এনটিআরসিএ'র চেয়ারম্যান সাইফুল্লাহিল আজমকে বদলি
নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যান মো. সাইফুল্লাহিল আজমকে বদলি করা হয়েছে। তাকে পরিবার পরিকল্পনা অধিপ্তরের মহাপরিচালক পদে বদলি করা হয়েছে।
সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোঃ মামুন শিবলী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।
এর আগে ২০২৩ খ্রিষ্টাব্দের ২১ ডিসেম্বর স্বাস্থ্যসেবা বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব মো. সাইফুল্লাহিল আজমকে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যান পদে নিয়োগ দিয়েছিলো সরকার।
একই দিন অবসরে যান এনটিআরসিএ সাবেক চেয়ারম্যান এনামুল কাদের খান। তিনি অবসরে যাওয়ায় এনটিআরসিএ সদস্য এস এম মাসুদুর রহমানকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেয়া হয়। পরবর্তী সময়ে সাইফুল্লাহিল আজমকে প্রেষণে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছিলো।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০২/০৯/২০২৪