বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল ২০২৪

সজল আহমেদ।।

খুলনা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষককে বরখাস্ত ও দুই শিক্ষককে অপসারণের আদেশ স্থগিত করেছেন হাইকোর্ট। মঙ্গলবার হাইকোর্ট বেঞ্চ রিটের শুনানি শেষে এই আদেশ দেন। একইসঙ্গে তিন শিক্ষকের চাকরিচ্যুতির আদেশ কেন অবৈধ ঘোষণা করা হবে না, জানতে রুল জারি করা হয়েছে। আগামী চার সপ্তাহের মধ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে রুলের জবাব দিতে বলা হয়েছে। পাশাপাশি মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভার আদেশ স্থগিত করে ওই তিন শিক্ষককে চাকরিতে বহাল রাখারও নির্দেশ দিয়েছেন আদালত।

বিষয়টি নিশ্চিত করে রিটকারী আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ূয়া বলেছেন, যেহেতু তিন শিক্ষক এখনও তাদের দায়িত্ব হস্তান্তর করেননি, তাই তাদের খুলনা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে কাজ চালিয়ে যেতে কোনো আইনি বাধা নেই। তিনি বলেন, গত বৃহস্পতিবার ওই তিন শিক্ষক উচ্চ আদালতে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সভার সিদ্ধান্ত প্রত্যাহার চেয়ে রিট আবেদন করেন। চারদিন পর রিটের শুনানি অনুষ্ঠিত হয়েছে। আদালতের দ্বৈত বেঞ্চ মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাদের চাকরি চালিয়ে যাওয়ার আদেশ দিয়েছেন। পাশাপাশি কেন ওই সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করা হবে না, তা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে জানতে চেয়েছেন।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক খান গোলাম কুদ্দুস বলেন, 'বিষয়টি শুনেছি, তবে আদালতের আদেশের কপি এখনও হাতে পাইনি। পেলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।'

অনলাইন ডেস্ক।।

চট্টগ্রাম টেস্টে অপ্রত্যাশিত ভাবে হেরেছে বাংলাদেশ। যা নিয়ে এখনো চলছে সমালোচনা। চোটের কারণে এই ম্যাচের শেষ দুই দিনে সাকিব ছিলেন না মাঠে। যা রেজাল্টের উপর প্রভাব পড়েছে অনেক। এটি মানছেন অনেকেই। আবার অনেকে আঙুল তুলছেন বাকি স্পিনারদের বাজে বোলিং ও অধিনায়ক মুমিনুলের বিচক্ষণতা নিয়ে।

মঙ্গলবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে অনুশীলন শেষে মেহেদী হাসান মিরাজ কথা বলেন সংবাদমাধ্যমের সামনে। অনুমিতভাবে উঠে আসে চট্টগ্রাম টেস্টও। যেখানে সাকিবের না থাকাটা বড় প্রভাব বলেই মানছেন সাগরিকায় সেঞ্চুরির দেখা পাওয়া মিরাজ।

তিনি বলেন, ‘সাকিব ভাই ইনজুরি আমাদের টিমে অনেক বড় একটা প্রভাব পড়েছে। তার বোলিং খুব গুরুত্বপূর্ণ ছিল আমাদের টিমের জন্য। সাকিব ভাই থাকলে আমরা আরো ভালোভাবে কামব্যাক করতে পারতাম। কারণ তিনি মাঠে থাকলে হয়তো স্পিনারদের বিভিন্ন ভাবে বিভিন্ন রকম ইনফরমেশন দিতেন এবং তিনি নিজেও ভালো বোলিং করতেন। বাট আনলাকিলি আমরা সাকিব ভাইকে মিস করেছি।’

ঢাকা টেস্টে সাকিব নেই। কীভাবে উইন্ডিজদের সামলাবে বাংলাদেশ। মিরাজ বলেন, ‘মিরপুরে সাকিব ভাইকে ছাড়া আমরা খেলবো। অবশ্য সাকিব ভাই থাকলে অনেক ভালো হতো, আমাদের ভুলগুলো কম হতো এবং আমাদের আত্মবিশ্বাসটা অনেক বেশি পেতাম। যেহেতু তিনি নাই, আমি মনে করি আমাদের স্পিনারদের দায়িত্ব নিতে হবে। আমি আছি, তাইজুল ভাই আছে, নাঈম আছে। এবং আমাদের তিনজনের ওপরে বেশি দায়িত্ব থাকবে। এবং আমরা চেষ্টা করবো ভালো জায়গায় বল করতে। চেষ্টা থাকবে ওরা যেন স্বাচ্ছন্দে না খেলতে পারে।’

ওজন নিয়ন্ত্রণে রাখতে আমাদের চিন্তার শেষ নেই। ওজন নিয়ন্ত্রণে রাখতে এবং কোলেস্টেরলের মাত্রা সীমার মধ্যে রাখতে নিরামিষ ডায়েট অনেক বেশি কার্যকরী হতে পারে। জার্নাল অফ দ্য আমেরিকান কলেজ অফ নিউট্রিশন নামের পত্রিকায় এই গবেষণা সম্প্রতি প্রকাশিত হয়েছে। যারা নিরামিষ ডায়েটে অংশ নিয়েছেন তাদের ওজন গড়ে ৬ কেজি কমে গিয়েছে।

নিরামিষ ডায়েট বলছে মূলত বোঝায় খাদ্য তালিকা থেকে প্রাণীজ ও দুগ্ধজাত খাবার বাদ দেওয়া। মূলত এই ডায়েটে উদ্ভিজ্জ খাবার খাওয়া হয়। গবেষকরা দাবি করেছেন যে ওজন নিয়ন্ত্রণের সময় শরীরের উপাদানের মধ্যে সমতা বজায় রাখা, ইনসুলিনের মাত্রা বজায় রাখা এবং কোলেস্টরলের মাত্রা বজায় রাখার জন্য কম ফ্যাটযুক্ত নিরামিষ ডায়েট অনেক বেশি কার্যকরী।

এই গবেষণার জন্য একটি সমীক্ষা করা হয়েছিল। যেখানে বিক্ষিপ্ত ভাবে কয়েকজন ব্যক্তিকে বেছে নেওয়া হয়েছিল যাদের ওজন অনেক বেশি। তাদের ক্ষেত্রে দেখা গেছে ভেগান ডায়েট কার্যকরী।

১৬ সপ্তাহ ধরে এই সমীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্যে একদল কম ফ্যাটযুক্ত ভেগান ডায়েট অনুসরণ করতে শুরু করেন। এই ডায়েটে ছিল ফল, সবজি, দানা শস্য এবং ডাল। এই ডায়েট থেকে পশুজাত প্রোটিন সরিয়ে দেওয়া হয়। অন্য একটি দল ছিল তাদের ডায়েটে অন্তভুর্ক ছিলো ফল, সবজি, ডাল, মাছ, কম ফ্যাটযুক্ত দুগ্ধজাত খাবার এবং এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল। এই ডায়েট থেকে যতটা সম্ভব রেড মিট এবং দ্রবীভূত ফ্যাট দূরে রাখা হয়।

সমীক্ষা শেষ হলে দেখা যায়, যে দল ভেগান ডায়েট অনুসরণ করেছিলেন, তাদের শরীরে বাজে কোলেস্টেরলের মাত্রা অনেকটাই কমে গিয়েছে। অথচ যারা স্বাভাবিক ডায়েট অনুসরণ করেছিলেন, তাদের শরীরে কোলেস্টেরলের মাত্রায় কোনও পরিবর্তন ঘটেনি। আবার দু'টি ডায়েটের ক্ষেত্রেই রক্তচাপ কম হয়েছে।

সূত্র: নিউজ১৮

নিউজ ডেস্ক।।

ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি রিজওয়ান রাহমানের সাথে বাংলাদেশে নিযুক্ত ব্রিটেনের হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন সৌজন্য সাক্ষাৎ করেছেন।

মঙ্গলবার ঢাকা চেম্বার কার্যালয়ে অনুষ্ঠিত সাক্ষাৎ অনুষ্ঠানে ডিসিসিআই’র ঊর্ধ্বতন সহ-সভাপতি এন কে এ মবিন, সহ-সভাপতি মনোয়ার হোসেন ও ব্রিটিশ দূতাবাসের বেসরকারি খাতের উন্নয়ন বিষয়ক কর্মকর্তা মহেশ মিশ্ররা প্রমুখ উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে ব্রিটেনের হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন বলেন, বাংলাদেশের তরুণ জনগোষ্ঠীকে বৈশ্বিক প্রতিযোগিতার বাজারে দক্ষ মানবসম্পদে পরিণত করতে মানসম্মত শিক্ষা কার্যক্রম নিশ্চিতকরণের কোনো বিকল্প নেই। এদেশে আন্তর্জাতিক মানসম্মত শিক্ষা কার্যক্রম চালুকরণে ব্রিটেনের বিশ্ববিদ্যালয়সমূহ অত্যন্ত আগ্রহী। তবে তা নিশ্চিতকরণে তিনি বিদ্যমান নীতিমালা সমূহের কার্যকর ব্যবহারের আহ্বান জানান।

হাইকমিশনার উল্লেখ করেন, সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশের অর্থনীতিতে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে। যার ফলে ব্রিটিশ কোম্পানিসমূহ বাংলাদেশে আরো অধিকহারে বিনিয়োগে আগ্রহী এবং বৈদেশিক বিনিয়োগ আকর্ষণে তিনি বাংলাদেশের ব্যবসা সহায়ক পরিবেশ আরো উন্নয়ন করা প্রয়োজন বলে মত প্রকাশ করেন।

নিউজ ডেস্ক।।

বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে ১৫ শতাংশ হারে আয়কর আদায় না করতে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। ১৫ শতাংশ হারে আয়কর আদায়ে দুটি প্রজ্ঞাপন অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা পৃথক লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) মঞ্জুর করে এ আদেশ দেওয়া হয়।

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ মঙ্গলবার এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আপিলের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে আয়কর আদায় না করতে বলা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।

নিউজ ডেস্ক।।

বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’-এর মাধ্যমে প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের উপবৃত্তি ও শিক্ষা উপকরণ ভাতা ডিজিটাল পদ্ধতিতে বিতরণ আজ সোমবার থেকে শুরু হয়েছে।

প্রথম দফায় আজ ছয় জেলার ৬৫৫টি স্কুলের ৮৬ হাজার ৪৫২ জন শিক্ষার্থীর অভিভাবকের ‘নগদ’ অ্যাকাউন্টে উপবৃত্তি এবং শিক্ষা উপকরণ ভাতা প্রদান করা হয়েছে। চলতি বছর সব মিলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই) ‘নগদ’-এর মাধ্যমে এক কোটি ৪০ লাখ শিক্ষার্থীকে ভাতা ও উপবৃত্তি দেবে, প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীর সংখ্যা বিবেচনায় ডিজিটাল পদ্ধতিতে বৃত্তি বিতরণে যা বিশ্বের সর্ববৃহৎ ঘটনা।

সচিবালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে ভাতা ও উপবৃত্তি বিতরণের উদ্বোধন করেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন। এ সময় প্রাথমিক ও গণশিক্ষা সচিব গোলাম মো. হাসিবুল আলম, মো. আফজাল হোসেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলম, বাংলাদেশ ডাক বিভগের মহাপরিচালক মো. সিরাজ উদ্দিন এবং ‘নগদ’-এর ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক উপস্থিত ছিলেন।

নিউজ ডেস্ক।।

আবাসিক হল খুলে দিয়ে ক্লাস-পরীক্ষা চালুর দাবি জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে মানববন্ধন থেকে এসব দাবি জানান তাঁরা।

এ সময় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে পাঁচ দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হচ্ছে—ফেব্রুয়ারি মাসের মধ্যে আবাসিক হল ও ক্যাম্পাস খুলে দেওয়া, সিলেবাস সংক্ষিপ্ত করে দ্রুত ক্লাস শেষ করা, বিভিন্ন বর্ষের পরীক্ষার সময়সূচি মার্চ মাসের মধ্যে প্রকাশ করা, আবাসিক হলের ফি মওকুফ করা ও বিশ্ববিদ্যালয়ের সব ফি ৫০ শতাংশ কমানো।

কর্মসূচিতে শিক্ষার্থীরা বলেন, বিশ্ববিদ্যালয় কোনো কর্ণপাত করছে না। বিশ্ববিদ্যালয় প্রশাসনের কোনো দুশ্চিন্তা নেই। বাজার থেকে শুরু করে সবকিছু আগের মতো চলছে। কেবল শিক্ষাপ্রতিষ্ঠান চলছে না। বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা বলছেন, সরকারের নির্দেশনা ছাড়া নাকি চালু করবেন না। তাহলে বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসন কোথায় গেল? এখন আন্দোলন ছাড়া কোনো পথ দেখা যাচ্ছে না। সরকার বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলো খুলতে বিলম্ব করছে। এতে তাদের কোনো সমস্যা হচ্ছে না। কিন্তু শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

নিউজ ডেস্ক।।

পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ১২ কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে।

সোমবার (৮ ফেব্রুয়ারি) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ অধিশাখার উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ পদায়ন করা হয়।

নিউজ ডেস্ক।।

দেশের সব সরকারি ও বেসরকারি মেডিক্যাল কলেজে ২০২০-২১ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ এমবিবিএস কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্বাস্থ্য শিক্ষা অধিদফতর।

বাংলাদেশ মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের ভর্তি নীতিমালা অনুযায়ী, অনলাইনে আগামী ১১ ফেব্রুয়ারি দুপুর ১২টা থেকে আবেদন শুরু হয়ে চলবে ১ মার্চ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে এক হাজার টাকা জমা দিয়ে স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের নির্দেশনা অনুযায়ী আবেদনপত্র পূরণ করতে হবে।

রোববার স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. এ কে এম আহসান হাবীব স্বাক্ষরিত এ ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়।

এক শ’টি এমসিকিউ প্রশ্নের (প্রতিটির মান ১) পরীক্ষায় পদার্থবিদ্যায় ২০, রসায়নবিদ্যায় ২৫, জীববিজ্ঞানে ৩০, ইংরেজিতে ১৫ এবং সাধারণ জ্ঞান, ইতিহাস ও মুক্তিযুদ্ধ বিষয়ক ১০ নম্বর থাকবে।

২০২০-২০২১ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষায় পূর্ববর্তী বছরের এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের সর্বমোট নম্বর (এসএসসি বা সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ এর ১৫ গুন, এইচএসসি বা সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ এর ২৫ গুন এবং ভর্তি পরীক্ষার প্রাপ্ত নম্বর) ছাত্রীদের ক্ষেত্রে মোট প্রাপ্ত নম্বর থেকে ৭ দশমিক ৫ নম্বর কেটে মেধাতালিকা তৈরি করা হবে‌। লিখিত পরীক্ষায় প্রতিটি ভুল উত্তরের জন্য দশমিক ২৫ নম্বর কাটা যাবে। লিখিত পরীক্ষায় ১০০ নম্বরের মধ্যে নূন্যতম ৪০ নম্বর পেতে হবে। এর কম পেলে অকৃতকার্য বলে বিবেচিত হবেন। কেবলমাত্র কৃতকার্য পরীক্ষার্থীদের মেধা তালিকাসহ ফলাফল প্রকাশ করা হবে।

এসএসসি ও এইচএসসি বা সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ মোট ২০০ নম্বর হিসেবে নির্ধারণ করে মূল্যায়ন করা হবে। এর মধ্যে এসএসসি বা সমমানের পরীক্ষায় প্রাপ্ত জিপিএ ১৫ গুন সমান ৭৫ নম্বর এবং এইচএসসি বা সমমান পরীক্ষায় জিপিএ এর ২৫ গুন সমান ৭৫ নম্বর থাকবে। লিখিত পরীক্ষার ভিত্তিতে মেধা তালিকা প্রণয়ন করা হবে।

সজল আহমেদ।।

রাজধানীসহ সারা দেশে রোববার থেকে করোনা টিকা দান কর্মসূচি শুরু হয়েছে। সারা দেশে প্রথম দিনে ৩১ হাজার ১৬০ জন টিকা নিয়েছেন। এর মধ্যে ঢাকা মহানগরে টিকা পেয়েছেন ৫ হাজার ৭১ জন।

সারা দেশের সরকারি-বেসরকারি ১ হাজার ৫টি হাসপাতালে সকাল ৮টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত নিবন্ধিত ব্যক্তিদের টিকা দেওয়া হয়।

শুরুর দিন ৩ লাখ ৬০ হাজার মানুষকে টিকা দেওয়ার প্রস্তুতি রেখেছিল স্বাস্থ্য অধিদপ্তর। সারা দেশে ২ হাজার ৪০০টি দল টিকা দিতে কাজ করেছে। টিকা নেওয়ার জন্য আগে থেকে নিবন্ধন করতে হয়েছিল তাদের। এ ছাড়া টিকাদানকেন্দ্রেও নিবন্ধনের সুযোগ ছিল। প্রথম দিন টিকা দেওয়ার সময় গ্রহীতাকে বলে দেওয়া হয় দ্বিতীয় ডোজের তারিখ।

আজ দেশজুড়ে শুরু হওয়া করোনাভাইরাসের গণ টিকাদান কর্মসূচির প্রথম দিনে টিকা নেন বেশ কয়েকজন মন্ত্রী, জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তা ও গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও।

নিউজ ডেস্ক।।

৩০ হাজারেরও বেশি গাছের সম্ভার নিয়ে দাড়িঁয়ে আছে মতিহারে সবুজ ক্যাম্পাস রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের কৃষি প্রকল্পের উদ্যোগে এক বৃক্ষ শুমারিতে এমন তথ্য উঠে আসে। প্রকল্পটির উপদেষ্টা কমিটির সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. আনন্দ কুমার সাহা এই উদ্যোগটি গ্রহন করেন।

গত বছরের ৩রা মে থেকে ১৪ই মে পর্যন্ত পুরো ক্যাম্পাসজুড়ে এ বৃক্ষশুমারি পরিচালনা করা হয়। শুমারি করতে ক্যাম্পাসের ৯ টি স্থানকে ৩৮টি উপ অঞ্চলে পৃথক করা হয়। শুমারির পর জানা গেছে, বিশ্ববিদ্যালয়টিতে মোট পরিণত গাছের সংখ্যা ৩০ হাজার ১৯১ টি। মেহেগুনি আছে ১০ হাজার ৩২৫ টি, আম আছে ৩ হাজার ৪১৫ টি, নারিকেল ১,০২৩ টি, জাম-৯৩৪ টি, কাঠাল-৭৮৬ টি এবং লিচু আছে ১৬৫ টি।

এছাড়া অন্যান্য গাছের সংখ্যা ১৩ হাজার ৫৪৩ টি। এর মধ্যে রয়েছে জারুল, রাধা চুড়া, কৃষ্ণ চূড়া, গগণ শিরিষ, বাদাম, শিমুল, আকাশমণি, বহেরা, আমলকি, হরিতকি, বন কাঠালি, কাঠ বাদাম, তমাল, হিজল, কামরাঙা, বেল, করমচা, হরিফল, লটকন, বিলাতি আমড়া, কাগজি লেবু, মালটা, কদবেল, কদবেল, জলপাই, পলাশ, জামরুল, সফেদা, রক্তকাঞ্চন, ডুমুর, চালতা, ছাতিম, খয়ের গাছ, বইচি ফল, কামিনী, নাশপাতি, আমড়া, শিশু গাছ, দেবদারু, আকন্দ, অশ্বত্থ বা পাকুরসহ বিভিন্ন প্রজাতির গাছ।

জানতে চাইলে বিশ^বিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. আনন্দ কুমার সাহা বলেন, ক্যাম্পাসের প্রথম বৃক্ষশুমারি হয়েছে করোনার মধ্যে। কিছু গাছের সংখ্যা খুবই কম হওয়ায় সেগুলোর সংখ্যা অন্যান্য এর মধ্যে স্থান পেয়েছে। গুল্ম ও বিরূৎ ছাড়া বড় গাছগুলো গণনায় স্থান পেয়েছে।

এদিকে বিশ্ববিদ্যালয়ের ৫০ বছর মেয়াদী মাস্টার প্লানে ৪ টি বিষয়ের উপর গুরুত্ব দিয়ে গাছ রোপণের পরিকল্পনা হয়েছে। যার মধ্যে রয়েছে- কাঠের মূল্যমান, ফলজ, ঔষধি গাছ, ফুল জাতীয় সৌন্দর্যবর্ধক গাছ। এরই মধ্যে সেগুলো বাস্তবায়ন শুরু করেছে বিশ^বিদ্যালয় কর্তৃপক্ষ।

এই লক্ষ্যে এরই মধ্যে জয় বাংলা আরকানন, মতিহার উদ্যান, শতবর্ষে শত প্রাণ, সফেদা বাগান, মমতাময়ী শেখ হাসিনা আরকাননসহ বেশ কয়েকটি উদ্যান প্রস্তুত করা হয়েছে।
বৃক্ষশুমারির প্রয়োজনীয়তা সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সাবরিনা নাজ বলেন, গাছ লাগানোর সিজনে অনেক গাছ লাগানো হয় তবে সেসব গাছ বেঁচে থাকছে কিনা, বেড়ে উঠছে কিনা সেগুলোর যত্ন নেওয়া এবং দেখভালের জন্য অনেক গুরুত্বপূর্ণ। গাছগুলোর পরবর্তীতে কি অবস্থা সে বিষয়টি বৃক্ষশুমারির মাধ্যমে পর্যবেক্ষণ করা যায়। সূূূত্র:bd24live.com

নিউজ ডেস্ক।।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১২ বছরের দেশ পরিচালনা বিষয়ে বাংলায় একটি বই প্রকাশ করবে পরিকল্পনা মন্ত্রণালয়। বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানকে (বিআইডিএস) বইটি প্রকাশের দায়িত্ব দেওয়া হয়েছে।

রোববার (০৭ ফেব্রুয়ারি) পরিকল্পনা মন্ত্রণালয়ের ত্রৈ-মাসিক সমন্বয় সভায় এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভা প্রসঙ্গে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, প্রধানমন্ত্রীর ১২ বছরে কী কী প্রকল্প অনুমোদন হয়েছে সেই বিষয় বইয়ে উঠে আসবে।

প্রধানমন্ত্রীর শাসন আমলে বাংলাদেশে অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, সামাজিকসহ নানা অঙ্গনে অনেক উন্নয়ন হয়েছে। বিষয়গুলো একত্রিত করে আমরা বই বের করব।

magnifiermenu linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram