ঢাকাঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক ছাত্রীর পোশাক নিয়ে মন্তব্য করে উত্ত্যক্ত করার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির সহকারী-বাইন্ডার মোস্তাফা অর্ণব অরণ্য নামের এক কর্মচারীকে আটক করেছে পুলিশ।
এ ঘটনায় বুধবার (৫ মার্চ) মধ্যরাতে অভিযুক্ত অর্ণবকে থানা থেকে ছাড়াতে কয়েকজন যুবক থানায় গিয়ে ভিড় করেন। তারা ভোরের মধ্যে অর্ণবকে ছেড়ে দেওয়ার দাবি জানান।
এর আগে বুধবার দুপুরে শাহবাগ থেকে ঢাবিমুখী সড়কের রাজু ভাস্কর্যের কাছাকাছি হাঁটার সময় ওই ছাত্রীকে উত্ত্যক্ত করা হয়। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থী প্রক্টরের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। পরে প্রক্টরিয়াল টিমের সাহায্যে অভিযুক্ত অর্ণবকে শাহবাগ থানায় দেওয়া হয়। ভুক্তভোগী শিক্ষার্থী অভিযুক্ত অর্ণবের নামে একটি এজাহার দায়ের করেছেন।
ভুক্তভোগী শিক্ষার্থী অভিযোগপত্রে জানান, আমি শাহবাগ থেকে টিউশন করে ফিরছিলাম। রাজু ভাস্কর্যের সামনে হঠাৎ এক লোক আমার পথ আটকে দাঁড়ায়। তিনি জিজ্ঞাসা করেন আমি পর্দা করি না কেন, আমার ওড়না ঠিক নেই কেন? এ সময় তিনি কিছু খারাপ মন্তব্যও করেন। পরে আমি প্রক্টরকে ফোনকল দিতে চাইলে তিনি দৌড়ে পালিয়ে যান।
এ বিষয়ে ঢাবির প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ বলেন, ভুক্তভোগী শিক্ষার্থী আমাদের কাছে লিখিত অভিযোগ করেছেন। এ সময় তার বন্ধুদের কয়েকজন অভিযুক্ত ব্যক্তিকে ধরে নিয়ে আসেন। অভিযোগের বিষয়ে জিজ্ঞাসা করা হলে ওই কর্মচারী সব স্বীকার করেন। পরে তাকে প্রক্টরিয়াল টিমের সাহায্যে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৬/০৩/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.