লেভার জোড়া গোলে বার্সার জয়ে শুরু
নিজস্ব প্রতিবেদক।।
রবার্ট লেভান্ডভস্কির নৈপুণ্যে ভালেন্সিয়াকে ২-১ গোলে হারিয়ে লা লিগায় শুভসূচনা করল বার্সেলোনা। পিছিয়ে পড়ার পর এদিন বার্সার হয়ে দুটি গোলই করেন লেভা।
শনিবার রাতে নতুন মৌসুমে লা লিগার প্রথম রাউন্ডে ভালেন্সিয়ার মেস্তায়া স্টেডিয়ামে খেলতে আসে বার্সা। তবে দারুণ লড়াইয়ের পর জয়ের হাসি নিয়ে মাঠ ছাড়ে হ্যান্সি ফ্লিকের শিষ্যরা। যেখানে শিরোপাহীন ২০২৩-২৪ মৌসুমের পর জাভির জায়গায় বার্সার কোচের দায়িত্ব নিয়ে শুরুটা দারুণ পেলে এই জার্মান।
এ ম্যাচে যদিও বার্সার চোটের কারণে বাইরে ছিলেন ইলকাই গিন্দোয়ান, গাভি, ফ্রেংকি ডি ইয়ং, রোনাল্দ আরাউহো ও আনসু ফাতি। চলতি দলবদলে লাইপজিগ থেকে আসা দানি ওলমোকে এখনও লা লিগায় নিবন্ধন করাতে পারেনি তারা।
এদিন খেলার ৪৪তম মিনিটে এগিয়ে যায় ভালেন্সিয়া। লোপেসের ক্রসে ছয় গজ বক্সে হেডে বল জালে পাঠান স্প্যানিশ ফরোয়ার্ড দুরো। লাইন্সম্যান শুরুতে অফসাইডের পতাকা তুললেও ভিএআরে গোলের বাঁশি বাজান রেফারি।
তবে প্রথমার্ধের যোগ করা সময়ের পঞ্চম মিনিটে বার্সেলোনাকে সমতায় ফেরান লেভান্ডভস্কি। বাঁ দিক থেকে আলেহান্দ্রো বাল্দের ক্রসে লামিনে ইয়ামাল ভলিতে বল বাড়ান গোলমুখে, স্লাইডে ঠিকানায় পাঠান পোলিশ স্ট্রাইকার।
বিরতির পর দ্বিতীয় মিনিটে রাফিনিয়া ভালেন্সিয়ার বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টি পায় বার্সেলোনা। স্পট-কিকে নিজের দ্বিতীয় গোলে দলকে এগিয়ে নেন লেভা। বাকি সময়ে আরও কয়েকটি সুযোগ পায় বার্সেলোনা, তবে কাজে লাগাতে পারেননি কেউ।
শিক্ষাবার্তা ডট কম/এ/১৮/০৮/২০২৪