বৃহস্পতিবার, ৯ই মে ২০২৪

রসুনের উপকারিতার কথা কমবেশি সবাই জানি। কিন্তু রসুন তেলের বিষয়ে কি আমার জানি? হ্যাঁ, রসুন তেলেরও রয়েছে হাজারো উপকারিতা। গাঁটের ব্যথা কমানোসহ ত্বকের জন্য অত্যন্ত উপকারী এই রসুন তেল। কিন্তু কম খরচে সহজে ঘরেই বানানো যায় এই তেল।

সেলেনিয়াম, অ্যালিসিন, ভিটামিন সি, ভিটামিন বি-সিক্স, কপার, জিংকসহ নানা উপাদানে ভরপুর রসুনের তেল। যা ব্রণ নিয়ন্ত্রণে সহায়তা করে। রাতে শুতে যাওয়ার আগে হাতে ও পায়ে মালিশ করলে অনেক আরাম পাওয়া যায়। রসুন তেল নিয়ে এমন প্রতিবেদন প্রকাশ করেছে নিউজ এইট্টিন।

এছাড়াও সালফার, ভিটামিন ই এবং ভিটামিন সি রয়েছে রসুন তেলে। যা মাথার ত্বক সুস্থ রাখে ও আগাফাটা কমিয়ে চুলের গোঁড়া শক্ত করে। রাতে গরম রসুনের তেল মাথার ত্বকে মালিশ করতে হবে। এরপর সকালে হালকা শ্যাম্পু দিয়ে মাথা ধুয়ে নিতে হবে।

তুলোর বল রসুনের তেলে ডুবিয়ে দাঁতের ব্যথার অংশে লাগালে উপকার পাওয়া যাবে। এর অ্যালিসিন দাঁত ব্যথা ও সংক্রমণ কমায়। আর ব্যাকটেরিয়ার সংক্রমণ কমিয়ে দাঁতের ক্ষয় দূর করে।

কিভাবে বানাবেন রসুন তেল?

খুব সহজেই ঘরে বসেই বানানো যায় এই তেল। আর এ জন্য শুধু রসুন ও সরিষার তেল প্রয়োজন।

প্রথমে ১০ থেকে ১২ কোয়া রসুন ছাড়িয়ে নিন। এরপর লোহার কড়ায় তেল গরম করতে হবে। গরম তেলে রসুন দিয়ে কালো করে ভেজে নিতে হবে। এবার ওই তেল অন্য একটি পাত্রে রেখে ঠাণ্ডা করুন। তারপর ব্যবহার করুন।

নিউজ ডেস্ক।।

করোনা ভাইরাস মহামারীর মধ্যে ৫ হাজার ৫৪ সিনিয়র স্টাফ নার্স নিয়োগ নিয়ে প্রশ্ন তুলেছেন হাইকোর্ট। তাদের নিয়োগের ক্ষেত্রে সরকারি কর্মকমিশনের (পিএসসি) সুপারিশ কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়েছেন উচ্চ আদালত।

গতকাল মঙ্গলবার বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি একেএম জহিরুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ নিয়োগবঞ্চিত ৫১ জনের করা রিট আবেদনের প্রাথমিক শুনানির পর এ রুল জারি করেন। লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ রিট আবেদনকারী ৫১ জনকে নিয়োগ দিতে কেন নির্দেশ দেওয়া হবে না, রুলে তাও জানতে চাওয়া হয়েছে। স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, পিএসসির চেয়ারম্যানসহ ৫ বিবাদীকে ৪ সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী অনীক আর হক ও বিভূতি তরফদার। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল জেসমিন সুলতানা সামসাদ।

অনীক বলেন, কোভিড-১৯ মহামারীর মধ্যে সরকার দশম গ্রেডে ৬ হাজার সিনিয়র স্টাফ নার্স নিয়োগের সিদ্ধান্ত নেয়। সে অনুযায়ী চাহিদাপত্র পাঠালে পিএসসি লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ ৫ হাজার ২১২ জনের মধ্য থেকে ৫ হাজার ৫৪ জনের নিয়োগের সুপারিশ করে। যাদের মধ্যে অন্তত পাঁচজন মৌখিক পরীক্ষাই দেয়নি। সরকারের চাহিদা থাকার পরও ১৫৮ জনকে বাদ দিয়ে পিএসসি ৫ হাজার ৫৪ জন নিয়োগের সুপারিশ করেছে, তাদের মধ্যে আবার অযোগ্যদের সুপারিশ করা

হলো। তাই পিএসসির সুপারিশকে চ্যালেঞ্জ করে রিট করা হয়েছিল। আদালত রুল জারি করেছেন।

বুধবার লেনদেন শুরুতে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান মূল্য সূচকের উত্থান হয়েছে।

সূচকের উত্থানের সঙ্গে লেনদেনের গতিও বেশ ভালো অবস্থানে রয়েছে। লেনদেনের সময় আধাঘণ্টা পার হতেই ডিএসইতে লেনদেন ১৫০ কোটি টাকা ছাড়িয়ে যায়। পাশাপাশি দুই বাজারেই লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে।

এ এতিবেদন লেখা পর্যন্ত লেনদেনের প্রথম ৪০ মিনিটে ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের তুলনায় ১৬ পয়েন্ট বেড়েছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই-৩০ সূচক ২ পয়েন্ট বেড়েছে। আর ডিএসই শরিয়াহ্ ২ পয়েন্ট বেড়েছে।

এ সময় পর্যন্ত ডিএসইতে লেনদেনে অংশ নেয়া ২২৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে দাম কমেছে ৬০টির। আর ৪৫টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ১৫৯ কোটি ১৬ লাখ টাকা।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৮২ পয়েন্ট বেড়েছে। লেনদেন হয়েছে ৩ কোটি ৫৯ লাখ টাকা। লেনদেন অংশ নেওয়া ১১৭ প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৮০টির, কমেছে ১৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২০টির।

নিউজ ডেস্ক।।

মূল্যস্ফীতির লাগাম ছুটে গেছে। গত দুমাস ধরে এটাকে বাগে আনা যাচ্ছে না। মূল্যস্ফীতির চাপে মানুষের জীবনে নাভিশ্বাস উঠেছে। নিত্যপ্রয়োজনীয় পণ্য মূল্য নাগালের বাইরে। আগস্টে সার্বিক মূল্যস্ফীতির হার এখন ৫ দশমিক ৬০ শতাংশ। তবে খাদ্য খাতে এই হার ৬ দশমিক ০৮ শতাংশ। আর এই বৃদ্ধি গত এক বছরে আগের বছরের তুলনায় বেড়েছে। খাদ্য খাতে সার্বিক, শহর ও গ্রাম সব জায়গাতেই বেড়েছে। মঙ্গলবার বিবিএসের দেয়ার সর্বশেষ প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়েছে।

বিবিএসের দেয়া তথ্যানুযায়ী, চলতি ২০২০-২১ অর্থবছরে সূচনা থেকেই এই মূল্যস্ফীতির হার বৃদ্ধিটা মাথা চাড়া দিয়ে উঠেছে। গত জুলাই মাসে সার্বিক হার ছিল ৫.৫৩ শতাংশ। আগস্টে এই হার বেড়ে হয়েছে ৫.৬৮ শতাংশ। আগস্ট মাসে খাদ্য পণ্যের মূল্যস্ফীতির হার বেড়ে হয়েছে ৬ দশমিক ০৮ শতাংশ। যা জুলাই মাসে ছিল ৫ দশমিক ৭০ শতাংশ। এছাড়া খাদ্য বহির্ভূত পণ্যের মূল্যস্ফীতির হার কমে ৫ দশমিক ০৫ শতাংশ। যা আগের মাসে ছিল ৫ দশমিক ২৮ শতাংশ।

Ad by Valueimpression
গ্রামে সার্বিক মূল্যস্ফীতির হার বেড়ে আগস্টে হয়েছে ৫ দশমিক ৬০ শতাংশ। যা জুলাইতে ছিল ৫ দশমিক ৪৩ শতাংশ। খাদ্য পণ্যে মূল্যস্ফীতির হার হয়েছে ৬ দশমিক ০৯ শতাংশ। যা জুলাই মাসে ছিল ৫ দশমিক ৬৭ শতাংশ। এছাড়া খাদ্য বহির্ভূত পণ্যে মূল্যস্ফীতির হার কমে হয়েছে ৪ দশমিক ৭০ শতাংশ। যা জুলাই মাসে ছিল ৪ দশমিক ৯৮ শতাংশ।

বিবিএসের প্রতিবেদন বলছে, আগস্ট মাসে শহরে সার্বিক মূল্যস্ফীতির হারও বেড়েছে। ৫ দশমিক ৮১ শতাংশ হয়েছে। জুলাইতে যা ছিল ৫ দশমিক ৭২ শতাংশ। আগস্টে খাদ্য পণ্যে মূল্যস্ফীতির হার বেড়ে হয়েছে ৬ দশমিক ০৬ শতাংশ। যা গত মাসে ছিল ৫ দশমিক ৭৬ শতাংশ। তবে খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতির হার কমেছে। জুলাইয়ের ৫ দশমিক ৬৮ শতাংশ থেকে কমে আগস্টে ৫ দশমিক ৫১ শতাংশ দাড়িয়েছে।

পরিসংখ্যান ব্যুরো বলছে, চাল, শাক-সবজি (আলু পটল বেগুন করল্লা বরবটি, চালকুমড়া, চিচিংগা, ঢেরশ ইত্যাদি), মসলা, কাাঁচা মরিচ, পেয়াজ, চিনি ইত্যাদির দাম জুলাই মাসের তুলনায় আগস্টে বৃদ্ধি পেয়েছে।
পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান কারণ হিসেবে বলেন, দীর্ঘ সময় ধরে বন্যার কারণে জিনিষপত্রের দাম বেড়েছে। অনেক এলাকা ডুবে যাওয়াতে এইসব সবজি নষ্ট হয়ে গেছে। এবারের বন্যাটা বেশ দীর্ঘ সময় ধরে রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হতে কিছুটা হলেও সময় লাগবে। বন্যার পানি নেমে গেলে আবার নতুন করে উৎপাদন শুরু হবে। আমরা আশা করছি লক্ষ্যমাত্রার মতোই রাখার চেষ্টা করবো।

নিউজ ডেস্ক।।

কোভিড-১৯ পরিস্থিতির কারণে স্থগিত হওয়া সব ম্যাচ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) খেলতে চায় বলে মন্তব্য করেছেন এর সিইও নিজাম উদ্দিন চৌধুরী।

এই বছরের মার্চে ঢাকায় ছিল জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের শেষ আন্তর্জাতিক ম্যাচ। এরপর টাইগারদের একটি টেস্ট এবং ওয়ানডের জন্য পাকিস্তান সফরে যাওয়ার কথা ছিল। তবে কোভিড-১৯ এর কারণে পাকিস্তান সিরিজের সেই অংশটি পিছিয়ে দেয়া হয়েছে।

এর সাথে অস্ট্রেলিয়ার বিপক্ষে হোম সিরিজ, আয়ারল্যান্ড এবং নিউজিল্যান্ডের বিপক্ষে অ্যাওয়ে সিরিজও পিছিয়ে দেয়া হয়েছে। জুলাই-আগস্টে শ্রীলঙ্কার বিপক্ষে একটি সিরিজ থাকলেও এটি পিছেয়ে এখন অক্টোবরে নির্ধারণ করা হেয়েছে।

