website page counter প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা – শিক্ষাবার্তা

বুধবার, ২২ মে ২০১৯, ৮ জ্যৈষ্ঠ ১৪২৬

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা

গড় হতে রাশিগুলোর সংখ্যা নির্ণয়ের সূত্রটি লেখ

গণিত

হিমন এডওয়ার্ড গমেজ , সিনিয়র শিক্ষক

সেন্ট গ্রেগরী হাইস্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

গড়

১. গড় কাকে বলে?

উত্তর : কতগুলো রাশির যোগফলকে তাদের রাশির সংখ্যা দ্বারা ভাগ করলে যে ফল পাওয়া যায় তাকে ঐ রাশিগুলোর গড় বলা হয়।

২. গড় ´ রাশিগুলোর সংখ্যা = কত?

উত্তর : রাশিগুলোর যোগফল।

৩.গড় থেকে কীভাবে রাশিগুলোর যোগফল পাওয়া যায়?

উত্তর : নিচের সূত্র থেকে রাশিগুলোর যোগফল পাওয়া যায়।

রাশিগুলোর যোগফল = গড় ´ রাশিগুলোর সংখ্যা।

৪.গড় হতে রাশিগুলোর সংখ্যা নির্ণয়ের সূত্রটি লেখ।

উত্তর : রাশির সংখ্যা = রাশিগুলোর যোগফল ¸ গড়।

৫.৮টি রাশির যোগফল ৯৬, রাশিগুলোর গড় কত?

উত্তর : ১২।

৬ .জুলাই মাসে দৈনিক গড় বৃষ্টিপাতের পরিমাণ ৫৫ সে.মি. হলে, মোট বৃষ্টিপাতের পরিমাণ কত?

উত্তর : ১৭০৫ সে.মি.।

৭. ১৪, ১৬, ২০, ২২ ও ২৩ এর গড় কত হবে?

উত্তর : ১৯।

৮. ১২টি সংখ্যার যোগফল ২০৪। সংখ্যাগুলোর গড় কত?

উত্তর : ১৭।

৯. ১৪ টি রাশির গড় ২৫। এদের যোগফল কত?

উত্তর : ৩৫০।

১০. কতগুলো রাশির যোগফল ৬৬৫। এদের গড় ১৯ হলে রাশির সংখ্যা কত?

উত্তর : ৩৫।

১১. এক দম্পতি ও তাদের তিন কন্যার বয়সের গড় ১৯ বছর হলে তাদের বয়সের সমষ্টি কত?

উত্তর : ৯৫ বছর।

১২.রাসেল জামাল অপেক্ষা ১০ বছরের বড়। জামালের বয়স ৮ বছর। দুজনের গড় বয়স কত?

উত্তর : ১৩ বছর।

১৩. এক ডজন কলমের দাম ৬০ টাকা হলে কলমের গড় মূল্য কত?

উত্তর : ৫ টাকা।

১৪. ১২ জোড়া পেনসিলের দাম ১৯২ টাকা হলে, পেনসিলের গড় মূল্য কত?

উত্তর : ৮ টাকা।

১৫. একটি পাত্রে জীবিত মাছের গড় মূল্য ৫০ টাকা। ঐ পাত্রের ১২টি বাদে বাকি মাছ মরে গেল। জীবিত মাছের মোট মূল্য কত?

উত্তর : ৬০০ টাকা।

এই বিভাগের আরও খবর