শনিবার, ২১শে সেপ্টেম্বর ২০২৪

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ বাংলাদেশ রেফারেন্স ইন্সটিটিউট ফর কেমিক্যাল মেজারমেন্টসের (বিআরআইসিএম) চীফ সায়েন্টিফিক অফিসার ও মহাপরিচালক (অতি. দা.) মালা খানের কার্যালয়ে গোপন কক্ষ নিয়ে গণমাধ্যমে সম্প্রতি সংবাদ প্রচার হয়েছে। তার রেশ কাটতে না কাটতেই প্রতিষ্ঠানটির ডিজি মালা খানের ডিগ্রি, তার কাজের অভিজ্ঞতা, বিভিন্ন গবেষণায় দুর্নীতি ও অফিস সিন্ডিকেট করে অর্থ হাতিয়ে নেওয়ার অনিয়ম করতেন বলে অভিযোগ করেছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তা ও কর্মচারীরা।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে বিআরআইসিএম মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন তারা। এসময় লিখিত বক্তব্য পাঠ করেন বৈজ্ঞানিক কর্মকর্তা মনিরুজ্জামান। পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন আরেক বৈজ্ঞানিক কর্মকর্তা মশিউর রহমান।

লিখিত বক্তব্যে মনিরুজ্জামান অভিযোগ করেন, মালা খান আমেরিকান ওয়ার্ল্ড ইউনিভার্সিটি থেকে ভুয়া ডিগ্রী নিয়েছিলেন। এছাড়াও বিআরআইসিএমের প্রধান হওয়ার জন্য ১৪ বছরের অভিজ্ঞতা থাকার যে নিয়ম তা মালা খানের ছিল না। তার প্রথম শ্রেণীর বিজ্ঞান গবেষণামূলক চাকরির অভিজ্ঞতা ছিল ৮ বছর ৭ মাস। এর মধ্যে বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে তার ৬ বছর এবং ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে ২ বছর ৭ মাস অভিজ্ঞতা ছিল। পাশাপাশি নিবন্ধনহীন একটি প্রতিষ্ঠান থেকে কম্পিউটার সায়েন্সের ছাত্রী হয়েও রসায়ন বিষয়ে তার পিএইচডি নিয়ে শিক্ষা মন্ত্রণালয় প্রশ্ন তুলেছে। যার প্রেক্ষিতে মালা খান ২০১৭ সালের দুইটি এবং ২০১৮ সালের একটি মামলা করেন। সেই মামলাগুলো এখনো চলমান রয়েছে বলে জানান তিনি।

এসব অভিযোগ ছাড়াও মালা খানের স্বামী মোস্তফা আনোয়ার এবং তার মেয়ের নামে বিপুল অর্থ গড়ে তোলার অভিযোগ করা হয় সংবাদ সম্মেলনে। পাশাপাশি মালা খান কয়েকটি প্রাইভেট ব্যাংকে ২০ কোটি টাকা গচ্ছিত রেখেছেন বলেও দাবি করা হয়। সংবাদ সম্মেলনে সম্প্রতি প্রচারিত একটি প্রাইভেট চ্যানেলে মান মালা খানের গোপন কক্ষের ভিডিও নিয়ে বলা হয়, এই কক্ষটি আগে থেকেই ছিল। কিন্তু কর্মকর্তা-কর্মচারীরা ভয়ে কোনো কিছু বলতেন না। সরকার পতন হয়েছে ফলে এখন তারা মুখ খুলতে শুরু করেছেন।

শেষে বৈজ্ঞানিক মনিরুজ্জামান মালা খানকে প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তার পর থেকে অব্যাহতি দিয়ে অভিযোগের সুস্থ তদন্ত দাবি করেন। একইসঙ্গে তার বিরুদ্ধে চলমান মামলার কার্যক্রম আবারও শুরু করে প্রমাণ সাপেক্ষে রায় দিয়ে দৃষ্টান্তমূলক শাস্তিও দাবি করেন তিনি।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১২/০৯/২০২৪

নোয়াখালীঃ অধ্যক্ষ, উপাধ্যক্ষসহ চার শিক্ষকের পদত্যাগের দাবিতে নোয়াখালী মেডিকেল কলেজে দ্বিতীয় দিনের মতো চলছে কমপ্লিট শাটডাউন। এতে একাডেমিক কার্যক্রমসহ কলেজে অচলাবস্থা দেখা দিয়েছে। বুধবার (১১ সেপ্টেম্বর) থেকে ক্যাম্পাসটির ভেতরে কেউ ঢুকতে এবং কেউ বের হতেও পারছে না।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দ্বিতীয় দিনের মতো একই কর্মসুচী বলবৎ ছিল। শিক্ষার্থীরা বলছে, চার শিক্ষক পদত্যাগ না করা পর্যন্ত এই কর্মসূচী অব্যাহত থাকবে। আর পদত্যাগ না করলে তারা অনশনের মতো কর্মসূচী ঘোষণা করবে।

গত রবিবার (৮ সেপ্টেম্বর) থেকে স্বৈরাচার আখ্যা দিয়ে মেডিকেল কলেজের অধ্যক্ষ সৈয়দ জাকির হোসাইন, উপাধ্যক্ষ মাহবুবুর রহমান, ফরেনসিক মেডিসিন বিভাগের শিক্ষক রিয়াজ উদ্দিন ও সার্জারি বিভাগের শিক্ষক সৈয়দ কামরুল হোসাইনের পদত্যাগের দাবিতে বিক্ষোভ কর্মসূচি দেয় শিক্ষার্থীরা। এ দাবিতে শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচী পালন করে এবং শিক্ষকদের কুশপুত্তলিকা দাহ করে। পরে তারা চার শিক্ষকের পদত্যাগের দাবিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দেয়। কিন্তু চার শিক্ষক পদত্যাগ না করায় এবং প্রশাসন নিশ্চুপ থাকায় শিক্ষার্থীরা বুধবার (১১ সেপ্টেম্বর) থেকে কলেজে কমপ্লিট শাটডাউন ঘোষণা করে এবং অধ্যক্ষসহ চার শিক্ষককে অবাঞ্ছিত ঘোষণা করে।

নোয়াখালী মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আনাস বিন ইকবাল বলেন, চার শিক্ষক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্রদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন। তারা আন্দোলনকে কটাক্ষ করে মন্তব্যও করেছিলেন।

দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী কেফায়েত উল্যাহ বলেন, আমাদের দাবি মানা না পর্যন্ত কর্মসূচী অব্যাহত থাকবে। পদত্যাগ না করলে আরও কঠোর কর্মসুচী দেওয়া হবে।

তৃতীয় বর্ষের শিক্ষার্থী লুৎফুর বিন আরাফাত বলেন, আমাদের এই শাট ডাউনকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য একটি পক্ষ ষড়যন্ত্র শুরু করেছে। তারা কলেজ ক্যাম্পাসে বিভ্রান্তকর তথ্য ছড়াচ্ছে।

তানজিদ আল নাহিয়ান নামে তৃতীয় বর্ষের শিক্ষার্থী বলেন, আমরা শ্রেনী কক্ষে ফিরে যেতে চাই। চার শিক্ষক পদত্যাগ করলে সহজেই সমস্যার সমাধান হয়ে যায়।

রায়হান তালুকদার নামে প্রথম বর্ষের আরেক শিক্ষার্থী বলেন, কয়েকদিন পর পরীক্ষা হওয়ার কথা। কিন্তু শিক্ষকরা আমাদের দাবি মেনে নিচ্ছেন না। তারা পদত্যাগ না করা পর্যন্ত ক্যাম্পাসের অচলাবস্থার অবসানও হবে না। ফলে শিক্ষাজীবন নিয়ে শঙ্কিত আমরা।

নোয়াখালী মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা: কামরুল ইসলাম বলেন, আমার বিরুদ্ধে নকি অভিযোগ আমি তা জানিনা। শিক্ষার্থীরা কি নিয়ে পদত্যাগের দাবী করছে, সেটাও আমার কাছে বোধগম্য নয়। শিক্ষার্থীরা যে ভাষায় শিক্ষকদের আক্রমন করছে তা অশালীন।

এই বিষয়ে কথা বলার জন্য নোয়াখালী মেডিকেল কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষকে একাধিকবার ফোন দেয়া হলেও তারা রিসিভ করেননি।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১২/০৯/২০২৪

সম্মানিত শিক্ষক ও কর্মচারীবৃন্দ
শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের পক্ষ থেকে শুভেচ্ছা নিবেন।

শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের সংগ্রামী সভাপতি অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়ার নেতৃত্বে আসন্ন বিশ্ব শিক্ষক দিবস-২০২৪ উপলক্ষ্যে শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের পক্ষ থেকে স্বরণিকা প্রকাশিত হবে। এই স্বরণিকায় একই কারিকুলামের অধীনে থেকেও সরকারি ও বেসরকারি শিক্ষকদের মধ্যে বিশাল বৈষম্য, বিগত সরকারের আমলে নির্যাতিত শিক্ষক-কর্মচারীদের জীবনগাঁথা ও দুর্দশা নিয়ে এবং  শিক্ষা কারিকুলামের পরিবর্তন /পরিবর্ধন এবং শিক্ষার মানোন্নয়নে করণীয় নিয়ে লেখা পাঠানোর জন্য আহ্বান করা হয়েছে।

বিশ্ব শিক্ষক দিবস-২০২৪ দিবস উপলক্ষে এই স্বরণিকা হবে শিক্ষা ও শিক্ষক ভাবনার এক দূরদর্শী চিন্তার ফসল। লেখা পাঠানোর শেষ তারিখ ২০ সেপ্টেম্বর ২০২৪ খ্রীঃ।

লেখা পাঠানোর ঠিকানা:
এ. এইচ. এম সায়েদুজ্জামান
মোবাইলঃ 01991992222
ইমেইলঃ Sayedzamanwlfsac.gmail.com

বিজ্ঞপ্তি

ময়মনসিংহঃ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের উত্থাপিত অভিযোগ প্রমাণিত হওয়ায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ১৩ ইন্টার্ন চিকিৎসকের প্রশিক্ষণ সাময়িক স্থগিত করা হয়েছে।

বুধবার (১১ সেপ্টেম্বর) মমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. গোলাম ফেরদৌস স্বাক্ষরিত অফিস আদেশ থেকে এ তথ্য জানা গেছে।

অফিস আদেশে বলা হয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে সরাসরি অবস্থান গ্রহণ, আন্দোলন বানচালের উদ্দেশ্যে আন্দোলনরত শিক্ষার্থী ও চিকিৎসকদেরকে হুমকি প্রদান, ভয়ভীতি প্রদর্শন, বিগত স্বৈরাচারী সরকারের অপরাজনীতিতে সক্রিয় অংশগ্রহণ এবং বিভিন্ন সময়ে সাধারণ শিক্ষার্থী ও চিকিৎসকদের শারীরিক ও মানসিক নির্যাতন, ক্যাম্পাস ও তৎসংলগ্ন এলাকায় চাঁদাবাজি, হোস্টেলে মাদক বাণিজ্য ও মাদক সেবন ইত্যাদি অপরাধে নিম্নলিখিত ইন্টার্ণ চিকিৎসকগণকে ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতালের সাধারণ শিক্ষার্থী, ইন্টার্ন চিকিৎসকদের আবেদনের প্রেক্ষিতে হাসপাতালের ডিসিপ্লিনারি কমিটির এক জরুরী সভায় পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত ইন্টার্ন প্রশিক্ষণ সাময়িক স্থগিত করা হল।’

ইন্টার্ন প্রশিক্ষণ স্থগিত হওয়া চিকিৎসকরা হলেন, ম-৫৪ ব্যাচের প্রতীক বিশ্বাস, লতিফুল কবির কৌশিক, সুনীতি কুমার, শামীম রেজা, নাইমুর রশীদ, মেহেদী হাসান রোমান, এটিবি রুবেল এবং ম-৫৫ ব্যাচের ফায়াদুর রহমান আকাশ, কামরুল হাসান, আবু রায়হান, সাখাওয়াত হোসেন সিফাত, অর্নব কুন্তু ও কাশফি তাবরিজ।

অভিযুক্ত ইন্টার্ন চিকিৎসকগণ হাসপাতালের ডিসিপ্লিনারী কমিটির নিকট আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে লিখিত এবং সরাসরি উপস্থিত হয়ে আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাবেন বলে অফিস আদেশে উল্লেখ করা হয়েছে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১২/০৯/২০২৪

বরিশালঃ আগামী বছরের এসএসসি পরীক্ষার সিলেবাস সংক্ষিপ্ত করার দাবিতে বরিশালে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা। এ সময় শিক্ষা মন্ত্রণালয় বরাবর স্মারকলিপিও প্রদান করে তারা।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুর ১২টায় নগরীর কাশিপুরস্থ বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের সামনে বরিশাল-ঢাকা মহাসড়ক অবরোধ করে ‘এসএসসি ২৫ পরীক্ষার্থী’র ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।

এর আগে একইদিন সকালে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নগরীর নথুল্লাবাদ এলাকায় জড়ো হয়। সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের সামনে গেলে গেটে দায়িত্বরত আনসার সদস্যরা গেট বন্ধ করে দেয় এতে ক্ষুদ্ধ হয়ে শিক্ষার্থীরা বোর্ডের সামনে বরিশাল-ঢাকা মহাসড়ক অবরোধ করে এ বিক্ষোভ শুরু করে। প্রায় ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে বিক্ষোভ করায় সড়কের দুপাশে যানচলাচল বন্ধ হয়ে যায়। এতে করে চরম ভোগান্তিতে পরে যাত্রীরা। পরে বোর্ড চেয়ারম্যানের মাধ্যমে অন্তবর্তীকালীন শিক্ষা উপদেষ্টার কাছে স্মারকলিপি দেওয়ার পর সড়ক থেকে সরে যায় শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা জানায়, দেশের রাজনৈতিক প্রেক্ষাপট, করোনা ভাইরাস, বন্যা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন ঘটনা মোকাবেলা করে সর্ম্পূণ সিলেবাস পরীক্ষার প্রস্ততি নেওয়া সম্ভব হচ্ছে না। দুই বছর ধরে করোনা ও পরের বছর ডেঙ্গুর প্রকোপ বাড়ায় ঠিকঠাক ক্লাস হয়নি। এর পরের বছর জাতীয় নির্বাচনের কারণে দুই মাস পড়াশোনার ক্ষতি হয়। এরপর থেকে আবার কোটা আন্দোলন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও বন্যা। সব মিলিয়ে বাকি ৪ মাসে পুরো সিলেবাস শেষ করা সম্ভব না।

এসব কারণে শিক্ষাব্যবস্থা ব্যহত হওয়ায় সব বোর্ডে সংক্ষিপ্ত সিলেবাস এবং ৫০ নম্বরে পরীক্ষা নেওয়ার দাবি জানান শিক্ষার্থীরা। এ সময় তারা জানান, আমরা অন্তবর্তী সরকারের শিক্ষা উপদেষ্টার কাছে সংক্ষিপ্ত সিলেবাস এবং ৫০ নাম্বরে পরীক্ষা নেওয়ার দাবি জানাচ্ছি। আর তাই আজ বোর্ড চেয়ারম্যানের মাধ্যমে শিক্ষা উপদেষ্টার কাছে স্মারকলিপি দিয়েছি।

এ সময় বরিশাল জিলা স্কুল, উদয়ন মাধ্যমিক বিদ্যালয়, অক্সফোর্ড মিশন মাধ্যামিক বিদ্যালয়, ব্রজমোহন মাধ্যমিক বিদ্যালয়, নুরিয়া স্কুল, টাউন মাধ্যমিক বিদ্যালয়আছমত আলী মাধ্যমিক বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ছিলো।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১২/০৯/২০২৪

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক থেকে অধ্যাপক ডা. রোবেদ আমিনকে সরিয়ে দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। তার স্থলাভিষিক্ত হিসেবে ভারপ্রাপ্ত মহাপরিচালকের দায়িত্ব দেওয়া হয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেনকে।

ডা. নাজমুল হোসেন স্বাস্থ্য শিক্ষার পাশাপাশি অতিরিক্ত এই দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছে মন্ত্রণালয়। আর রোবেদ আমিনের পদায়ন স্বাস্থ্য মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

বৃহস্পতিবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. আবু রায়হান দোলন স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়েছে।

অফিস আদেশে বলা হয়েছে, অধ্যাপক ডা. নাজমুল হোসেন (৪১২২৬), মহাপরিচালক, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরকে তার নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে পুনারাদেশ না দেওয়া পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের দায়িত্ব অর্পণ করা হলো। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১২/০৯/২০২৪

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক থেকে অধ্যাপক ডা. রোবেদ আমিনকে সরিয়ে দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। তার স্থলাভিষিক্ত হিসেবে ভারপ্রাপ্ত মহাপরিচালকের দায়িত্ব দেওয়া হয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেনকে।

ডা. নাজমুল হোসেন স্বাস্থ্য শিক্ষার পাশাপাশি অতিরিক্ত এই দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছে মন্ত্রণালয়। আর রোবেদ আমিনের পদায়ন স্বাস্থ্য মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

বৃহস্পতিবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. আবু রায়হান দোলন স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়েছে।

অফিস আদেশে বলা হয়েছে, অধ্যাপক ডা. নাজমুল হোসেন (৪১২২৬), মহাপরিচালক, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরকে তার নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে পুনারাদেশ না দেওয়া পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের দায়িত্ব অর্পণ করা হলো। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১২/০৯/২০২৪

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ দেশের শীর্ষ স্থানীয় বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ সাউথ ইউনিভার্সিটির নতুন ভিসি হিসেবে নিয়োগ পেয়েছেন একই বিশ্ববিদ্যালয়ের স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকস বিভাগের অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী।

বৃহস্পতিবার তাকে চার বছরের জন্য নিয়োগ দেন রাষ্ট্রপতি ও আচার্য মো. সাহাবুদ্দিন।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।‌

নিয়োগের শর্তে বলা হয়, উপাচার্য হিসেবে নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ থেকে চার বছর হবে। উপাচার্য পদে তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা পাবেন।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১২/০৯/২০২৪

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ মাধ্যমিক ও উচ্চ শিক্ষার ঢাকা অঞ্চলের নতুন উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নতুন পদায়ন পেয়েছেন মোসা: রেবেকা সুলতানা (মূল পদ প্রধান শিক্ষক)।

বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মোসাম্মৎ রহিমা আক্তার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাকে এই পদে পদায়ন করা হয়।

মোসা: রেবেকা সুলতানা রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলের  শহীদ মনু মিঞা সরকারি উচ্চ বিদ্যালযয়ের প্রধান শিক্ষক পদে কর্মরত ছিলেন।

একই প্রজ্ঞাপনে মাধ্যমিক ও উচ্চ শিক্ষার ঢাকা অঞ্চলের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ লুৎফর রহমানকে পরবর্তী পদায়নের জন্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, ঢাকাতে ন্যস্ত করা হয়েছে।

এর আগে গত ২৯ জুলাই ২০২৪ ইং তারিখে মোঃ লুৎফর রহমানকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষার ঢাকা অঞ্চলের নতুন উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে পদায়ন করা হয়। পদায়নের মাত্র দেড় মাসের মাথায় তাকে মাউশিতে পরবর্তী পদায়নের জন্য সংযুক্ত করে বদলি করা হয়।

উল্লেখ্য, মাধ্যমিক ও উচ্চ শিক্ষার ঢাকা আঞ্চলিক অফিসের ভারপ্রাপ্ত উপ-পরিচালক (ডিডি) এস এম আব্দুল খালেক এর বিরুদ্ধে সরকারি নীতিমালা ভঙ্গ করে ও অবৈধ প্রক্রিয়ায় ২১০টি মাধ্যমিক বা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীকে টাকার বিনিময়ে এমপিওভুক্ত করে অন্তত ১০ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠে। বিষয়টি নিয়ে গত ১০ জুলাই ২০২৪ ইং তারিখে "এমপিওভুক্তিতে মাউশির ঢাকা অঞ্চলের ডিডি খালেক নিয়েছেন ১০ কোটি টাকা!" শিক্ষাবার্তা'য় সংবাদ প্রকাশের পর বিষয়টি নিয়ে বেশ আলোচনা-সমালোচনার জন্ম হয়। এরপর তাকে ডিডির দায়িত্ব থেকে সড়িয়ে  দিয়ে মোঃ লুৎফর রহমানকে ভারপ্রাপ্ত ডিডির দায়িত্ব প্রদান করা হয়।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১২/০৯/২০২৪

নিজস্ব প্রতিবেদক, ঢাকা; বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. আব্দুল হাসিব চৌধুরী। তিনি বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের (ইইই) শিক্ষক। তাঁকে নিয়োগ দিয়ে বৃহস্পতিবার প্রজ্ঞাপন প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে বৃত্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয় শাখার উপসচিব মোছা. রোখছানা বেগম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে দ্য ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি (অ্যামেন্ডমেন্ট) অ্যাক্ট, ২০০১–এর ৩ নম্বর অনুচ্ছেদে সন্নিবেশিত ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি অর্ডিন্যান্স, ১৯৬১–এর ১২এ ধারা অনুযায়ী অধ্যাপক ড. আব্দুল হাসিব চৌধুরী, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, ঢাকাকে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), ঢাকার উপ-উপাচার্য পদে তাঁর যোগদানের তারিখ থেকে নিম্নোক্ত শর্তে নিয়োগ করা হলো।

শর্তগুলো হলো—উপ-উপাচার্য হিসেবে তাঁর নিয়োগের মেয়াদ চার বছর হবে, উপ-উপাচার্য পদে তিনি তাঁর বর্তমান পদের সমপরিমাণ বেতন–ভাতাদি পাবেন, তিনি বিধি অনুযায়ী উপ-উপাচার্য পদের সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন, তিনি বিশ্ববিদ্যালয়ের আইন ও সংবিধি দ্বারা নির্ধারিত ও ভাইস চ্যান্সেলর কর্তৃক প্রদত্ত ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন এবং মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১২/০৯/২০২৪

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি ও আচার্যের অনুমোদনক্রমে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯২ এর ১২ (১) ধারা অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলামকে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ দেওয়া হলো।

নিয়োগের শর্তে বলা হয়েছে- তার মেয়াদকাল হবে যোগদানের তারিখ থেকে ৪ বছর। বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তিনি সার্বক্ষণিক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন। বিধি অনুযায়ী সুযোগ-সুবিধা পাবেন এবং রাষ্ট্রপতি ও আচার্য চাইলে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১২/০৯/২০২৪

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপ-উপাচার্য (শিক্ষা) হিসেবে প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মামুন আহমেদকে চার বছরের জন্য নিয়োগ দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ ১৯৭৩-এর আর্টিকেল ১৩(১) অনুযায়ী প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মামুন আহমেদকে বিশ্ববিদ্যালয়ে উপ-উপাচার্য (শিক্ষা) পদে নিম্নোক্ত শর্তে নিয়োগ দেয়া হলো।

শর্তগুলো হচ্ছে:

* উপ-উপাচার্য পদে তার নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ থেকে চার বছর হবে।

* উপর্যুক্ত পদে তিনি বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতাদি প্রাপ্য হবেন।

* তিনি বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন এবং সার্বক্ষণিক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন।

* তিনি বিশ্ববিদ্যালয়ের সংবিধি ও আইন দ্বারা নির্ধারিত ও ভাইস চ্যান্সেলর কর্তৃক প্রদত্ত ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন।

* মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১২/০৯/২০২৪

magnifiermenu linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram