শনিবার, ২০শে এপ্রিল ২০২৪

নিউজ ডেস্ক।।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদের নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফল প্রস্তুত করা হয়েছে। আগামীকাল (সোমবার) এ ফল প্রকাশ করা হবে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, সহকারী শিক্ষক পদের চূড়ান্ত ফল তৈরির সব কাজ শেষ হয়েছে। গত বৃহস্পতিবার বুয়েটে এ ফল যাচাই-বাছাই করা হয়েছে। আগামীকাল (সোমবার) বিকালের মধ্যে এটি প্রকাশ করা হবে।

নিউজ ডেস্ক।।

সারা দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফল আজ প্রকাশ করা হচ্ছে না। আজ বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত গণমাধ্যমকে জানান, প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগ পরীক্ষার ফল আজ প্রকাশিত হচ্ছে না। ফল প্রকাশের কাজ দ্রুত হচ্ছে।

আগামী সপ্তাহে ফল প্রকাশ করা হতে পারে।সহকারী শিক্ষকের পদসংখ্যা বাড়িয়ে ৪৫ হাজার শিক্ষক নিয়োগের কথা থাকলেও এটি হচ্ছে না। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র বলছে, বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদেই নিয়োগ হচ্ছে।

নিউজ ডেস্ক।।

সারা দেশের ২৩ জেলায় একযোগে ২৩ জন নতুন জেলা প্রশাসক নিয়োগ দেয়া হয়েছে। বুধবার (২৩ নভেস্বর) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে সই করেন উপসচিব ভাষ্কর দেবনাথ বাপ্পি।

রদবদল হওয়া জেলা প্রশাসকরা হলেন—চট্টগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মমিনুর রহমানকে ঢাকা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, কিশোরগঞ্জের মোহাম্মদ শামীম আলমকে কুমিল্লায়, জয়পুরহাটের শরিফুল ইসলামকে পটুয়াখালীতে, বরিশালের জসীম উদ্দীন হায়দারকে টাঙ্গাইলে, সুনামগঞ্জের জাহাঙ্গীর হায়দারকে বরিশালে, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর একান্ত সচিব দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরীকে সুনামগঞ্জে, নীলফামারীর খন্দকার ইয়াসির আরেফীনকে খুলনায়, মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব কাজী মাহবুবুল আলমকে গোপালগঞ্জে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানকে চট্টগ্রামে, অর্থবিভাগের উপসচিব মোহাম্মদ সাইদুল আরিফকে কুড়িগ্রামে, রাজশাহীর স্থানীয় সরকার বিভাগীয় কমিশনারের কার্যালয়ের ড. চিত্রলেখা নাজনীনকে রংপুরে, নৌপরিবহন মন্ত্রণালয়ের উপসচিব মীর মোহাম্মদ মাহবুবুর রহমানকে সিরাজগঞ্জে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব ফারাহ গুল নিঝুমকে ঝালকাঠিতে, পানি সম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রীর একান্ত সচিব কামরুল আহসান তালুকদারকে ফরিদপুরে, খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রীর একান্ত সচিব সহিদুজ্জামানকে খাগড়াছড়িতে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোস্তাফিজার রহমানকে ময়মনসিংহে, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রীর একান্ত সচিব সাইফুল ইসলামকে বগুড়ায়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আবুল কালাম আজাদকে কিশোরগঞ্জে, স্থানীয় সরকার বিভাগের উপসচিব পঙ্কজ ঘোষকে নীলফামারীতে, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের সচিব মোহাম্মদ উল্যাহকে লালমনিরহাটে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক মুহম্মদ শাহীন ইমরানকে কক্সবাজারে, বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ণ বিভাগের পরিচালক সালেহীন তানভীর গাজীকে জয়পুরহাটে ও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মোহাম্মদ আবু নাসের বেগকে মাগুরায় বদলি করা হয়েছে।

