এইমাত্র পাওয়া

পাঁচ দফা দাবিতে মাদারীপুর নার্সিং ইনস্টিটিউটে তালা

মাদারীপুরঃ পাঁচ দফা দাবিতে কমপ্লিট শাটডাউনের অংশ হিসেবে মাদারীপুর নার্সিং ইনস্টিটিউটে তালা দিয়ে প্রশাসনিক ও দাফতরিকসহ সব কার্যক্রম বন্ধ করলো শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২০ মে) সকালে এ প্রতিষ্ঠানে তালা দেন আন্দোলনের শিক্ষার্থীরা। পরে ক্যাম্পাসে অনুষ্ঠিত সমাবেশে তারা বিভিন্ন স্লোগান দেন। দাবি মানা না হলে ২০ মে থেকে ২৯ মে পর্যন্ত নার্সিং ইনস্টিটিউ বন্ধ থাকলে। এরপর আরও বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেন শিক্ষার্থীরা।

নার্সিং কলেজের শিক্ষার্থী জানান, বর্তমানে দেশের ৩২টি সরকারি ও ১৫৪টি বেসরকারি নার্সিং কলেজের চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রিধারী শিক্ষার্থীরা একযোগে এ কর্মসূচি পালন করছেন।

শিক্ষার্থীদের পাঁচ দফা দাবি হলো: বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নীতিমালা অনুসরণ করে নার্সিং কলেজে শিক্ষকদের নিয়োগ, স্নাতক ডিগ্রিধারী নার্সদের নবম গ্রেডে সরাসরি নিয়োগ, সংযুক্ত ডিপ্লোমাধারী নার্সদের নিজ নিজ কর্মস্থলে প্রত্যাবর্তন, ইন্টার্ন নার্সদের ভাতা ২০ হাজার টাকায় উন্নীতকরণ, ডিপ্লোমা ডিগ্রির পরিবর্তে তিন বছর মেয়াদি স্নাতক ডিগ্রির প্রবর্তন এবং বেসরকারি নার্সিং কলেজগুলোর জন্য টিউশন ফি ও শিক্ষকদের ন্যূনতম বেতন নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি।

এছাড়া, আন্দোলন চলাকালীন নতুন কোনো ভর্তি কার্যক্রম না চালানোর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন শিক্ষার্থীরা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলেও সরাসরি জানিয়ে দিয়েছেন তারা।

সমাবেশে প্রতিষ্ঠানের শিক্ষার্থী সাব্বির আহসান, শ্রাবন্তি মণ্ডল, রাকিবুল ইসলাম, নাজমুল ফেরদৌস, মেহেদি হাসান মিঠু ও জান্নাতুল ফেরদৌসসহ অনেকেই উপস্থিত ছিলেন।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২০/০৫/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading