শনিবার, ২৭শে এপ্রিল ২০২৪

নিউজ ডেস্ক।।

প্রাণঘাতী করোনাভাইরাসের প্রদুর্ভাব ঠেকাতে ১০ দেশের সঙ্গে বিমান চলাচলা বন্ধ করলো বাংলাদেশ। ২১ মার্চ, শনিবার রাত ১২টা থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। এই নিষেধাজ্ঞা বহাল থাকবে আগামী ৩১ মার্চ পর্যন্ত। তবে ইংল্যান্ড, চীন, হংকং, ব্যাংকের সঙ্গে বিমান চলাচল স্বাভাবিক থাকবে।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম তৌহিদুল আহসান এ তথ্য নিশ্চিত করেন।

এ বিষয়ে ক্যাপ্টেন তৌহিদুল আহসান জানান, ৩১ মার্চ পর্যন্ত ১০ রুটের সব ধরনের বিমান চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। দেশগুলো হলো- কাতার, বাহরাইন, কুয়েত, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক, মালয়েশিয়া, ওমান, সিঙ্গাপুর ও ভারত। তবে যুক্তরাজ্য, চীন, থাইল্যান্ড ও হংকং রুটে বিমান চলাচল অব্যাহত থাকবে। এসব দেশের সঙ্গে বাংলাদেশের সরাসরি বিমান যোগাযোগ রয়েছে।

এর আগে ২০ মার্চ, শুক্রবার করোনাভাইরাসের কারণে থাইল্যান্ডের ব্যাংককেও ফ্লাইট চলাচল বন্ধ করে দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। গত বৃহস্পতিবার আরব আমিরাত ও সিঙ্গাপুরে ফ্লাইট বন্ধের ঘোষণা দেয় বিমান।

বিমান বাংলাদেশ এয়ারলাইনস ঢাকা থেকে বিশ্বের ১৮টি রুটে ফ্লাইট পরিচালনা করতো। এসব রুটে বিমানের সাপ্তাহিক ফ্লাইট ছিল ২১৮টি।

নিউজ ডেস্ক ।।

প্রাণঘাতী করোনা আতঙ্কের মাঝেও সুসংবাদ পেলেন ৬২ জন শিক্ষক। বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এসব শিক্ষককে এমপিওভুক্ত করা হয়েছে। চলতি মার্চ মাস থেকে তাদের এমপিও কার্যকর হবে।

কারিগরি শিক্ষা অধিদপ্তরের সূত্র মতে, এদের মধ্যে এইচএসসি বিএম শিক্ষাক্রমের ১৭ জন এবং এসএসসি ভোকেশনাল শিক্ষাক্রমের ৪৫ জন শিক্ষক রয়েছেন।

জানা গেছে, এমপিও অনুমোদন কমিটির ৯ম সভার সিদ্ধান্তের আলোকে এসব শিক্ষক-কর্মচারীকে এমপিওভুক্ত করা হয়েছে। গত ১৫ মার্চ কারিগরি শিক্ষা অধিদপ্তর থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়।

গত বছর জারি করা এমপিও নীতিমালার আলোকে এ ৬২ শিক্ষকের পদের প্রাপ্যতা থাকায়, নিয়োগের শর্ত পূরণ করায় এবং সনদ সঠিক থাকায় এমপিও অনুমোদন কমিটির সভায় তাদের এমপিওভিুক্ত করার সিদ্ধান্ত নেয়া হয়।

নিউজ ডেস্ক।।

করোনাভাইরাসের (কোভিড-১৯) কারেণে  স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মাদরাসা, বিভিন্ন সভা সমাবেশ, ওয়াজ মাহফিল, বিনোদন কেন্দ্র, সিনেমা হল, রেস্টুরেন্টসহ গণজমায়েত হয় এমন সকল স্থান ও কর্মকাণ্ড বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া বিয়েসহ বিভিন্ন পারিবারিক অনুষ্ঠান ঘরোয়াভাবে সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। তবে একটি জেলা ব্যতীত আন্তঃজেলা যোগাযোগ ব্যবস্থায় এই ভাইরাসে তেমন প্রভাব এখনো পড়েনি। আর এই সুযোগে ঢাকা ছাড়ছেন অনেকেই।

শুক্রবার (২০ মার্চ) সকালে সাভার, নবীনগর, বাইপাইল বাস কাউন্টার ঘুরে দেখা যায়, বাড়ি ফেরা মানুষের ভিড়। করোনাভাইরাসের কারণে পরিবহন বন্ধ ঘোষণা হতে পারে এমন আশঙ্কায় অনেকে গ্রামে যাচ্ছেন। তবে রাজধানী ঢাকাতে বসবাস করা মানুষ এভাবে গ্রামে গেলে সেখানেও এই ভাইরাসের সংক্রমণ ঘটতে পারে বলে আশঙ্কা করছেন সচেতন মহল।

নিউজ ডেস্ক।।

প্রাণঘাতী করোনাভাইরাস বিস্তার রোধে সতর্কতামূলক ব্যবস্থার অংশ হিসেবে এবার জাতীয় প্রেসক্লাব বন্ধ করা হয়েছে। ঘোষণা অনুযায়ী, আগামী ২১ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত জাতীয় প্রেসক্লাবের সব ধরনের কর্মকাণ্ড বন্ধ থাকবে।

শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটি এ সিদ্ধান্ত নিয়েছে।

গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, করোনাভাইরাসের সংক্রমণ রোধে ২১ মার্চ থেকে ৩১ মার্চ জাতীয় প্রেসক্লাবের সব কর্মকাণ্ড বন্ধ থাকবে। এ সময়ের মধ্যে প্রেসক্লাবের সব সদস্য, কর্মচারী, কর্মকর্তা ক্লাব চত্বরে আসা থেকে বিরত থাকবেন। উদ্ভূত পরিস্থিতিতে সবার সহযোগিতা একান্ত কাম্য।

এদিকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা বিস্তার রোধে পৃথিবীর বিভিন্ন দেশ বিভিন্ন ধরনের প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়েছে। সৌদি আরবসহ মুসলিমপ্রধান দেশগুলো মসজিদ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া বিশ্বের অন্য দেশগুলোতে বড় বড় বিপণী বিতান, এয়ারপোর্ট, বাস ও রেল স্টেশন, সমুদ্রবন্দর, সমুদ্র সৈকত বন্ধ করে দেওয়া হয়েছে।

বাংলাদেশেও এই ভাইরাসে একজনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছে ১৭ জন। এরপরেই মাদারীপুরের শিবচর উপজেলায় গণপরিবহন চলাচলসহ দোকানপাট বন্ধ করা হয়েছে। আক্রান্ত রোগীদের চিকিৎসা দেওয়ার জন্য বিশ্ব ইজতেমা মাঠ প্রস্তুত করা হচ্ছে। সেনাবাহিনীকে দুইটি কোয়ারেনটাইন ক্যাম্প পরিচালনার দায়িত্বও দেওয়া হয়েছে। বেশ কয়েকটি গণমাধ্যমসহ অনেক প্রতিষ্ঠানই কর্মীদের বাসায় বসে কাজ করার নির্দেশ দিয়েছে। দেশে সকল প্রকার সভা-সমাবেশ-গণজমায়েত বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

দৌলতপুর(কুষ্টিয়া) প্রতিনিধিঃ

কুষ্টিয়ার দৌলতপুরে সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে কোচিং বানিজ্য চালানোর দায়ে দুই শিক্ষকের অর্থদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে দৌলতপুর উপজেলার ডিজিএম মাধ্যমিক বিদ্যালয়ে অভিযান চালিয়ে ভ্রাম্যমান আদালতের বিচারক এ দন্ড দেন। দন্ডিত শিক্ষক ডিজিএম মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজীর সহকারী শিক্ষক মো. আলিমুন হোসেন (৫১) ও গণিতের সহকারী শিক্ষক মুসফিকুর রহমান (৫২)।

