এইমাত্র পাওয়া

বাসচাপায় কিশোরগঞ্জে এক শিক্ষক নি-হ-ত

কিশোরগঞ্জঃ কিশোরগঞ্জে বাসচাপায় হাবিবুর রহমান কাঞ্চন নামে এক শিক্ষক নিহত হয়েছেন। সোমবার (৩ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত পেট্রোল পাম্পের কাছে এ ঘটনা ঘটে।

নিহত হাবিবুর রহমান কাঞ্চন পাকুন্দিয়া উপজেলার কোদালিয়া শহুর উল্লাহ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

কোদালিয়া শহুর উল্লাহ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি আতাউল্লাহ সিদ্দিক মাসুদ প্রতিদিনের বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাতে তিনি জানান, মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে চৌদ্দশত পেট্রোল পাম্পের কাছে একটি বাস তাকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৪/০২/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.