রবিবার, ১৯শে মে ২০২৪

অনলাইন ডেস্ক।।

মাঝে কিছুদিন সংক্রমণের হার কমেছিল। কিন্তু শেষরক্ষা হলো না। আমেরিকায় ফের করোনার সংক্রমণ বাড়তে শুরু করেছে। অতি অসুস্থ মানুষকে টিকার তৃতীয় ডোজও দেওয়া হতে পারে দেশটিতে।
এই পরিস্থিতিতে মার্কিন ভাইরোলজিস্ট অ্যান্টনি ফওসি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, প্রয়োজনে টিকার তৃতীয় ডোজ নিতে হবে। কেমো থেরাপির রোগী বা আরো কঠিন রোগে আক্রান্ত ব্যক্তিদের টিকার তৃতীয় ডোজ দিতে হবে।
সাধারণ ব্যক্তিদের ক্ষেত্রেও কি এই নিয়ম প্রযোজ্য? ফওসি জানিয়েছেন, এ বিষয়ে নানা গবেষণা চলছে। তবে ভালনারেবল ব্যক্তি বা কঠিন রোগে আক্রান্ত ব্যক্তিদের তৃতীয় ডোজ নিতেই হবে।
ভারতে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চও তাদের গবেষণায় জানিয়েছে টিকার বুস্টার ডোজ নিতে হতে পারে। অর্থাৎ, তৃতীয় ডোজ নেওয়া দরকার।
আমেরিকায় মাস্ক ফিরিয়ে আনার কথাও বলেছেন ফওসি। মাঝে বাইডেন প্রশাসন জানিয়েছিল, দুইটি টিকা নেওয়া হলে মাস্ক পরার প্রয়োজন নেই। কিন্তু ফওসি জানিয়েছেন, নতুন করে মাস্কবিধি চালু করা প্রয়োজন। ডয়েচেভেলে।

অনলাইন ডেস্ক।।

চলমান টোকিও অলিম্পিকে প্রথম ম্যাচ অস্ট্রেলিয়ার কাছে হেরে কপাল পুড়েছে আর্জেন্টিনার। অপরদিকে সেভেন আপ খ্যাত ৭ গোল দেওয়া জার্মানিকে ৪-২ গোলে হারিয়ে ছন্দে আছে ব্রাজিল।

দ্বিতীয় ম্যাচে ব্রাজিল-আইভরি কোস্ট ম্যাচ ড্র হওয়ায় পয়েন্ট ভাগাভাগি করে দু'দল। অপরদিকে আর্জেন্টিনা মিশরকে ১-০ গোলে হারিয়ে টিকে আছে অলিম্পিকে। তাই স্বভাবতই ব্রাজিল গ্রুপ চ্যাম্পিয়ন আর আর্জেন্টিনা গ্রুপ রানার্স আপের দিকে এগুচ্ছে।

এবারের অলিম্পিক আসরে চারটি গ্রুপে ভাগ হয়ে ১৬টি দল অংশ নিয়েছে। প্রতি গ্রুপ থেকে ২টি দল যাবে কোয়ার্টার ফাইনালে। ব্রাজিল খেলছে ‘ডি’ গ্রুপে। অন্যদিকে, আর্জেন্টিনা খেলছে ‘সি’ গ্রুপে। নিয়ম অনুযায়ী ‘ডি’ গ্রুপের শীর্ষ দল কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে ‘সি’ গ্রুপের রানার আপ দলের বিপক্ষে। তাই, ব্রাজিল ‘ডি’ গ্রুপের শীর্ষে আর আর্জেন্টিনা ‘সি’ গ্রুপের রানারআপ হলে কোয়ার্টার ফাইনালেই দেখা হবে ব্রাজিল ও আর্জেন্টিনার।

তবে সেক্ষেত্রে ব্রাজিলকে ৩য় ম্যাচে সৌদি আরবের সাথে জিততে হবে বা করতে হবে ড্র। ব্রাজিল হারলে জার্মানির সাথে হারতে হবে আইভরি কোস্টকেও। আবার ৩য় ম্যাচে আর্জেন্টিনাকে জিততে হবে স্পেনের সাথে। শক্ত প্রতিপক্ষ স্পেনের সাথে জেতাটা কঠিন হলেও মোটামুটি ড্র করলেও আর্জেন্টিনা গ্রুপ রানার্স আপ হয়ে কোয়ার্টারে উঠবে।

আর তাতেই দেখা মিলতে পারে ল্যাতিন আমেরিকার জনপ্রিয় এ দু'টি দলের।

অনলাইন ডেস্ক।।

প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ রোধে চলছে কঠোর লকডাউন। গত ২৩ জুলাই থেকে শুরু হয়েছে এই কঠোর লকডাউন যা চলবে আগামী ৫ আগস্ট মধ্য রাত পর্যন্ত। লকডাউনে সকল সরকারি, বেসরকারি অফিস, শিল্প কারখানা, পোশাক শিল্পসহ সকল ধরনের কার্যক্রম বন্ধ রয়েছে। টানা এই ১৪ দিনের লকডাউনে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে মানুষের চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
করোনা সংক্রমণ যেন আর বৃদ্ধি না হয় সেদিকে লক্ষ্য রেখেই সরকার কড়াকড়ি আরোপ করেছে। তবে তাতেও মানুষকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। নানা অজুহাতে মানুষ ঘর থেকে বের হচ্ছে। তাই লকডাউন কঠোরভাবে মানানোর জন্য নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এজন্য লকডাউন বাস্তবায়নে মাঠ প্রশাসনে কর্মরত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর হওয়ারও নির্দেশনা দিয়েছেন বলে সাংবাদিকদের জানান স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।
তবে দীর্ঘ দিনের এই লকডাউনে মানুষের মধ্যে এক ধরনের অস্বস্তি তৈরি হয়েছে। পাশাপাশি জীবিকা নির্বাহ দুষ্কর হয়ে যাচ্ছে। এই অবস্থায় মানুষকে অন্তত এই ৫ আগস্ট পর্যন্ত কিভাবে ঘরে রাখা যায় সেদিকেই নজর বেশি সরকারের।
আগামী ৫ আগস্টের পর লকডাউন আর বাড়বে কি না? এমন এক প্রশ্নের জবাবে জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন গণমাধ্যমকে বলেন, “আস্তে আস্তে সব খোলা হবে। একবারে না। ধাপে ধাপে সব খোলা হবে। এক সাথে সব খোলা হবে না।”
প্রতিমন্ত্রী বলেন, আমাদের সকলেই সবার জায়গা থেকে চেষ্টা করা উচিত। আমরা তো এভাবে বাঁচতে পারব না। আমাদের মাস্ক পরতে হবে, কাজও করতে হবে। আমাদের টিকার সংকট কেটে গেছে। এখন সবাইকে টিকার আওতায় আনা হবে। তাহলে কি অর্ধেক জনবল নিয়ে প্রথম দিকে অফিস খোলা হবে এরকম কিছু এর জবাবে প্রতিমন্ত্রী বলেন, হ্যাঁ এরকমই।
দুই এক দিনের মধ্যে গার্মেন্টস খোলার কোন সম্ভাবনা রয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, এ মাসে সম্ভাবনা খুবই কম। সবাইকে আমরা নিয়ন্ত্রণে আনতে চাচ্ছি। দুই সপ্তাহ পরে গার্মেন্টস খুলে দেব। রপ্তানিমুখী সবগুলো শিল্প কারখানা খুলে দেব। আগামী ১ আগস্ট থেকে খোলা হবে কি না এবিষয়ে বলেন, পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত হবে।
এদিকে মন্ত্রিসভার বৈঠক শেষে স্বাস্থ্যমন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, লকডাউনের বিষয়ে অনেকেরি অনীহা আছে। কিন্তু অনীহা হলে চলবে না। আগে জীবন বাঁচবে তারপর অর্থনীতি। আগে আপনি বেঁচে থাকুন, তার পর আপনার অর্থনীতি। অর্থনীতি দিয়ে কি করবেন? অর্থনীতিকে বাঁচাতে হলে জীবন বাঁচাতে হবে। জীবন বাঁচাতে হলে আপনাদের লকডাউন মানতে হবে এবং ভ্যাকসিন নিতে হবে সামাজিক দূরত্ব মেনে চলতে হবে, মাস্ক সকলকে পরতে হবে। কিন্তু আমরা দুঃখের সাথে লক্ষ্য করছি লকডাউন আজ চারদিন চলছে, কিন্তু রাস্তাঘাটে যেভাবে মানুষ চলাচল করছে, গাড়ি বের হচ্ছে, আমরা তাতে খুবই দুঃখিত। তারা লকডাউন ব্রেক করছে। তারা নিজেরা নিজেদের ক্ষতি করছেন।
মন্ত্রী বলেন, করোনা নিয়ন্ত্রণে লকডাউনের বিকল্প কিছু নাই। লকডাউন মানাতে হবে। লকডাউন বাস্তবায়নে যারা দায়িত্বে আছেন তাদের আরো কঠোর হতে হবে। জনগণকে একটু সচেতন হতে হবে। বয়স্করা যেন ভ্যাকসিন নেন, টেস্ট করান এটা নিশ্চিত করতে হবে। যেখানে সংক্রমিত হচ্ছে সেখানে যেন বয়স্করা না যায়। সংক্রমণ না কমলে রোগী কমবে না, রোগী না কমলে মৃত্যু কমবে না এবং হাসপাতালে জায়গা হবে না এটিই বাস্তবতা।

শিক্ষাবার্তা ডেস্ক:

করোনা মহামারির প্রভাবে অচলাবস্থা নিরসনে সময় ও নম্বর কমিয়ে গ্রুপভিত্তিক (বিজ্ঞান, মানবিক ও বাণিজ্যসহ অন্যান্য গ্রুপ) তিনটি নৈর্বাচনিক বিষয়ে এসএসসি ও এইচএসসি সমমানের পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। আবশ্যিক কোনো বিষয়ে পরীক্ষা না নিয়ে সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে আবশ্যিক বিষয় এবং চতুর্থ বিষয়ের নম্বর ফলাফলে যোগ করা হবে বলেও জানানো হয়েছে।

 

সোমবার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম আমিরুল ইসলাম স্বাক্ষরিত জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, এসএসসি ও সমমানের বাংলা, ইংরেজি, সাধারণ গণিত, আইসিটি ও ধর্ম বিষয়ে পরীক্ষা নেওয়া হবে না। আর এইচএসসি ও সমমানের আবশ্যিক বাংলা, ইংরেজি ও আইসিটি বিষয়ে পরীক্ষা নেওয়া হবে না।

বিজ্ঞপ্তির নির্দেশনায় আরও জানানো হয়, বিশেষজ্ঞ কমিটির সুপারিশে জেএসসি ও সমমান এবং এসএসসি ও সমমান পরীক্ষার নম্বরের ভিত্তিতে সাবজেক্ট ম্যাপিং করে আবশ্যিক বিষয় ও চতুর্থ বিষয়ের নম্বর প্রদান করা হবে। শিক্ষার্থীর রেজিস্ট্রেশন নম্বর অনুযায়ী চতুর্থ বিষয়ের নম্বর সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে এসএসসি ও সমমান এবং এইচএসসি ও সমমান পরীক্ষা-২০২১-এর ফলাফলে নম্বর দেওয়া হবে।

এর আগে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ভার্চুয়াল প্রেস ব্রিফিংয়ে জানিয়েছিলেন, আবশ্যিক বিষয়ের পরীক্ষা নেওয়া হবে না। গ্রুপভিত্তিক তিনটি নৈর্বাচনিক বিষয়ে সময় ও নম্বর কমিয়ে পরীক্ষা নেওয়া হবে।

অনলাইন ডেস্ক।।

র‍্যাপিড একশন ব্যাটালিয়ন(র‍্যাব) এর উপপরিচালক পদে ৩৮ পুলিশ সুপারের (এসপি) পদায়ন বাতিল করে তাদেরকে পুলিশ সদরদপ্তরে সংযুক্ত করা হয়েছে। 

রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ অধিশাখা-১ এর উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।
গত ১৬ মে র‌্যাবে পুলিশের জন্য বিভাজন করা কোটার বিপরীতেই ৪৭ পুলিশ সুপারকে (এসপি) বদলি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। কিন্তু র‌্যাবে কোটা বিভাজন অনুযায়ী পুলিশের জন্য উপপরিচালক পদমর্যাদার নয়টি শূন্য পদ রয়েছে।
অতিরিক্ত ৩৮ এসপিকে পদায়ন নিয়ে সৃষ্টি হয় নানান জটিলতা। এক পর্যায়ে সমস্যা সমাধানে ১৭ জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিবকে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে একটি চিঠি দেয়া হয়। তাতে র‌্যাবে বর্তমান বিভাজন অনুযায়ীই বিভিন্ন বাহিনীর সদস্যদের পদায়ন করতে বলে প্রধানমন্ত্রীর কার্যালয়।
সেই চিঠিতে বলা হয়, ‘মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী র‌্যাবকে কর্মক্ষম ও দক্ষ বাহিনী হিসেবে দায়িত্ব পালনের সক্ষমতা বজায় রাখার জন্য বর্তমানে ব্যাটালিয়নসমূহের বিভাজিত জনবল অনুযায়ী নির্দিষ্ট পদের অনুকূলে অফিসার ও অন্যান্যদের শতভাগ পদায়নের বিষয়টি নিশ্চিত করার জন্য অনুরোধ করা হলো।’
পুলিশ সুপারদের তালিকা ঃ
পুলিশ সুপাররা হলেন উত্তম প্রসাদ পাঠক, এ কে এম জহিরুল ইসলাম, আবুল হাসনাত, আনোয়ার হোসেন, মো. আরিফুর রহমান, মো. মিজানুর রহমান, আ. ফ. ম. নিজাম উদ্দিন, মোহাম্মদ সালাউদ্দিন শিকদার, জি এম আবুল কালাম আজাদ, মোহাম্মদ মোতাজ্জের হোসেন, মো. আব্দুল হান্নান, মোহাম্মদ আহাদুজ্জামান মিয়া, কানাই লাল সরকার, মো. আসলাম শাহাজাদা, এ এ এম হুমায়ুন কবীর, মো. আজিম উল আহসান, মো. জসীম উদ্দিন, আবুল বাশার মোহাম্মদ আতিকুর রহমান, মো. মাহবুব উজ জামান, এহতেশামুল হক, কাজী এহসানুল কবীর, মোহাম্মদ রাসেল শেখ।
মো. রকিবুল আক্তার, মাহমুদুর হাসান, মুহাম্মদ কামাল হোসেন, এস এম নাজমুল হক, মোহাম্মদ তৌহিদুল ইসলাম, মো. হাবীবুল্লাহ, মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী, আর এম ফয়জুর রহমান, মো. মাহবুবুল আলম, মো. ওহাবুল ইসলাম খন্দকার, আবুল কাশেম মো. বাকী বিল্লাহ, মো. আমিনুল ইসলাম, আবু তোরাব মো. শামছুর রহমান, মোহাম্মদ সাফিউর সারোয়ার, শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী ও আলমগীর হোসেন।

অনলাইন ডেস্ক।।

সরকারি চাকরি আইন অনুযায়ী কোনো সরকারি কর্মচারী অবসরে যাওয়ার পর ‘গুরুতর’ কোনো অপরাধে দণ্ডপ্রাপ্ত হলে তার অবসর-সুবিধা ‘আংশিক’ বা ‘সম্পূর্ণ’ বাতিল করার সুযোগ আছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। আইনের এ সংক্রান্ত উপধারাটি বাতিল করার সুপারিশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সম্প্রতি এ বিষয়ে প্রস্তাব চূড়ান্ত করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রস্তাবটি সোমবার (২৬ জুলাই) মন্ত্রিসভার বৈঠকে নীতিগত অনুমোদনের জন্য আলোচ্য সূচিতে রাখা হয়েছে।
স্বাধীনতার দীর্ঘ ৪৭ বছর পর ২০১৮ সালে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের আমলে সরকারি কর্মচারী আইন প্রণয়ন করা হয়। কার্যকর হয় ২০১৯ সালের ১ অক্টোবর। এই আইনে সরকারি কর্মচারীদের গ্রেফতারের বিষয়ে সরকারের অনুমোদন নেওয়ার বিষয়টি অন্তর্ভুক্ত করা নিয়ে ব্যাপক সমালোচনা হয়। কিন্তু সেই সমালোচনা আমলে নেওয়া হয়নি।
সরকারি চাকরি আইনের ‘অবসর-সুবিধা স্থগিত, প্রত্যাহার ইত্যাদি’ শীর্ষক ৫১ ধারার ৪ উপধারায় বলা আছে, ‘অবসর-সুবিধাভোগী কোনো ব্যক্তি গুরুতর অপরাধে দণ্ডপ্রাপ্ত বা কোনো গুরুতর অসদাচরণে দোষী সাব্যস্ত হইলে, কারণ দর্শাইবার যুক্তিসংগত সুযোগ প্রদান করিয়া, সরকার বা নিয়োগকারী কর্তৃপক্ষ তাহার অবসর-সুবিধা সম্পূর্ণ বা আংশিকভাবে বাতিল, স্থগিত বা প্রত্যাহার করিতে পারিবে।’
আইনটি প্রণয়নের সঙ্গে বাতিল হয়ে যাওয়া পুরোনো ছয়টি আইনের কিছু বিষয় স্পষ্টকরণের উদ্যোগ নেওয়া হয়েছে। সংবিধানের ২১ অনুচ্ছেদে ‘সকল সময়ে জনগণের সেবা করিবার চেষ্টা করা প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত ব্যক্তির কর্তব্য’ বলে উল্লেখ করা হয়েছে। কেউ একজন সরকারি কর্মচারী হিসেবে নিয়োগ লাভের পর কবরে যাওয়ার আগ পর্যন্ত সরকারি সুযোগ-সুবিধার মধ্যে থাকেন। তাই তাদের বিষয়ে সরকারের নিয়ন্ত্রণ থাকা যুক্তিসংগত বলে মনে করেন সাবেক অনেক কর্মকর্তা।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন যুগ্ম-সচিব নাম প্রকাশ না করার শর্তে বলেন, সরকারি চাকরি আইনে ‘সরকারি কর্মচারী’দের সংজ্ঞা দেওয়া হয়েছে। সংজ্ঞা অনুযায়ী, ‘সরকারি কর্মচারী অর্থ এই আইনের আওতাভুক্ত প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত কোনো ব্যক্তি।’ তার মতে, কোনো সরকারি কর্মচারী অবসরে চলে যাওয়ার পর আর ‘প্রজাতন্ত্রের’ কর্মে নিযুক্ত থাকেন না। তাই তাদের এই আইনের আওতায় রাখার সুযোগ নেই। তবে পালটা যুক্তি দিয়ে আরেক জন কর্মকর্তা অভিমত দেন, একজন সরকারি কর্মচারী নিজে কবরে যাওয়া পর্যন্ত পেনশনসহ বিভিন্ন ধরনের সরকারি সুযোগ-সুবিধা পান। তিনি মারা গেলে তার পরিবারও অনেক সুবিধা পায়। তাই অবসরে গেলেও তাদের ওপর সরকারের নিয়ন্ত্রণের একটা সুযোগ থাকা দরকার। আইনটির প্রস্তাবিত সংশোধনে ১, ৪৮ ও ৫০ ধারায় কয়েকটি করণিক ভুল সংশোধনেরও প্রস্তাব করা হয়েছে। এ আইনটি কার্যকরের সঙ্গে সঙ্গে ছয়টি আইন রহিত করা হয়েছে।
কিন্তু এই আইনের কিছু ধারা অন্তত ১০টি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মচারীদের জন্য প্রযোজ্য ছিল। প্রস্তাবিত সংশোধনীতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর জন্য কোনো কোনো ধারাগুলো প্রযোজ্য থাকবে তা স্পষ্টকরণ করা হয়েছে।

অনলাইন ডেস্ক।।

কারিগরি শিক্ষা ক্যাডারভুক্ত বিভিন্ন সরকারি পলিটেকটিক ইনস্টিটিউটে কর্মরত ৭ জন শিক্ষক পদোন্নতি পেয়েছেন। কারিগরি শিক্ষা ক্যাডারের এ ৭ কর্মকর্তাকে অধ্যক্ষ ও চিফ ইনস্ট্রাক্টর পদে পদোন্নতি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। রোববার (২৫ জুলাই) মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ থেকে তাদের পদোন্নতি ও পদায়ন দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
পদোন্নতি প্রাপ্তদের মধ্যে, বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের উপধ্যক্ষ মো. জয়নাল আবেদিন একই প্রতিষ্ঠানের অধ্যক্ষ পদে পদোন্নতি পেয়েছেন। ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটের ইন্সট্রাক্টর মোহাম্মদ জামসেদুল আলম একই প্রতিষ্ঠানের চিফ ইনস্ট্রাক্টর পদে পদোন্নতি পেয়েছেন। দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের ইন্সট্রাক্টর মো. সাদেকুল ইসলাম একই প্রতিষ্ঠানের চিফ ইনস্ট্রাক্টর পদে পদোন্নতি পেয়েছেন। কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটের চিফ ইনস্ট্রাক্টর পদে পদোন্নতি পেয়েছেন একই প্রতিষ্ঠানে ইনস্ট্রাক্টর মোহাম্মদ আলী আজম।
যশোর পলিটেকনিক ইনস্টিটিউটের চিফ ইনস্ট্রাক্টর পদে পদোন্নতি পেয়েছেন কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটের ইনস্ট্রাক্টর মো. শাখাওয়াত হাসান। সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটের চিফ ইনস্ট্রাক্টর পদে পদোন্নতি পেয়েছেন একই প্রতিষ্ঠানের ইনস্ট্রাক্টর এ কিউ এ জোবায়ের। আর যশোর পলিটেকনিক ইনস্টিটিউটের ইনস্ট্রাক্টর মৃদুল দেবনাথ পদোন্নতি পেয়ে কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটের চিফ ইন্সট্রাক্টর হয়েছে।
জানা গেছে, বিভাগীয় পদোন্নতি ও নিয়োগ বোর্ডের ৮ জুলাইয়ের সভার সুপারিশের প্রেক্ষিতে এ ৭ কারিগরি শিক্ষা ক্যাডার কর্মকর্তাকে অধ্যক্ষ ও চিফ ইনস্ট্রাক্টর পদে পদোন্নতি দেয়া হয়েছে।

অনলাইন ডেস্ক।।

সারাদেশে কঠোর লকডাউন চলায় এফসিপিএস পরীক্ষা এক মাস পেছানো হয়েছে। আগামী ১ সেপ্টেম্বর পরীক্ষার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। রোববার (২৫ জুলাই) বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্সের (বিসিপিএস) সচিব অধ্যাপক মো. বিল্লাল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সারাদেশে লকডাউন চলছে। এই অবস্থায় বিসিপিএস এর জুলাই-২০২১ সেশনের পরীক্ষা শুরুর তারিখ ১ আগস্টের পরিবর্তে ১ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে। পরীক্ষার পূর্ণাঙ্গ সময়সূচী পরবর্তীতে জানানো হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, করোনা ভাইরাস পরিস্থিতির উন্নতি না হলে পরীক্ষার নির্ধারিত নতুন তারিখ পরিবর্তিত হতে পারে।

অনলাইন ডেস্ক।।

সীমিত পরিসরে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সেবা কার্যক্রম চালু হচ্ছে আগামীকাল সোমবার (২৬ জুলাই) থেকে।
আজ রোববার (২৫ জুলাই) বিআরটিএ পরিচালক (ইঞ্জিনিয়ার) শীতাংশু শেখর বিশ্বাস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, লকডাউন চলাকালে বিআরটিএ কর্তৃক মোটরযানের কর ও ফি আদায় করতে অনলাইন ব্যাংকিং চালু রয়েছে।
বর্তমান পরিস্থিতি বিবেচনায় সীমিত পরিসরে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে আগামী ২৬ জুলাই থেকে শুধুমাত্র জরুরি প্রয়োজন বিবেচনায় বিআরটিএ’র বিভিন্ন মেট্রো ও জেলা সার্কেল অফিস থেকে মোটরযান রেজিস্ট্রেশন এবং বিভিন্ন অ্যাকনলেজমেন্ট স্লিপ যেমন- রুট পারমিট সনদ নবায়ন, অস্থায়ী মোটরযান চালনার অনুমতি পত্রের মেয়াদ, মালিকানা বদলির আবেদন, মোটরযান রেজিস্ট্রেশন সনদ প্রাপ্তি ইত্যাদি কার্যক্রমের মেয়াদ বর্ধিতকরণ চালু থাকবে।
এতে আরো বলা হয়, বিআরটিএ’র অন্যান্য সেবা কার্যক্রম যেমন- সব পেন্ডিং কাজ নিষ্পত্তি, মোটরযানের ফিটনেস নবায়ন, ড্রাইভিং লাইসেন্স নবায়নের ক্ষেত্রে বৈধ আবেদনপত্র গ্রহণ, রুট পারমিট নবায়নের বৈধ আবেদনপত্র গ্রহণ, লার্নার ড্রাইভিং লাইসেন্স ইস্যু, ড্রাইভিং কমিটেন্সি টেস্ট বোর্ডের পরীক্ষা গ্রহণ, ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদনকারীদের বায়োমেট্রিক গ্রহণ, ডিজিটাল রেজিস্ট্রেশন সার্টিফিকেটের জন্য মোটরযান মালিকের বায়োমেট্রিক গ্রহণ, মোটরযানে রেট্রো-রিফ্লেক্টিভ নম্বরপ্লেট ও আরএফআইডি ট্যাগ সংযোজন ইত্যাদি পরিবর্তিত পরিস্থিতি বিবেচনায় সরকারের নির্দেশনার আলোকে পর্যায়ক্রমে চালু করা হবে।

অনলাইন ডেস্ক:

চট্টগ্রাম মহানগর পুলিশ-সিএমপির চারটি থানার কর্মকর্তাদের গায়ে ‘বডি ওর্ন ক্যামেরা’ বসল। এর আগে ঢাকায় ট্রাফিক পুলিশ এই কার্যক্রম শুরু করলেও প্রথমবারের মতো থানা পর্যায়ে বডি ওর্ন ক্যামেরা কার্যক্রম চালু করল সিএমপি।
শনিবার পরীক্ষামূলকভাবে মাঠ পর্যায়ে এই কার্যক্রম শুরু করে ডবলমুরিং থানা। সিএমপির (পশ্চিম) উপ কমিশনার মো. আব্দুল ওয়ারীশ এই কার্যক্রমের উদ্বোধন করেন।
উপ কমিশনার আব্দুল ওয়ারীশ জানান, পাইলট প্রকল্পের আওতায় আপাতত সিএমপির চার বিভাগের চার থানা ডবলমুরিং, কোতোয়ালী, পাঁচলাইশ এবং পতেঙ্গায় এই কার্যক্রম শুরু হলো। প্রত্যেক থানাকে সাতটি করে ক্যামেরা দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে ১৬ থানায় এই কার্যক্রম বাস্তবায়ন করা হবে।
ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন ঢাকা টাইমসকে বলেন, ‘এসব ক্যামেরা ভ্রাম্যমাণ সিসিটিভির কাজ করবে। আমাদের চোখ এড়িয়ে গেলেও এই ক্যামেরা সবকিছু রেকর্ড করে রাখবে। এই উদ্যোগ আমাদের ডিজিটালাইজেশনের পথে আরেক ধাপ এগিয়ে নিবে।’
পুলিশের ভাষ্য মতে, বডি ওর্ন ক্যামেরা অডিও, ভিডিও এবং ছবি ক্যাপচার করা যায়। জিপিএস প্রযুক্তির মাধ্যমে যে কোনও স্থানে বসেই সবকিছু তদারকি করা যায়। ২০১৪ সালের ডিসেম্বরে ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগে এই কার্যক্রম চালু হয়েছিল।
এগুলোর মাধ্যমে ট্রাফিক সিগন্যাল অমান্যকারী যানবাহন ও চালক শনাক্ত, দুর্ঘটনা, কর্মরত ট্রাফিক পুলিশের কার্যক্রমে স্বচ্ছতা এবং ট্রাফিক পুলিশের সমন্বয় বাড়াতে সড়কে দায়িত্বরত পুলিশের অনিয়ম প্রতিরোধ ও তল্লাশি কার্যক্রম পর্যবেক্ষণ করা হয়।

নিজস্ব প্রতিবেদক :

পুঁজিবাজারে তালিকাভুক্ত ১৯ কোম্পানি প্রান্তিক প্রতিবেদন প্রকাশ সংক্রান্ত পরিচালনা পর্ষদের বোর্ড সভার তারিখ ঘোষণা করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলোর হলো : এবি ব্যাংক, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, ইউনাইটেড ফাইন্যান্স, সাউথইস্ট ব্যাংক, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, ক্রিস্টাল ইন্স্যুরেন্স, ইসলামিক ফাইন্যান্স, প্রভাতী ইন্স্যুরেন্স, প্রিমিয়ার ব্যাংক, আইএফআইসি ব্যাংক, আল আরাফাহ ইসলামী ব্যাংক, রবি আজিয়াটা, ম্যারিকো, এক্সিম ব্যাংক, রেকিট বেনকিজার, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, ব্যাংক এশিয়া এবং এনআরবিসি ব্যাংক।

জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে এবি ব্যাংকের বোর্ড সভা ৩১ জুলাই বেলা সাড়ে ১১টায়। কোম্পানিটির বোর্ড সভায় ৩০ জুন ২০২১ সমাপ্ত ছয় মাসের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে তা শেয়ারহোল্ডারদের জন্য প্রকাশ করা হবে।

প্যারমাউন্ট ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৯ জুলাই দুপুর ১.২০টায় অনুষ্ঠিত হবে। কোম্পানিটির বোর্ড সভায় ৩০ জুন ২০২১ সমাপ্ত ছয় মাসের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে তা শেয়ারহোল্ডারদের জন্য প্রকাশ করা হবে।

প্রিমিয়ার ব্যাংকের বোর্ড সভা ২৮ জুলাই বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। কোম্পানিটির বোর্ড সভায় ৩০ জুন ২০২১ সমাপ্ত ছয় মাসের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে তা শেয়ারহোল্ডারদের জন্য প্রকাশ করা হবে।

কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৮ জুলাই বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। কোম্পানিটির বোর্ড সভায় ৩০ জুন ২০২১ সমাপ্ত ছয় মাসের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে তা শেয়ারহোল্ডারদের জন্য প্রকাশ করা হবে।

ইউনাইটেড ফাইন্যান্সের বোর্ড সভা ২৯ জুলাই বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। কোম্পানিটির বোর্ড সভায় ৩০ জুন ২০২১ সমাপ্ত ছয় মাসের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে তা শেয়ারহোল্ডারদের জন্য প্রকাশ করা হবে।

সাউথইস্ট ব্যাংকের বোর্ড সভা ২৯ জুলাই দুপুর আড়াইটায় অনুষ্ঠিত হবে। কোম্পানিটির বোর্ড সভায় ৩০ জুন ২০২১ সমাপ্ত ছয় মাসের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে তা শেয়ারহোল্ডারদের জন্য প্রকাশ করা হবে।

স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৯ জুলাই বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। কোম্পানিটির বোর্ড সভায় ৩০ জুন ২০২১ সমাপ্ত ছয় মাসের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে তা শেয়ারহোল্ডারদের জন্য প্রকাশ করা হবে।

ক্রিস্টাল ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৯ জুলাই বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। কোম্পানিটির বোর্ড সভায় ৩০ জুন ২০২১ সমাপ্ত ছয় মাসের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে তা শেয়ারহোল্ডারদের জন্য প্রকাশ করা হবে।

ইসলামিক ফাইন্যান্সের বোর্ড সভা ২৮ জুলাই সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হবে। কোম্পানিটির বোর্ড সভায় ৩০ জুন ২০২১ সমাপ্ত ছয় মাসের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে তা শেয়ারহোল্ডারদের জন্য প্রকাশ করা হবে।

প্রভাতী ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৯ জুলাই বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। কোম্পানিটির বোর্ড সভায় ৩০ জুন ২০২১ সমাপ্ত ছয় মাসের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে তা শেয়ারহোল্ডারদের জন্য প্রকাশ করা হবে।

আইএফআইসি ব্যাংকের বোর্ড সভা ২৭ জুলাই বিকাল ৫টায় অনুষ্ঠিত হবে। কোম্পানিটির বোর্ড সভায় ৩০ জুন ২০২১ সমাপ্ত ছয় মাসের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে তা শেয়ারহোল্ডারদের জন্য প্রকাশ করা হবে।

আল আরাফাহ ইসলামী ব্যাংকের বোর্ড সভা ২৯ জুলাই বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। কোম্পানিটির বোর্ড সভায় ৩০ জুন ২০২১ সমাপ্ত ছয় মাসের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে তা শেয়ারহোল্ডারদের জন্য প্রকাশ করা হবে।

রবি আজিয়াটার বোর্ড সভা ২৭ জুলাই বিকাল সাড়ে ৪টায় অনুষ্ঠিত হবে। কোম্পানিটির বোর্ড সভায় ৩০ জুন ২০২১ সমাপ্ত ছয় মাসের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে তা শেয়ারহোল্ডারদের জন্য প্রকাশ করা হবে।

ম্যারিকোর বোর্ড সভা ২৬ জুলাই বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। কোম্পানিটির বোর্ড সভায় ৩০ জুন ২০২১ সমাপ্ত ছয় মাসের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে তা শেয়ারহোল্ডারদের জন্য প্রকাশ করা হবে।

এক্সিম ব্যাংকের ২৮ জুলাই বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। কোম্পানিটির বোর্ড সভায় ৩০ জুন ২০২১ সমাপ্ত ছয় মাসের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে তা শেয়ারহোল্ডারদের জন্য প্রকাশ করা হবে।

রেকিট বেনকিজারের বোর্ড সভা ২৮ জুলাই বিকাল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে। কোম্পানিটির বোর্ড সভায় ৩০ জুন ২০২১ সমাপ্ত ছয় মাসের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে তা শেয়ারহোল্ডারদের জন্য প্রকাশ করা হবে।

প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৮ জুলাই বিকাল সাড়ে ৪টায় অনুষ্ঠিত হবে। কোম্পানিটির বোর্ড সভায় ৩০ জুন ২০২১ সমাপ্ত ছয় মাসের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে তা শেয়ারহোল্ডারদের জন্য প্রকাশ করা হবে।

ব্যাংক এশিয়ার বোর্ড সভা ২৯ জুলাই বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। কোম্পানিটির বোর্ড সভায় ৩০ জুন ২০২১ সমাপ্ত ছয় মাসের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে তা শেয়ারহোল্ডারদের জন্য প্রকাশ করা হবে।

এনআরবিসি ব্যাংকের বোর্ড সভা ২৭ জুলাই দুপুর ২টায় অনুষ্ঠিত হবে। কোম্পানিটির বোর্ড সভায় ৩০ জুন ২০২১ সমাপ্ত ছয় মাসের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে তা শেয়ারহোল্ডারদের জন্য প্রকাশ করা হবে।

অনলাইন ডেস্ক।।
আইনি ও সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে সিলেট-৩ আসনের উপনির্বাচন পেছানোর সুযোগ নেই বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা। তিনি বলেছেন, আগামী ২৮ জুলাই অনুষ্ঠিতব্য উপনির্বাচনের সব কার্যক্রম লকডাউনবহির্ভূত থাকবে। স্বাস্থ্যবিধি মেনে ভোটগ্রহণ নিশ্চিতে প্রশাসন কঠোর অবস্থানে থাকবে।

শনিবার (২৪ জুলাই) সিলেট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সিলেট-৩ আসনের উপনির্বাচন উপলক্ষে আইন-শৃঙ্খলাবিষয়ক সভায় এসব কথা বলেন সিইসি কে এম নুরুল হুদা। এ সময় তিনি বলেন, 'সিলেট-৩ আসনে ইভিএমে ভোটগ্রহণ হবে এবং যথাযথভাবে স্বাস্থ্যবিধি মেনে ভোট গ্রহণের জন্য সকল পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।' পাশাপাশি তিনি মহামারি করোনাভাইরাসের বর্তমান পরিস্থিতিতে সবাইকে মাস্ক ব্যবহার ও নিরাপদ দূরত্ব মেনে ভোট কেন্দ্রে আসার আহ্বান জানান।

আইন-শৃঙ্খলাবিষয়ক সভায় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল শাহাদাত হোসেন চৌধুরী (অব.), সিলেটের জেলা প্রশাসক কাজী এমদাদুল ইসলামসহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তারা। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল শাহাদাত হোসেন চৌধুরী (অব.) বলেন, সাংবিধানিক দায়িত্ব পালন করতে সবকিছুই করছে কমিশন। এতে কারো কোনো সংশয়ের অবকাশ নেই। 
সিলেট-৩ আসনটি দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ উপজেলা নিয়ে গঠিত। এতে ৩ লাখ ৩০ হাজারের মতো ভোটার রয়েছেন। ২৮ জুলাই সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইভিএমে বিরতিহীনভাবে এ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের হাবিবুর রহমান, জাতীয় পার্টির মোহাম্মদ আতিকুর রহমান, বাংলাদেশ কংগ্রেসের জুনায়েদ মোহাম্মদ মিয়া ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিএনপির সাবেক নেতা শফি আহমেদ চৌধুরী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

চলতি বছরের ১১ মার্চ করোনা আক্রান্ত হয়ে সিলেট-৩ আসনের সংসদ সদস্য আওয়ামী লীগ নেতা মাহমুদ উস সামাদ চৌধুরী মারা যান। তিনি নবম ও দশম সংসদেও এ আসন থেকে নির্বাচিত হয়েছিলেন।

magnifiermenu linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram