ছয় উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) অতিরিক্ত জেলা প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার।
রোববার (৪ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই নিয়োগ দিয়ে আদেশ জারি করা হয়েছে।
দিনাজপুরের পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেহানুল হককে পঞ্চগড়, ফেনী দাগনভূঞার ইউএনও মো. সাইফুল ইসলাম ভূঁঞাকে রাঙামাটি, কুমিল্লার বরুড়ার ইউএনও মাজহারুল ইসলামকে খাগড়াছড়ি, চান্দিনার ইউএনও এস এম জাকারিয়াকে সুনামগঞ্জ, চট্টগ্রামের সন্দ্বীপের ইউএনও মো. নুরুল হুদাকে রাঙামাটি এবং জয়পুরহাটের আক্কেলপুরের ইউএনও সালাহ্ উদ্দিন আহমেদকে বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক নিয়োগ দেয়া হয়েছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.