নিজামউদ্দিন মঙ্গলবার গণমাধ্যমকে বলেন,‘পাকিস্তানের বিপক্ষে একটি টেস্ট ও ওয়ানডে বাদে মোট চারটি সিরিজ স্থগিত করা হয়েছে। পাকিস্তান সিরিজের বাকি খেলাগুলো খেলতে আমাদের অল্প কয়েকদিনের একটা সময় দরকার। আমরা তাদের সাথে কথা বলার পর পাকিস্তান সিরিজের বাকি অংশটি খেলার চেষ্টা করব।’

‘আমরা আগামী বছরের ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ড সিরিজ খেলার সিদ্ধান্তে এসেছি। নিউজিল্যান্ড আগামী বছরের শুরুতে চারটি দলকে স্বাগত জানাবে এবং আমরা তাদের মধ্যে একটি। আমরা সুবিধাজনক সময়ে আয়ারল্যান্ড এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ খেলার চেষ্টা করছি,’ বলেন তিনি।আগামী বছর ঠাসা সিরিজের সূচি থাকায় অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলা সম্ভব নাও হতে পারে বলে বিসিবি মনে করে। সেক্ষেত্রে নিজামুদ্দিন অবশ্য বলেন, অস্ট্রেলিয়া যখনই বাংলাদেশ সফরের সুযোগ পাবে তখন তারা একটি সিডিউল তৈরি করবে।

গত ছয় বছরের মধ্যে এই প্রথম তিন ম্যাচের টেস্ট সিরিজে অংশ নিতে শ্রীলঙ্কা যাওয়ার আগে এখন প্রস্তুতি নিচ্ছে টাইগাররা। অক্টোবরে অনুষ্ঠিতব্য সিরিজটি খেলতে এ মাসের শেষ সপ্তাহে শ্রীলঙ্কায় যাওয়ার কথা রয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের। ইউএনবি

নিউজ ডেস্ক।।

কথিত গণমাধ্যম প্রতিষ্ঠানের আড়ালে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের সিল ব্যবহার করে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি দেওয়ার ফাঁদ পেতেছিল চক্রটি। এভাবে প্রায় এক হাজার বেকার যুবকের কাছ থেকে আড়াই কোটি টাকা হাতিয়ে নিয়েছে তারা। সংঘবদ্ধ এই চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গতকাল মঙ্গলবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত রাজধানীর মগবাজার ও পুরানা পল্টনে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন ‘নিউজ ২১ টিভি’ এবং ‘এবি চ্যানেল’-এর মালিক মো. শহিদুল ইসলাম ও ‘সাপ্তাহিক সময়ের অপরাধচক্র’-এর মালিক আমেনা খাতুন। ওই দুটি অফিস থেকে বিপুল পরিমাণ ভুয়া নিয়োগপত্র ও জাল সিল জব্দ করা হয়েছে। পরে অফিস দুটি সিলগালা করেন র?্যাবের ভ্রাম্যমাণ আদালত। আদালত পরিচালনা করেন র‌্যাব-৩-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু।

র?্যাব কর্মকর্তারা বলছেন, অনুমোদনহীন টিভি চ্যানেল ও পত্রিকার সাইনবোর্ড ব্যবহার করে ১০ থেকে ১২টি সরকারি প্রতিষ্ঠানে চাকরি দেওয়ার প্রলোভনে প্রায় এক হাজার বেকার যুবকের কাছ থেকে আড়াই কোটি টাকা হাতিয়ে নিয়েছে চক্রটি।

অভিযান শেষে র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু বলেন, অনুমোদনহীন টিভি চ্যানেল ও পত্রিকার সাইনবোর্ডে স্বাস্থ্য বিভাগ, কারিগরি ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, মুগদা জেনারেল হাসপাতাল, বিআইডাব্লিউটিএ ও বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোতে চাকরি দেওয়ার নামে প্রতারণা করে চক্রটি এক হাজার বেকার যুবকের কাছ থেকে প্রায় আড়াই কোটি টাকা হাতিয়ে নিয়েছে। সরকারি ওই প্রতিষ্ঠানগুলোতে যখন আসল নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হতো, তখন চক্রটি তাদের অফিসের ঠিকানা দিয়ে নিজেদের মতো করে বিজ্ঞপ্তি দিত। তাদের দালাল নেটওয়ার্কের মাধ্যমে বেকার যুবকদের টার্গেট করত। এমনকি তারা স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের যুগ্ম সচিবের সিল জালিয়াতি করে নিয়োগপত্র দিত।

পলাশ কুমার বসু আরো বলেন, ব্রাই অ্যাসোসিয়েট লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানের প্যাডে তারা নিয়োগ বিজ্ঞপ্তিগুলো দিত। কিন্তু এই নামে কোনো প্রতিষ্ঠান নেই। সাপ্তাহিক সময়ের অপরাধচক্রের অফিস থেকেই এই প্রতারণামূলক কার্যক্রম চালানো হতো এবং ভুক্তভোগীরা টাকা লেনদেন করেছেন এই অফিসেই।

অভিযানে র‌্যাব সদস্যরা দেখতে পান, তাদের অফিসের ডায়েরিতে লেখা কবে কার কাছ থেকে কত টাকা নিয়েছে। এ ছাড়া সাপ্তাহিক সময়ের অপরাধচক্রের সারা দেশের বিভাগ, জেলা ও উপজেলার অফিসে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সেখানে ৫৭০ জনকে নিয়োগ দেওয়া হবে বলে উল্লেখ আছে। অথচ বিভাগ, জেলা ও উপজেলায় তাদের কোনো অফিস নেই। এটি মূলত প্রতারণামূলক বিজ্ঞপ্তি। তারা এই চাকরির বিজ্ঞপ্তি দেখিয়ে সারা দেশ থেকে বেকার যুবকদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছে। কারো কাছ থেকে চার লাখ, তিন লাখ, আবার কারো কাছ থেকে দুই লাখ টাকা হাতিয়ে নিয়েছে চক্রটি। গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানান র‌্যাব কর্মকর্তারা।

নিউজ ডেস্ক।।

বাংলাদেশের অকৃত্রিম বন্ধু ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির মৃত্যুতে তার প্রতি শ্রদ্ধা জানাতে বাংলাদেশে বুধবার এক দিনের রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে। জাতীয় সংসদ ভবন, সচিবালয়, সুপ্রিম কোর্টসহ বাংলাদেশের সব সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। এছাড়া সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশের বাংলাদেশ মিশনগুলোতেও জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। সংশ্লিষ্ট ধর্মীয় প্রতিষ্ঠানেও বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে।

নিউজ ডেস্ক।।

সদ্য বিলুপ্ত অর্থনৈতিক ক্যাডার থেকে প্রশাসন ক্যাডারে একীভূত হওয়া সিনিয়র সহকারী সচিব ও সমমর্যাদার ২২০ কর্মকর্তাকে উপসচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার।

মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই পদোন্নতি দিয়ে আদেশ জারি করা হয়েছে। ২০০৬, ২০০৯, ২০১০, ২০১২, ২০১৩, ২০১৫, ২০১৬, ২০১৭, ২০১৮ সাল থেকে উপসচিব হিসেবে এই কর্মকর্তাদের পদোন্নতি ধরা হয়েছে।পদোন্নতি পাওয়া এসব উপসচিবকে পদায়ন করে করা হয়নি। তাদেরকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।

নিউজ ডেস্ক।।

বন্ধ হয়ে গেলো বসুন্ধরার স্টার সিনেপ্লেক্স। এটি আর কখনো খুলবে না। দেশের সবচেয়ে জনপ্রিয় ও চেইন মাল্টিপ্লেক্স স্টার সিনেপ্লেক্সের এই হলটি চিরদিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির মিডিয়া-বিপণন বিভাগের জ্যেষ্ঠ ব্যবস্থাপক মেসবাহ উদ্দিন আহমেদ।

