নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ফেব্রুয়ারী মাসের (আংশিক লট-৩) বেতন-ভাতাদির সরকারি অংশের অর্থ ইএফটির মাধ্যমে প্রদানের জন্য শিক্ষা মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।
রবিবার (১৮ মে) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. আজাদ খান স্বাক্ষরিত পত্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের নিকট পাঠানো হয়েছে।
এতে বলা হয়, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহের (স্কুল ও কলেজ) এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ফেব্রুয়ারী ২০২৫ মাসের (আংশিক-লট ৩) বেতন ও ভাতাদির সরকারি অংশ বাবদ ৩,৩৮,৬২,৬১৮.০০ (তিন কোটি আটত্রিশ লক্ষ বাষট্টি হাজার ছয়শত আঠারো) টাকা বিভাজন অনুসারে ইএফটি’র মাধ্যমে প্রেরণের জন্য নির্দেশক্রমে সরকারি মঞ্জুরি জ্ঞাপন করা হলো।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৮/০৫/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.