মঙ্গলবার, ২৪শে সেপ্টেম্বর ২০২৪

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইলঃ টাঙ্গাইলে ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণি পর্যন্ত সিলেবাস সংস্কারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার দুপুরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উদ্যোগে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এ সময় বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর শিক্ষার্থী ইয়ান আরিয়ান, রাফিন, ৮ম শ্রেণির শিক্ষার্থী মো. সোয়াদ, মহিউদ্দিন মাহিসহ সৃষ্টি স্কুল, পুলিশ লাইন আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানায়, বর্তমান সিলেবাস অত্যাধিক ভারী, ফলে তাদের পড়াশোনার প্রতি আগ্রহ কমে যাচ্ছে এবং মানসিক চাপ বেড়ে যাচ্ছে। তারা দাবি করেন, সিলেবাস সংক্ষিপ্ত করা হলে তাদের পড়াশোনার পাশাপাশি অন্যান্য কার্যকলাপেও অংশগ্রহণের সুযোগ বাড়বে।

এ সময় বক্তারা বলেন, শিক্ষা ব্যবস্থা সংস্কারের জন্য সরকারের মনোযোগ প্রয়োজন। তারা শিক্ষকদেরও সমর্থন কামনা করেন, যারা তাদের দাবি বিষয়ে সোচ্চার হতে পারেন।

মিছিলে অংশ নেয়া শিক্ষার্থীরা জানায়, তারা তাদের আন্দোলন অব্যাহত রাখবেন, যতদিন না তাদের দাবি পূরণ হয়। পরে গাইবান্ধা জেলা শিক্ষা অফিসারের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করলে পরবর্তীতে জেলা শিক্ষা অফিসারের আশ্বাসের ভিত্তিতে শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি প্রত্যাহার করে নেয়।

মানববন্ধনে উপস্থিত শিক্ষার্থীরা বর্তমান সিলেবাস সংস্কার করে একটি গ্রহণযোগ্য সিলেবাসের দাবি জানান।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২২/০৯/২০২৪

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির (বাউয়েট) আইন ও বিচার বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দ্বায়িত্ব পেয়েছেন সহকারী অধ্যাপক রুমানা শারমিন বর্ষা।

গত ২৮ আগস্ট থেকে এই আদেশ কার্যকর হয় এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত তা বলবৎ থাকবে। একই সঙ্গে রুমানা শারমিন বর্ষাকে নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে বনলতা হলের প্রভোস্ট হিসেবেও দায়িত্ব প্রদান করা হয়েছে।

রুমানা শারমিন বর্ষা ২০২৩ সালের ৯ জুলাই বাউয়েটের আইন ও বিচার বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে যোগদান করেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে এলএলবি (অনার্স) এবং এলএলএম ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের ল’ ডিসিপ্লিনের অধীনে পিএইচডি প্রোগ্রামে অধ্যয়নরত।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২২/০৯/২০২৪

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ দেশের বিভিন্ন উপজেলায় কর্মরত ১৫৫ জন সহকারী প্রাথমিক উপজেলা শিক্ষা কর্মকর্তা পদোন্নতি পতে যাচ্ছেন। এ সংক্রান্ত একটি চিঠিতে সই করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা বিধান রঞ্জন রায়।

রবিবার (২২ সেপ্টেম্বর) বিকেলে প্রাথমিকের সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তাদের পদোন্নতি সংক্রান্ত ফাইল অনুমোদন হয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদের দপ্তরে পাঠানো হয়। প্রাথমিকের সচিবও এ ফাইলে সই করেছেন।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট শাখার কর্মকর্তারা জানান, পদোন্নতির জন্য ১৮৩ জনের একটি শর্টলিস্ট করা হয়েছিল। সেই তালিকা থেকে ২৮ জন বাদ পড়েছেন। আর ১৫৫ জন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা পদোন্নতি পেতে যাচ্ছেন। এ সংক্রান্ত ফাইল অনুমোদন হয়েছে।

কর্মকর্তারা আরও জানান, সোমবার (২৩ সেপ্টেম্বর) পদোন্নতিপ্রাপ্তদের বিষয়ে আদেশ জারি হতে পারে। সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা থেকে তারা উপজেলা শিক্ষা কর্মকর্তা হিসেবে পদোন্নতি পাচ্ছেন। শিগগির তাদের পদায়ন করা হবে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২২/০৯/২০২৪

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তির স্কুল-কলেজের ই-রেজিস্ট্রেশনের কার্যক্রম শুরু করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।

রবিবার (২২ সেপ্টেম্বর) এনটিআরসিএ সদস্য (শিক্ষাতত্ত্ব ও শিক্ষামান) মুহাম্মদ নুরে আলম সিদ্দিকী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ই-রেজিস্ট্রেশনের কার্যক্রম শুরুর কথা জানানো হয়।

জানা গেছে, আজ রবিবার থেকে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানরা অনলাইনে ই-রেজিস্ট্রেশন করতে পারবেন। আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এ কার্যক্রম চলবে। প্রতিষ্ঠানের ই-রেজিস্ট্রেশন সংক্রান্ত তথ্য সংশ্লিষ্ট ওয়েবসাইটে পাওয়া যাবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি) শিক্ষকদের শূন্যপদ সংক্রান্ত তথ্য অনলাইনে সংগ্রহের উদ্দেশ্যে এনটিআরসিএ কর্তৃক ই- রেজিস্ট্রেশন কার্যক্রম ২২ সেপ্টেম্বর থেকে শুরু হবে। ই-রেজিস্ট্রেশন সংক্রান্ত বিস্তারিত তথ্য এনটিআরসিএ-এর ওয়েবসাইটে (www.ntrca.gov.bd) “ই-রেজিস্ট্রেশন” নামক সেবাবক্সে ই- রেজিস্ট্রেশন নির্দেশিকা নামক মেন্যুতে দেয়া আছে। উক্ত নির্দেশিকা অনুযায়ী আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে ই-রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করার জন্য অনুরোধ করা হলো। ই-রেজিস্ট্রেশন ব্যতীত কোন শিক্ষা প্রতিষ্ঠান শূন্য পদের তথ্য এনটিআরসিএ-তে প্রেরণের সুযোগ নেই বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২২/০৯/২০২৪

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ ‘দশম গ্রেড আমাদের দাবি নয়, আমাদের অধিকার’ এ স্লোগানকে সামনে রেখে প্রাথমিক সহকারী শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে নেত্রকোণায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

রবিবার দুপুর ১২টার দিকে নেত্রকোণা পিটিআইয়ের বিটিপিটি প্রশিক্ষণার্থীরা জেলা শহরে বিক্ষোভ মিছিল বের করে জেলা প্রেসক্লাবের সামনে এসে এ মানববন্ধন কর্মসূচি পালন করে।

মানববন্ধন কর্মসূচি চলাকালে এক দফা দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়ে বক্তব্য দেন, খালিয়াজুরি উপজেলার ফরিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা জাকিয়া আক্তার, কেন্দুয়া উপজেলার কুতুবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ইসরাত নুর শিলা, আটপাড়া উপজেলার পাইকদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শফিকুল আলম, খালিয়াজুরি উপজেলার পাঁচহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আলী জাবেদ, পূর্বধলা উপজেলার হলুদাটি-কাকুড়কান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাকিয়া সুলতানা ও খালিয়াজুরি উপজেলার বানুয়ারী জুয়েল চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আজহারুল হকসহ অন্যান্য প্রশিক্ষণার্থী শিক্ষক ও শিক্ষিকাবৃন্দ।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২২/০৯/২০২৪

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ বেশ কিছুদিন ধরে শোনা যাচ্ছে সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩৫ করা হচ্ছে। এ নিয়ে বিভিন্ন মাধ্যমে সংবাদও প্রচার করা হয়েছে। এবার এমন খবরে কান না দেওয়ার বার্তা দিয়ে বিষয়টিকে গুজব বলে উড়িয়ে দিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব ড. মো. মোখলেসউর রহমান।

রবিবার (২২ সেপ্টেম্বর) সচিবালয়ে এ বিষয়ে জানতে চাইলে গণমাধ্যমকর্মীদের সঙ্গে তিনি এমন মন্তব্য করেন।

‘সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩৫ করা হচ্ছে, এটা নিয়ে একটা দরখাস্ত এসেছে, আপনারা কী সিদ্ধান্ত নিয়েছেন’, এক সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে জনপ্রশাসন সচিব বলেন, ‘আমার একটাই উত্তর গুজবে কান দেবেন না। আমি এক কথায় বলে দিলাম, গুজবে কান দেবেন না।’

উল্লেখ্য, সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩৫ করা নিয়ে দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রাম করছেন চাকরিপ্রত্যাশীরা। এ অবস্থার মধ্যেই সরকারি চাকরিতে প্রবেশের ক্ষেত্রে বয়সসীমা ৩৫ বছর ও অবসরের বয়স ৬৫ বছর করার বিষয়ে সম্প্রতি বিসিএস প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন থেকে মন্ত্রিপরিষদ বিভাগে একটি চিঠি দেওয়া হয়। তবে বিষয়টি যেহেতু জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মপরিধির আওতার মধ্যে পড়ে, তাই এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দাবি-সংক্রান্ত সেই চিঠি বা প্রস্তাব জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠিয়েছিল মন্ত্রিপরিষদ বিভাগ।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২২/০৯/২০২৪

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সহকারী প্রেস সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন তথ্য অধিদপ্তরের সিনিয়র তথ্য অফিসার (গ্রেড-৬) আশরোফা ইমদাদ।

রবিবার তাকে প্রেষণে এ নিয়োগ দিয়ে  জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, ‘প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস যতদিন এ পদ অলংকৃত করবেন অথবা তার সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) এ নিয়োগ কার্যকর থাকবে।’

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছিলেন আশরোফা ইমদাদ। বিসিএস (তথ্য-সাধারণ) ক্যাডারের ৩৫তম ব্যাচের সদস্য তিনি।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২২/০৯/২০২৪

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ মাধ্যমিক বিদ্যালয় ও উচ্চ মাধ্যমিক কলেজের ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের জুলাই-সেপ্টেম্বর ২০২৪ (তিন মাস) এর মাল্টিমিডিয়া শ্রেণি কার্যক্রমের তথ্য প্রেরণের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

রবিবার মাউশির মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন উইংয়ের পরিচালক প্রফেসর মো: আমির হোসেন স্বাক্ষরিত জরুরী বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়,  মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন উইং মাঠ পর্যায়ের শ্রেণি শিক্ষকগণ কর্তৃক MMC app এর মাধ্যমে আপলোডকৃত ক্লাস এর ভিত্তিতে মাল্টিমিডিয়া শ্রেণি কার্যক্রমের মনিটরিং প্রতিবেদন নিয়মিতভাবে উর্ধ্বত্বন কর্তৃপক্ষের নিকট দাখিল করে থাকে। কিন্তু MMC app এ যান্ত্রিক ত্রুটির কারণে মাউশি'র আওতাধীন মাঠ পর্যায়ের কোন শ্রেণি শিক্ষক তাদের গৃহীত এমএমসি ক্লাসসমূহ আপলোড দিতে পারছেন না। উল্লেখ্য যে, শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক চাহিত এপিএ'র অন্যতম সূচক হলো মাঠ পর্যায় হতে প্রাপ্ত এমএমসি ক্লাস যা প্রতিবেদন আকারে ত্রৈমাসিক ভিত্তিতে মাউশি হতে শিক্ষা মন্ত্রণালয়ে প্রেরণ করার বাধ্যবাধকতা রয়েছে।

এমতাবস্থায়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন সকল আঞ্চলিক উপ-পরিচালকগণ (মাধ্যমিক) তাঁদের নিজ নিজ অঞ্চলের সংশ্লিষ্ট উপজেলা/ থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাগণের নিকট হতে সকল মাধ্যমিক বিদ্যালয় ও উচ্চ মাধ্যমিক কলেজের ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের জুলাই-সেপ্টেম্বর ২০২৪ (তিন মাস) এর গৃহীত এমএমসি ক্লাসের তথ্য সংগ্রহপূর্বক তা সার-সংক্ষেপ আকারে সংযুক্ত ছক মোতাবেক আগামী ৩০/০৯/2024 তারিখের মধ্যে মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন উইং এর ই-মেইল- [email protected] এ প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

উল্লেখ্য যে, আঞ্চলিক উপ-পরিচালক (মাধ্যমিক) ব্যতীত মাঠ পর্যায়ের অন্য কোন শিক্ষা কর্মকর্তা বা কোন শিক্ষা প্রতিষ্ঠান হতে মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন উইং এর ই-মেইলে আলাদাভাবে এ সংক্রান্ত কোন তথ্য প্রেরণের প্রয়োজন নেই। বিষয়টি অতীব জরুরী।

 

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২২/০৯/২০২৪

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ আন্তর্জাতিক মাতৃভাষা জাতীয় পদক ২০২৫-এর জন্য আবেদন করার সময় বেড়েছে ৩০ অক্টোবর পর্যন্ত। এর আগে এই আবেদনের সময় ১৫ সেপ্টেম্বর পর্যন্ত ছিলো।

রবিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়,   আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট কর্তৃক প্রদত্ত ‘আন্তর্জাতিক মাতৃভাষা পদক ২০২৫-এর প্রস্তাব আহ্বান' ও 'International Mother Language Award 2025'-এর আবেদনপত্র/প্রস্তাব গ্রহণের সময়সীমা ১৫ই সেপ্টেম্বর ২০২৪ থেকে বর্ধিত করে ৩০শে অক্টোবর ২০২৪ পযর্ন্ত করা হয়েছে (বিজ্ঞপ্তি সংযুক্ত)। এ পরিপ্রেক্ষিতে সময়সীমা বৃদ্ধির বিজ্ঞপ্তি দুটি বহুল প্রচারের লক্ষ্যে আপনার প্রতিষ্ঠানের ওয়েবসাইটে অবিলম্বে আপলোড করা প্রয়োজন।

বর্ণিত অবস্থায়, এতদ্‌সঙ্গে সংযুক্ত ‘আন্তর্জাতিক মাতৃভাষা পদক ২০২৫-এর প্রস্তাব আহ্বান' ও ‘International Mother ক্রমিক নং Language Award 2025'-এর আবেদনপত্র/প্রস্তাব গ্রহণের সময়সীমা বর্ধিতকরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি দুটি আপনার প্রতিষ্ঠানের সহকারী ওয়েবসাইটে আপলোড করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আপনাকে বিশেষভাবে অনুরোধ করা হলো।

এর আগে গত ২৪ জুলাই শিক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়,   মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী আন্তর্জাতিক মাতৃভাষা জাতীয় পদক-২০২৫ এবং আন্তর্জাতিক মাতৃভাষা আন্তর্জাতিক পদক-২০২৫ দেবেন। এর প্রেক্ষিতে ২০১৯ খ্রিষ্টাব্দে প্রকাশিত মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের পদক নীতিমালা প্রজ্ঞাপন অনুযায়ী জাতীয় পর্যায়ে দুইটি আন্তর্জাতিক মাতৃভাষা জাতীয় পদক দেয়ার জন্য বাংলাদেশি নাগরিক অথবা বাংলাদেশে অবস্থিত প্রতিষ্ঠান বা সংস্থার কাছ থেকে নির্ধারিত ছকে আবেদনপত্র আহ্বান করেছে শিক্ষা মন্ত্রণালয়। আবেদন পাঠানোর ছকটি ওয়েবসাইটের আন্তর্জাতিক মাতৃভাষা পদক নীতিমালা ২০১৯-এর ক/খ অংশে পাওয়া যাবে।

নীতিমালা এবং ছকটি আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের ওয়েবসাইট www.imli.gov.bd থেকে ডাউনলোডও করা যাবে।
পদক নীতিমালা প্রজ্ঞাপনের অনুচ্ছেদ ৭-এ পদক পাওয়ার যোগ্যতা এবং অনুচ্ছেদ ৮-এর নির্দেশনা অনুযায়ী আবেদনপত্র আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের পরিচালক বরাবর তিন কপি আবেদন ৩০ অক্টোবর বিকেল ৫টার মধ্যে ডাকযোগে বা কুরিয়ার সার্ভিস যোগে বা সরাসরি পাঠাতে হবে।

একই সঙ্গে আবেদনপত্র এমএস ওয়ার্ড ও পিডিএফ আকারে [email protected] এই ইমেইলে পাঠিয়ে [email protected] এই ইমেইলে প্রমাণক পাঠাতে হবে। ৩০ অক্টোবর অফিস সময়ের পর পাঠানো আবেদনপত্র (হার্ড ও সফট কপি) কোনোভাবেই গ্রহণ করা হবে না।

উল্লেখ্য, পদকের জন্য মনোনীত প্রার্থীর ডিসেম্বর ২০২৪ পর্যন্ত বিশেষ অবদান বা প্রতিষ্ঠানের সার্বিক অবদান বিবেচনাযোগ্য হবে।

পদক হিসেবে আঠারো ক্যারেট মানের ৩৫ গ্রাম ওজনের একটি স্বর্ণপদক, সম্মাননাপত্র এবং চার লাখ টাকা কিংবা চার লাখ টাকা সমমূল্যের ইউএস ডলার দেয়া হবে।

ডাকযোগে পাঠানোর ঠিকানা: পরিচালক, আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট (আমাই) শহীদ ক্যাপ্টেন মনসুর আলী সরণি। ১/ক, সেগুনবাগিচা, ঢাকা-১০০০।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২২/০৯/২০২৪

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ ট্রাস্ট ও অন্যান্য সংস্থা পরিচালিত স্কুল-কলেজের পরিচালনা কমিটি গঠনের বিষয়ে স্পষ্টীকরণ প্রজ্ঞাপন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এসব শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সভাপতি মনোনয়ন আগের মতোই সংস্থা প্রধান দেবেন। পরিচালনা কমিটির সভাপতির দায়িত্ব নিয়ে সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনের আওতার বাইরে থাকবে এসব শিক্ষাপ্রতিষ্ঠান।

রবিবার (২২ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে এ প্রজ্ঞাপন প্রকাশ করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, গভর্নিংবডি-ম্যানেজিং কমিটি গঠন সংক্রান্ত প্রবিধানমালা-২০২৪ এর প্রবিধি ৬৩-তে উল্লিখিত ট্রাস্ট, মিশনারি, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, কালেক্টরেট, পুলিশ লাইন, পৌরসভা, সিটি কর্পোরেশন, জেলা পরিষদ, রেলওয়ে, বিশ্ববিদ্যালয়, শিক্ষা বোর্ড বা অন্য কোনো সংস্থা বা ফাউন্ডেশন পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ২০ আগস্টের ১৮৩ নম্বর প্রজ্ঞাপনের আওতা বহির্ভূত থাকবে।

অর্থাৎ বিভাগীয় কমিশনার-জেলা প্রশাসক ও উপজেলা নিবার্হী কর্মকর্তা এবং তার মনোনীত প্রার্থী এসব শিক্ষাপ্রতিষ্ঠানে সভাপতি হতে পারবেন না।

এদিকে ২০ আগস্ট এক প্রজ্ঞাপনে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিংবডি ও ম্যানেজিং কমিটির সভাপতি পদে বিভাগীয় কমিশনার-জেলা প্রশাসক ও উপজেলা নিবার্হী কর্মকর্তা বা তাদের মনোনীত প্রার্থীকে দায়িত্ব দেয়ার নির্দেশ দেয় শিক্ষা মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়, বর্তমান পরিস্থিতিতে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিংবডি ও ম্যানেজিং কমিটির সভাপতি পদে বেসরকারি ‘শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিংবডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা, ২০২৪-এর ৬৮ অনুযায়ী নির্দেশনা দেয়া হলো।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২২/০৯/২০২৪

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. মো: হায়দার আলী। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত আছেন।

রবিবার শিক্ষা মন্ত্রণালযয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখার উপসিচব মোঃ শাহীনুর ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাকে এ পদে নিয়োগ প্রদান করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে কুমিল্লা বিশ্ববিদ্যালয় আইন, ২০০৬ এর ১০(১) ধারা অনুযায়ী প্রফেসর ড. মো: হায়দার আলী, কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়-কে উক্ত বিশ্ববিদ্যালয়ে ভাইস- চ্যান্সেলর পদেনিয়োগ প্রদান করা হলো।

নিয়োগের শর্তে বলা হয়েছে,  ভাইস-চ্যান্সেলর হিসেবে তাঁর নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ হতে ৪ (চার) বছর হবে।  উপর্যুক্ত পদে তিনি তাঁর বর্তমান পদের সমপরিমাণ বেতন ভাতাদি পাবেন। তিনি বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থান করবেন এবং মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২২/০৯/২০২৪

নিজস্ব প্রতিবেদক, যশোরঃ স্থায়ী উপাচার্য নিয়োগের দাবিতে মানববন্ধন করেছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) সাধারণ শিক্ষার্থীরা। এসময় তারা শিক্ষা উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে (ইউজিসি) ৪৮ ঘণ্টার মধ্যে উপাচার্য নিয়োগ দেওয়ার জন্য আলটিমেটাম দেন। ৪৮ ঘণ্টার মধ্যে উপাচার্য নিয়োগ দেয়া না হলে কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা ।

রবিবার  (২২ সেপ্টেম্বর) বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের সমন্বয়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য না থাকায় প্রশাসনিক কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে। এর ফলে শিক্ষার্থীদের শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে নানা প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হচ্ছে। জরুরী আর্থিক ও প্রশাসনিক দায়িত্বে থাকা ব্যক্তির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের দীর্ঘমেয়াদী উন্নয়ন এবং শিক্ষার মান বজায় রাখা সম্ভব নয় বলে শিক্ষার্থীরা মনে করছেন।

এ বিষয়ে মানববন্ধনে অংশ নেয়া কেমিকৌশল বিভাগের শিক্ষার্থী মেহেদী হাসান বলেন, আজকের মানববন্ধনে আমাদের প্রধান দাবি হলো একজন স্থায়ী উপাচার্য নিয়োগ। প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টার কাছে আমাদের অনুরোধ, যেন দ্রুত আমাদের বিশ্ববিদ্যালয়ে একজন স্থায়ী উপাচার্য দেয়া হয়। কারণ, বিশ্ববিদ্যালয়ের অনেক কাজ এবং শিক্ষার্থীদের অনেক দাবি আটকে রয়েছে, যা স্থায়ী উপাচার্য ছাড়া সমাধান সম্ভব নয়। জরুরী আর্থিক ও প্রশাসনিক দায়িত্বে থাকা স্যারের দায়িত্বের সীমাবদ্ধতা আছে, তিনি সব কিছু করতে পারেন না। আমরা এখানে কোনো বিরোধিতা করতে আসিনি; আমরা শুধু চাই, আমাদের সমস্যার সমাধানের জন্য একজন স্থায়ী উপাচার্য নিয়োগ করা হোক। আমরা এমন একজন উপাচার্য চাই, যিনি কোনো লেজুড়বৃত্তিক রাজনৈতিক মতাদর্শের অনুসারী হবেন না, ভালোমানের গবেষক হবেন।'

পরিবেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের শিক্ষার্থী হাবিব আহমেদ শান বলেন, 'প্রশাসনিক ও আর্থিক দায়িত্বপ্রাপ্ত স্যার আমাদের সকল দাবি মেনে নিতে পারছেন না। তার কাছে আমরা আমাদের দাবিগুলো নিয়েও যেতে পারছি না কারণ তার ক্ষমতার সীমাবদ্ধতা রয়েছে। অতীতে আমাদের ক্যাম্পাসে রাজনৈতিক এবং দুর্নীতি বিষয়ক নানা অনৈতিক কার্যক্রম হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত এর কোনো কার্যকর সমাধান হয়নি, তার সাথে জড়িত ব্যাক্তিরাও ক্যাম্পাসে রয়েছে। তাছাড়া দায়িত্বের সীমাবদ্ধতায় অনেক কাজেরই সমস্যা হচ্ছে, এই সমস্যাগুলোর সমাধান একজন স্থায়ী উপাচার্য ছাড়া সম্ভব নয়। যেহেতু বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য নিয়োগ হয়েছে, আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ে দ্রুত স্থায়ী উপাচার্য নিয়োগের জোর দাবি জানাচ্ছি। আমাদের দাবি যদি আগামী ৪৮ ঘণ্টার মধ্যে মানা না হয়, তাহলে আমরা আরো কঠোর আন্দোলনে যাব।'

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২২/০৯/২০২৪

magnifiermenu linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram