এইমাত্র পাওয়া

এবার শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের ফেসবুকে ‘কঠোর’ নজরদারি

ঢাকাঃ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের পর এবার বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের ফেসবুক ব্যবহারে নজরদারি কঠোর করার কথা জানিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

‘সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের অনুশাসন’ না মানলে তা চাকরিবিধি লঙ্ঘন ও অসদাচরণের পর্যায়ভুক্ত অপরাধ হবে বলেও হুঁশিয়ার করা হয়েছে।

রোববার (২৯ জুন) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে দেশের সব সরকারি কলেজের অধ্যক্ষ ও সংশ্লিষ্টদের কাছে এ চিঠি পাঠানো হয়েছে।

সোমবার (৩০ জুন) মাউশির ওয়েবসাইটে এ চিঠি প্রকাশ করা হয়।

চিঠিতে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০১৫ সালের ১৫ জানুয়ারি ও মাউশি অধিদপ্তরের ২০২০ সালের ২২ অক্টোবরের জারিকৃত প্রজ্ঞাপনের আলোকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এতে আরও বলা হয়, সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রে সরকারের সুনির্দিষ্ট নির্দেশিকা, সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নির্দেশিকা-২০১৯ রয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করার ক্ষেত্রে এ নির্দেশ অমান্য করা সরকারি চাকরিবিধির সুষ্পষ্ট লঙ্ঘন এবং সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা ২০১৮ অনুযায়ী অসদাচরণের পর্যায়ভুক্ত অপরাধ।

একই সঙ্গে মাউশি অধিদপ্তরের ২০২০ সালের ২২ অক্টোবর জারি করা এ সংক্রান্ত বিজ্ঞপ্তির নির্দেশনা যথাযথ অনুসরণ করার জন্য প্রতিষ্ঠান ও দপ্তরপ্রধানকে বলা হলো। সংশ্লিষ্ট সবাইকে এ নির্দেশিকা যথাযথভাবে অনুসরণের জন্য নির্দেশ দেওয়া হলো বলেও চিঠিতে উল্লেখ করা হয়।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/৩০/০৬/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading