এইমাত্র পাওয়া

বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা দেবে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন সকল স্তরের মাদ্রাসা হতে যেসব শিক্ষার্থী ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে পাবলিক বিশ্ববিদ্যালয়, প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও সরকারি মেডিকেল কলেজে ভর্তির জন্য নির্বাচিত হওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা দেবে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। এই সংবর্ধনা দেওয়ার লক্ষ্যে ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের তথ্য প্রেরণের জন্য অধ্যক্ষদের নির্দেশ দিয়েছে অধিদপ্তর। 

সোমবার অধিদপ্তরের উপ-পরিচালক মো: জাকির হোসাইন স্বাক্ষরিত চিঠি অধ্যক্ষদের পাঠানো হয়েছে। 

চিঠিতে বলা হয়, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন সকল স্তরের মাদ্রাসা হতে যেসব শিক্ষার্থী ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে পাবলিক বিশ্ববিদ্যালয়/প্রকৌশল বিশ্ববিদ্যালয়/সরকারি মেডিকেল কলেজে ভর্তির জন্য নির্বাচিত হয়েছে সেসব শিক্ষার্থীদের মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর হতে সংবর্ধনা প্রদান করা হবে।

এমতাবস্থায় নিম্নোক্ত ছক অনুযায়ী ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে পাবলিক বিশ্ববিদ্যালয়/প্রকৌশল বিশ্ববিদ্যালয়/সরকারি মেডিকেল কলেজে ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের তথ্য প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলে।

ভর্তির সুযোগ পাওয়া শিক্ষার্থীদের মাদ্রাসার নাম, ঠিকানা, বাবার নাম, মোবাইল নম্বর, ভর্তি রোল বা রেজিস্ট্রেশন নম্বর ও প্রতিষ্ঠানের নাম চাওয়া হয়েছে।

বিষয়টি ইতিবাচক দেখছেন মাদ্রাসা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। এই উদ্যোগে মাদ্রাসা শিক্ষার্থীরা উচ্চ শিক্ষায় পদার্পনের লক্ষে আরও উৎসাহিত হবে বলে মনে করছেন তারা।

এ বিষয়ে মাদ্রাসা শিক্ষা অধিদফতরের উপ-পরিচালক মো. জাকির হোসেন বলেন, মাদ্রাসার শিক্ষার্থীরা আজ পাবলিক বিশ্ববিদ্যালয় মেডিকেল কলেজ বুয়েটসহ সকল প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে সাফল্যের সাথে পড়াশোনা করছে। মাদ্রাসা শিক্ষার প্রসার ও মেধাবীদের সম্মান এবং শিক্ষার্থীদের উৎসাহ প্রদানের জন্য মহাপরিচালক মহোদয় এই উদ্যোগ গ্রহণ করেছে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৩/০২/২০২৫ 


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.