এনটিআরসিএ'র নতুন চেয়ারম্যান সাইফুল্লাহিল আজম
নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে অতিরিক্ত সচিব সাইফুল্লাহিল আজমকে।
বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আব্দুল্লাহ আরিফ মোহাম্মদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে নিয়োগ দেওয়া হয়। অবলম্বে এই নিয়োগ কার্যকর হবে।
সাইফুল্লাহিল আজম বর্তমানে স্বাস্থ্যসেবা বিভাগে সংযুক্ত আছেন। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ সংক্ষেপে এনটিআরসিএ নামে বেশি পরিচিত। এটি শিক্ষা মন্ত্রণালয়ের অধীন একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানের কাজ দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যোগ্য শিক্ষক নিয়োগ নিশ্চিত করা।
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যান এনামুল কাদের খান অবসরে যাওয়ায় তাকে এই দায়িত্ব দেওয়া হয়। বুধবার (২০ ডিসেম্বর) তিনি এনটিআরসিএ থেকে অবমুক্ত হন। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) থেকে সরকারের এ অতিরিক্ত সচিবের অবসরোত্তর ছুটি শুরু হয়। ঐদিনই এনটিআরসিএর সদস্য এস এম মাসুদুর রহমানকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব প্রদান করা হয়।
এছাড়াও জনপ্রশাসন মন্ত্রণালয়ের আলাদা প্রজ্ঞাপনে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের সুপারিশের ভিত্তিতে ১০ প্রশাসনিক কর্মকর্তা ও ব্যক্তিগত কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে সহকারী সচিব করা হয়েছে।
তারা জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী নবম গ্রেডভুক্ত হয়েছেন। ক্যাডারবহির্ভূত সহকারী সচিব হিসেবে নবম গ্রেডে উন্নীত হয়েছেন তারা। পদোন্নতি দিয়ে এসব কর্মকর্তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়েছে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২২/১২/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়