মানিকগঞ্জ: মানিকগঞ্জে দশম শ্রেণীর এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মো. হৃদয় হোসেন (২৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। চিকিৎসকেরা জানিয়েছেন, আটকে রেখে একাধিকবার ধর্ষণ ও ভয়ভীতি দেখানোর কারণে মেয়েটি মানসিক বিকারগ্রস্ত হয়ে পড়েছে। ফলে, উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানোর পরামর্শ দেওয়া হয়েছে।
এর আগে, মঙ্গলবার (২৫ মার্চ) দুপুরে মানিকগঞ্জ শিবালয় থানার পুলিশ গ্রেফতার আসামি হৃদয়কে আদালতে পাঠানো হয়েছে। এরপর শুনানি শেষে আদালত হৃদয়কে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
স্থানীয়রা জানিয়েছেন, ভুক্তভোগী মেয়েটির বাবা বেঁচে নেই। তাদের অর্থনৈতিক অবস্থাও খুব একটা ভালো নয়। মেয়েটি এখন মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে। ফলে, তার উন্নত চিকিৎসা নিয়েও দুশ্চিন্তা দেখা দিয়েছে।
এদিকে, ভুক্তভোগী মেয়েটির ভাই ধর্ষণের অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেছেন। এতে গ্রেফতার হৃদয়, তার ভাই জসিম উদ্দিন (৩৩) ও সুজন মিয়াকে (৩০) আসামি করা হয়েছে।
মামলা এজাহার থেকে জানা যায়, স্কুলে যাওয়া আসার সময় হৃদয় ভুক্তভোগী মেয়েটিকে উত্যক্ত করত। একপর্যায়ে মেয়েটিকে প্রেমের প্রস্তাব দেয়। এতে মেয়েটি রাজি না হওয়ায় ১৩ মার্চ তাকে অপহরণ করে নিয়ে যায়। এরপর থেকে একটি ঘরে আটকে রেখে তাকে একাধিকবার ধর্ষণ করে। এতে মেয়েটির অবস্থা সংকটাপন্ন হয়ে পড়লে, ১৯ মার্চ তাকে পরিবারের কাছে ফিরিয়ে দেয়।
মেয়েটির মা বলেন, ৫ মেয়ে আর এক ছেলেকে নিয়ে তার সংসার। তাদের বাবা মারা গেছে বহু আগে। অনাহারে অর্ধাহারে দিন কাটছে আমদের। মেয়েটা সবার ছোট। আমার ছেলে জেলার একটি সরকারি কলেজে বিবিএ পড়ছে। পাশাপাশি একটি এনজিওতে চাকরি করে। সেই টাকায় সংসার চলে। এই অবস্থায় মেয়েটিকে ঢাকায় নিয়ে চিকিৎসা করানোর টাকা কোথায় পাব।
তিনি বলেন, আমি আমার মেয়ের সর্বনাশকারীর শাস্তি চাই। আমার মেয়েটি এখন মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েছে। আমি এই ঘটনায় সুষ্ঠু বিচার চাই।
শিবালয় থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল হোসেন বলেন, আদালতের নির্দেশে থানায় মামলা নেওয়া হয়েছে। আমরা ইতোমধ্যে প্রধান আসামিকে গ্রেফতার করেছি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ধর্ষণের কথা স্বীকার করেছে। এছাড়া এ ঘটনায় যথাযথ আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছেন শিবালয় পুলিশের এই কর্মকর্তা।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৬/০৩/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.