এইমাত্র পাওয়া

বাংলাদেশি শিক্ষার্থীদের গবেষণায় আগ্রহ বাড়াতে ‘রিসার্চ এক্সপার্ট’র কর্মশালা

ঢাকাঃ সাম্প্রতিক সময়ে বাংলাদেশের শিক্ষার্থীদের মধ্যে বিদেশে উচ্চশিক্ষার প্রতি আগ্রহ বেড়েছে।ইউনেস্কোর তথ্যমতে, ২০২৩ সালে প্রায় ৫২ হাজার ৮০০ বাংলাদেশি শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য বিদেশে গিয়েছেন, যেখানে ২০২২ সালে এ সংখ্যা ছিল প্রায় ৪৯ হাজার ১৫০ জন।

তবে এদের অধিকাংশই নিজেদের খরচে কোর্সওয়ার্ক ভিত্তিক প্রোগ্রামে ভর্তি হয়েছেন। গবেষণাভিত্তিক বা স্কলারশিপসহ উচ্চশিক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীর সংখ্যা তুলনামূলকভাবে কম।

এই প্রেক্ষাপটে শিক্ষার্থীদের গবেষণায় আগ্রহ বাড়াতে কাজ করছে ‘রিসার্চ এক্সপার্ট’—একটি আন্তর্জাতিক শিক্ষা ও গবেষণা সহায়তাদানকারী প্রতিষ্ঠান। সম্প্রতি প্রতিষ্ঠানটি গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার ক্লাবের সঙ্গে যৌথভাবে আয়োজন করে দুদিনের অনলাইন কর্মশালা ‘রাইট টু পাবলিশ: অ্যা রিসার্চ জার্নি’। কর্মশালাটি অনুষ্ঠিত হয় ২৮ ও ২৯ মে, রাত সাড়ে ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত গুগল মিট প্ল্যাটফর্মে।

কর্মশালাটি সঞ্চালনা করেন রিসার্চ এক্সপার্ট টিমের সদস্য শাহরান ইয়াকিন অনিম। প্রশিক্ষক হিসেবে ছিলেন অস্ট্রেলিয়ার সুইনবার্ন ইউনিভার্সিটির পিএইচডি প্রার্থী তাহসিন আঞ্জুম এবং ইউনিভার্সিটি অফ মালায়ার গবেষক তাহের হাসান নাকিব।

ওয়ার্কশপে রিসার্চ পেপার লেখার প্রক্রিয়ার বিভিন্ন ধাপ—উপযুক্ত জার্নাল নির্বাচন, রিভিউ পদ্ধতি, লেখার গুণগত মান উন্নয়ন ইত্যাদি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এতে প্রায় ১০০ জন শিক্ষার্থী অংশ নেন, যা দেশের শিক্ষার্থীদের মধ্যে গবেষণা ও প্রকাশনার প্রতি ক্রমবর্ধমান আগ্রহের ইঙ্গিত দেয়।

রিসার্চ এক্সপার্ট দেশের শিক্ষার্থীদের স্কলারশিপ ও গবেষণামূলক উচ্চশিক্ষার প্রস্তুতিতে কেবল পরামর্শ নয়, হাতে-কলমে সহায়তা দিয়ে পাশে দাঁড়ায়। অনেক মেধাবী শিক্ষার্থী শুধুমাত্র সঠিক দিকনির্দেশনার অভাবে কাঙ্ক্ষিত সুযোগ থেকে বঞ্চিত হন। এই প্রতিষ্ঠান সে শূন্যতা পূরণে কার্যকর ভূমিকা রাখছে।

ভবিষ্যতে দেশের আরও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথভাবে রিসার্চ এক্সপার্ট গবেষণাভিত্তিক কার্যক্রম চালিয়ে যাওয়ার পরিকল্পনা করেছে, যাতে আগ্রহী শিক্ষার্থীরা আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের মেধা ও দক্ষতা তুলে ধরতে পারেন।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/৩০/০৫/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading