এনটিআরসিএ'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাসুদুর রহমান
নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাসুদুর রহমান চেয়ারম্যান এনটিআরসিএর সদস্য এস এম মাসুদুর রহমান।
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যান এনামুল কাদের খান অবসরে যাওয়ায় তাকে এই দায়িত্ব দেওয়া হয়। বুধবার (২০ ডিসেম্বর) তিনি এনটিআরসিএ থেকে অবমুক্ত হয়েছেন।
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) থেকে সরকারের এ অতিরিক্ত সচিবের অবসরোত্তর ছুটি শুরু হচ্ছে।
২০২১ সালের ৩ মে অতিরিক্ত সচিব এনামুল কাদের খান এনটিআরসিএর চেয়ারম্যান হিসেবে পদায়ন পান। এর আগে তিনি মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তরের পরিচালক পদে কর্মরত ছিলেন।
অন্যদিকে এস এম মাসুদুর রহমান এনটিআরসিএ’র অর্থ ও প্রশাসন শাখার সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এর আগে তিনি বিআরডিবির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২১/১২/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার এবং শিক্ষা সংশ্লিষ্ট সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে পেজে লাইক দিয়ে চোখ রাখুন শিক্ষাবার্তায়।
সর্বশেষ
জনপ্রিয়
এই বিভাগের আরও খবর