এইমাত্র পাওয়া

সরকারি বনাম বেসরকারি শিক্ষা ও শিক্ষকের বেতন

ড. মোঃ শরিফুল ইসলামঃ এক রাজ বাড়ীতে হাসু ও রাসু নামে ২ জন কর্মচারী ছিল। ২ জনের শিক্ষাগত যোগ্যতা প্রায় সমান। তবে হাসুর বেতন ১০ হাজার আর রাসুর বেতন ৩ হাজার। এভাবে কিছুদিন কেটে গেল। এখন বেতন বাড়ার পালা। হাসু আরজ করল “মহারাজ ! আমার ছেলে মেয়ে ও পরিবার নিয়ে খু-উ-ব কষ্টে দিন কাটে। আরো মাসে ৮ হাজার টাকা ঋণ করে চলি। তাই আমার বেতন………”

রাসু আরজ করে ” মহারাজ ! আমার খুব কষ্টে দিন কাটে। বেশিরভাগ সময় পান্তা ভাত খাই কখনো কচু,কলমি ও শাক। তাই আমার বেতন……..”

সিদ্ধান্ত নিয়ে হাসুর বেতন দ্বিগুণ করা হয় আর রাসুর বেতন আগের মতোই। রাসু আরজি করলে মালিক বলে ” তোমার তো কষ্ট সহ্য করার ক্ষমতা আছে, কিন্তু হাসুর তো সে ক্ষমতা নেয়, কাজেই…..”।

মাননীয় প্রধান উপদেষ্টা ! বর্তমান এই চিত্রটি সরকারি ও বেসরকারি শিক্ষক সমাজের সমাজের এক বাস্তব প্রতিচ্ছবি । স্বাধীন দেশে এ ধরনের বৈষম্য মোটেই কাম্য নয়। তাই দয়া করে আপনার স্বর্ণালী সময়কে স্মরণীয়-বরণীয় করে রাখতে সুখী-সমৃদ্ধ, শোষণহীন, বৈষম্যহীন ও ভারসাম্যপূর্ণ একটি সমাজ বিনির্মাণের লক্ষ্যে টিউশন ফিস সরকারী কোষাগারে জমা নিয়ে অনতিবিলম্বে একযোগে ‘শিক্ষাব্যবস্থা জাতীয়করণ’ করবেন বলে আমরা আশাবাদী।

লেখক: গবেষক ও কলামিস্ট, সিলেট।

“মতামত ও সাক্ষাৎকার কলামে প্রকাশিত নিবন্ধ লেখকের নিজস্ব। শিক্ষাবার্তা’র সম্পাদকীয় নীতির সঙ্গে মতামত ও সাক্ষাৎকারে প্রকাশিত মত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে। প্রকাশিত লেখাটির ব্যাখ্যা বা বিশ্লেষণ, তথ্য-উপাত্ত, রাজনৈতিক ও আইনগতসহ যাবতীয় বিষয়ের দায়ভার লেখকের;- শিক্ষাবার্তা কর্তৃপক্ষের নয়।”

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২১/০৬/২০২৫ 


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading