এইমাত্র পাওয়া

বাঞ্ছারামপুরে গণঅধিকার পরিষদের নেতাকে কুপিয়ে জ-খ-ম

ব্রাহ্মণবাড়িয়াঃ ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় গণঅধিকার পরিষদের এক নেতাকে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

গতকাল রবিবার রাতে (২৬ জানুয়ারি) সন্ত্রাসী হামলার শিকার হয়ে তিনি এখন স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।

গুরুতর আহত ওই নেতার নাম এস কে শফিকুল ইসলাম শুভ। তিনি গণঅধিকার পরিষদ বাঞ্ছারামপুর উপজেলা শাখার আহ্বায়ক।

আহত শফিকুল ইসলাম শুভ অভিযোগ করে বলেন, গতকাল গণঅধিকার পরিষদের আহ্বায়ক নির্বাচিত হওয়ার পর আমি রাতে আড্ডা দিচ্ছিলাম। এমন সময় আকস্মিকভাবে আমার গ্রামের (তেজখালি) বাসিন্দা সাবেক বিএনপির এমপি আবদুল খালেকের ছোট ভাই সন্ত্রাসী শিশু মিয়া তার ১০/১২ জন দলবল নিয়ে আমার ওপর সশস্ত্র হামলা করেছে।

কেন এই হামলা? এর কারণ জানতে চাইলে শুভ বলেন, গণঅধিকার পরিষদের আমি ‘আহ্বায়ক’ নির্বাচিত হয়েছি, এটি তার সহ্য হয়নি।মূলত হিংসা করে আমাকে কুপিয়েছে শিশু ও তার ক্যাডার বাহিনী।

এ বিষয়ে অভিযুক্ত শিশু মিয়ার সাথে বারবার কথা বলার চেষ্টা করেও মোবাইল বন্ধ থাকায় তার বক্তব্য নেয়া যায়নি।

তবে বাঞ্ছারামপুর থানার ওসি মোরশেদুল আলম চৌধুরী জানান, ঘটনাটি তিনি ফেসবুকে দেখেছেন। তবে এখন পর্যন্ত এ বিষয়ে কেউ লিখিত বা মৌখিক অভিযোগ করেনি।অভিযোগ পেলে প্রযোজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

তিনি আরও জানান, দুজনের বাড়ি একই গ্রামে (তেজখালি)। এদের দুজনের মধ্যে পূর্ব থেকেই নানা বিষয় নিয়ে বিরোধ আছে।

প্রসঙ্গত, গতকালই (২৬ জুলাই) শফিকুল ইসলাম শুভ গণঅথিকার পরিষদ, বাঞ্ছারামপুর শাখার আহ্বায়ক নির্বাচিত হন।

এ বিষয়ে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের সঙ্গে কথা বলতে তার ফোনে বারবার কল দিলেও তিনি রিসিভ করেননি।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৭/০১/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.