এইমাত্র পাওয়া

মাউশির ময়মনসিংহ অঞ্চলের নতুন পরিচালক অধ্যাপক আলিফ উল্লাহ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা ময়মনসিংহ অঞ্চলের পরিচালক পদে পদায়ন পেয়েছেন বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের অধ্যাপক এ.কে.এম আলিফ উল্লাহ আহসান (২৩৫৫)।

বুধবার (১৪ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব (সরকারি কলেজ-২) মোঃ মাহবুব আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই তথ্য জানা গেছে।

এ.কে.এম আলিফ উল্লাহ আহসান বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের ১৪ ব্যাচের ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক। তিনি শেরপুর জেলার শ্রীবরদী সরকারি কলেজের অধ্যক্ষ পদে পদায়ন ছিলেন। 

একই প্রজ্ঞাপনে, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যাপক মোঃ রবিউজ্জামান কে উচ্চ মাধ্যমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট, কুমিল্লায় প্রেষণে পরিচালক হিসেবে পদায়ন করা হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরকারি কলেজ, শরীয়পুরের সহকারী অধ্যাপক মুহাম্মদ মশিউর রহমান মিয়াকে মাউশির ফিন্যান্স এন্ড প্রকিউরমেন্ট (সেসিপ) এর সহকারী পরিচালক পদে প্রেষণে পদায়ন করা হয়েছে। এছাড়াও একই প্রজ্ঞাপনে আরও ১৪ জনকে বিভিন্ন দপ্তর ও কলেজে পদায়ন করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, বর্ণিত কর্মকর্তাগণ আগামী ২২ মে ২০২৫ তারিখের মধ্যে বর্তমান কর্মস্থল হতে অবমুক্ত হবেন। অন্যথায় একই তারিখ অপরাহ্নে তাৎক্ষণিকভাবে অবমুক্ত মর্মে গণ্য হবেন। কর্মকর্তাগণ আবশ্যিকভাবে তার পিডিএস এ লগইনপূর্বক অবমুক্ত ও যোগদান প্রক্রিয়া সম্পন্ন করবেন। জনস্বার্থে অবলিম্বে এই আদেশ কার্যকর হবে। 

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৪/০৫/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading