ঢাকাঃ দেশের এমপিওভুক্ত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশের সব প্রস্তুতি শেষ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। আগামীকাল সোমবার (১৬ জুন) এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। তবে তাতে প্রতিষ্ঠানপ্রধানদের দেওয়া শূন্যপদের চাহিদার চেয়ে কিছু পদ কমতে পারে।
রবিবার (১৫ জুন) এনটিআরসিএর চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মুহম্মদ নূরে আলম সিদ্দিকী গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ঈদুল আজহার ছুটির আগেই আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে, ১৬ জুন ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। গত ৪ জুন এনটিআরসিএর বোর্ড সভা হয়। সেখানে এ সিদ্ধান্ত অনুমোদন করা হয়। আমরা আগে থেকেই সব প্রস্তুতি নিয়ে রেখেছি। এখন শুধু পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া বাকি।
ষষ্ঠ গণবিজ্ঞপ্তি শূন্যপদ কত হবে, তা আগেই শিক্ষাপ্রতিষ্ঠান থেকে চাহিদা নিয়ে নিয়েছে এনটিআরসিএ। তারপরও যাচাই-বাছাইয়ে কিছু পদ কমানো হয়েছে বলে জানিয়েছেন সংস্থার ভারপ্রাপ্ত চেয়ারম্যান নূরে আলম সিদ্দিকী।
পদসংখ্যা কত হবে, তা জানতে চাইলে তিনি বলেন, আমরা চাহিদা নিয়েছিলাম। তখন শূন্যপদের সংখ্যা ১ লাখ ১ হাজার ১৪২টি হয়েছিল। তার মধ্যে কিছু শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নন-এমপিও প্রতিষ্ঠানের চাহিদাও দিয়েছিলেন। তাছাড়া অনেকে অতিরিক্ত চাহিদা দিয়েছেন। যাচাইয়ে সেগুলো বাদ পড়েছে। বাদ পড়ার সংখ্যাটা খুব বেশি হবে না। ৯০ হাজারের বেশি পদের বিপরীতে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে।
এদিকে, ১৮তম শিক্ষক নিবন্ধনে চূড়ান্তভাবে উত্তীর্ণ হলেও ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ পাবেন না ৩৫ বছরের বেশি বয়সী নিবন্ধন সনদধারীরা। তাছাড়া কারও সনদের মেয়াদ তিন বছরের বেশি হলে তিনিও এবারের গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন না।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৫/০৬/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.