এমপিওভুক্ত স্কুল-কলেজ শিক্ষক-কর্মচারীদের আগস্ট মাসের এমপিওর চেক ছাড়
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: এমপিওভুক্ত বেসরকারি স্কুল ও কলেজের শিক্ষক-কর্মচারীদের আগস্ট (২০২৪) মাসের এমপিওর চেক ছাড় হয়েছে। শিক্ষক-কর্মচারীরা আগমী ১০ সেপ্টেম্বর পর্যন্ত ব্যাংক থেকে এমপিওর টাকা তুলতে পারবেন।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক (সাধারণ প্রশাসন) বিপুল চন্দ্র স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে তথ্য জানা যায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বেসরকারি স্কুল ও কলেজের শিক্ষক-কর্মচারীদের আগস্ট (২০২৪) মাসের বেতন-ভাতার সরকারি অংশের ৮টি চেক অনুদান বণ্টনকারী ব্যাংকে পাঠানো হয়।শিক্ষক-কর্মচারীরা আগমী ১০ সেপ্টেম্বর পর্যন্ত ব্যাংক থেকে এমপিওর টাকা তুলতে পারবেন
প্রতিষ্ঠান প্রধানদের ওয়েবসাইট (emis.gov.bd) থেকে নিজ নিজ প্রতিষ্ঠানের এমপিওর শিট ডাউনলোড করতে বলা হয়েছে।
উল্লেখ্য, প্রতি মাসে সরকার ব্যাংকের মাধ্যমে এমপিওভুক্ত শিক্ষকদের বেতনের একটি অংশ পরিশোধ করে। তবে এর কোনো নির্দিষ্ট তারিখ নির্ধারণ করা নেই বলে শিক্ষকদের আগ্রহে থাকে কবে এমপিও চেক ছাড় করা হবে। এমপিও হলো মান্থলি পে-অর্ডার বা মাসিক বেতন আদেশ, যার মাধ্যমে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীদের বেতন ওই প্রতিষ্ঠানের বদলে পরিশোধ করে সরকার।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৩/০৯/২০২৪