নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজের অধ্যক্ষ হিসেবে গাইনি অ্যান্ড অবস বিভাগের অধ্যাপক ডা. জোবায়দা সুলতানাকে নিয়োগ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের পারসোনেল-১ শাখার উপসচিব দূর-রে-শাহওয়াজ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।
এতে বলা হয়, বদলি ও পদায়নকৃত কর্মকর্তা আগামী ২৩ জানুয়ারির মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করবেন। একই প্রজ্ঞাপনে আরও দুই মেডিকেলে অধ্যক্ষ ও দুই মেডিকেলে উপাধ্যক্ষ নিয়োগ দেওয়া হয়েছে।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৪/০১/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.