এইমাত্র পাওয়া

রুয়েট ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

রাজশাহী: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক শ্রেণিতে ভর্তির জন্য প্রথম বর্ষ প্রাক-নির্বাচনী ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।

সোমবার (১০ ফেব্রুয়ারি) রাত ৮টায় ভর্তি পরীক্ষা কমিটির সভাপতি অধ্যাপক ড. রবিউল ইসলাম আনুষ্ঠানিকভাবে রুয়েট উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাকের কাছে ফলাফল হস্তান্তর করেন।

এরপর সোমবার রাত ১০টায় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশ করা হয়। প্রথম বর্ষ প্রাক-নির্বাচনী ভর্তি পরীক্ষায় তিন শিফটে আনুপাতিক হারে ৮ হাজার ২ জন পরীক্ষার্থী নির্বাচিত হয়েছেন।

রুয়েট জনসংযোগ দপ্তরের উপ-পরিচালক গোলাম মুরতুজা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের প্রাক-নির্বাচনী ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। প্রথম বর্ষ স্নাতক (২০২৪-২০২৫) পরীক্ষার ফলাফল দেখতে https://admission.ruet.ac.bd এ ওয়েবসাইট ভিজিট করতে বলা হয়েছে।

এর আগে গত শনিবার (৮ ফেব্রুয়ারি) রুয়েট ক্যাম্পাসে তিন শিফটে প্রাক-নির্বাচনী ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। তিন শিফটে ১৯ হাজার ৯১৫ জন পরীক্ষার্থীর মধ্যে ১৫ হাজার ৫২৪ জন পরীক্ষার্থী উপস্থিত ছিলেন। প্রাক-নির্বাচনী পরীক্ষায় নির্বাচিত পরীক্ষার্থীরা আগামী ২০ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় নির্বাচনী (লিখিত) পরীক্ষাতে অংশগ্রহণের সুযোগ পাবেন।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১১/০২/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.