নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ সাবেক শিক্ষাসচিব ও উদ্দীপনের (ইউনাইটেড ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভস ফর প্রোগ্রামড অ্যাকশনস) সাবেক চেয়ারম্যান মো. নজরুল ইসলাম খানসহ ১০ জনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
সোমবার (১৬ জুন ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন এই আদেশ দেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেওয়া হয়।
অপর যে ৯ জনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, তাঁরা হলেন উদ্দীপনের সাবেক চেয়ারম্যান মিহির কান্তি মজুমদার, সাবেক ভাইস চেয়ারম্যান জাকিয়া কে হাসান, কোষাধ্যক্ষ গোলাম আহাদ, পরিচালনা পর্ষদের সাবেক সদস্য মাহবুবুর রহমান, ভবতোষ নাথ, নাহিদ সুলতানা, আবু জামিল ফয়সাল, শওকাত হোসেন ও বিদ্যুৎ কুমার বসু।
আরও পড়ুনঃ আইএলএফএসএল’এর দেউলিয়ার নেপথ্যে সাবেক শিক্ষা সচিব এনআই খান
দুদকের পক্ষ থেকে আদালতকে বলা হয়েছে, উদ্দীপনের পরিচালনা পর্ষদের দায়িত্ব পালনকালে পরস্পর যোগসাজশে ব্যক্তিগত লাভ ও আত্মসাতের উদ্দেশ্যে মাইক্রোক্রেডিট আইন লঙ্ঘন করে পর্যায়ক্রমে ৮ কোটি ও ৪ কোটি টাকা বিনিয়োগ দেখিয়ে তা তহবিল থেকে হস্তান্তরের অভিযোগ অনুসন্ধান করছে দুদক। দুদকের পক্ষ থেকে আদালতকে বলা হয়েছে, নজরুল ইসলাম খানসহ অন্যরা বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন বলে দুদক জানতে পেরেছে। শুনানি নিয়ে আদালত নজরুল ইসলাম খান, মিহির কান্তি মজুমদারসহ ১০ জনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেন।
উল্লেখ্য, মো. নজরুল ইসলাম খান। এনআই খান নামে পরিচিত সবমহলে। সাবেক শিক্ষা সচিব। তিনি পালিয়ে যাওয়া শেখ হাসিনার বিশ্বস্ত, একান্ত সচিব ও বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের কিউরেটরও ছিলেন। ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের বর্তমান চেয়ারম্যান এবং স্বাধীন পরিচালক। ব্যাপক অনিয়মের অভিযোগে এন আই খানের নেতৃত্বাধীন ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেড (আইএলএফএসএল) দেউলিয়া হওয়ার নেপথ্যে এই এনআই খানের বড় ভূমিকা রয়েছে। নজিরবিহীন ঋণ কেলেঙ্কারি আর গ্রাহকের আমানতের টাকা লোপাটের কারণে ঘুরে দাঁড়াতে পারেনি না পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠানটি।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৬/০৬/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.