মঙ্গলবার, ২৪শে সেপ্টেম্বর ২০২৪

বগুড়াঃ বগুড়ায় ট্রাক চাপায় মশিউর রহমান (৫৮) নামে একজন স্কুল শিক্ষক ঘটনাস্থলেই মারা গেছেন। সোমবার বিকেল সোয়া ৫ টার দিকে বগুড়া সদর উপজেলার শহরতলী মাটিডালী বিমান মোড়ে এই দুর্ঘটনা ঘটে।

নিহত মশিউর রহমান বগুড়ার শিবগঞ্জ উপজেলার বুড়িগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তিনি বুড়িগঞ্জ ইউনিয়নের পলিগাছি গ্রামের ওছমান সরদারের ছেলে।

বুড়িগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক তোফাজ্জল হোসেন জামান, মশিউর রহমান বগুড়া জেলা শহরের বৃন্দাবনপাড়ায় বাসা ভাড়া নিয়ে বসবাস করতেন।

তিনি বিকেল সোয়া ৫টার দিকে মাটিডালী বিমান মোড়ে মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় রংপুরগামী একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মশিউর রহমান মারা যান।

বগুড়া সদর থানার উপ-পরিদর্শক(এসআই)আব্দুর রহিম জানান,পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর মেডিকেল কজেল(শজিমেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছেন।ঘাতক ট্রাকটি পালিয়ে যাওয়ায় শনাক্ত করা যায়নি।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৩/০৯/২০২৪

শিক্ষাবার্তা ডেস্ক, ঢাকাঃ ১৮তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল চলতি মাসের শেষে অথবা আগামী অক্টোবর মাসের শুরুতে প্রকাশ করবে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। আর লিখিত পরীক্ষার ফল প্রকাশের পর অক্টোবর মাস থেকেই ভাইভা পরীক্ষা আয়োজনের প্রস্তুতি নিচ্ছে সংস্থাটি।

সোমবার (২৩ সেপ্টেম্বর) এনটিআরসিএর কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।

এ বিষয়ে এনটিআরসিএর সচিব এ এম এম রিজওয়ানুল হক সাংবাদিকদের বলেন, ‘দেশের অস্থিতিশীল অবস্থার কারণে বিধিমালা অনুযায়ী লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা যায়নি।

আমরা দ্রুততম সময়ে ফল প্রকাশের চেষ্টা করছি। পরীক্ষক-প্রধান পরীক্ষকরা খাতা দেখা শেষে জমা দিয়ে যাচ্ছেন। আমরা চলতি মাসের শেষে বা আগামী মাসের শুরুতে লিখিত পরীক্ষার ফল প্রকাশ করতে চাই। লিখিত পরীক্ষার ফল প্রকাশের পর আমরা অক্টোবর থেকেই ভাইভা শুরু করতে চাচ্ছি।

এদিকে ১৮তম শিক্ষক নিবন্ধনের ভাইভা শেষে চূড়ান্ত ফল প্রকাশের পর শিক্ষক নিয়োগে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি জারি করা হবে বলে জানিয়েছেন এনটিআরসিএর একাধিক কর্মকর্তা।

এর আগে গত ১৫ মে ১৮তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করে এনটিআরসিএ। এতে গড় পাসের হার ৩৫.৮০ শতাংশ। প্রিলিমিনারি পরীক্ষায় স্কুল ও কলেজ পর্যায় মিলিয়ে পাস করেছিলেন ৪ লাখ ৭৯ হাজার ৯৮১ জন চাকরিপ্রার্থী।

গত ১২ ও ১৩ জুলাই লিখিত পরীক্ষায় অংশ নেন প্রিলিমিনারিতে উত্তীর্ণ সাড়ে ৩ লাখ প্রার্থী।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৩/০৯/২০২৪

চট্টগ্রামঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার বলেছেন, আপনাদের অনুরোধ করব, আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টি রাখবেন। দেখবেন আমি কোনো অপরাধ করি কিনা।

সোমবার বেলা ১১টার দিকে উপাচার্যের সভাকক্ষে চবি সাংবাদিক সমিতির সঙ্গে এক মতবিনিময় সভায় সাংবাদিকদের উদ্দেশে এ কথা বলেন নবনিযুক্ত উপাচার্য।

তিনি বলেন, আপনারা ইতিবাচক দিকগুলোর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি তুলে ধরবেন। এতে বিশ্ববিদ্যালয় আস্তে আস্তে ভালো জায়গায় যাবে। তার মানে এই না যে খারাপগুলো লিখবেন না। বরং নেতিবাচক নিউজগুলো আগে করবেন, যেন আমি সচেতন হই।

পরিকল্পনার ব্যাপারে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের মূল কাজ পাঠদান ও গবেষণা। এ কাজ ঠিকঠাক করতে যা করা দরকার তা করব। উপাচার্য পদ থাক বা না থাক, আমি আমার মনোভাব থেকে নড়ব না।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৩/০৯/২০২৪

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ দুর্নীতি কমাতে এবার পরিকল্পনা ও শিক্ষা মন্ত্রণালয়ে অভিযোগ বক্স বসানো হয়েছে। দুই মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত উপদেষ্টা ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদের নিদেশে এ বক্স স্থাপন করা হয়।

এ প্রসঙ্গে জানতে চাইলে মন্ত্রণালয়ের দায়িত্বশীল একাধিক কর্মকর্তা বলেন, অনেকেই আসেন উপদেষ্টা স্যারের সঙ্গে দেখা করতে। এখন থেকে যাদের কোনো অভিযোগ থাকবে তারা এই বক্সে লিখিতভাবে দিয়ে যাবেন। এতে স্যারের কাজের সময় নষ্ট হবে না। তারাও নির্বিঘ্নে অভিযোগপত্র জমা দিতে পারবেন।

এক প্রশ্নের জবাবে তারা জানান, পরিকল্পনা মন্ত্রণালয়ে স্থাপিত বক্সটি সপ্তাহে একদিন খোলা হবে। আর শিক্ষা মন্ত্রণালয়েরটি দুদিন পরপর খোলা হবে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৩/০৯/২০২৪

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ রাজশাহী কলেজে অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক মু. যহুর আলী। তিনি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের অধ্যাপক।

সোমবার বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগর উপসচিব চৌধুরী সামিয়া ইয়াসমীনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নিয়োগের বিষয়ে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অধ্যাপক মু. যহুর আলী ২৯ সেপ্টেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হবেন। অন্যথায় একই তারিখে বিকেলে তাৎক্ষণিক অবমুক্ত মর্মে গণ্য হবেন। একই আদেশের চিঠিতে এর আগে নিয়োগ পাওয়া অধ্যক্ষ অধ্যাপক মো. আনারুল হককে সিরাজগঞ্জ সরকারি কলেজে ইতিহাস বিভাগে নিয়োগ দেওয়া হয়েছে। তাঁরা আবশ্যিকভাবে নিজ নিজ পিডিএস এ লগইনপূর্বক অবমুক্ত ও যোগদান প্রক্রিয়া সম্পন্ন করবেন।

৯ সেপ্টেম্বর রাজশাহী নগরের শহীদ বুদ্ধিজীবী সরকারি কলেজের অধ্যক্ষ আনারুল হককে রাজশাহী কলেজের অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেওয়া হয়। তাঁর নিয়োগের বিরোধিতা করে আন্দোলন করে আসছিলেন কলেজটির শিক্ষার্থীরা। আন্দোলনের মধ্যেই ১৭ সেপ্টেম্বর তিনি কলেজে আসেন। তাঁর আসার আগে কলেজে প্রবেশ করে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ। শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও কলেজের শিক্ষার্থীদের একটি পক্ষের সহযোগিতায় প্রশাসন ভবনে প্রবেশ করেন। পরে আড়াই ঘণ্টার মধ্যেই শিক্ষার্থীদের তোপের মুখে তিনি একটি সাদা কাগজে পদত্যাগপত্র লিখে কলেজ ত্যাগ করেন।

আন্দোলনকারী শিক্ষার্থীদের অভিযোগ ছিল, বাইরের কলেজের এক অধ্যক্ষকে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নে কাজ করেছেন। শিক্ষা বোর্ডে পরীক্ষা নিয়ন্ত্রক থাকাকালে দুর্নীতি দমন কমিশন (দুদক) তাঁর বিরুদ্ধে মামলা করেছিল। তিনি সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনের মদদে বুদ্ধিজীবী কলেজের পদও দখল করেছেন। তবে অধ্যাপক আনারুল হক এসব অভিযোগ অস্বীকার করে আসছিলেন। তিনি বলেন, তাঁর বিরুদ্ধে করা দুদকের মামলা থেকে অব্যাহতি পেয়েছেন। তিনি কোনো দলের হয়ে কাজ করেননি।

গত ১২ আগস্ট শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বদলির আবেদন করেন রাজশাহী কলেজের তৎকালীন অধ্যক্ষ মোহা. আবদুল খালেক। শিক্ষার্থীদের অভিযোগ ছিল, কোটা সংস্কার আন্দোলনে অধ্যক্ষ মোহা. আবদুল খালেককে পাশে পাননি তাঁরা।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৩/০৯/২০২৪

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ শূন্য পদে পদোন্নতি পেয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, মাউশির ‘প্রশাসনিক কর্মকর্তা' হয়েছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর/বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত ১৪ জন কর্মচারী।

সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব চৌধুরী সামিয়া ইয়াসমীন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাদের পদোন্নতির বিষয়টি জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয়ের ০৪ সেপ্টেম্বর ২০২৪ তারিখের ৮০.০০.০০০০.১09.12.009.23.197 সংখ্যক পত্রের পরিপ্রেক্ষিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর/বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত নিম্নেবর্ণিত কর্মচারীগণ-কে তাদের নামের পাশে বর্ণিত পদে জাতীয় বেতন স্কেল, ২০১৫-এর বেতনক্রম ১৬০০০-৩৮৬৪০/- (২য় শ্রেণি, ১০ গ্রেড), ‘প্রশাসনিক কর্মকর্তা'র শূন্য পদে পদোন্নতি প্রদানপূর্বক পদায়ন করা হলো।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৩/০৯/২০২৪

ঢাকাঃ ‘বাংলাদেশি অনুপ্রবেশকারীদের উল্টো করে ঝুলিয়ে রেখে সোজা করবে বিজেপি সরকার’ ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের এমন মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ।

এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদ ঢাকায় নিযুক্ত দেশটির ডেপুটি হাইকমিশনারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হ‌য়ে‌ছে, সম্প্রতি ভারতের ঝাড়খন্ড সফরে গি‌য়ে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলাদেশি নাগরিকদের নি‌য়ে অত্যন্ত অশোভন মন্তব‌্য ক‌রে‌ছেন। তার এমন বক্তব্যের কড়া প্রতিবাদ জানিয়েছে বাংলা‌দেশ।

সোমবার ঢাকায় ভারতের ডেপুটি হাইকমিশনারের কাছে হস্তান্তর করা প্রতিবাদ নোটের মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব‌্য নিয়ে অস‌ন্তোষ প্রকাশ ক‌রে‌ছে। একই স‌ঙ্গে ভারত সরকারকে রাজনৈতিক নেতাদের এ ধরনের আপত্তিকর ও অগ্রহণ‌যোগ‌্য কাজ করা থেকে বিরত থাকার পরামর্শের আহ্বান জানানো হ‌য়ে‌ছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, প্রতিবেশী দেশের নাগরিকদের বিরুদ্ধে দায়িত্বশীল অবস্থান থেকে আসা এই ধরনের মন্তব্য দুটি বন্ধুত্বপূর্ণ দেশের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও বোঝাপড়ার মনোভাবকে ক্ষুণ্ন করে।

এর আগে শুক্রবার ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ঝাড়খণ্ডে এক নির্বাচনী সমাবেশে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের উল্টো ঝুলিয়ে সোজা করবেন বলে হুমকি দেন।

তিনি বলেন, ঝাড়খণ্ডে বিজেপি সরকার গঠন করতে পারলে প্রত্যেক বাংলাদেশি অনুপ্রবেশকারীকে খুঁজে বের করে উল্টো ঝুলিয়ে রাখা হবে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৩/০৯/২০২৪

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লাঃ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) নতুন প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন গণিত বিভাগের অধ্যাপক ড. মো. আবদুল হাকিম।

সোমবার রেজিস্ট্রার মো. মজিবুর রহমান মজুমদারের স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তি থেকে জানা যায়, গণিত বিভাগের অধ্যাপক ড. মো. আবদুল হাকিমকে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সংশোধিত আইন-২০১৩ এর তফসিলের ১৫ (১) ধারা অনুযায়ী প্রক্টর হিসেবে নিয়োগ প্রদান করা হলো।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৩/০৯/২০২৪

রংপুরঃ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরের নতুন প্রক্টর হিসেবে দায়িত্ব পেয়েছেন ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান।

সোমবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলীর অনুমোদনক্রমে রেজিস্ট্রার স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে এ পদে দায়িত্ব প্রদান করা হয়।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৩/০৯/২০২৪

নিজস্ব প্রতিবেদক, যশোরঃ সংক্ষিপ্ত সিলেবাসের দাবিতে যশোরে সড়ক অবরোধ করেছে ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীরা।

সোমবার (২৩ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে শহরের মুজিব সড়ক অবরোধ করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা।

শহরের বিভিন্ন স্কুলের ষষ্ঠ থেকে নবম শ্রেণির দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। এতে শহরে যানজটের সৃষ্টি হয়। পরবর্তীতে শিক্ষার্থীরা জেলা প্রশাসক ও শিক্ষা অফিসারের কাছে স্মারকলিপি দেন।

অষ্টম শ্রেণির শিক্ষার্থী অনিন্দ্য বসু জানান, বিগত সরকারের আমলে আমরা ষষ্ঠ থেকে নবম শ্রেণি পর্যন্ত নতুন কারিকুলামের অধীনে ছিলাম। কোটা সংস্কার আন্দোলন থেকে সরকার পতনের আন্দোলন পর্যন্ত এক মাস ক্লাস বন্ধ ছিল। আমাদের পড়াশোনায় ব্যাঘাত ঘটেছে। নতুন সরকার আসার পর বার্ষিক পরীক্ষার নতুন সিলেবাস দেওয়া হয়েছে। সিলেবাস অনুযায়ী ১৪টি বিষয়ে পূর্ণ নম্বরে পরীক্ষা অনুষ্ঠিত হবে। কিন্তু দুই মাসে পূর্ণ নম্বরের সিলেবাস সম্পন্ন করা আমাদের জন্য খুবই কষ্টকর। এজন্য আমরা দুটি দাবি করছি। এক. সিলেবাস সংক্ষিপ্ত করতে হবে। দুই. চারটি বিষয়ের পরীক্ষা বাতিল করতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে।

আরেক শিক্ষার্থী মুনতাসির নাঈম বলেন, পূর্বের সরকারের নতুন কারিকুলাম অনুযায়ী, মশারি টানানো, খিচুড়ি রান্না শিখেছি। বই পড়ানো হয়নি। এখন নতুন সরকার আবার নতুন নিয়মে পরীক্ষার সিলেবাস দিয়েছে। দুই মাসে কীভাবে আমরা সিলেবাস সম্পন্ন করব? তাই সংক্ষিপ্ত সিলেবাসের দাবিতে আন্দোলন করছি। এ বিষয়ে শিক্ষা উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৩/০৯/২০২৪

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নতুন প্রো-ভিসি (প্রশাসন) হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. কামাল উদ্দিন। এছাড়াও ফিন্যান্স বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খানকে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (একাডেমিক) পদে নিয়োগ দেয়া হয়েছে।

সোমবার রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মো. শাহিনুর ইসলামের স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে বিষয়টি জানানো হয়। কয়েকটি শর্তে তাদের এ নিয়োগ প্রদান করা হয়।

শর্তগুলোর মধ্যে রয়েছে-প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে তাদের নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ হতে চার বছর হবে। উপর্যুক্ত পদে বর্তমান পদের সমপরিমাণ বেতনভাতা পাবেন। বিধি অনুযায়ী পদ সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন এবং সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান। বিশ্ববিদ্যালয়ের সংবিধি ও আইন দ্বারা নির্ধারিত ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন এবং রাষ্ট্রপতি প্রয়োজন মনে করলে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৩/০৯/২০২৪

যশোরঃ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ। আগামী চার বছর তিনি এ দায়িত্ব পালন করবেন।

সোমবার (২৩ সেপ্টেম্বর) রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মোছা. রোখছানা বেগমের স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে বিষয়টি জানানো হয়।

উপাচার্য নিয়োগের প্রজ্ঞাপনে বলা হয়, উপাচার্য হিসেবে তার নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ হতে ৪ (চার) বছর হবে। পদে থাকাকালীন তিনি তার বর্তমান পদের সম-পরিমাণ বেতন-ভাতা পাবেন। তিনি বিধি অনুযায়ী ভাইস চ্যান্সেলর পদের সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য সুবিধাও পাবেন। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিক বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থান করবেন। মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৩/০৯/২০২৪

magnifiermenu linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram