খুলনাঃ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) সাম্প্রতিক হামলার বিষয়ে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ মাছুদের উপস্থিতিতে শিক্ষকদের দুই দফায় বৈঠকে শিক্ষার স্বাভাবিক পরিবেশ নিশ্চিতের বিষয়ে সকল শিক্ষক ঐক্যমত হয়েছেন।
শিক্ষার স্বাভাবিক পরিবেশ নিশ্চিতকরণে উপাচার্যের পাশে থাকার অঙ্গীকার করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) ও বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় শিক্ষকরা এই অঙ্গীকার ব্যক্ত করেন।
সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন কুয়েটের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা ডিভিশনের পাবলিক রিলেশনস অফিসার শাহেদুজ্জামান শেখ।
এতে বলা হয়, গত ১৮ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ে হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেন উপাচার্য। একইসঙ্গে শিক্ষার্থীদের দাবি বাস্তবায়নে অগ্রগতির বিষয়ে অবহিত করেন। জরুরি সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের ছাত্র, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সব ধরনের রাজনীতি নিষিদ্ধ এবং রাজনৈতিক সংশ্লিষ্টতা সাপেক্ষে সর্বোচ্চ শাস্তি (ছাত্রত্ব বাতিল, চাকরিচ্যুত) প্রদানের সিদ্ধান্তটি উপস্থিত সবাইকে জানান।
সভায় আরও জানানো হয়, আহত শিক্ষার্থীদের উন্নত চিকিৎসার ব্যয়ভার বিশ্ববিদ্যালয় প্রশাসন বহন করছে। এখন পর্যন্ত প্রায় ২০ জনের উন্নত চিকিৎসার ব্যয়ভার বহন করা হয়েছে। এসময় শিক্ষকরা দ্রুততম সময়ের মধ্যে শিক্ষা ও গবেষণার স্বাভাবিক পরিবেশ নিশ্চিতকরণে উপাচার্যের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৭/০২/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.