বিমোহিত করেন প্রভাষক আমিনুল হক; নাজমা খানম, চন্দ্র শেখর অধিকারী এবং শেখ মাহবুবা ফেরদৌসী। ছাত্র-ছাত্রীদের মধ্যে কবিতা আবৃত্তি করেন তৃষা দাশ, আয়েশা সিদ্দিকা এবং সাকিল আহমেদ। অনুষ্ঠানের শেষ পর্যায়ে কবিতা আবৃত্তি ও রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের ফলাফল ঘোষণা এবং বঙ্গবন্ধুর স্বরচিত লেখা বই পুরস্কার বিতরণের মাধ্যমে সভার কার্যক্রম শেষ হয়।

নাজমুল হুদা।।

বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার বেতাগা ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক প্রদ্যুত কুমার দাশ এর স্মরণ সভা গতকাল শনিবার বিদ্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মোঃ নজরুল ইসলাম এর সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক মোঃ নাজমুল হুদার সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন দাশ। বিশেষ অতিথি ছিলেন বেতাগা ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান মোঃ ইউনুস আলী শেখ, বিদ্যালয় পরিচালনা পরিষদের সম্মানিত সদস্য দুলাল চন্দ্র দাশ, বেতাগা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিখিল চন্দ্র দাশ, কাজী আজাহার আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মল্লিক আঃ সাত্তার। আলোচনায় আরও অংশ নেন বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সম্মানিত সদস্য জনাব মোঃ ফরহাদ হোসেন, বেতাগা ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক জনাব বিধান চন্দ্র দাশ, চুলকাটি ঘনশ্যামপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশীষ কুমার পাল, লকপুর আলহাজ্ব আম্বিয়া ইসহাক কলেজিয়েট স্কুলের সহকারী প্রধান শিক্ষক জনাব হালিমা বেগম, ধনপোতা মাসকাটা ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ একরাম শেখ, ৩ নং মাসকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব ইভা, ইউনিয়ন পরিষদের সদস্য জনাব কামরুন্নাহার নিপা প্রমুখ।

এ সময় বক্তারা প্র‍য়াত প্রধান শিক্ষকের স্মৃতিচারণ ও তার আত্নার শান্তি কামনা করেন।

নিউজ ডেস্ক।।

গুচ্ছ ভর্তি পরীক্ষায় মানবিক ইউনিটের প্রক্সি দিতে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থী আটক হয়েছেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কেন্দ্র থেকে তাকে সন্দেহভাজন হিসেবে সকালেই আটক করা হয়।

শনিবার জবির নতুন একাডেমিক ভবনে পরীক্ষা শেষে সন্দেহভাজন ওই শিক্ষার্থীকে আটক করেন সহকারী প্রক্টর গৌতম কুমার সাহা ও আসাদুজ্জামান রিপন।

প্রক্সি দিতে আসা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই শিক্ষার্থীকে আটক করার সময় তার কাছে থাকা মোবাইল ও মানিব্যাগ, ঘড়ি ও এটিএম কার্ড জব্দ করেন বিশ্ববিদ্যালয় প্রশাসন। তার ফোনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন নিয়োগ পরীক্ষায় প্রক্সি দেওয়ার কনভার্সেশন পাওয়া গেছে। এছাড়াও তার সঙ্গে থাকা ব্যাংক কার্ডে সম্প্রতি ২৬ লাখ টাকা লেনদেনের আলামত পাওয়া গেছে। পরবর্তীতে ওই শিক্ষার্থীকে পুলিশে সোপর্দ করেন বিশ্ববিদ্যালয় প্রশাসন।

নিউজ ডেস্ক।।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের বাসায় বৈঠকে তাকে এ দায়িত্ব দেওয়া হয়। এ ছাড়া বৈঠক শেষে আসন্ন এশিয়া কাপের স্কোয়াড ঘোষণা করা হয়।

বৈঠক শেষে বিসিবির ক্রিকেট অপারেশনসের চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, আসন্ন এশিয়া কাপ, নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ এবং বিশ্বকাপের জন্য অধিনায়ক করা হয়েছে সাকিবকে।

এর আগে গত বৃহস্পতিবার ধানমন্ডিতে বেক্সিমকোর করা এক সংবাদ সম্মেলনে পাপন বলেনান, এবার অধিনায়ক বেছে নেওয়া হবে পূর্ণ মেয়াদে, অন্তত ২ বছরের জন্য।

এশিয়া কাপে বাংলাদেশ দল: সাকিব আল হাসান (অধিনায়ক), এনামুল হক, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, মাহমুদউল্লাহ, শেখ মেহেদী, মোহাম্মদ সাইফউদ্দিন, হাসান মাহমুদ, মোস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, ইবাদত হোসেন, পারভেজ হোসেন, নুরুল হাসান ও তাসকিন আহমেদ।

নিউজ ডেস্ক।।

বিদ্যুৎ সাশ্রয়ের জন্য দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে সাপ্তাহিক ছুটি দুই দিন করার কথা ভাবা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

আজ শুক্রবার রাজধানীতে এক অনুষ্ঠানে সাংবাদিকের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এ কথা বলেন।

দীপু মনি বলেন, বিদ্যুৎ সাশ্রয়ের জন্য শিক্ষাপ্রতিষ্ঠানে সাপ্তাহিক ছুটি দুই দিন করা যায় কি না, তা ভেবে দেখা হচ্ছে। তবে এই মুহূর্তেই কোনো সিদ্ধান্তের কথা বলা যাচ্ছে না। হয়তো শিগগিরই সিদ্ধান্ত জানানো যাবে।

নিউজ ডেস্ক।।

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে। এতে উপকূলীয় ১৪ জেলায় দুই থেকে চার ফুটের অধিক উচ্চতায় জলোচ্ছ্বাসের আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর। এ অবস্থায় দেশের সমুদ্র বন্দরগুলোকে (চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দর) ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

গতকাল মঙ্গলবার রাতে এক পূর্বাভাসে এসব তথ্য জানান আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির। তিনি জানান, উড়িশ্যা উপকূল ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত স্থল নিম্নচাপটি একই এলাকায় অবস্থান করছে। এটি আরও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় বায়ুচাপ পার্থক্যের আধিক্য বিরাজ করছে। সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

magnifiermenu linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram