নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে নিয়োগ প্রাপ্ত ও কর্মরত সহকারী শিক্ষকদের চাকরি স্থায়ীকরণের লক্ষ্যে তথ্যাদিসহ তালিকা প্রেরণের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।
বৃহস্পতিবার (২৬) জুন মাউশির সহকারী পরিচালক (মাধ্যমিক-১) এস. এম জিয়াউল হায়দার হেনরী স্বাক্ষরিত চিঠিতে এই তথ্য জানা গেছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষার সব আঞ্চলিক উপ-পরিচালকদের কাছে এই চিঠি পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন হতে সুপারিশ পেয়ে ২০২২ সালে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরাধীন বিভিন্ন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে নিয়োগ প্রাপ্ত ও কর্মরত সহকারী শিক্ষকগণের চাকরি স্থায়ীকরণের লক্ষ্যে নিম্নবর্ণিত তথ্যাদিসহ শিক্ষকগণের তালিকা (০২ সেট)আগামী ২৩.০৭.২০২৫খ্রি.তারিখ হতে ৩১.০৭.২০২৫খ্রি. তারিখের মধ্যে এ অধিদপ্তরে প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
চাহিত তথ্যাদিঃ
১। মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত স্থায়ীকরণ সম্পর্কিত (পূরণকৃত) তথ্য ছক;
২। নিয়োগপত্র ও যোগদানপত্র (সত্যায়িত কপি);
৩। বিগত ০৩ (তিন) বছরের বার্ষিক গোপনীয় অনুবেদন (মূলকপি ২ সেট);
৪। শিক্ষাগত যোগ্যতার সনদসমূহের সত্যায়িত ফটোকপি;
৫। প্রতিষ্ঠান প্রধান কর্তৃক প্রদত্ত চাকরিকাল সন্তোষজনক মর্মে প্রত্যয়নপত্র;
৬। প্রতিষ্ঠান প্রধান কর্তৃক প্রদত্ত দুর্নীতি, ফৌজদারী ও বিভাগীয় মামলা নেই মর্মে প্রত্যয়ণপ্ত্র।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৬/০৬/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.