ঢাকাঃ প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় ধাপে শিক্ষক নিয়োগ পরীক্ষায় সুপারিশ ও নিয়োগপত্র পাওয়া ৬ হাজার ৫৩১ জন নিয়োগের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন।
সোমবার (৬ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এ দাবি জানান তারা।
সংবাদ সম্মেলনে বলা হয়, প্রাথমিকের প্রথম ও দ্বিতীয় ধাপের চূড়ান্ত নিয়োগ কার্যক্রম শেষ হলেও তৃতীয় ধাপের নিয়োগ আটকে আছে। এই নিয়োগ কার্যক্রম ছয় মাসের জন্য স্থগিত করেন হাইকোর্ট। ইতোমধ্যে চেম্বার জজ আদালত, আপিল বিভাগ এবং হাইকোর্টে তিনটি শুনানির পরও কোনো সুরাহা হয়নি।
সুপারিশপ্রাপ্তরা আরও জানান, প্রাথমিকের চাকরিতে যোগ দেওয়ার জন্য অন্য চাকরি থেকে অব্যাহতি নিয়ে এখন অনেকেই বেকার। চূড়ান্ত সুপারিশ পাওয়ার পরও যোগদান করতে না পেরে ৬ হাজার ৫৩১টি পরিবার সামাজিকভাবে হেয়প্রতিপন্ন হতে হচ্ছে। আমাদের মানবেতর জীবনযাপন করতে হচ্ছে।
উল্লেখ্য, গত ২৯ মার্চ তৃতীয় ধাপের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার ফল ২১ এপ্রিল প্রকাশ করা হয়। ১২ জুন ভাইভা শেষ হয়। এরপর গত বছরই নিয়োগ আদেশ জারি করা হয়। কিছু কিছু উপজেলায় চূড়ান্ত সুপারিশপ্রাপ্তরা যোগদানপত্রও হাতে পেয়েছেন।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৭/০১/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.