তিনি বলেন, বেদনাদায়ক হলেও ঘটনাটি সত্যি। বসুন্ধরা সিটিতে আর স্টার সিনেপ্লেক্স থাকছে না। কারণ বসুন্ধরা সিটি শপিংমলের কর্তৃপক্ষ আমাদের নোটিশ দিয়েছে সিনেপ্লেক্স বন্ধ করার জন্য। অক্টোবর ২০২০ সাল পর্যন্ত চুক্তি ছিল আমাদের। এবার সেটি আর নবায়ন হচ্ছে না।

মার্কেট কর্তৃপক্ষের নতুন পরিকল্পনা রয়েছে শপিংমল নিয়ে। এখন বাড়িওয়ালা যদি নোটিশ দেন চলে যাওয়ার জন্য তাহলে ভাড়াটিয়ার কিছু করার থাকে না।

২০০৪ সালে বসুন্ধরা সিটি শপিংমলে যাত্রা শুরু করে দেশের প্রথম ডিজিটাল এবং অত্যাধুনিক সুবিধা সংবলিত এই সিনেমা হলটি। এটি সারা দেশের সিনেমাপ্রেমীদের ভালোবাসা কুড়িয়েছিল। ১৬ বছর ধরে বসুন্ধরায় এই সিনেপ্লেক্স সাফল্যের সঙ্গে ব্যবসা করেছে। বিশেষভাবে হলিউডের বাজারের সঙ্গে পাল্লা দিয়ে আন্তর্জাতিক মুক্তির দিন অনেক বড় বাজেটের ছবি তারা মুক্তি দিয়েছে। এজন্য হলিউডপ্রেমী দর্শকের কাছে খুবই প্রিয় ছিল স্টার সিনেপ্লেক্স।

এ বিষয়ে মেসবাহ উদ্দীন আহমেদ বলেন, বসুন্ধরা সিটি দিয়েই আমরা যাত্রা করেছিলাম। ১৬ বছর কেটেছে এখানে। দেশ-বিদেশের অনেক বড় বড় তারকা, গুণী মানুষেরা এখানে পা রেখেছেন। চলচ্চিত্র সাংবাদিকরা এই আঙিনাটি মুখরিত রাখতেন। অনেক অনেক স্মৃতি। দেশের মানুষ সিনেপ্লেক্স বলতেই এই শপিংমলের স্টার সিনেপ্লেক্সকে বুঝতো। এমন একটি ভালোবাসার ঠিকানা বদলে ফেলা আমাদের জন্যও খুব কষ্টের এবং আবেগের। কিন্তু কিছু করার নেই।

মহামারী করোনার কারণে বন্ধ দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান। এরমধ্যেই বুধবার থেকে শুরু হয়েছে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের সহকারী অধ্যাপক এবং প্রভাষক পর্যায়ের কর্মকর্তাদের বদলির অনলাইন আবেদন।

গত সোমবার এ সংক্রান্ত তথ্য জানিয়ে আদেশ জারি করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর।

জানা গেছে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রবেশ করে বদলির অনলাইনে আবেদন করতে পারবেন শিক্ষা ক্যাডারের সহকারী অধ্যাপক ও প্রভাষকরা।

সম্প্রতি জারি করা শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি ও পদায়ন নীতিমালা-২০২০ অনুসারে অনলাইনে এসব কর্মকর্তার বদলির আবেদন গ্রহণ করবে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করার সুযোগ পাবেন সহকারী অধ্যাপক ও প্রভাষকরা।

বদলির আবেদনের প্রক্রিয়া দেখতে এখানে ক্লিক করুন

গ্লোবাল টেকনোলজি লিডার শাওমি মঙ্গলবার দেশের বাজারে বাজেট লাইন-আপের রেডমি ৯সি স্মার্টফোন উন্মোচন করেছে। পাশাপাশি প্রতিষ্ঠানটি পরিধানযোগ্য পণ্য ক্যাটেগরিতে প্রথমবারের মতো মি স্মার্ট ব্যান্ড ৫ উন্মোচন করেছে।

শাওমি বাংলাদেশ-এর কান্ট্রি জেনারেল ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, ‘প্রতিটি রেডমি ডিভাইসের মাধ্যমে প্রযুক্তিকে সবার কাছে সহজলভ্য করতে তাদের আরো কাছাকাছি যাচ্ছি। গ্রাহকরা আমাদের প্রতি যে আস্থা রেখেছেন তারই প্রমাণ রেডমি সিরিজের ব্যাপক জনপ্রিয়তা। রেডমি ৯সি ডিভাইস আনার লক্ষ্য হচ্ছে, বাজেট সেগমেন্টে প্রযুক্তিকে আরও গণতান্ত্রিক করে তোলা’।

তিনি আরো বলেন, ‘আমরা বিশ্বের শীর্ষ টেকনোলজি কোম্পানি হতে কাজ করছি, যেখানে উন্নতমানের হার্ডওয়্যার এবং প্রতিদিনের জীবনযাপনকে সহজ করে এমন উদ্ভাবনী পণ্য আনতে জোর দিয়েছি। আমরা শুধুমাত্র একটি স্মার্টফোন প্রতিষ্ঠান নই। আমাদের প্রতিটি বিভাগে আনা নতুন সব ক্যাটেগরি তার প্রমাণ। মি স্মার্ট ব্যান্ড ৫ দিয়ে বাংলাদেশে নতুন একটি ক্যাটেগরির পণ্য উন্মোচন করতে পেরে আমরা খুবই আনন্দিত। আমাদের বিশ্বাস ডিভাইসটি মি ফ্যান এবং ব্যবহারকারীদের প্রত্যাশা পূরণ করবে’।

এই ডিজিটাল-যুগে এসে আমাদের প্রায় সাবক্ষণিক সঙ্গী হয়ে গেছে সামাজিক যোগাযোগমাধ্যম। নিজেদের হাসি-কান্না, রাগ-ক্ষোভ, উল্লাস-আক্ষেপ প্রকাশের জায়গাই হয়ে গেছে এই মাধ্যম। এর মধ্যে জনপ্রিয়তায় বেশ খানিকটা এগিয়ে আছে ফেসবুক।

এবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে লেখালেখি বা শেয়ার নিয়ন্ত্রণে কড়াকড়ি আরোপ করতে যাচ্ছে কর্তৃপক্ষ। তারা চাইলে আপনার কনটেন্টে অ্যাকসেস রেস্ট্রিক্ট এমনকি ডিলিটও করে দিতে পারে।

আগামী ১ অক্টোবর থেকে ব্যবহারকারীদের জন্য এমনই কঠিন নিয়ম চালুর ঘোষণা দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। গতকাল ১ সেপ্টেম্বর, মঙ্গলবার নিজেদের টার্মস ও সার্ভিসে পরিবর্তনের ঘোষণা দিয়েছে তারা। বর্ণবাদী, অশালীন ও উস্কানিমূলক কনটেন্টের বিষয়ে প্রতিষ্ঠানটি আরো কঠোর হতে যাচ্ছে বলে জানিয়েছে।

এক নোটিফিকেশনে ফেসবুক জানায়, তারা চাইলে ব্যবহারকারীর কনটেন্ট ডিলিট বা অ্যাক্সেস রেস্ট্রিক্ট করে দিতে পারে। যেসব কনটেন্টের কারণে আইনি জটিলতার ঝুঁকি থাকবে সেই কনটেন্টের বিষয়ে এমন পদক্ষেপ নিতে পারে বলেও জানায় তারা।

এর আগে ফেসবুক প্রধান মার্ক জাকারবার্গ জানিয়েছিলেন, ব্যবহারকারীদেরকে নিরাপদ রাখতে, ক্ষতিকর রাজনৈতিক কনটেন্ট বা সাইবার হামলা প্রতিরোধ করতে প্রতিদিনই ফেসবুককে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হয়।

magnifiermenu linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram