এইমাত্র পাওয়া

স্কুলের আঙিনায় মলমূত্র ত্যাগ ও শিক্ষকদের সঙ্গে অশোভন আচরণের প্রতিবাদে মানববন্ধন

শরীয়তপুরঃ শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার বালুচরে এক্সিলেন্ট আইডিয়াল স্কুল নামের একটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের আঙিনায় মলমূত্র ত্যাগ ও শিক্ষকদের সঙ্গে অশোভন আচরণ করার প্রতিবাদে মানববন্ধন করেছে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা। এ অভিযোগে প্রতিষ্ঠানটির ভবনমালিকের বিরুদ্ধে গোসাইরহাট থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন স্কুলের প্রধান শিক্ষক তাছলিমা বেগম।

রোববার (২৬ জানুয়ারি) বেলা আড়াইটার দিকে গোসাইরহাট-মোল্যার বাজার সড়কে মানববন্ধন করেন প্রতিষ্ঠানটির শিক্ষক, শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা।

এক্সিলেন্ট আইডিয়াল স্কুল সূত্র জানায়, শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার বালুচর এলাকায় বিদ্যালয়টির কার্যক্রম চালানোর জন্য ওই এলাকার আবুল হোসেন আখন্দের কাছ থেকে ৯টি কক্ষের একটি ঘর ভাড়া নেওয়া হয় ১০ বছরের চুক্তিতে। সম্প্রতি ওই ঘরের মালিক আবুল হোসেন আখন্দ ঘর ছেড়ে দেওয়ার জন্য নানাভাবে স্কুল কর্তৃপক্ষকে হয়রানি করছেন। বিভিন্ন সময় স্কুলের আঙিনায় ওই ব্যক্তির লোকজন মলমূত্র ত্যাগ করে রাখেন। এ ছাড়াও প্রতিষ্ঠানটির শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে নানা ধরনের অশোভন আচরণ করছেন বলে অভিযোগ উঠেছে।

এ ঘটনায় রোববার রাতে স্কুলটির প্রধান শিক্ষক তাছলিমা বেগম গোসাইরহাট থানায় এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি করেছেন। স্কুলটির পরিচালক নকিব মুকশি বলেন, প্রতিষ্ঠানের নিজস্ব ভবন না থাকায় ভাড়া করা ভবনে পাঠদান করানো হচ্ছে। ভবনের মালিকের সঙ্গে ১০ বছরের চুক্তি রয়েছে। কিন্তু তিনি ৫ বছর যেতে না যেতেই ঘর ছেড়ে দেওয়ার জন্য চাপ দিচ্ছেন। শিশুদের নিয়ে অন্যত্র যাওয়ার পরিস্থিতি নেই দেখে আমরাও ঘর ছাড়তে চাচ্ছি না। তাই তিনি নানাভাবে উত্ত্যক্ত করছেন।

এক্সিলেন্ট আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক তাছলিমা বেগম বলেন, স্কুল ক্যাম্পাসে মলমূত্র ত্যাগ করে রাখার মতো ন্যক্কারজনক কাজও ঘটাচ্ছেন নিয়মিত।

অভিযোগের ব্যাপারে কথা বলতে আবুল হোসেন আখন্দের মুঠোফোনে কল করা হলে তা বন্ধ পাওয়া যায়।

গোসাইরহাট থানার ওসি মাকসুদ আলম বলেন, ‘একটি কিন্ডারগার্টেন স্কুলের ঘরমালিকের বিরুদ্ধে প্রধান শিক্ষক জিডি করেছেন। আমরা ঘটনাটি তদন্ত করছি। তদন্তের পর ব্যবস্থা নেওয়া যাবে।’

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৮/০১/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.