নিউজ ডেস্ক।।

নতুন দুটি বিভাগ হওয়ার সিদ্ধান্ত আগেরই। বিভাগ দুটির নামও ঠিক করা হয়েছে। দুটি বড় নদীর নামে হবে বিভাগ দুটি। এর মধ্যে বৃহত্তর ফরিদপুরের কয়েকটি জেলা নিয়ে ‘পদ্মা’ বিভাগ এবং কুমিল্লা ও আশপাশের জেলাগুলো নিয়ে হবে ‘মেঘনা’ বিভাগ।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রটি জানায়, আগামী রোববার প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভা আছে। সেখানকার আলোচ্যসূচিতে নতুন দুটি বিভাগ অনুমোদনের প্রস্তাব ওঠার কথা রয়েছে। একই দিনে সচিব সভাও অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এসব সভা অনুষ্ঠিত হবে।

মন্ত্রিপরিষদ বিভাগের সম্বনয় অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. রাহাত আনোয়ার বলেন, ২৭ নভেম্বরের বৈঠকে দুই বিভাগের বিষয়টি উঠতে পারে।

বর্তমানে দেশে আটটি প্রশাসনিক বিভাগ রয়েছে। এগুলো হচ্ছে— ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ।

এর বাইরে হচ্ছে পদ্মা ও মেঘনা বিভাগ। নতুন বিভাগ করার ঘোষণা আগেই দিয়েছিলেন সরকারের নীতিনির্ধারকরা।

নিউজ ডেস্ক।।

ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে ভূমিকম্পে আঘাতে ২০ নিহত ও ৩০০ জন আহত হয়েছে। স্থানীয় সময় সোমবার (২১ নভেম্বর) বেলা ১টা ২০মিনিটের দিকে ৫.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠে জাভা দ্বীপ। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

স্থানীয় এক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানান, সোমবার রিখটার স্কেলে ৫ দশমিক ৬ মাত্রার ওই ভূমিকম্পে আরও কয়েকশ মানুষ আহত হয়েছেন। এছাড়া এই প্রদেশের শত শত বাড়িঘর ভেঙে পড়েছে।

নিউজ ডেস্ক।।

এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী ২৮ থেকে ৩০ নভেম্বরের যেকোনো একদিন প্রকাশ হতে পারে। ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং আন্তশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি তপন কুমার সরকার আজ বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, শিক্ষা বোর্ডগুলোর পক্ষ থেকে এই তিন দিনের মধ্যে যেকোনো একদিন ফল প্রকাশের জন্য প্রস্তাব পাঠানো হয়েছে। তিন দিনের মধ্যে এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেদিন সময় দিতে পারবেন, সেদিন ফল প্রকাশ করা হবে।

নিউজ ডেস্ক।।

১৭তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার তারিখ ঘোষণা করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। ৩০ ডিসেম্বর সকাল ১০টায় স্কুল ও ৩১ ডিসেম্বর একই সময়ে কলেজ পর্যায়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানায় এনটিআরসিএ।

সোমবার (১৪ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নিউজ ডেস্ক।।

ঢাকা শিক্ষা বোর্ডের এইচএসসি বাংলা প্রথমপত্র পরীক্ষার প্রশ্নপত্রে সাম্প্রদায়িক উসকানিমূলক অনুচ্ছেদ প্রণয়নকারী ঝিনাইদহের মহেশপুরের ডা. সাইফুল ইসলাম ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক প্রশান্ত কুমার পালসহ পাঁচ শিক্ষকের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে।

আজ রবিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম শান্তা আক্তারের আদালতে এ মামলার আবেদন করেন ঢাকার একটি কলেজের এইচএসসি পরীক্ষার্থী শিমু আহম্মেদ।

আবেদনে অন্য আসামিরা হলেন নড়াইলের সরকারি ভিক্টোরিয়া কলেজের সহযোগী অধ্যাপক সৈয়দ তাজউদ্দীন শাওন, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের সহযোগী অধ্যাপক মো. শফিকুর রহমান, মির্জাপুর ইউনাইটেড কলেজের সহকারী অধ্যাপক শ্যামল কুমার ঘোষ ও কুষ্টিয়ার ভেড়ামারা আদর্শ কলেজের সহকারী অধ্যাপক অধ্যাপক মো. রেজাউল করিম। তারা সবাই প্রশ্নপত্র পরিশোধনের (মডারেশন) দায়িত্বে ছিলেন।

আদালত বাদীর পক্ষে তার চাচা নিজাম উদ্দিনের জবানবন্দি গ্রহণ করেন। এ বিষয় পরে আদেশ পরে দেবেন বলে জানান আদালত। বাদী শিমু পরীক্ষার্থী হওয়ায় তার চাচা নিজাম উদ্দিনকে মামলা করার ক্ষমতা দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট আল মামুন রাসেল।

তিনি বলেন, ‘চলমান এইচএইসি বাংলা প্রথমপত্রের প্রশ্নপত্রে ধর্মীয় অবমাননাকর ও সাম্প্রদায়িক উসকানি দেওয়ায় দণ্ডবিধি ১৫৩(ক) ও ২৯৫(ক) ধারায় আদালতে মামলার আবেদন করা হয়েছে। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে, তা আদেশের জন্য রেখেছেন। আমাদের বিশ্বাস, আদালত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণে আদেশ দেবেন। ’- বাংলাদেশ প্রতিদিন

নিউজ ডেস্ক।।

বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার ঐতিহ্যবাহী কাজি আজহার আলি কলেজের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের তিন বছর মেয়াদি কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। কলেজ শিক্ষক মিলনায়তনে শনিবার অ্যাসোসিয়েশনের সাধারণ সভায় এ কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন শেখ মোস্তাহীদ সুজা ও সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন খান আল মুস্তাসীম বিল্লাহ সজল।

কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যবৃন্দ হলেন সহ- সভাপতি শেখ হেমায়েত উদ্দীন, সহ-সভাপতি খান আরিফুল হক, সহ-সভাপতি শেখ ওয়াহীদুজ্জামান বাবু, সহ-সাধারন সম্পাদক এফ এম মাসুদ রানা, সাংগঠনিক সম্পাদক ইনামুল হক সবুজ, সহ- সাংগঠনিক সম্পাদক নাফিজ ফকির, দপ্তর সম্পাদক শেখ মীজানুর রহমান, সহ- দপ্তর সম্পাদক শেখ রফিকুল ইসলাম, অর্থ বিষয়ক সম্পাদক মোঃ রেজাউল হক, শিক্ষা বিষয়ক সম্পাদক দুলাল রাহা, সাহিত্য বিষয়ক সম্পাদক শেখ নাসির উদ্দীন, প্রচার সম্পাদক ফকির গোলাম মোস্তফা, সহ-প্রচার সম্পাদক দেব কুমার, ধর্ম বিষয়ক সম্পাদক-১ মোস্তফা তারেক, ধর্ম বিষয়ক সম্পাদক-২ নয়ন নাগ, আইসিটি বিষয়ক সম্পাদক সৈয়দ আব্দুল রাকিব , প্রকাশনা সম্পাদক ফকির দাউদ হায়দার, সহ-প্রকাশনা সম্পাদক শেখ মোস্তাফিজুর রহমান, ক্রীড়া সম্পাদক মল্লিক আবু মুসা, সহ ক্রীড়া সম্পাদক ইমরান শেখ, সাংস্কৃতিক সম্পাদক নিখিল মজুমদার, সহ-সাংস্কৃতিক সম্পাদক হাবিবা খাতুন, ছাত্র বিষয়ক সম্পাদক শরীফ শেখ, সহ- ছাত্র বিষয়ক সম্পাদক শুভ, মহিলা বিষয়ক সম্পাদক আফরোজ আরা, সমাজ কল্যাণ সম্পাদক শেখ সেলিম, গবেষনা বিষয়ক সম্পাদক ফকির তৌফিকুর রহমান, সহ-গবেষনা বিষয়ক সম্পাদক শহীদুল, আইন বিষয়ক সম্পাদক শেখ আল ইমরান, আন্তর্জাতিক যোগাযোগ বিষয়ক সম্পাদক বিপ্লব সাহা, সহ- আন্তর্জাতিক যোগাযোগ বিষয়ক সম্পাদক শেখ আরিফুল ইসলাম, সহ- আন্তর্জাতিক যোগাযোগ বিষয়ক সম্পাদক মোঃ পারভেজ আহম্মেদ পলাশ, পাঠাগার সম্পাদক জব্বার ফারুকী, সহ-পাঠাগার সম্পাদক অনুজ।

নির্বাহী সদস্যবৃন্দের মধ্যে আছেন চেয়ারম্যান শিরীনা আক্তার কিছলু, চেয়ারম্যান ফকির রেজাউল করিম, চেয়ারম্যান এডভোকেট হিটলার গোলদার, চেয়ারম্যান আমিনুর রশীদ মুক্তি, মনিরুজ্জামান বাবলু, ফকির কওসার আলী, শেখ ইমরুল হাসান, মুরারী মোহন পাল, ইফতেখার আহম্মেদ পলাশ, সরদার ইমরান হোসেন লিঠু ,শেখ কামরুল ইসলাম, শেখ আবদুর রহমান, তরিকুল ইসলাম লায়ন, মৌলভী আসলাম, শেখ সাহিদুর রহমান জোহা, মন্জু মনোয়ারা,সরদার জিয়াউল হায়দার বাবু, ইন্জিনিয়ার শেখ রোমান, আবু মোজাহিদ মোঃ আব্দুল মতিন কাবির, সৈয়দ আমানুল হক, শেখ সবুর , এস এম মতিন, খান মোঃ আল আউয়াল, লস্কর এরশাদ আলী, শেখ ফারুখ হোসেন, এস এম জুলফিকর জুয়েল, শেখ হোসেন মোহাম্মদ জিয়া।

সদস্যবৃন্দের মধ্যে আছেন মইন, রনি, পল্লব বসু, সাকিব , শেখ আজহারুল কবির ,প্রমি, মাধুর্য, জিনিয়া, নয়ন,  শাকিল, নেয়ামত হোসেন মোল্লা, লাবিব, জয়ন্ত পাল।

উপদেষ্টা পর্ষদের প্রধান উপদেষ্টা হিসাবে আছেন স্বপন কুমার দাশ, চেয়ারম্যান ফকিরহাট উপজেলা পরিষদ, উপদেষ্টা পর্ষদের অন্যান্য সদস্যবৃন্দ হলেন কাজি মোজাহার আলী কলেজ প্রতিষ্ঠাতা সদস্য,  নাভাশ মন্ডল সচিব (প্রাক্তন), শেখ কামরুল ইসলাম গোরা চেয়ারম্যান (সাবেক) ,উপজেলা পরিষদ ফকিরহাট, শরীফুল কামাল কারিম চেয়ারম্যান  (সাবেক), উপজেলা পরিষদ ফকিরহাট,  হাওলাদার মুজিবুর রহমান অধ্যক্ষ, কাজি আজহার আলি কলেজ, এস এম শাহনওয়াজ আলী, সভাপতি (সাবেক) খুলনা কর আইনজীবী সমিতি,সৈয়দ মিজানুর রহমান সহ-রেজিস্টার, খুলনা বিশ্ববিদ্যালয়, শেখ মিজানুর রহমান ভাইচ চেয়্যারম্যান (সাবেক),উপজেলা পরিষদ ফকিরহাট, খান তরিকুল ইসলাম লাল্টু ডিএমডি১,ডাচবাংলা ব্যাংক লিঃ(অবঃ), মল্লিক আবুল কালাম আজাদ সাধারন সম্পাদক(ভারপ্রাপ্ত), বাংলাদেশ আওয়ামীলিগ, ফকিরহাট উপজেলা, জনাব আবু বক্কর নান্নু বিশিষ্ট শিল্পপতি, ঢালী আব্দুল মালেক প্রাক্তন প্রাধান শিক্ষক,আট্টাকা কে আলী পাইলট মাঃ বিদ্যালয়, শেখ সিদ্দীকুর রহমান বিশিষ্ট সমাজসেবক, দাশ শিশির কুমার প্রাক্তন প্রধান শিক্ষক।

নবগঠিত কমিটির সভাপতি শেখ মোস্তাহীদ সুজা বলেন, এলামনাই এসোসিয়েশনের লক্ষ্য হলো পরস্পরের প্রতি ভ্রাতৃত্ববোধ ও যোগাযোগ আমৃত্যু অটুট রাখা ও সেতুবন্ধন হিসেবে কাজ করা।

সাধারণ সম্পাদক সজল বলেন, এলামনাই এসোসিয়েশনের গুরুত্ব অপরিসীম। আমাদের এই কমিটির মাধ্যমে কলেজের সকল শিক্ষার্থীদের পরবর্তী জীবনের সফলতার জন্য ধারাবাহিকভাবে কর্মপরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করার প্রত্যাশা রাখি।

নিউজ ডেস্ক।।

৪১তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার (১০ নভেম্বর) সরকারি কর্ম কমিশন (পিএসসি) বিশেষ সভা শেষে এ ফল প্রকাশ করে। এতে ১৩ হাজার জন উত্তীর্ণ হয়েছেন।

গত বছরের ডিসেম্বর মাসে ৪১তম বিসিএসের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।২০২১ সালের আগস্টের শুরুতে ৪১তম বিসিএসের প্রিলিমিনারির ফল প্রকাশ করে পিএসসি। এই বিসিএসে ২১ হাজার ৫৬ জন উত্তীর্ণ হন। তাঁরাই লিখিত পরীক্ষায় অংশ নেন।

২০১৯ সালের ২৭ নভেম্বর ৪১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এতে আবেদন করেন চার লাখের বেশি প্রার্থী।

নিউজ ডেস্ক।।

ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষায় বাংলা প্রথম পত্রের প্রশ্নে (সৃজনশীল প্রশ্নের একটি অংশ) সাম্প্রদায়িক উসকানি দিয়ে প্রশ্ন প্রণয়নকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

তিনি বলেন, ‘এটা দেখা অবশ্যই দরকার যে বিষয়টি অবহেলাজনিত, নাকি ইচ্ছাকৃতভাবে করা হয়েছে। সেই তদন্ত চলছে। অবহেলাও যদি থাকে কিংবা যদি ইচ্ছাকৃত হয়, কোনোটিই কিন্তু ছেড়ে দেওয়ার সুযোগ নেই। কাজেই অবশ্যই আমরা ব্যবস্থা নেব।’

বুধবার দুপুরে বাংলাদেশ স্বাধীনতা ফাউন্ডেশন জাতীয় জাদুঘরে ‘একাত্তরে গণহত্যার জাতিসংঘের স্বীকৃতি চাই’ শীর্ষক এক আলোচনা সভায় দীপু মনি এসব কথা বলেন।

নিউজ ডেস্ক।।

শেখ হেলাল উদ্দীন সরকারি কলেজের পক্ষ থেকে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। শনিবার (৫ নভেম্বর) দুপুরে কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি ও ফকিরহাট উপজেলা চেয়ারম্যান স্বপন দাশের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ ও শেখ হেলাল উদ্দীন এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেন শিক্ষকগণ।

শেখ হেলাল উদ্দীন সরকারি কলেজের অধ্যক্ষ বটু গোপাল দাশ জানান, জাতির পিতার ভ্রাতুষ্পুত্র ও জননেতা শেখ হেলাল উদ্দীন এমপির নামে প্রতিষ্ঠিত কলেজটি সদ্য সরকারি হওয়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানাতে এসেছেন। এসময় বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান শিক্ষকেরা । পরে ’৭৫ এর ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।

শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এস এম কামাল, মাউশির আঞ্চলিক পরিচালক প্রফেসর শেখ হারুন অর রশীদ, সহকারী পরিচালক এনামুল হক, কলেজ পরিচালনা পরিষদের সদস্য এ্যাড. নব কুমার চক্রবর্তী, শুভদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ফারুকুল ইসলাম, মনজিলা খাতুন, মোঃ হাফিজুর রহমান, শিক্ষক কর্মচারীবৃন্দ।

magnifiermenu linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram