রবিবার, ৫ই মে ২০২৪

নিউজ ডেস্ক।।

নতুন এক রেকর্ড গড়লেন বাংলাদেশি অফ স্পিনার মেহেদী হাসান মিরাজ। বাংলাদেশের জার্সিতে তিনি দ্রুততম সময়ে ১০০ টেস্ট উইকেট তুলে নেওয়ার রেকর্ড গড়লেন। এর আগে এই রেকর্ডে ছিল বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামের দখলে।

শনিবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান ঢাকা টেস্টের তৃতীয় দিনে এই মালফলক স্পর্শ করেন মিরাজ।

ম্যাচ শুরুর আগে এই মাইলফলক ছুঁতে তার দরকার ছিল ২ উইকেট। উইন্ডিজের প্রথম ইনিংসে ১ উইকেট তুলে নিয়ে রেকর্ডের একদম কাছে পৌঁছে যান তিনি। এরপর দ্বিতীয় ইনিংসে বল করতে এসে উইন্ডিজের টপ অর্ডার ব্যাটসম্যান মোসলেকে আউট করে রেকর্ড গড়েন তিনি।এই রেকর্ড গড়তে মিরাজের লাগলো ২৪ টেস্ট।

এর আগে ২৫ টেস্ট খেলে শীর্ষে ছিলেন তাইজুল। সেই সঙ্গে ১০০ উইকেট শিকারি মাত্র চতুর্থ বাংলাদেশি বোলার হলেন মিরাজ। এর আগে এই কীর্তি গড়েছিলেন মোহাম্মদ রফিক, সাকিব আল হাসান ও তাইজুল।  এর মধ্যে ৩৩ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে ঠিক ১০০টি উইকেট তুলে নেন রফিক।

নিউজ ডেস্ক।।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, বাংলাদেশে নারী শিক্ষার উন্নয়নে সরকার প্রয়োজনীয় সকল প্রকার সহযোগিতা প্রদান করছে। সরকারের বিভিন্ন উদ্যোগের ফলে দেশে নারী শিক্ষার অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। সরকারি সুবিধা কাজে লাগিয়ে নিজ নিজ এলাকার নারী শিক্ষার বিকাশে সংশ্লিষ্ট সকলে কাজ করলে নারীরা শিক্ষিত হয়ে দেশের উন্নয়নে আরো ভূমিকা রাখতে পারবে।

আজ শুক্রবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সুজানগর ইউনিয়ন বালিকা উচ্চ বিদ্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ মন্ত্রী এসব কথা বলেন।

নিউজ ডেস্ক।।

বাংলাদেশের আকাশে শুক্রবার কোথাও ১৪৪২ হিজরি সালের পবিত্র রজব মাসের চাঁদ দেখা যায়নি। ফলে শনিবার পবিত্র জমাদিউস সানি মাস ৩০ দিন পূর্ণ হবে এবং রবিবার থেকে পবিত্র রজব মাস গণনা করা হবে। সে প্রেক্ষিতে আগামী ২৬ রজব ১৪৪২ হিজরী, ২৬ ফাল্গুন ১৪২৭ বঙ্গাব্দ, ১১ মার্চ দিবাগত রাতে পবিত্র শবে মেরাজ পালিত হবে।

নিউজ ডেস্ক।।

সরকারি চাকরির শূন্য পদে নিয়োগ চলছে ঢিমেতালে। ফলে ছাড়পত্র নিয়ে নির্ধারিত সময়েও নিয়োগ সম্পন্ন করতে পারছে না সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও অধীনস্থ দপ্তর, অধিদপ্তর, পরিদপ্তর, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত ও সংবিধিবদ্ধ সংস্থা। ফলে এসব শূন্য পদ পূরণে ছাড়পত্রের মেয়াদ বাড়াতে হয় বারবার। ইতিপূর্বে ছাড়পত্র নিয়ে নিয়োগ সম্পন্ন করতে না পারায় বৃহস্পতিবার ( ১১ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় ঐ সব নিয়োগ সম্পন্ন করতে ছাড়পত্রের মেয়াদ সর্বোচ্চ এক থেকে দুই বছর বাড়িয়ে আদেশ জারি করেছে।

