মো: মনিরুল হক।। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়েছে ভাষা শহীদদের প্রতি শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের নেতৃবৃন্দ।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকাল সাত টায় শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের সাংগঠনিক সম্পাদক হাওলাদার আবুল কালাম আজাদ ও যুগ্ম- মহাসচিব এ এইচ এম সায়েদুজ্জামানের নেতৃত্বে শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় সংগঠনটি।
এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনটির পেসিডিয়াম সদস্য মো: মাইন উদ্দীন , সহকারী মহাসচিব অধ্যাপক মো: বদরুল ইসলাম, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন, ড. মোহাম্মদ সৈয়দুজ্জামান, মুহাম্মদ আব্দুল কাইউম, মো: রুহুল আমিন, প্রকৌশলী মো: আলমগীর হোসেন, অধ্যাপক মো: ফিরোজ মিয়া, মো: আইনুল হক, সহ দপ্তর সম্পাদক আ: জব্বার জয়, সাংস্কৃতিক সম্পাদক নাজমা হোসেন লাকী, যুগ্ম মহাসচিব ড. মো: খলিলুর রহমান, প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল সেলিম মিঞা, রেহেনা খানম, সহ দপ্তর সম্পাদক মো: মনিরুল ইসলামসহ অন্য নেতারা।
পরে সংগঠনটির যুগ্ম- মহাসচিব এ এইচ এম সায়েদুজ্জামান বলেন আমাদের চেয়ারম্যান অধ্যক্ষ মো: সেলিম ভুইঁয়া ও মহাসচিব মো: জাকির হোসেন নিজ নিজ এলাকায় কর্মসূচী পালন করায় প্রতিবছরের ন্যায় আমরা শহীদের শ্রদ্ধা জানাতে আসি। তিনি আরো বলেন, ১৯৫২ সালে আমাদের পূর্বসূরিরা ভাষার দাবিতে রাজপথে নেমেছিলেন।
তাদেরও বাধা দেওয়া হয়েছিল, প্রতিরোধ করা হয়েছিল। কিন্তু যৌক্তিক দাবিতে লড়াই করা যখন আমাদের রক্তে, তখন রক্ত দিয়ে, জীবন দিয়ে আমরা আমাদের ভাষার দাবি আদায় করে নিই।
তিনি বলেন, একইভাবে ২০২৪ সালে বাংলাদেশের ছাত্র-জনতা যখন রাজপথে নেমে যায়, তখন আবারো বাধা দেওয়া হয়েছে। আমাদের প্রতিরোধ করার চেষ্টা করা হয়েছে।
কিন্তু যৌক্তিক দাবিতে আমাদের পূর্বসূরিদের মতো আমরা রক্ত দিয়েছি, জীবন দিয়েছি, স্বৈরাচারকে বাংলাদেশ থেকে উৎখাত করেছি। খুনি হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে। আমরা আমাদের যৌক্তিক দাবি আদায় করে নিয়েছি।
তিনি আরও বলেন, আমরা বিশ্বাস করি ১৯৪৭ থেকে ১৯৫২, ১৯৭১ থেকে ২০২৪ একই সূত্রে গাঁথা। চব্বিশের স্পিরিটকে ধারণ করে বায়ান্ন, একাত্তরে উজ্জীবিত হয়ে আগামীর বাংলাদেশ তরুণ প্রজন্মের নেতৃত্বে ছাত্র-জনতা ঐক্যবদ্ধভাবে গড়বে। এটিই আজ আমাদের শপথ।
সংগঠনটির সাংগঠনিক সম্পাদক হাওলাদার আবুল কালাম আজাদ বলেন, ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশের স্বার্থের পক্ষের রাজনীতি নির্মাণের ভাষা যখন তৈরি হয়েছে, তখন আমরা সারা দেশের মানুষের কাছে আবেদন জানাব, বায়ান্ন, একাত্তর কিংবা চব্বিশ- প্রত্যেক আন্দোলনে, প্রত্যেক সংগ্রামের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণে আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাব।

তিনি বলেন, বাংলাদেশে কোনো হানাহানি, মারামারি থাকবে না। বায়ান্ন, একাত্তর, চব্বিশের চেতনাকে ধারণ করে, সুন্দর, সাম্য, সমতা, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারের বাংলাদেশ আমরা বিনির্মাণ করতে পারব, শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে এই আমাদের চাওয়া।
সংগঠনটির সহকারী মহাসচিব অধ্যাপক মো: বদরুল ইসলাম বলেন, আমরা সরকারের কাছে দাবি জানাই, বাংলা ভাষাকে সরকারি বিল-পত্র থেকে শুরু করে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে একটি সুন্দর পরিক্রমায় নিয়ে আসা হোক।
শিক্ষাবার্তা /এ/২১/০২/২০২৫
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.