এইমাত্র পাওয়া

মহাপরিচালকের সাথে আলোচনা ভোকেশনাল শিক্ষক নেতৃত্বের

  • ঢাকা,  আগারগাঁও ।। 

বাংলাদেশ ভোকেশনাল শিক্ষক সমিতির সেক্রেটারি প্রকৌশলী মোঃ আলমগীর হোসেন ও সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ আজ কারিগরি শিক্ষা অধিদপ্তরের নতুন মহাপরিচালক অতিরিক্ত সচিব আবুল খায়ের মোঃ আক্কাস আলীর সাথে এক সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তারা দেশের কারিগরি শিক্ষা ব্যবস্থার দীর্ঘদিনের সমস্যাবলি এবং সমাধানের সম্ভাব্য পথ নিয়ে আলোচনা করেন।

সাক্ষাতে নেতৃবৃন্দ উল্লেখ করেন, ১৯৯৫-৯৬ শিক্ষাবর্ষ থেকে আজ পর্যন্ত কারিগরি শিক্ষকদের প্রশিক্ষণের কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি। একইসাথে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানসমূহে নতুন ভবন নির্মাণের ক্ষেত্রে ও কারিগরি পরীক্ষার কাঁচামাল ও যন্ত্রপাতি সরবরাহেও দীর্ঘদিন ধরে চরম অব্যবস্থা বিরাজ করছে। যেখানে মাধ্যমিক ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে বিভিন্ন প্রতিষ্ঠানে ভবন নির্মাণের পদক্ষেপ নেওয়া হয়েছে, সেখানে কারিগরি খাত রয়ে গেছে অবহেলিত।

 আলমগীর হোসেন বলেন সম্প্রতি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে ৬৩টি প্রতিষ্ঠান কারিগরি শিক্ষা অধিদপ্তরে হস্তান্তর করা হয়েছে। কিন্তু এই প্রতিষ্ঠানগুলোর শিক্ষক ও কর্মচারীরা গত পাঁচ মাস ধরে বেতন পাচ্ছেন না। তিনি অনতিবিলম্বে তাদের বকেয়া বেতন পরিশোধের আহ্বান জানান।

এছাড়া, এসএসসি ভোকেশনাল শাখার ট্রেড ইন্সট্রাক্টররা মূলত দশম গ্রেডে যোগদান করলেও বর্তমানে তারা অষ্টম গ্রেডে বেতন পাচ্ছেন—যা একটি অসঙ্গতি। পদ-পদবি অপরিবর্তিত থাকা সত্ত্বেও বেতন গ্রেড পরিবর্তনের বিষয়টি দ্রুত সমাধানের দাবি জানান তিনি।

প্রকৌশলী আলমগীর হোসেন আরও বলেন, দীর্ঘদিন ধরে বাংলাদেশ ভোকেশনাল শিক্ষক সমিতি কারিগরি প্রতিষ্ঠানগুলোতে “সহকারী প্রধান শিক্ষক (কারিগরি)” পদ সৃষ্টির দাবি জানিয়ে আসছে। এই পদ সৃষ্টির মাধ্যমে প্রশাসনিক কাঠামো মজবুত হবে এবং শিক্ষকদের উৎসাহ বাড়বে।

তিনি এসব সমস্যাগুলোর দ্রুত ও কার্যকর সমাধানের জন্য মহাপরিচালকের সদয় হস্তক্ষেপ কামনা করেন এবং আশা প্রকাশ করেন যে, নতুন নেতৃত্বে কারিগরি শিক্ষার কাঙ্ক্ষিত অগ্রগতি সম্ভব হবে।

এছাড়াও  বাংলাদেশ ভোকেশনাল শিক্ষক সমিতির পক্ষ থেকে নতুন মহাপরিচালকের কাছে শিক্ষকদের জন্য নিয়মিত প্রশিক্ষণ, শিক্ষা উপকরণ সরবরাহ, আধুনিক ভবন নির্মাণ এবং বাস্তবমুখী শিক্ষার পরিবেশ নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading