website page counter প্রাথমিক সমাপনী পরীক্ষার প্রস্তুতি-বাংলা – শিক্ষাবার্তা

বৃহস্পতিবার, ২০ জুন ২০১৯, ৬ আষাঢ় ১৪২৬

প্রাথমিক সমাপনী পরীক্ষার প্রস্তুতি-বাংলা

মডেল প্রশ্ন

 ৭.নিচের যুক্ত বর্ণগুলো ভেঙ্গে দেখাও এবং প্রতিটি যুক্তবর্ণ দিয়ে শব্দ তৈরি করে বাক্য গঠন কর: ২× ৫ = ১০

(ক) ন্ত (খ) হ্ম (গ) ম্প

(ঘ) ষ্ণ (ঙ) ম্ভ (চ) স্ক (ছ) ণ্ট

৮.যথার্থ স্থানে যতিচিহ্ন বসিয়ে বাক্যগুলো খাতায় লিখ:                                              ৫

প্রচণ্ড যুদ্ধ হলো। তিতুমীর আর তাঁর বীর সৈনিকরা প্রাণপণ যুদ্ধ করলেন। কিন্তু কিছুক্ষণের মধ্যেই ইংরেজ সৈনিকদের গোলার আঘাতে ছারখার হয়ে গেল নারকেলবাড়িয়ার বাঁশের কেল্লা। শহিদ হলেন বীর তিতুমীর। শহিদ হলেন অসংখ্য মুক্তিকামী বীর সৈনিক।

৯.এককথায় প্রকাশ কর:                                                                                           ১×৫ = ৫

ক. পরাজয় মেনে নথি স্বীকার করা— আত্মসমর্পণ

খ. অনেকের মধ্যে একজন — অন্যতম

গ. মুক্তির জন্য যারা যুদ্ধ করেন — মুক্তিযোদ্ধা

ঘ. বিচার নেই এমন — নির্বিচার

ঙ. ভাবা যায় না এমন — অভাবনীয়

চ. যার মূল্য নির্ধারণ করা যায় — অমূল্য

ছ. উপকারীর উপকার স্বীকার করা— কৃতজ্ঞতা

১০.বিপরীত শব্দ লিখ: (৫টি)                                                                                                    ১ × ৫ = ৫

আনন্দ—বেদনা, সতর্ক—অসতর্ক, গ্রাম—শহর, বিস্ময়কর—স্বাভাবিক, পাপ—পুণ্য, আগ্রহ—অনাগ্রহ, আক্রমণ — প্রতিরোধ

১১. কবিতাংশটুকু পড়ে নিচের প্রশ্নগুলির উত্তর লিখঃ

বর্গি এলো খাজনা নিতে,

মারল মানুষ কত।

পুড়ল শহর, পুড়ল শ্যামল

গ্রাম যে শত শত।

হানাদারের সঙ্গে জোরে

লড়ে মুক্তিসেনা,

তাদের কথা দেশের মানুষ

কখনো ভুলবে না।

ক. বর্গি কারা? তারা কী করেছিল? ২

খ. কবিতাংশের মূলভাব পাঁচটি বাক্যে লিখ। ৫

গ. মুক্তিসেনারা কাদের সঙ্গে লড়াই করেছিল? কেন লড়াই করেছিল? ৩

১২.মনে কর, তোমার নাম সঞ্চিতা/সঞ্জয়। তুমি শিশুকানন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। তুমি আন্ত:প্রাথমিক বিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চাও। এখন প্রয়োজনীয় তথ্য দ্বারা নিচের ফরমটি পূরণ কর।                   ৫

১. শিক্ষার্থীর নাম:………………………………………………………

২. বিদ্যালয়ের নাম: ……………………………………………………….

৩. শ্রেণি: ……………………………

রোল নং……………………….

৪. জন্ম তারিখ:……………………………………

৫.মাতার নাম : ………………………………………………………

৬. পিতার নাম: ……………………………………………………….

আবেদনকারীর স্বাক্ষর ও তারিখ

১৩.মনে কর, তোমার নাম নাশিদ/লামিয়া। তোমরা বিদ্যাকোষ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। তুমি অংশগ্রহণ করেছ এমন একটি বনভোজনের বর্ণনা দিয়ে বন্ধুকে চিঠি লিখ।

১৪.রচনা লিখ (১টি):                                                                                      ১০

(ক) তোমার প্রিয় খেলা: ভূমিকা — কেন প্রিয়— খেলার নিয়মকানুন—বিশ্বকাপ—উপসংহার।

(খ) তোমার মা: ভূমিকা — শৈশব স্মৃতি— দুঃখের সময়—আনন্দের দিনে—অবসর যাপন — উপসংহার।

(গ) বৃক্ষরোপণ: ভূমিকা — সময় — প্রয়োজনীয়তা — সচেতনা সৃষ্টিতে করণীয়—উপসংহার।

(ঘ) তোমার প্রিয় ফুল শাপলা: ভূমিকা— পরিচিত — জাতীয় ফুল কেন — উপকারিতা—উপসংহার।

 প্রভাষক. ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ

এই বিভাগের আরও খবর