ইউনিক আইডির তথ্য পূরণ করেই প্রাথমিক-কিন্ডারগার্টেনে ভর্তি
নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ ইউনিক আইডির জন্য তথ্য এন্ট্রি করে সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বেসরকারি কিন্ডারগার্টেন স্কুলে শিক্ষার্থীদের ভর্তি ও পুনঃভর্তি করতে হবে। আগামী ১ থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত শিক্ষার্থীদের তথ্য এন্ট্রির সুযোগ থাকবে।
সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রাথমিক পর্যায়ের সব শিক্ষার্থীদের তথ্য এ সময়ের মধ্যে অ্যান্ট্রি করে তাদের নতুন শিক্ষাবর্ষে ভর্তি ও পুনঃভর্তি করতে নির্দেশনা দিয়েছে প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের প্রোফাইল প্রণয়ন প্রকল্প।
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রোফাইল প্রণয়ন প্রকল্প থেকে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের এ নির্দেশনা দিয়ে আদেশ জারি করা হয়েছে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) শাহ রেজওয়ান হায়াতের সই করা আদেশে বলা হয়েছে, শিক্ষার্থীদের ইউনিক আইডি দিতে সব উপজেলায় সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের তথ্য ১-৩০ জানুয়ারির মধ্যে এন্ট্রি করে নতুন শিক্ষাবছরে ভর্তি ও পুনঃভর্তি সম্পন্ন করার জন্য বলা হলো।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২২/১২/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়