এইমাত্র পাওয়া

১০৭ বছরের পুরোনো গাবতলী মাঠ দখলমুক্তের দাবিতে মানববন্ধন

ঢাকাঃ রাজধানীর মিরপুর মাজার রোড সংলগ্ন ১০৭ বছরের পুরোনো গাবতলী মাঠ দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন এবং অবস্থান কর্মসূচি পালন করছেন আশপাশের ১০টি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং এলাকাবাসী।

সোমবার (১০ ফেব্রুয়ারি) সকালে সরেজমিনে দেখা যায়, মিরপুর সিদ্ধান্ত হাই স্কুল, হজরত শাহ আলী মডেল হাই স্কুল, কবি নজরুল স্কুল অ্যান্ড কলেজ, আল-আমিন আদর্শ হাই স্কুল, অক্সফোর্ড প্রি-ক্যাডেট হাই স্কুল, ইউরোপিয়ান ইউনিভার্সিটি, প্রাইম ইউনিভার্সিটি, বাতেন নগর এলাকাবাসীর ব্যানারে গাবতলী মাঠের ভেতরে এবং মাজার রোডের উভয় পাশে মাঠ দখলমুক্ত করার দাবিতে কয়েক হাজার মানুষ জমায়েত হয়েছেন।

এলাকাবাসীরা জানান, আজ থেকে ১০৭ বছর আগে মরহুম মুন্সি লাল মিয়া মিরপুর সিদ্ধান্ত হাই স্কুলের নামে ১ দশমিক ৭ একর আয়তনের এই মাঠটি ওয়াক্ফ করে গেছেন। কিন্তু বিগত সরকারের সময় রাজনৈতিক মদদে মাঠের তত্ত্বাবধায়ক বাবলা মাঠের বিভিন্ন স্থান ইজারা দেন এবং করোনা মহামারির সময় সবার চোখের আড়ালে মাঠের জায়গা দখল করে ‌‘অবৈধ’ স্থাপনা নির্মাণ করেন।

মাঠটি ঢাকা ১৪ আসনের ১০নং ওয়ার্ডে অবস্থিত। ১০নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক মাকসুদ জানান, বিগত সরকারের এই আসনের সংসদ সদস্য আসলামের ছত্রছায়ায় বাবলা করোনার সময় রাতের আঁধারে মাঠ দখল করে ভবন নির্মাণ করেন। তিনি মাঠের জায়গা বিভিন্ন নামে ইজারা দেন এবং সেখানে ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে তোলেন।

এই মাঠটি ১০নং ওয়ার্ডের একমাত্র মাঠ। আশপাশের ১০টির বেশি স্কুল, কলেজ, মাদরাসা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখানে খেলাধুলা করে। কিন্তু মাঠ দখল হয়ে যাওয়ার কারণে এখন তা সম্ভব হচ্ছে না। আমরা চাই এখানকার সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করে যতদ্রুত সম্ভব মাঠটি পুনরায় দখলমুক্ত করা। এজন্য সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করছি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হৃদয় স্বজন বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে ৬ মাস অতিবাহিত হলো। কিন্তু এখনো এই মাঠ কীভাবে দখলমুক্ত হলো না এটা আমার বুঝে আসে না। আমি দায়িত্বশীলদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, যতদ্রুত সম্ভব এটি দখলমুক্ত করে ছাত্রদের ফিরিয়ে দিন।

মিরপুর সিদ্ধান্ত হাই স্কুলের শিক্ষার্থী মাহিম আহমেদ বলেন, আমাদের খেলার মাঠ বিগত ফ্যাসিস্ট সরকার দখল করেছে। আমরা আমাদের মাঠ ফেরত চাই। আগামী ১৫ দিনের মধ্যে সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করে মাঠ খেলার উপযোগী করতে হবে।

এ সময় শিক্ষার্থীরা ‘মাঠ চাই, মাঠ চাই’, ‘জেগেছে রে জেগেছে, ছাত্র সমাজ জেগেছে’, ‘অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘দিয়েছিতো রক্ত, আরও দেব রক্ত’, ‘আমাদের দাবি আমাদের দাবি, মানতে হবে মানতে হবে’,
ইত্যাদি স্লোগান দেন।

দারুসসালাম থানার এসআই মিরাজ বলেন, এখন পর্যন্ত এখানে শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি পালন হচ্ছে, কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আমরা আমাদের ফোর্স নিয়ে সজাগ আছি।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১০/০২/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.