শুক্রবার, ২৬শে এপ্রিল ২০২৪

নিউজ ডেস্ক।।

বাগেরহাটের ফকিরহাট উপজেলায় ৫ থেকে ১১ বছর বয়সী স্কুল পড়–য়া শিক্ষার্থীদের করোনাভাইরাসের টিকা প্রদান কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার (১১ অক্টোবর) সকাল ১০টায় আট্টাকা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ।

সরেজমিনে দেখা যায়, অভিভাবকদের সাথে নিয়ে শিশুরা টিকা গ্রহণের জন্য বিদ্যালয়ে এসেছে। এসময় বিদ্যালয় প্রাঙ্গনে উৎসবমূখর পরিবেশের সৃষ্ঠি হয়। অনেক শিশুকে টিকা নেওয়ার জন্য আগ্রহ নিয়ে অপেক্ষা করতে দেখা যায়।

টিকা গ্রহণের পর সামিহা আহসান (৭), মো. সামসুল ইসলাম (৯), বিবেকানন্দ রাহা (৯), আফরিন সুলতানা (৮) সহ কয়েকজন শিশু ও তাদের অভিভাবকদের সাথে কথা হয়। শিশুরা জানায়, প্রথমে ভয় পেলেও স্কুলে এসে সকল সহপাঠীদের টিকা নেওয়ার আগ্রহ দেখে ভয় কেটে গেছে। টিকা পেয়ে তারা উচ্ছ¡াস প্রকাশ করেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহ্ মো. মহিবুল্লাহ জানান, প্রথম দিন আট্টাকা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৬০৭ জন শিক্ষার্থী ও আট্টাকা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ১১ বছরের কম বয়সী ২৫ জন শিক্ষার্থীকে ফাইজারের প্রথম ডোজ টিকা প্রদান করা হচ্ছে। টিকা প্রদানের পর শিশুদের আধা ঘন্টা বিদ্যালয়ে পর্যাবেক্ষণে রাখা হচ্ছে। প্রতিদিন প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে শিশুদের টিকা প্রদান করা হবে। ৫ থেকে ১১ বছর বয়সী উপজেলার প্রায় ১৬ হাজার শিশুকে টিকার আওতায় আনা হবে।

টিকা কার্যক্রম উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনোয়ার হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহ্ মো. মহিবুল্লাহ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশীষ কুমার নন্দী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফিরোজ আহমেদ, রোগ প্রতিরোধ বিভাগের চিকিৎসক ডা. মোস্তাফিজুর রহমান, বাহিরদিয়া-মানসা ইউপি চেয়ারম্যান মো. রেজাউল করিম ফকির, আট্টাকা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ফকির কওসার আলী, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রহলদ চন্দ্র দেবনাথ, স্যানিটারী ইনেসপেক্টর দেবরাজ মিত্র, চিকিৎসা প্রযুক্তিবিদ শেখ কামাল হোসেন প্রমূখ। #

নিউজ ডেস্ক।।

অবশেষে প্রকাশ করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত ঢাকার সাত সরকারি কলেজের স্নাতক প্রথম বর্ষে ভর্তির বিষয় ও কলেজ পছন্দের দ্বিতীয় মনোনয়ন তালিকা।

আজ রবিবার দুপুরে কলেজগুলোর জন্য নির্ধারিত ওয়েবসাইটে এই তালিকা প্রকাশ করা হয়।

সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক এবং কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান।

নাজমুল হুদা।।

শেখ হেলাল উদ্দীন কলেজে শেখ রাসেল এঁর ৫৮ তম জন্মদিন উপলক্ষে আট দলীয় ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। গতকাল বিকাল ৪ টায় ফকিরহাট উপজেলাধীন শেখ হেলাল উদ্দীন কলেজের বিশাল মাঠে শেখ রাসেলের জন্মদিবস উপলক্ষে'শেখ রাসেল ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি ও ফকিরহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ। বাঙালির এই প্রিয় খেলায় হাজার হাজার দর্শকের উপস্থিতিতে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বি এল স্পোর্টিং ক্লাব, ভান্ডারকোট ও ঝিনাইখালী স্পোর্টং ক্লাব।

খেলা পরিচালনা করেন হাফিজুর রহমান, জীবন কৃষ্ণ এবং লাচ্চু শেখ। খেলা শেষপর্যন্ত ১-১ গোলে সমতা হয়ে ট্রাইবেকারে গড়ায়। বিএল স্পোর্টিং ক্লাব জয়লাভ করে খেলা শেষে কলেজের প্রাক্তন ছাত্র টুটুল আকুঞ্জীর উপস্থাপনায় অধ্যক্ষ বটু গোপাল দাসের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ বিজয়ী ও বিজিত দলের হাতে ট্রফি ও প্রাইজ মানী তুলে দেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য শুভদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ফারুকুল ইসলাম, ভান্ডারকোট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ওবায়দুল শেখ, জিবি সদস্য এ্যাড. নব কুমার চক্রবর্তী, মোঃ হাফিজুর রহমান, অপূর্ব লাল সাহা প্রমুখ। প্রধান অতিথি বলেন শেখ রাসেল ফুটবল টুর্নামেন্ট প্রতি বছর শেখ হেলাল উদ্দীন কলেজে আয়োজন করা হবে।

নিউজ ডেস্ক।।

চলতি বছরে রসায়নে নোবেল পেয়েছেন ক্যারোলিন আর বার্তোজ্জি, মর্টেন মেলডাল ও কে ব্যারি শার্পলেস। বুধবার বাংলাদেশ সময় বিকেল পৌনে ৪টার দিকে সুইডেনের রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেস রসায়নে এই তিন বিজ্ঞানীর নোবেল জয়ের ঘোষণা দিয়েছে।

নোবেল কমিটি জানায়, ক্লিক রসায়ন এবং বায়োঅর্থোগোনাল রসায়নে অবদান রাখার জন্য আমেরিকার বিজ্ঞানী ক্যারোলিন আর বার্তোজ্জি ও কে ব্যারি শার্পলেস এবং ডেনমার্কের বিজ্ঞানী মর্টেন মেলডালকে রসায়নে এ বছরের নোবেল দেওয়া হয়।

কে ব্যারি শার্পলেস এর আগে ২০০১ সালে রসায়নে নোবেল পেয়েছিলেন। তারা পুরস্কার হিসেবে ১ কোটি সুইডিশ ক্রোনার পাবেন।

এর আগে, সোমবার বিলুপ্ত হোমিনিনের জিন ও মানব বিবর্তনের যুগান্তকরী এক গবেষণার জন্য চলতি বছরের চিকিৎসাবিজ্ঞানের নোবেল পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করা হয়। চিকিৎসাবিজ্ঞানের এই পুরস্কার পেয়েছেন সুইডিশ জিনতাত্ত্বিক বিজ্ঞানী সোয়ান্তে প্যাবো।

মঙ্গলবার নোবেল পুরস্কার ঘোষণার দ্বিতীয় দিনে পদার্থবিজ্ঞানে তিন নোবেলবিজয়ীর নাম ঘোষণা করা হয়। তারা হলেন, ফরাসি পদার্থবিজ্ঞানী অ্যালাইন অ্যাসপেক্ট, মার্কিন পদার্থবিজ্ঞানী জন এফ ক্লজার ও অস্ট্রিয়ার পদার্থবিজ্ঞানী অ্যান্টন জেলিঙ্গার। নোবেল কমিটি বলেছে, বেল ইনেকুয়ালিটির পরীক্ষায় পাওয়া প্রমাণ ও কোয়ান্টাম অ্যান্টেঙ্গেলমেন্ট গবেষণায় তাৎপর্যপূর্ণ অবদানের জন্য ২০২২ সালে পদার্থবিজ্ঞানে তাদের এই পুরস্কার দেওয়া হয়েছে।

নিউজ ডেস্ক।।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল নভেম্বরের প্রথম সপ্তাহে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদফতরের (ডিপিই) মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত।

আজ সোমবার সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘সহকারী শিক্ষক নিয়োগে তিন ধাপে লিখিত পরীক্ষা আয়োজন করা হয়। এতে যারা পাস করেছেন তাদের মৌখিক পরীক্ষা নেওয়া হয়েছে। জেলাভিত্তিক মৌখিক পরীক্ষা শেষ হওয়ার পর তা অধিদফতরের মাধ্যমে বুয়েটে পাঠিয়ে দেওয়া হয়েছে।

সব ফলাফল একত্রিত করে আগামী নভেম্বরের শুরুতে চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে। ডিসেম্বর থেকে যোগদানের লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করা হচ্ছে। ’
ডিপিই’র মহাপরিচালক আরও বলেন, ‘লিখিত পরীক্ষা শেষ হয়েছে। বর্তমানে দিনাজপুর জেলার মৌখিক পরীক্ষা বাকি রয়েছে।

এ পরীক্ষার ফলাফল পাঠানো হলে বুয়েট থেকে চূড়ান্ত ফলাফল প্রকাশের কাজ শুরু হবে। ’

নিউজ ডেস্ক।।

চিকিৎসা বিজ্ঞানে এ বছর নোবেল পুরস্কার পেয়েছেন সুইডেনের জিনবিজ্ঞানী সান্তে প্যাবো। আজ সোমবার নোবেল কমিটি তাঁর নাম ঘোষণা করে।

নোবেল কমিটির ওয়েবসাইটে জানানো হয়েছে, ২০২২ সালে চিকিৎসাবিজ্ঞান ও শরীরতত্ত্বে নোবেল পুরস্কার পেয়েছেন সুইডেনের এই জিনবিজ্ঞানী।

নাজমুল হুদা।।

ডিজিটাল বাংলাদেশের পর স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছে সরকার। সে অনুযায়ী বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলাকে বাংলাদেশের প্রথম এবং একমাত্র স্মার্ট উপজেলা হিসেবে ঘোষণা করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য প্রযুক্তি ও যোগাযোগ মন্ত্রনালয়ের এটুআই প্রকল্পের প্রকল্প পরিচালক ও যুগ্ম সচিব ড. রেদোয়ান মুহাম্মদ হুমায়ুন কবির।

এ প্রকল্প বাস্তবায়নের ফলে সরকারি সকল সেবা অনলাইনের মাধ্যমে ঘরে বসে পাবেন ফকিরহাটের জনগণ। মাত্র একটি এ্যাপের মাধ্যমে সকল সেবাকে জনগণের দ্বারগোড়ায় পৌঁছে দেওয়ার ফলে ফকিরহাট হবে দেশের প্রথম কাগজবিহীন ই-অফিস ব্যবস্থাপনায় পরিচালিত উপজেলা।

বাগেরহাটের ফকিরহাট উপজেলা অডিটোরিয়ামে রোববার এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের এটুআই প্রকল্পের প্রকল্প পরিচালক ও যুগ্ম সচিব ড. রেদোয়ান মুহাম্মদ হুমায়ুন কবির। অনুষ্ঠানে মূখ্য আলোচক ছিলেন এটুআই প্রকল্পের বিশেষজ্ঞ ও উপসচিব মো. সালাউদ্দিন। সম্মানিত অতিথি ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অমিত রায় চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ফকিরহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা, মহিলা ভাইস চেয়ারম্যান তহুরা খানম। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনোয়ার হোসেন। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন এটুআই প্রকল্পের সিনিয়র সহকারী সচিব মো. তানভীর রহমান।

অনুষ্ঠানে সরকারের বিভিন্ন স্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, ফ্রিল্যান্সার, গনমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

নিউজ ডেস্ক।।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনে অংশগ্রহণ শেষে ঢাকার পথে রওয়ানা হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যুক্তরাষ্ট্রে ১৪ দিনের সরকারি সফর শেষে স্থানীয় সময় রোববার (২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টায় এবং বাংলাদেশ সময় সোমবার (৩ অক্টোবর) ভোর সাড়ে ৪টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৯১৩ ভিভিআইপি ফ্লাইটে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির ডালাস বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওয়ানা হন তিনি।

লন্ডনে সংক্ষিপ্ত যাত্রাবিরতি দিয়ে সোমবার (৩ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

নিউজ ডেস্ক।।

দুর্গাপূজার একদিনের ছুটি, ঈদে মিলাদুন্নবীর একদিনের ছুটি ও সাপ্তাহিক দুদিন ছুটি মিলিয়ে আবারও টানা ৫ দিনের ছুটির কবলে পড়ছে সরকারি প্রশাসন। এর মধ্যখানে বৃহস্পতিবার ৬ অক্টোবর একদিনের ছুটি ম্যানেজ করা গেলে বুধবার ৪ অক্টোবর থেকে পরের সপ্তাহের রবিবার ৯ অক্টোবর পর্যন্ত টানা ৫ দিনের ছুটি ভোগ করতে পারবেন সরকারি কর্মকর্তা- কর্মচারীরা। কারণ, সরকারি ক্যালেন্ডার অনুযায়ী, এই ৫ দিনের মধ্যে বৃহস্পতিবার ৬ অক্টোবর একদিনই অফিস খোলা রয়েছে।

জানা গেছে, চলতি বছরের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, আগামী বুধবার ৫ অক্টোবর দুর্গাপূজার জন্য সাধারণ ছুটি। পরের দিন বৃহস্পতিবার ৬ অক্টোবর অফিস খোলা। এরপর শুক্রবার ৭ অক্টোবর এবং শনিবার ৮ অক্টোবর দুদিন সাপ্তাহিক ছুটি। এরপরের দিন রবিবার ৯ অক্টোবর ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সরকারি ছুটি। সোমবার ১০ অক্টোবর থেকে যথারীতি সরকারি বেসরকারি অফিস আদালত স্বাভাবিক নিয়মে চলবে।

নাজমুল হুদা।।

আজ ৩০ সেপ্টেম্বর, ২০২২, শুক্রবার বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার বেতাগা পাবলিক লাইব্রেরি পরিদর্শন করেন জনাব ডঃ দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবির, সম্মানিত প্রকল্প পরিচালক (যুগ্ম সচিব,এটুআই) প্রোগ্রাম, মহোদয়।

এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক, ফকিরহাট উপজেলা পরিষদের স্বনামধন্য সুযোগ্য চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি জননেতা জনাব স্বপন দাশ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ তানভীর ইসলাম, কনসালট্যান্ট এটুআই প্রকল্প, জনাব মোঃ মনোয়ার হোসেন, সম্মানিত উপজেলা নির্বাহী কর্মকর্তা, ফকিরহাট, জনাব মোঃ ইউনুস আলী, সুযোগ্য চেয়ারম্যান, বেতাগা ইউনিয়ন পরিষদ, বেতাগা পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক জনাব মোঃ নাজমুল হুদা প্রমুখ।

নিউজ ডেস্ক।।

মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস সংক্রান্ত সরকারের সব লেনদেন ‘নগদের’ মাধ্যমে পরিচালনার পরামর্শ দিয়েছে সংসদীয় কমিটি। একই সঙ্গে রাষ্ট্রায়ত্ত ডাক বিভাগের এই ডিজিটাল সেবাটিকে আরও জনপ্রিয় এবং গ্রহণযোগ্য করার ওপরও গুরুত্বারোপ করেছে তারা।

রোববার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে এ পরামর্শ দেওয়া হয়।

বৈঠকে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের উপস্থাপিত প্রতিবেদনে ‘নগদ’-এর সার্বিক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, কতিপয় ব্যক্তি ও প্রতিষ্ঠান ডাক বিভাগের সহায়তায় পরিচালিত নগদ সম্পর্কে বিরূপ তথ্য দিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে।

সংসদীয় কমিটির সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিকের সভাপতিত্বে বৈঠকে কমিটি সদস্য তথ্য ও প্রযুক্তি বিভাগের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, নুরুল আমিন, মনিরা সুলতানা এবং অপরাজিতা হক বৈঠকে অংশ নেন।

নিউজ ডেস্ক।।

দিনাজপুর শিক্ষা বোর্ডের সাত নয়, দশ বিষয়ের প্রশ্নফাঁসের আশঙ্কা রয়েছে। ১৫ সেপ্টেম্বর এসএসসি পরীক্ষা শুরু হয়। এর দু-তিন দিন আগে উপজেলার ট্রেজারিতে প্রশ্নপত্র সর্টিং (বাছাই) হয়েছে।

এ সময় উপজেলা পরীক্ষা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। ধারণা করা হচ্ছে এ সময়ই কুড়িগ্রামের ভুরুঙ্গামারীর নেহাল উদ্দিন বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রসচিব লুৎফর রহমান প্যাকেটসহ এসব প্রশ্ন বের করে নেন, যা পরে প্রশাসন তার কক্ষ থেকে এসব উদ্ধার করে।

সব সদস্যের যোগসাজশ ছাড়া একা কেন্দ্রসচিবের পক্ষে এই দুঃসাহসিক কাজ করা সম্ভব নয়। এমনটিই মনে করছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) এবং আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

যেসব বিষয়ে প্রশ্নফাঁসের শঙ্কা করা হচ্ছে সেগুলো হলো : গণিত, কৃষিশিক্ষা, রসায়ন, পদার্থ, উচ্চতর গণিত এবং জীববিজ্ঞান। এছাড়া সন্দেহের তালিকায় আছে বাংলা প্রথম ও দ্বিতীয় পত্র এবং ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্র। ইংরেজি দ্বিতীয় পত্রের প্রশ্নফাঁসের বিষয়টি জেলা পুলিশের প্রতিবেদনেই উঠে এসেছে। এদিকে প্রথম ছটি বিষয়ে পরীক্ষা হবে নতুন প্রশ্নে। আর বাকি চারটির বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।

দিনাজপুর শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ এখন পর্যন্ত চারটি পরীক্ষা বাতিল করেছে। বৃহস্পতিবারই বাতিল পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করা হয়। নতুন রুটিন অনুযায়ী ১০ অক্টোবর গণিত, ১১ অক্টোবর কৃষিশিক্ষা, ১৩ অক্টোবর রসায়ন এবং ১৫ অক্টোবর পদার্থ বিজ্ঞানের পরীক্ষা নেওয়া হবে।

এছাড়া উচ্চতর গণিত এবং জীববিজ্ঞানের প্রশ্নও ফাঁস হয়েছে। কিন্তু এ দুটি পরীক্ষা বাতিলের ঘোষণা দেওয়া হয়নি। কারণ আগামী ২৮ সেপ্টেম্বর ও ১ অক্টোবর পরীক্ষা দুটি নির্ধারিত আছে। এর আগেই এ পরীক্ষা দুটির প্রশ্ন ছাপানো সম্ভব।

প্রশ্নফাঁসের ঘটনায় দিনাজপুর শিক্ষা বোর্ডের পরিদর্শক ফারাজ উদ্দিন তালুকদারের নেতৃত্বে গঠিত তদন্ত কমিটি বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টায় সরেজমিন কাজ শুরু করেছে। এছাড়া মাউশির নির্দেশে জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ বিষয়ে একটি প্রতিবেদন দিয়েছেন। তাতে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবদুর রহমানের দায়িত্বে অবহেলা প্রমাণিত হয়েছে।

এজন্য তাকে বৃহস্পতিবার সাময়িক বরখাস্ত করা হয়। এছাড়া এ ঘটনায় পুলিশ নতুন করে আরও ৩ জনকে গ্রেফতার দেখিয়েছে। তারা বুধবার থেকেই পুলিশের হেফাজতে ছিলেন। তিনজনের মধ্যে আছেন নেহাল উদ্দিন বালিকা উচ্চবিদ্যালয়ের বাংলা বিষয়ের শিক্ষক সোহেল আল মামুন ও পদার্থবিজ্ঞানের হামিদুল ইসলাম। এছাড়া অফিস সহায়ক সুজন মিয়াও গ্রেফতার হয়েছেন। এ নিয়ে ৬ জন গ্রেফতার হলেন। তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।

এদিকে এ ঘটনায় আরও অনেকেই জড়িত থাকতে পারেন বলে মনে করছেন পরীক্ষা বিশেষজ্ঞরা। কেননা প্রশ্নপত্র উপজেলায় পৌঁছানোর পর পরীক্ষা শুরুর ২-৩ দিন আগে ‘উপজেলা পাবলিক পরীক্ষা কমিটি’র সদস্যদের সামনেই বাছাই করা হয়েছে। ওইদিন ছাড়া অন্য তারিখে প্রশ্ন ট্রেজারি থেকে সরানো সম্ভব নয়। কেননা, যেদিন যে বিষয়ের পরীক্ষা থাকে, সেদিন কেবল সেই প্রশ্ন নেওয়া হয়। যদি তাই হয়, তাহলে এত সদস্যের সামনে কেন্দ্রসচিব প্রশ্ন কীভাবে সরালেন-এটি এখন বড় প্রশ্ন।

তাই ধারণা করা হচ্ছে, এই ঘটনায় অন্যরাও জড়িত থাকতে পারেন। তাই মামলার বাদী শেষ পর্যন্ত প্রশ্নফাঁসের আসামি হবেন কি না, সেটাও তদন্তেই বেরিয়ে আসবে বলে মাউশি সূত্র জানিয়েছে

magnifiermenu linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram