শিক্ষার্থীদের দাবীর মুখে পদত্যাগ করলেন কলেজের সব শিক্ষক
ঢাকাঃ কক্সবাজার নার্সিং ও মিডওয়াইফারি কলেজের শিক্ষার্থীদের দাবীর মুখে সকল শিক্ষক পদত্যাগ করেছেন। ফলে শিক্ষক শূন্য হয়ে পড়েছে প্রতিষ্ঠানটি। রাত সাড়ে এগারোটার দিকে পদত্যাগ করে কলেজ থেকে বেরিয়ে যান শিক্ষকরা।
এর আগে রবিবার (১ সেপ্টেম্বর) বিকেল থেকে এক দফা আন্দোলন শুরু করে নার্সিং কলেজের ছাত্রীরা। এসময় ছাত্রদের হামলার শিকার হয় তারা।
এতে ক্ষুব্ধ হয়ে ৫ শিক্ষিকা এবং ১১ ছাত্রকে বিকেল ৩টা থেকে রাত ১১টা পর্যন্ত আটকে রাখে ছাত্রীরা।
পরে কক্সবাজার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ জিআরএম জিহাদুল ইসলাম ও ডাঃ আশিকুর রহমান এর মধ্যস্থতায় সেনাবাহিনী ও র্যাব এর উপস্থিতিতে প্রায় তিন ঘণ্টা বৈঠক শেষে সকল শিক্ষক পদত্যাগ করেন। ডাঃ জিহাদুল ইসলাম বলেন, শিক্ষকরা শিক্ষার্থীদের দাবি মেনে নিয়ে পদত্যাগ করেছেন। এখন কলেজটি শিক্ষক শূন্য হয়ে পড়েছে। কিভাবে এই সংকট দূর করা যাবে সে বিষয়ে সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডিজিএমএন বরাবর চিঠি লিখবেন। আন্দোলন সমন্বয়কারী উর্মী আক্তার বলেন, যেহেতু দুর্নীতিতে পুরো ফ্যাকাল্টি জড়িত ছিল। তাই তাদের পদত্যাগ করে আমরা দুর্নীতিমুক্ত ক্যাম্পাসের দাবি জানিয়েছিলাম। শিক্ষকরা দাবি মেনে নিয়েছেন এতে আমরা সন্তুষ্ট, তবে আমাদের আন্দোলন এখনো শেষ হয়নি। এখন আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। আমাদের নিরাপত্তা নিশ্চিত করা হোক।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০২/০৯/২০২৪