এইমাত্র পাওয়া

ঢাবি উপাচার্য বলেছেন, ঢাবিকে সর্বজনীন বিশ্ববিদ্যালয়ে পরিণত করতে চাই

ঢাকাঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমরা একটি সর্বজনীন বিশ্ববিদ্যালয় হিসেবে পরিণত করতে চাই।

শনিবার (২৫ জানুয়ারি) কলা ভবনে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ‘কলা, আইন ও সামাজিক বিজ্ঞান’ ইউনিটের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. ছিদ্দিকুর রহমান খান, প্রক্টর সাইফুদ্দিন আহমদসহ বিভিন্ন অনিষদের ডিন ও বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

পরীক্ষায় এবারের অংশগ্রহণকারী শিক্ষার্থীর সংখ্যা উল্লেখ করে উপাচার্য বলেন, এ পরীক্ষাটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় পরীক্ষা। এ বছর এই ইউনিটে ১ লাখ ২৫ হাজার ৫০০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে।

তিনি বলেন, আমরা আমাদের সীমিত সামর্থ্যের মধ্যে এ বছর শিক্ষার্থী ও অভিভাবকদের বসার ব্যবস্থা করতে পেরেছি। এছাড়া শৃঙ্খলা রক্ষায় স্বেচ্ছাসেবকদের সংখ্যা বাড়ানো হয়েছে। এবার ৮০ জন স্বেচ্ছাসেবক শৃঙ্খলা রক্ষায় ও শিক্ষার্থীদের সহায়তায় কাজ করছে।

এর আগে বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে এই ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৫/০১/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.