এইমাত্র পাওয়া
Oplus_131072

নোয়াখালীতে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ টুর্নামেন্ট

নিজস্ব প্রতিবেদক।। নিজেকে বদলাই, দেশ বদলাই’ প্রতিপাদ্যকে সামনে রেখে তারণ্যের উৎসব ২০২৫ উপলক্ষ্যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর,ঢাকা ব্যবস্থাপনায় প্রাথমিক শিক্ষা বিভাগ,নোয়াখালীর আয়োজনে ১৩ জানুয়ারি ২০২৫ খ্রি.তারিখ নোয়াখালীস্থ শহিদ ভুলু স্টেডিয়ামে শুরু হওয়া প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক দল ও

প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা দলের ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অদ্য বিকাল ৩ ০০ ঘটিকায় মো: মনছুর আলী চৌধুরী, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, নোয়াখালী মহোদয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ ইসমাইল , অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) নোয়াখালী, বিশেষ অতিথি হিসেবে মাহবুবুর রহমান, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, নোয়াখালী ও সঞ্চিতা দাস, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, নোয়াখালী মোঃ এহসানুল হক চৌধুরী, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, কোম্পানিগঞ্জ,নোয়াখালী, টিপু সুলতান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার,সদর,নোয়াখালী,৯ উপজেলার উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসারগণ, জেলা ক্রিড়া অফিসার, নোয়াখালীসহ দায়িত্বপালনরত শিক্ষকমণ্ডলী।

ফাইনাল ম্যাচ বালিকা দলে চাটখিল উপজেলার মকুল্যা সরকারি প্রাথমিক বিদ্যালয় বালিকা দল চ্যাম্পিয়ন এবং কোম্পানিগঞ্জ উপজেলার চর কাঁকড়া সরকারি প্রাথিক বিদ্যালয় বালক দল চ্যাম্পিয়নশীপ অর্জন করে ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন খেলাধুলার মাধ্যমে শিশুর শারীরিক সক্ষমতা, শৃংখলা অর্জনের মাধ্যমে সুনাগরিক তৈরিতে ভূমিকা পালন করে থাকে। খেলাধূলা জয় পরাজয় থাকবে।

সেটি সহজভাবে মেনে নিয়ে আগামি দিনে জয়কে চিনিয়ে নিতে সক্ষমতা তৈরি করবে। নোয়াখালী জেলার হয়ে বিভাগে অংশগ্রহন করে ক্ষুদে খেলোয়াড়রা জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়ে জাতীয় দলে খেলার যোগ্যতা অর্জন করতে পারবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

শিক্ষাবার্তা /এ/১৬/০১/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.