আদেশে বলা হয়েছে, প্রশাসনিক মন্ত্রণালয় বা বিভাগের পূর্বানুমোদন অথবা ছাড়পত্রপ্রাপ্ত সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণযোগ্য শূন্য পদ বর্ণিত সময়সীমা অতিক্রান্ত হওয়ার পর পূরণ করা হলে তা বিধিসম্মত হবে না। এ ধরনের বিধিবহির্ভূতভাবে নিয়োগপ্রাপ্ত কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধ না করতে সংশ্লিষ্ট প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা, জেলা হিসাবরক্ষণ কর্মকর্তা ও উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তাদের আদেশ দেওয়া হয়েছে।

নিউজ ডেস্ক।।

মুক্তিযোদ্ধার সন্তান সুলতানা পারভীন। ২০১৫ সালে অনুষ্ঠিত ১২তম বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষায় সরিষাবাড়ী উপজেলায় মেধা তালিকায় প্রথম স্থান অধিকার করেন। নিয়ম অনুযায়ী সংশ্লিষ্ট উপজেলার একটি কলেজে নিয়োগ পাবার কথা তার। কিন্তু ৫ বছরেও তিনি মেধা তালিকা অনুযায়ী নিয়োগ পাননি।

শুধু সুলতানা পারভীন নয়, এভাবে অনেক মেধাবী চাকরিপ্রার্থী বঞ্চিত হয়েছেন। এভাবে বঞ্চিত হয়ে কেউ আদালতের শরণাপন্ন হয়েছেন। এতে আবার আটকে গেছে সকলের নিয়োগও। তবে সব প্রার্থীর একই বক্তব্য, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সংশ্লিষ্ট কর্মকর্তাদের কারণেই এমনটি হয়েছে। সঠিক সময়ে সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ এই প্রতিষ্ঠানটি। বর্তমানে নিয়োগ প্রক্রিয়া নিয়ে যে অচলাবস্থা তৈরি হয়েছে তার দায়ভার সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের।

এনটিআরসিএর এই অব্যবস্থাপনার কারণে ঝুলে গেছে নিয়োগ প্রক্রিয়া। দুই বছর ধরে বন্ধ নিয়োগ প্রক্রিয়া। অথচ এই সময়ে অবসরে গেছেন অনেক শিক্ষক। সংশ্লিষ্টরা জানিয়েছেন, এই সংখ্যা ১ লাখের কাছাকাছি হবেন। আর পরীক্ষায় উত্তীর্ণ হবার পরও নিয়োগ না পাওয়ায় হতাশায় ভুগছেন তরুণ প্রার্থীরা।

২০০৫ সালে বেসরকারি শিক্ষক নিয়োগের জন্য সনদ দিত এনটিআরসিএ। এই সনদ থাকলেও নিয়োগের ক্ষমতা ছিল গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির হাতে। ২০১৫ সালে এই পদ্ধতির পরিবর্তন আনে সরকার। ১২তম নিবন্ধন পরীক্ষা পদ্ধতিতে পরিবর্তন এনে মেধা তালিকা করা হয় উপজেলা ভিত্তিক। শিক্ষার্থীদের সনদ দেওয়ার আগে পাশ হয় নতুন আইনও। কিন্তু মেধা তালিকা করলেও এদের নিয়োগ দেয়নি এনটিআরসিএর তত্কালীন চেয়ারম্যান।

মূল্যায়নে অসঙ্গতি:

এনটিআরসিএ ১ম থেকে ১১ তম নিবন্ধন পরীক্ষার্থীদের একই দিন ১০০ নম্বরের এমসিকিউ ও ১০০ নম্বরের লিখিত পরীক্ষা গ্রহণ করে। প্রাপ্ত নম্বর গড় করে নম্বর দিয়ে সনদ দেওয়া হয়। ১২তম নিবন্ধন পরীক্ষায় ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষায় শুধু পাশ দেওয়া হয়। আর ১০০ নম্বরের লিখিত পরীক্ষার প্রাপ্ত নম্বর দিয়ে ফল প্রকাশ করা হয়। তাদের কোনো মৌখিক পরীক্ষা হয়নি।

১৩তম নিবন্ধন পরীক্ষায় থেকে আবারও পরিবর্তন আনা হয়। ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষায় শুধু পাশ দেখানো হয়। ১০০ নম্বরের লিখিত পরীক্ষা ও ২০ নম্বরের মৌখিক পরীক্ষা নেওয়া হয়। সনদে মৌখিক পরীক্ষার নম্বরও জুড়ে দেওয়া হয়।

পরীক্ষার নম্বরে ও মূল্যায়নে এমন অসঙ্গতিতে অনেক শিক্ষার্থী পিছিয়ে পড়ার আশঙ্কা করছেন। এ বিষয়ে এনটিআরসিএতে অভিযোগের স্তূপ জমা পড়েছে। সুলতানা পারভীন নামে এক প্রার্থী তার দেওয়া অভিযোগে বলেন, মূল্যায়নের অসঙ্গতির কারণে তিনি মেধা তালিকা থেকে পিছিয়ে পড়েছেন। তাই ১২তম নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ মেধা তালিকার ভিত্তিতে নিয়োগের দাবি তুলেছেন তিনি।

তবে এনটিআরসিএ সদস্য (পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন) এ বি এম শওকত ইকবাল শাহীন বলেন, এভাবে নম্বরে পার্থক্য হলেও প্রার্থীদের বঞ্চিত হবার কোনো সুযোগ নেই। শুধু লিখিত পরীক্ষার নম্বরের ভিত্তিতেই সমন্বিত বিষয়ভিত্তিক মেধা তালিকা করা হয়েছে। তবে ১৩তম থেকে কেন মৌখিক পরীক্ষা নেওয়া হলো এবং কেনই বা নম্বর দেওয়া হলো—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এর আগে অনেক শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে যারা কথা বলতে পারেন না। মৌখিক পরীক্ষা নেওয়া হয়েছে তারা কথা বলতে পারে কি না এবং বিষয়ভিত্তিক যোগ্যতা আছে কি না, তা দেখার জন্য।

এনটিআরসিএ ১ম থেকে ১৪তম সমন্বিত মেধাতালিকা থেকে ২০১৮ সালে দ্বিতীয় গণবিজ্ঞপ্তি জারি করে প্রায় ৪০ হাজার পদে নিয়োগ দেয়। নিয়োগের পর একাধিক মামলা হয়। বর্তমানে আদালতের রায়ে প্রথম থেকে ১৫তম নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণদের নিয়ে একটি সম্মিলিত মেধা তালিকা তৈরি করা হয়। সংশ্লিষ্টদের অভিযোগ, আবার প্রার্থী কমানোর জন্য প্রথম থেকে ৩য়, প্রথম থেকে ৬ষ্ঠ বা প্রথম থেকে ৮ম নিবন্ধন পর্যন্ত বাদ দেওয়ার গুঞ্জন ওঠে। এসব কারণে ৪০০-এর বেশি রিট মামলা করেন প্রার্থীরা।

শান্ত আলী নামে নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ এক প্রার্থী বলেন, দ্রুত গণবিজ্ঞপ্তি জারির অপেক্ষা করছি। কয়েক লাখ পরীক্ষার্থী উত্তীর্ণ হয়ে বসে আছেন। হতাশার মধ্যে রয়েছেন।

আমিরুল ইসলাম নামে এক প্রার্থী বলেন, আগে টাকার বিনিময়ে অনেকে সনদ পেয়েছেন। বিভিন্ন সময় যাচাইয়েও সেগুলো প্রমাণিত হয়েছে। এমন অনেক প্রার্থী দেখা গেছে, যারা লিখিত পরীক্ষা ১০০ এর মধ্যে ৯৫ পেয়েছেন। এটা কীভাবে সম্ভব। জালিয়াতির মাধ্যমে যারা নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে সমন্বিত মেধা তালিকা থেকে তাদের বাদ দিতে হবে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, ১ম থেকে ১৫তম নিবন্ধন পরীক্ষায় মেধাতালিকায় ৬ লাখ ৩৪ হাজার ১২৭ জন রয়েছেন। এর মধ্যে ১ লাখ ৮২১ জনের বয়স ৩৫ বছর পার হওয়ায় তারা নিয়োগের সুযোগ পাচ্ছেন না। আবার অনেকে বিভিন্ন চাকরি নিয়ে চলে গেছেন। গণবিজ্ঞপ্তির জন্য গত বছরের নভেম্বর পর্যন্ত ৫৭ হাজার ৩৬০টি শূন্য পদের তালিকা দিয়েছিল শিক্ষা বিভাগ। এখন পর্যন্ত নতুন করে আরো ৩০ হাজারের বেশি শূন্যপদে শিক্ষক নিয়োগের জন্য প্রার্থীরা অপেক্ষা করছেন। গত জানুয়ারি মাসে ৩য় গণবিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার কথা থাকলেও আজ পর্যন্ত তা হয়নি।

কেন বিজ্ঞপ্তি প্রকাশে দেরি হচ্ছে—এ বিষয়ে এনটিআরসিএ জানিয়েছে, সমন্বিত মেধা তালিকার বিরুদ্ধেও উচ্চ আদালতে রিট মামলা হয়েছে। আমরা রিভিউর জন্য অপেক্ষা করছি। আশা করি, এ বিষয়ে দ্রুত সমাধান হয়ে যাবে এবং তৃতীয় গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।সূত্রঃইত্তেফাক

নিউজ ডেস্ক।।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষায় মানবিক, বাণিজ্য ও বিজ্ঞান বিভাগের ভর্তিচ্ছু শিক্ষার্থীরা যোগ্যতা অনুযায়ী বিভাগ পরিবর্তন করতে পারবেন।

বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়- মানবিক, বাণিজ্য ও বিজ্ঞান শাখা থেকে ২০২০ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা ‘এ’, ‘বি’ ও ‘সি’ তিনটি ইউনিটেই যোগ্যতা অনুযায়ী আবেদন করতে পারবেন।আবেদনকারী যে ইউনিটে আবেদন করুক না কেন, সে যে শাখা থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে সেই শাখার জন্য নির্ধারিত যোগ্যতা থাকতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আবেদনের ক্ষেত্রে মানবিক শাখার থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.০০সহ মোট জিপিএ ৭.০০ থাকতে হবে। বাণিজ্য শাখা থেকে উত্তীর্ণদের এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.৫০সহ মোট জিপিএ ৭.৫০ এবং বিজ্ঞান শাখার ভর্তিচ্ছুদের এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.৫০সহ মোট জিপিএ ৮.০০ থাকতে হবে।

সব ইউনিটের জন্য জিসিই ‘ও’ লেভেল পরীক্ষায় ৫টি বিষয়ে এবং ‘এ’ লেভেল পরীক্ষায় অন্তত দুটি বিষয়ে উত্তীর্ণ হতে হবে। উভয় লেভেলে মোট ৭টি বিষয়ের মধ্যে ৪টি বিষয়ে কমপক্ষে ‘বি’ গ্রেড এবং ৩টি বিষয়ে কমপক্ষে ‘সি’ গ্রেড থাকতে হবে।

এবারের ভর্তি পরীক্ষায় ২০২০ সালের এইচএসসি/সমমান, ডিপ্লোমা-ইন-কমার্স, বিএফএ (প্রাক), বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি (ভকেশনাল), ‘এ’ লেভেল ও অন্যান্য সমমান পরীক্ষায় উত্তীর্ণরাই ভর্তি পরীক্ষার জন্য আবেদন করতে পারবে।

কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অধীনে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানসমূহ হতে ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং পাস করা শিক্ষার্থীরাও সংশ্লিষ্ট ইউনিটে আবেদন করতে পারবেন। এক্ষেত্রে তাদের জিপিএ ৫.০০ স্কেলে নির্ধারিত হবে।

তবে সনাতন পদ্ধতিতে ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে উত্তীর্ণ শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষার জন্য আবেদন করতে পারবে না। কেবল বিএফএ (প্রাক) ডিগ্রিপ্রাপ্ত শিক্ষার্থীদের ফলাফল এখনও সনাতন পদ্ধতিতে হওয়ায় তাদের আবেদন গ্রহণযোগ্য হবে, সেক্ষেত্রে তাদের মার্কশিট/সার্টিফিকেট থাকতে হবে।

নিউজ ডেস্ক।।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) প্রশ্নপত্র ফাঁস ও ডিজিটাল জালিয়াতির সঙ্গে জড়িত থাকায় ৭ শিক্ষার্থীকে স্থায়ীভাবে বহিষ্কার করার সুপারিশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এছাড়া আরও দুই শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করার সুপারিশ করা হয়েছে।

বৃহস্পতিবার বিকালে ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য লাউঞ্জ আবদুল মতিন ভার্চুয়াল ক্লাসরুমে শৃঙ্খলা পরিষদ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

নিউজ ডেস্ক।।

ঢাকা টেস্টের প্রথম দিন ভালো অবস্থায় থেকেই শেষ করেছে ওয়েস্ট ইন্ডিজ। দিনশেষে তাদের সংগ্রহ ৫ উইকেটে ২২৩ রান। পুরো ৯০ ওভার খেলা হয়েছে আজ। ২টি করে উইকেট নিয়েছেন পেসার আবু জায়েদ রাহী আর স্পিনার তাইজুল ইসলাম।

টস জিতে ব্যাটিংয়ে নেমে উইন্ডিজের শুরুটা খারাপ হয়নি। ৬৬ রানের ওপেনিং জুটি উপহর দেন জন ক্যাম্পবেল আর ক্রেইগ ব্রাফেট। ৩৬ রান করা ক্যাম্পবেলকে এলবিডাব্লিউ করে প্রথম ব্রেক থ্রু দেন তাইজুল। এরপর দলীয় ৮৭ রানাএ মোজলেকে (৭) বোল্ড করে দেন আবু জায়েদ রাহী। দলের স্কোর ১০৪ ছুঁতে এবার আঘাত হানেন সৌম্য সরকার। অধিনায়ক ব্রাফেটকে (৪৭) তিনি শান্তর তালুবন্দি করেন।

স্কোরবোর্ডে আর ১‌২ রান যোগ হতে না হতেই নিজের দ্বিতীয় শিকার ধরেন আবু জায়েদ। ফিরিয়ে দেন প্রথম টেস্টের নায়ক, ডাবল সেঞ্চুরিয়ান কাইল মেয়ার্সকে। চট্টগ্রাম টেস্টে রেকর্ডের পর রেকর্ড গড়া মেয়ার্স আজ ৫ রানে সৌম্য সরকারের তালুবন্দি হন। তাইজুলের বলে ব্ল্যাকউডের (২৮) বিদায়ে ক্যারিবীয়দের ইনিংসের অর্ধেক শেষ হয়। এরপর দিনের বাকি সময়টা কাটিয়ে দেন ১৭৩ বলে ৭৪* রান করা এনক্রুমা বোনার এবং ২০* রানে অপরাজিত জসুয়া ডি সিলভা।

নিউজ ডেস্ক।।

করোনাভাইরাসের টিকার জন্য টিকাদান কেন্দ্রে গিয়ে (অনস্পট) নিবন্ধনের সুবিধা আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

বৃহস্পতিবার ঢাকায় এক অনুষ্ঠানে এ কথা জানান তিনি। পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মাঠ কার্যক্রম 'পেপারলেস' করার ঘোষণা দিতে রাজধানীর ইন্টার কন্টিনেন্টাল হোটেলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, 'নিবন্ধন না করে অনেকে টিকা নিতে আসায় বিভিন্ন কেন্দ্রে অতিরিক্ত ভিড় তৈরি হচ্ছে।'

প্রত্যন্ত এলাকার মানুষ, বিশেষ করে যাদের স্মার্টফোন নেই, তাদের জন্য টিকাদান কেন্দ্রে এসে নিবন্ধনের সুযোগ রেখেছিল স্বাস্থ্য অধিদপ্তর।

জাহিদ মালেক বলেন, 'আমরা চাই সুষ্ঠুভাবে ভ্যাকসিন নেওয়া হোক। এজন্য আমরা সুন্দর পরিবেশ তৈরি করেছি। কিন্তু এখন দেখা যাচ্ছে যারা অনস্পট রেজিস্ট্রেশন করছেন- তাদের সংখ্যা বেশি। আর যারা আগে রেজিস্ট্রেশন করে আসছেন, তারা ঢুকতে পারছেন না। বয়স্ক লোকেরা যাচ্ছেন, তাদের কষ্ট হচ্ছে। যারা ভ্যাকসিন দিচ্ছেন- ডাক্তার, নার্স তাদের কষ্ট হচ্ছে। আমরা এই পরিস্থিতি চলতে দিতে চাই না।'

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, 'রেজিস্ট্রেশন যেহেতু অনেক সাকসেসফুলি হচ্ছে, ১০ লাখের বেশি হয়ে গেছে, এ কারণে আমরা এখন আর অনস্পট রেজিস্ট্রেশন করব না। এখন থেকে যারা নিবন্ধন করে কেন্দ্রে যাবেন, শুধু তাদেরই টিকা দেওয়া হবে। ভবিষ্যতে যদি টিকাদান কেন্দ্রে নিবন্ধনের প্রয়োজন পড়ে, তখন আবার জানানো হবে।'

নিউজ ডেস্ক।।

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছেন, মাধ্যমিক পর্যায়ে সাড়ে ৫ হাজার শিক্ষককে পদোন্নতি দেওয়া হচ্ছে। শিক্ষকদের পদোন্নতি দিতে ইতোমধ্যেই তালিকা তৈরি করা হয়েছে।

বুধবার বাংলাদেশে কর্মরত ১৫টি শীর্ষস্থানীয় জাতীয় ও আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার ‘নিরাপদ ইশকুলে ফিরি’ শীর্ষক ক্যাম্পেইন উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা জানান।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী আরও জানান, জ্যেষ্ঠতার ভিত্তিতে ধাপে ধাপে সহকারী শিক্ষকদের সিনিয়র শিক্ষক পদে পদোন্নতি দেওয়া হবে। প্রথম ধাপে সাড়ে ৫ হাজার শিক্ষককে এ পদে পদোন্নতি দেওয়া হবে।

আগে স্কুল-কলেজে সিনিয়র শিক্ষকদের জন্য আলাদা কোনো পদ ছিল না, বর্তমান সরকার সিনিয়র পদ সৃষ্টি করেছে জানিয়ে তিনি বলেন, আমাদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের শিক্ষকের সংখ্যা ৫ লাখ ৭৫ হাজার ৪৩০। পৃথিবীর অনেক দেশ আছে তাদের পুরো জনসংখ্যা এরচেয়ে কম। শিক্ষার্থী এক কোটি পাঁচ লাখ। বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ১৫ হাজার ৫২৪ জন আর শিক্ষার্থী ৪০ লাখ ৮৫ হাজার ২৯১ জন। পৃথিবীর খুব কম দেশ পাওয়া যাবে যেখানে বিশ্ববিদ্যালয় পর্যায়ে প্রায় ৫ মিলিয়ন।

এ সময় শিক্ষাপ্রতিষ্ঠান খোলা নিয়ে মন্ত্রী বলেন, পুরোপুরি অবস্থার ওপর নির্ভর করবে, আমরা কি ফেব্রুয়ারির মাঝামাঝি বা শেষ দিকে স্কুল খোলার একটা সুযোগ পাব নাকি মার্চ মাসে খোলার চেষ্টা করব? মোটকথা একেবারে গোড়া থেকেই যেটি কথা, স্বাস্থ্য ঝুঁকি আমরা নেব না। যেখানে স্বাস্থ্য ঝুঁকি থাকবে, তখন আমরা খুলব না। যখন মনে করব, ঝুঁকিটা খুবই কম এবং এখন খোলা যায় নিরাপদভাবে, আমরা তখন খুলব।

নিরাপদে ইশকুলে ফিরি’ শীর্ষক ক্যাম্পেইন উপলক্ষে বুধবার রাজধানীর একটি অভিজাত হোটেলে একটি অনুষ্ঠান আয়োজন করা হয়। এতে বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ মো. গোলাম ফারুক, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক সোহেল আহমেদ, বাংলাদেশে ইউনিসেফের উপ-প্রতিনিধি ভিরা মেন্ডোনকা এবং বাংলাদেশে অবস্থিত কানাডার হাইকমিশনের হেড অব ডেভলপমেন্ট অ্যাসিট্যান্স ফেদ্রা মুন মরিস।

সেভ দ্য চিলড্রেন ইন বাংলাদেশের পরিচালক (প্রোগ্রাম ডেভেলপমেন্ট অ্যান্ড কোয়ালিটি) রিফাত বিন সাত্তার এই ক্যাম্পেইনের পটভূমি এবং বিভিন্ন উদ্যোগ নিয়ে আলোকপাত করেন। বিভিন্ন গবেষণার ফলাফলের ওপর ভিত্তি করে মূল প্রবন্ধ উপস্থাপনা করেন ব্র্যাকের ঊর্ধ্বতন পরিচালক কেএএম মোরশেদ। ওয়ার্ল্ড ভিশনের পরিচালক টনি মাইকেল অনুষ্ঠানটি সমন্বয় ও সঞ্চালনা করেন।

ইউনিসেফের উপ-প্রতিনিধি ভিরা মেন্ডোনকা তার বক্তব্যে মহামারির মধ্যে শিশুদের জন্য স্কুলকে সবচেয়ে নিরাপদ জায়গা হিসেবে নিশ্চিতে উন্নয়ন সংস্থা এবং সরকারের মধ্যে পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, স্বাস্থ্যঝুঁকি বিবেচনা করার পাশাপাশি সরকারকে এটাও ভাবতে হবে মহামারি পরিস্থিতিতে শিক্ষার্থীদের ঝরেপড়া ও বাল্য বিবাহের হারও বেড়ে গেছে। ফলে এই পরিস্থিতির উন্নয়নে কীভাবে কাজ করা যায় তা বের করা জরুরি। সূত্র:যুগান্তর

নিউজ ডেস্ক।।

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, পড়াশোনা ছাড়া কীভাবে অটোপাস দেব? যদি স্কুল খুলতে দেরি হয়, তাহলে পরীক্ষা পরে নেব। তাতে এমন কোনো মহাভারত অশুদ্ধ হবে না।

আজ বুধবার রাজধানীর একটি হোটেলে বাংলাদেশে কর্মরত ১৫টি শীর্ষস্থানীয় জাতীয় ও আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ‘নিরাপদ ইশকুলে ফিরি’ শীর্ষক ক্যাম্পেইন উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, পুরোপুরি অবস্থার ওপর নির্ভর করবে, আমরা কি ফেব্রুয়ারির মাঝামাঝি বা শেষ দিকে স্কুল খোলার একটা সুযোগ পাব, নাকি মার্চ মাসে খোলার চেষ্টা করব? মোটকথা একেবারে গোড়া থেকেই যেটি কথা, স্বাস্থ্য ঝুঁকি আমরা নেব না। যেখানে স্বাস্থ্য ঝুঁকি থাকবে, তখন আমরা খুলব না। যখন মনে করব, ঝুঁকিটা খুবই কম এবং এখন খোলা যায় নিরাপদভাবে, আমরা তখন খুলব।

মন্ত্রী বলেন, আমরা কতগুলো কার্যদিবস পাব, কতগুলো ক্লাস পাব- সেই হিসাব করে আমরা নতুন করে সিলেবাস প্রণয়ন করেছি এসএসসি ও এইচএসসির জন্য। এসএসসির জন্য একটি ৬০ কর্মদিবসের সিলেবাস তৈরি করেছি এবং মাথায় রেখেছি কোন কোন বিষয়গুলো তার ওই সাবজেক্টের জন্য জানা অত্যাবশ্যক। এইচএসসির বেলায় ৮৪ কার্যদিবস আমরা ঠিক করেছি। কাজেই আমাদের খুলতে যদি দেরি হয়, পরীক্ষা একটু পরে নেব, তাতে এমন কোনো মহাভারত অশুদ্ধ হবে না এবং তারপরে তাদের পরবর্তী পর্যায়ে যাওয়াটা খুব সমস্যা হবে বলে আমরা মনে করছি না।

অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ মো. গোলাম ফারুক, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক সোহেল আহমেদ, ইউনিসেফের উপ-প্রতিনিধি ভিরা মেন্ডোনকা, বাংলাদেশে কানাডার হাইকমিশনের হেড অব ডেভেলপমেন্ট অ্যাসিট্যান্স ফেদ্রা মুন মরিস বক্তব্য রাখেন।

নিউজ ডেস্ক।।

অগ্রাধিকার ভিত্তিতে টিকা পাবেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরা। রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) উপস্থিত হয়ে তাৎক্ষণিক রেজিস্ট্রেশন করে তারা টিকা নিতে পারবেন।

মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করে এই নির্দেশনা দেওয়া হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, যারা ইতোমধ্যে সুরক্ষা অ্যাপসে নিবন্ধন করেছেন তাদের সেসব হাসপাতালে টিকা গ্রহণের সুযোগ উন্মুক্ত থাকবে। তবে যারা জাতীয় অর্থোপেডিকসে টিকা নিতে চান তাদের ওই হাসপাতালের ফোকাল পারসন (মোবাইল-০১৭৪৮৩৮৯৬০৯) অথবা পরিচালকের দপ্তর (০১৭১৬৩৯৯৯৩৬) যোগাযোগ করতে বলা হয়েছে।

magnifiermenu linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram