পিরোজপুরঃ ইন্দুরকানীতে স্বাধীনতা ও জাতীয় দিবসে একটি সরকারী প্রাথমিক বিদ্যালয় টানায়নি জাতীয় পতাকা। করেনি কোনো অনুষ্ঠান বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।
বিদ্যালয়টির নাম ৮৪নং হাজী আলকাজ উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয়টি উপজেলা সদর থেকে প্রায় চার কিলোমিটার দুরে।
বুধবার (২৬ মার্চ) সকাল ১০.৩৬ মিনিটে বিদ্যালয়টিতে গিয়ে দেখা যায় বিদ্যালয়টি তালাবদ্ধ, দুটি পতাকা দন্ড খালি দেখা যায়। তখন বিদ্যালয়টির ছবি ও ভিডিও করা হয়। দুপুর বার টা পর্যন্ত বিদ্যালয় তালাবদ্ধ ও পতাকা টানানো ছিল না। পরে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হাকিমের কাছে বিদ্যালয়ের পতাকা টানানো হয়নি বলে জানানো হয়।
সাথে সাথে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তিনি ও্ই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদৌসী আকতারের কাছে মুঠোফোনে কল করলে তিনি বলেন, পতাকা টানানো হয়েছে। প্রধান শিক্ষক নিজে অসত্য তথ্য দিয়েছে। পরে বেলা বার টার পর পতাকা টানানো হয়।
এ বিষয়ে জানতে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদৌসী আকতারকে একাধিকবার তার মোবাইলে কল করলে তিনি সাংবাদিক বুঝে কোন ফোন রিসিভ করেনি।
তবে ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাসুম বিল্লাহ জানান, প্রধান শিক্ষক পিরোজপুর শহরে থাকে তাই তার আসতে দেরি হয়েছে। তবে পরে পতাকা টানানো হয়েছে ও অনুষ্ঠান করা হয়েছে বলে দাবি করেন। কিন্তু স্থানীয়রা জানান, কোনো অনুষ্ঠানও করা হয়নি।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৬/০৩/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.