এইমাত্র পাওয়া

চাকরি স্থায়ীকরণ: সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষকদের তথ্য চেয়েছে মাউশি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ  সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে নিয়োগ প্রাপ্ত ও কর্মরত সহকারী শিক্ষকদের চাকরি স্থায়ীকরণের লক্ষ্যে তথ্যাদিসহ তালিকা প্রেরণের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

বৃহস্পতিবার (২৬) জুন মাউশির সহকারী পরিচালক (মাধ্যমিক-১) এস. এম জিয়াউল হায়দার হেনরী স্বাক্ষরিত চিঠিতে এই তথ্য জানা গেছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষার সব আঞ্চলিক উপ-পরিচালকদের কাছে এই চিঠি পাঠানো হয়েছে। 

চিঠিতে বলা হয়,  বাংলাদেশ সরকারি কর্ম কমিশন হতে সুপারিশ পেয়ে ২০২২ সালে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরাধীন বিভিন্ন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে নিয়োগ প্রাপ্ত ও কর্মরত সহকারী শিক্ষকগণের চাকরি স্থায়ীকরণের লক্ষ্যে নিম্নবর্ণিত তথ্যাদিসহ শিক্ষকগণের তালিকা (০২ সেট)আগামী ২৩.০৭.২০২৫খ্রি.তারিখ হতে ৩১.০৭.২০২৫খ্রি. তারিখের মধ্যে এ অধিদপ্তরে প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

চাহিত তথ্যাদিঃ
১। মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত স্থায়ীকরণ সম্পর্কিত (পূরণকৃত) তথ্য ছক;
২। নিয়োগপত্র ও যোগদানপত্র (সত্যায়িত কপি);
৩। বিগত ০৩ (তিন) বছরের বার্ষিক গোপনীয় অনুবেদন (মূলকপি ২ সেট);
৪। শিক্ষাগত যোগ্যতার সনদসমূহের সত্যায়িত ফটোকপি;
৫। প্রতিষ্ঠান প্রধান কর্তৃক প্রদত্ত চাকরিকাল সন্তোষজনক মর্মে প্রত্যয়নপত্র;
৬। প্রতিষ্ঠান প্রধান কর্তৃক প্রদত্ত দুর্নীতি, ফৌজদারী ও বিভাগীয় মামলা নেই মর্মে প্রত্যয়ণপ্ত্র। 

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৬/০৬/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading