ঢাকাঃ বেসরকারি মেডিকেল কলেজে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে এমবিবিএস কোর্সে দেশি শিক্ষার্থীদের ভর্তির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) কর্তৃক প্রণীত ‘মেডিকেল কলেজ ও ডেন্টাল কলেজ/ইউনিটে এমবিবিএস/বিডিএস কোর্সে শিক্ষার্থী ভর্তি নীতিমালা-২০২৫’ অনুযায়ী শিক্ষার্থীদের অনলাইনে নির্ধারিত ছকে আবেদন করতে বলা হয়েছে। অনলাইনে আগামী ৩ ফেব্রুয়ারি থেকে এ প্রক্রিয়া শুরু হবে। এ জন্য ফি নির্ধারণ করা হয়েছে ৩০০ টাকা।
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা) ও ২০২৪-২৫ শিক্ষাবর্ষ এমবিবিএস ভর্তি কমিটির সদস্যসচিব অধ্যাপক রুবীনা ইয়াসমীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিস্তারিত জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনুমোদিত বেসরকারি মেডিকেল কলেজসমূহে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের টেলিটকের মাধ্যমে অনলাইনে (http://dgme.teletalk.com.bd) আবেদন করতে হবে। ২০২৪-২৫ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষায় কৃতকার্য প্রার্থীরা অনলাইন আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন।
অনলাইনে আবেদন পূরণ করার সময় বিস্তারিত নির্দেশাবলি www.dgme.gov.bd ও www.dghs.gov.bd ভালোভাবে পড়ে, বুঝে, নির্দেশনা অনুযায়ী সতর্কতার সঙ্গে পূরণ করতে হবে। আবেদন ফি ৩০০ (২০০+১০০) টাকা শুধু প্রি-পেইড টেলিটকের মাধ্যমে জমা দিতে হবে।
আবেদনে গুরুত্বপূর্ণ তারিখ—
অনলাইন আবেদন শুরু: ৩ ফেব্রুয়ারি দুপুর ১২টা থেকে
অনলাইন আবেদনে শেষ: ৯ মার্চ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত
আবেদনের ফি জমা শেষ: ১০ মার্চ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত
তালিকা প্রকাশ ও এসএমএস প্রদানের তারিখ: ১৭ মার্চ
প্রথম নিশ্চায়নের শেষ তারিখ: ১৯ মার্চ
দ্বিতীয় নিশ্চায়নের এসএমএস প্রদান: ২২ মার্চ
দ্বিতীয় নিশ্চায়নের শেষ তারিখ: ২৫ মার্চ
ওয়েবসাইটে তালিকা প্রকাশ ২৭ মার্চ
ভর্তি শুরু ৩ এপ্রিল
ভর্তির শেষ দিন: ১২ এপ্রিল।
সংরক্ষিত কোটা ৫ শতাংশ
বেসরকারি মেডিকেল কলেজে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে ও কোটা নির্ধারণে বিএমডিসি প্রণীত ও অনুমোদিত ভর্তি নীতিমালা প্রযোজ্য হবে। তবে মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের সন্তানদের জন্য সংরক্ষিত ৫ শতাংশ কোটার ক্ষেত্রে সর্বশেষ সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ভর্তি কার্যক্রম পরিচালিত হবে।
ভর্তির জন্য নির্ধারিত ফি প্রযোজ্য হবে
বেসরকারি মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে ভর্তির জন্য সরকার কর্তৃক নির্ধারিত ফি প্রযোজ্য হবে। কোনো অবস্থাতেই সরকার কর্তৃক নির্ধারিত ফির অতিরিক্ত আদায় করা যাবে না। বেসরকারি মেডিকেল কলেজে ছাত্র-ছাত্রী ভর্তিসহ সব ক্ষেত্রে এমবিবিএস কোর্সের যাবতীয় ফি ব্যাংকের মাধ্যমে লেনদেন করতে হবে।
অনলাইন ফরম পূরণের নিয়মাবলি ও ভর্তিসংক্রান্ত সব তথ্য স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের ওয়েবসাইট , স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট www.dgme.gov.bd, স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইট ও টেলিটক এর ওয়েবসাইট থেকে জানা যাবে।
আবেদনপত্র প্রক্রিয়াকরণ, নিরীক্ষণ, বেসরকারি মেডিকেল কলেজ নির্ধারণ ও চূড়ান্তকরণ ডিজিটাল প্রক্রিয়ায় সম্পন্ন করা হবে। নির্বাচিত কোনোও প্রার্থীর দেওয়া তথ্য (যা কলেজ নির্ধারণে বিবেচিত হতে পারে) অসম্পূর্ণ ও ভুল প্রমাণিত হলে, তার আবেদন/কলেজ নির্ধারণ/ভর্তি বাতিল বলে গণ্য হবে। যেকোনো বিষয়ে ভর্তি পরীক্ষা কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।
*বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৫/০১/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.