ভ্রাম্যমান আদালত সূত্র জানায়, করোনা ভাইরাসের কারনে সরকার সকল শিক্ষা প্রতিষ্ঠান, কোচিং বানিজ্য ও প্রাইভেট পড়ানো বন্ধ ঘোষনা করলেও সরকারী নির্দেশ অমান্য করে দৌলতপুর উপজেলার সদর ইউনিয়নের গোবরগাড়া এলাকার ডিজিএম মাধ্যমিক বিদ্যালয়ে এক শ্রেণীর অসাধু শিক্ষক কোচিং বানিজ্য চালিয়ে যাচ্ছিলেন। এমন সংবাদ পেয়ে দৌলতপুর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আজগর আলীর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত অভিযান চালায়। এসময় ডিজিএম মাধ্যমিক বিদ্যালয়ের কয়েকটি কক্ষে বিভিন্ন শ্রেণির শতাধিক শিক্ষার্থীদের কোচিং ক্লাস চলা অবস্থায় শিক্ষক মো. আলিমুন হোসেন ও শিক্ষক মুসফিকুর রহমানকে আটক করে।

পরে দ. বি. ১৮৬০ এর ২৯১ ধারায় দুই শিক্ষকের ১০ হাজার করে ২০ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করেন ভ্রাম্যমান আদালতের বিচারক মো. আজগর আলী। ভ্রাম্যমান আদালত চলাকালে দৌলতপুর মাধ্যমিক শিক্ষা অফিসার সরদার মো. আবু সালেক উপস্থিত ছিলেন।

নিউজ ডেস্ক।।

পবিত্র কাবা ও মদিনায় মসজিদে নববীর ‘আউটার কোর্টইয়ার্ড’ বা মসজিদ চত্বরে প্রবেশ ও নামাজ আদায় সাময়িক স্থগিত করেছে কর্তৃপক্ষ। এ নির্দেশ আজ শুক্রবার থেকেই কার্যকর হবে। ফলে আজ সেখানে পবিত্র জুমার নামাজ কিভাবে আদায় হবে তা স্পষ্ট নয়। এর আগের নির্দেশনায় শুধু এই দুটি মসজিদ বাদে সৌদি আরবের সব মসজিদ সাময়িক বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়। সবাইকে বাড়িতে নামাজ আদায় করার পরামর্শ দেয়া হয়। আযানে পরিবর্তন আনা হয়। এ জন্য আজ সৌদি আরবে অন্য কোনো মসজিদে জুমার নামাজ হবে না বলেই মনে করা হচ্ছে।
সর্বশেষ গ্রান্ড মসজিদ বা কাবা শরিফ ও মসজিদে নববী চত্বরে প্রবেশ ও নামাজ আদায়ে নিষেধাজ্ঞা দেয়ায় অনেকেই আহত হয়ে থাকতে পারেন।
এ জন্য সবাইকে সহযোগিতা করতে অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ। এ খবর দিয়েছে সৌদি আরবে সরকার পরিচালিত অনলাইন সৌদি গেজেট। এতে বলা হয়েছে, করোনা ভাইরাস সংক্রমণের বিরুদ্ধে লড়াইয়ে জেনারেল প্রেসিডেন্সি অব দ্য গ্রান্ড মস্ক অ্যান্ড দ্য প্রফেটস অ্যাফেয়ার্সের মুখপাত্র আজ শুক্রবার এক বিবৃতিতে এমন নির্দেশনা দিয়েছেন। ওই বিবৃতি প্রচার করেছে সরকার পরিচালিত সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সি (এসপিএ)।
টুইটারে প্রচারিত বিবৃতিতে ওই মুখপাত্র বলেছেন, ‘করোনা ভাইরাস সংক্রমণের প্রেক্ষিতে পূর্ব সতর্কতা ও প্রতিরোধমুলক ব্যবস্থা হিসেবে মক্কায় গ্রান্ড মসজিদ ও মদিনায় মসজিদে নববীর চত্বরে মানুষ প্রবেশ ও নামাজ আদায় স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ, নিরাপত্তা ও স্বাস্থ্য বিষয়ক এজেন্সিগুলো। এ নির্দেশ শুক্রবার থেকেই কার্য কর হবে।’ তিনি সবাইকে এ পদক্ষেপে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন। বলা হয়েছে, এই পবিত্র দুই মসজিদে যাওয়া মুসলিমদের নিরাপত্তার স্বার্থেই এমন পদক্ষেপ নেয়া হয়েছে।

নিজস্ব প্রতিনিধি।।

করোনা প্রতিরোধের প্রস্তুতি হিসেবে স্বাস্থ্য বিভাগের সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বৃহস্পতিবার সচিবালয়ে করোনাভাইরাস প্রতিরোধের প্রস্তুতি বিষয় জানাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, করোনা প্রতিরোধে সব ধরনের ব্যবস্থা নেয়া হচ্ছে। স্বাস্থ্য বিভাগের সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে। এছাড়া ৫ হাজার জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, কুয়েত মৈত্রী হাসপাতালকে এই রোগের চিকিৎসার জন্য ব্যবহার করা হচ্ছে। আরও অনেক হাসপাতাল ব্যবহারের জন্য চিহ্নিত করা হয়েছে। ওইসব হাসপাতালগুলোতে ২ হাজার শয্যার ব্যবস্থা করা যাবে। বড় পরিসরে প্রয়োজন হলে বিশ্ব ইজতেমার ময়দান ব্যবহার করা হবে। সে জন্যই বিশ্ব ইজতেমার জায়গাটি সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।

নিজস্ব প্রতিনিধি।।

করোনাভাইরাস এর ঝুঁকি থেকে শিক্ষার্থীদের মুক্ত রাখতে সারাদেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হলেও সরকারি এই নির্দেশ অমান্য করে একটি প্রাথমিক স্কুলে বার্ষিক ভোজের আয়োজন করার অভিযোগ পাওয়া গেছে। এমন অভিযোগে প্রধান শিক্ষক নিরঞ্জন প্রমানিককে আটক করে মুচলেকা নিয়ে ছেড়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

ঘটনাটি ঘটেছে রাজশাহী নগরীর শিরোইল কলোনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। জানা গেছে, ভোজের খবর পেয়ে গত বৃহস্পতিবার দুপুর ১টার দিকে স্কুলটিতে হঠাৎ অভিযানে যান জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু আসলাম, সহকারী কমিশনার জর্জ মিত্র চাকমা ও আবদুল মালেক।

খোঁজ নিয়ে জানা গেছে, বার্ষিক ভোজনে অংশ নিয়েছিলো প্রায় ২০০ শিক্ষার্থী। অনুষ্ঠান উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানটির মাঠে চলছিলো মহা হই হুল্লর। ভ্রাম্যমাণ আদালতের কর্মকর্তারা বিদ্যালয়ে প্রবেশ করলে তখন তারা রান্না বান্না করতে দেখতে পান। নিষেধাজ্ঞা অমান্য করে এ আয়োজন করায় প্রশাসনের কর্মকর্তারা প্রধান শিক্ষককে আটক করে জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়ে যান।

এ বিষয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু আসলাম জানান, জেলা প্রশাসক হামিদুল হকের কাছে হাজির করা হলে নিজের ভুল স্বীকার করেন প্রধান শিক্ষক নিরঞ্জন। তাই তাকে ছেড়ে দেয়া হয়। তবে এ ধরনের আয়োজন আর করবেন না এমন মুচলেকা আদায় করা হয়েছে প্রধান শিক্ষকের কাছ থেকে।

করোনাভাইরাস প্রতিরোধে সরকারি সিদ্ধান্ত অমান্য করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

প্রসঙ্গত, করোনাভাইরাসে বাংলাদেশে নতুন করে আরও তিনজন আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে দুইজন পুরুষ ও একজন নারী এবং তারা একই পরিবারের সদস্য। এ নিয়ে দেশে এখন করোনায় আক্রান্তের সংখ্যা ১৭ জনে দাঁড়াল। গত বৃহস্পতিবার (১৯ মার্চ) সংবাদ সম্মেলনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের পরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ।

গতকালই প্রথম বাংলাদেশে করোনায় একজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান আইইডিসিআরের পরিচালক অধ্যাপক ড. মীরজাদী সেব্রিনা ফ্লোরা। আর এই করোনা ভাইরাসের পাদুর্ভাবের ফলে প্রাথমিক স্তরের সকল প্রশিক্ষক অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক।।

করোনাভাইরাস প্রতিরোধে সরকারি নির্দেশ অমান্য করে কোচিং সেন্টার চালু রাখায় বরিশালে একজনকে পাঁচদিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড দেন। দণ্ডপ্রাপ্ত সুমন রায় নগরীরর ‘রাইট একাডেমি’ কোচিং সেন্টারের ব্যবস্থাপক।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান বলেন, আইন লঙ্ঘন করায় তাকে এই শাস্তি দেয়া হয়েছে। এছাড়া কয়েকটি কোচিং সেন্টারকে সতর্ক করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান চলবে।

করোনা প্রতিরোধে আগামী ৩১ মার্চ পর্যন্ত সারাদেশের স্কুল-কলেজ, মাদরাসাসহ সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় সরকার। মঙ্গলবার (১৭ মার্চ) থেকে এসব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করা হয়। একই সঙ্গে দেশের সব কোচিং সেন্টার বন্ধ রাখার ঘোষণা দেয়া হয়। এর ধারাবাহিকতায় বরিশালের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান এ অভিযান চালান।

নিজস্ব প্রতিবেদক।।

করোনা ভাইরাসের বিস্তার রোধে আগামী ৩১মার্চ পর্যন্ত সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে সরকার। শিক্ষার্থীরা যাতে এই বৈশ্বিক দুর্যোগময় সময়ে বাড়ির বাইরে বের না হয় সেটি নিশ্চিত করার জন্য স্ব স্ব বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, বিদ্যালয় কমিটি ও অভিভাবকদের বিশেষভাবে সচেতন হওয়ার আহ্বান করেছে প্রাথমিক ও গণশিক্ষা সচিব মো. আকরাম আল হোসেন।

এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে তিনি লিখেছেন, করোনা ভাইরাস থেকে বাংলাদেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক কোটি চল্লিশ লক্ষ শিক্ষার্থী ও শিক্ষকমণ্ডলীকে নিরাপদ রাখার জন্য প্রাথমিক বিদ্যালয় ছুটি ঘোষণা করা হয়েছে। একই সাথে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেনও ছুটি ঘোষণা করা হয়েছে। এই সময় সকল শিক্ষক এবং শিক্ষার্থীদের নিজ নিজ বাড়িতে অবস্থান করতে পরামর্শ প্রদান করা হয়েছে।

তিনি আরও বলেন, শিক্ষার্থীরা যাতে এই বৈশ্বিক দুর্যোগময় সময়ে বাড়ির বাইরে বের না হয় সেটি নিশ্চিত করার জন্য স্ব স্ব বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, এসএমসি’র সভাপতি ও সদস্যবৃন্দকে শিক্ষার্থীদের মা-বাবাকে বিশেষভাবে সচেতন করার আহ্বান করছি। নিজে নিরাপদ থাকুন এবং প্রিয় শিক্ষার্থীদের নিরাপদ রাখার ব্যাপারে যত্নবান হোন। মায়েদের ফোন নম্বর থাকলে এই সময়ে ফোনে তাদেরকে সচেতন করুন। ভাল থাকুন, সুস্থ থাকুন।

সচিব বলেন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট প্রার্থনা করুন, তিনি যেন আমাদের এই চরম বিপদ থেকে রক্ষা করেন। সবাই বেশি বেশি তওবা পড়ি, যাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ক্ষমা করে দেন। আমার এই বার্তাটি সকল সহকর্মীর নিকট পৌঁছে দেবেন।

নিউজ ডেস্ক।।

প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ মোকাবিলায় পিছিয়ে দেওয়া হচ্ছে চলতি বছরের উচ্চমাধ্যমিক ও সমমান পরীক্ষাও। একাধিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে কথা বলে এমনই আভাস পাওয়া গেছে। তারা জানিয়েছেন, আগামী রোববার অথবা সোমবারের মধ্যে পরীক্ষা অনুষ্ঠিত হওয়া না হওয়া নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে সবাইকে।

একাধিক চেয়ারম্যান জানান, উচ্চমাধ্যমিক পরীক্ষা নেওয়ার সব প্রস্তুতি এরই মধ্যে সম্পন্ন করা গেলেও বাস্তবে পাবলিক পরীক্ষা নেওয়ার মতো অবস্থা এখন নেই। এ অভিমত তারা এরই মধ্যে শিক্ষা মন্ত্রণালয়কে জানিয়েছেন। বোর্ড চেয়ারম্যানদের এমন মতামতের পরিপ্রেক্ষিতে গত বুধবার শিক্ষা মন্ত্রণালয়ে এইচএসসি পরীক্ষা সংক্রান্ত আইনশৃঙ্খলা কমিটির বৈঠক হওয়ার কথা থাকলেও তা বাতিল করা হয়। প্রতিটি পাবলিক পরীক্ষার এক সপ্তাহ আগে শিক্ষামন্ত্রীর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভা বাতিল হওয়া পরীক্ষা পিছিয়ে দেওয়ারই ইঙ্গিত বলে জানান তারা।
এইচএসসি পরীক্ষা পিছিয়ে দেওয়া হচ্ছে কিনা- জানতে চাইলে আন্তঃশিক্ষা বোর্ড ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু.

জিয়াউল হক গতকাল বৃহস্পতিবার বলেন, `অনেকটা তাই। তবে এ ব্যাপারে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আগামী রোববার বা সোমবারের মধ্যে আমরা সংশ্নিষ্ট সবাইকে জানিয়ে দেব।`

নিজস্ব সংবাদদাতা ।।

দেশের ৬১ জেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারি শিক্ষক নিয়োগ কার্যক্রম সম্পন্ন হয়েছে। আদালতের মামলা-জটিলতা নিরসন হওয়ায় নিয়োগ পাওয়া শিক্ষকদের যোগদান ও পদায়ন কার্যক্রম শেষ হয়েছে। তবে করোনা ভাইরাস আতঙ্কের কারণে সর্বশেষ নিয়োগ পাওয়া শিক্ষকদের প্রশিক্ষণ স্থগিত রাখা হয়েছে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সুত্রে এ তথ্য জানা গেছে।

মন্ত্রণালয়ের আইন শাখা থেকে জানা গেছে, সুপ্রিম কোর্টের আপিল ডিভিশনে স্থগিতাদেশ বাতিল করায় গত ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত মোট ৩২ জেলায় সহকারি শিক্ষক যোগদান, পদায়ন ও প্রশিক্ষণ কার্যক্রম শেষ করা হয়। আদালতের স্থগিতাদেশ থাকায় বাকি ২৯ জেলায় শিক্ষক নিয়োগ কার্যক্রম স্থগিত থাকে। এরপর ১ মার্চে ৫টি জেলায়, ৫ মার্চ ১০টি জেলা, ৮ মার্চ ঢাকাসহ ৫টি জেলা, ৯ মার্চ ৫টি জেলা এবং ১২ মার্চ চারটি জেলার স্থগিতাদেশ বাতিল করা হয়। এরপর প্রাথমিক শিক্ষা অধিদফতর থেকে নির্দেশনা জারি করে এসব জেলায় নিয়োগ কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।

প্রাথমিক ও গণশিক্ষা সচিব মো. আকরাম আল হোসেন বিষয়টি নিশ্চিত কর আজ গণমাধ্যমকে জানান, আদালতের স্থগিতাদেশ বাতিল করতে উচ্চ আদালতে আপিল করা হয়। এতে করে পর্যাক্রমে দেশের সকল জেলার নিয়োগের স্থাগিতাদেশ আদালত থেকে বাতিল করা হলে সকল জেলায় শিক্ষক নিয়োগ ও পদায়ন দেয়া হয়েছে।

তিনি আরও জানান, সর্বশেষ গাইবান্ধা, মানিকগঞ্জ, পিরোজপুর, পঞ্চগড় ও নরসিংদী জেলায় নিয়োগ কার্যক্রম স্থগিত ছিল। গত ১২ মার্চে সুপ্রিম কোর্টের আপিল ডিভিশনে স্থগিতাদেশ বাতিল হওয়ায় সর্বশেষ এই ৫ জেলায় শিক্ষক নিয়োগ দেয়া হয়েছে।

তবে ২৬ ডিসেম্বরের পরে যেসকল শিক্ষক নিয়োগ দেয়া হয়েছে তাদের যোগদান পদায়ন শেষ করা হলেও দেশে করোনা ভাইরাসের বিস্তারের আশঙ্কা থাকায় তাদের প্রশিক্ষণ কার্যক্রম স্থগিত রাখা হয়েছে। পরিস্থিতি স্বাভাবির হলে এ শিক্ষকদের প্রশিক্ষণ দেয়া হবে।

উল্লেখ্য, ২০১৮ সালের ৩০ জুলাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়। পরে ওই বছরের ১ থেকে ৩০ আগস্ট পর্যন্ত সারাদেশ থেকে ২৪ লাখ পাঁচজন প্রার্থী আবেদন করেন। গত বছর সারাদেশে প্রথম ধাপে ২৪ মে, দ্বিতীয় ধাপে ৩১ মে, তৃতীয় ধাপে ২১ জুন এবং চতুর্থ ধাপে ২৮ জুন লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। সেপ্টেম্বরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ লিখিত পরীক্ষায় ৫৫ হাজার ২৯৫ জন পাস করেন। গত ৬ অক্টোবর থেকে নিয়োগ পরীক্ষার মৌখিক পরীক্ষা শুরু হয়। মাসব্যাপী সারাদেশের সব জেলায় মৌখিক পরীক্ষা আয়োজন করা হয়। সবশেষে গত ২৪ ডিসেম্বর এ পরীক্ষায় ৬১ জেলায় ১৮ হাজার ১৪৭ জনকে চূড়ান্তভাবে নির্বাচিত করে ফলাফল প্রকাশ করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

এ দিকে করোনা ভাইরাসে বাংলাদেশে নতুন করে আরও তিনজন আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে দুইজন পুরুষ ও একজন নারী এবং তারা একই পরিবারের সদস্য। এ নিয়ে দেশে এখন করোনায় আক্রান্তের সংখ্যা ১৭ জনে দাঁড়াল। আজ বৃহস্পতিবার (১৯ মার্চ ২০২০) সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের পরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ। দুপুরে স্বাস্থ্য অধিদফতরের সম্মেলন কক্ষে করোনাভাইরাস সম্পর্কিত প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান তিনি। গতকালই প্রথম বাংলাদেশে করোনায় একজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান আইইডিসিআরের পরিচালক অধ্যাপক ড. মীরজাদী সেব্রিনা ফ্লোরা। আর এই করোনা ভাইরাসের পাদুর্ভাবের ফলে প্রাথমিক স্তরের সকল প্রশিক্ষক অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

magnifiermenu linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram