ঢাকাঃ ট্রাস্টি বোর্ডের দুর্নীতিবাজ সদস্যদের অপসারণ, স্থায়ী ক্যাম্পাস নির্মাণ ও নিরপেক্ষ প্রশাসক নিয়োগ দিয়ে দ্রুত অ্যাকাডেমিক কার্যক্রম সচলের দাবিতে ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি ঘোষণা করেছেন বেসরকারি প্রাইম এশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থীরা।
সোমবার (৬ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে তারা এ কর্মসূচি ঘোষণা করেন। সংবাদ সম্মেলন থেকে জানানো হয়, আগামীকাল মঙ্গলবার (৭ জানুয়ারি) তারা ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি নিয়ে রাস্তায় নামবেন।
পাশাপাশি সংবাদ সম্মেলন থেকে শিক্ষার্থীরা সরকারের কাছে বিশ্ববিদ্যালয়টির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান নজরুল ইসলামের বিরুদ্ধে অবৈধভাবে পদ দখল, বিশ্ববিদ্যালয়ের অর্থ আত্মসাৎ এবং বিভিন্ন দুর্নীতির অভিযোগ তুলে ধরে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। তারা এসময় স্বাভাবিক শিক্ষাজীবনে ফেরার আকুতিও জানান।
শিক্ষার্থীদের দাবি, দীর্ঘ ২১ বছরের উপেক্ষা আর অবহেলার চূড়ান্ত শিকার প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিভিন্ন ট্রাস্টি বোর্ডের দুর্নীতি আর অনিয়মের কারণে দুই দশকেও বিশ্ববিদ্যালয়টি নিজস্ব ক্যাম্পাসে যেতে পারেনি।
এর আগেও ২০১০ সালে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ২০১২ সালে পূর্বাচলের ৩০০ ফিটে নিজস্ব ক্যাম্পাসের জন্য জমি কেনে বিশ্ববিদ্যালয়টি। তবে অভিযোগ আছে, দুর্নীতির কারণে স্থায়ী ক্যাম্পাসের মুখ দেখতে পারেননি শিক্ষার্থীরা।
দাবি আদায়ে গত ২০ ডিসেম্বর শিক্ষার্থীরা ফের আন্দোলনে নামেন। আন্দোলনের মুখে ২১ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়টির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. শুভময় দত্ত পদত্যাগ করেন।
এসময় শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল, ক্লাস পরীক্ষা বর্জন ও রাস্তা অবরোধ, ইউজিসি ও প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়ে দাবি আদায়ের চেষ্টা করেন।
শিক্ষার্থীরা ইউজিসি, শিক্ষা মন্ত্রণালয় এবং উচ্চশিক্ষার দায়িত্বশীল ব্যক্তিদের কাছে দুর্নীতিবাজ ট্রাস্টি বোর্ডের অপসারণ ও শিক্ষা কার্যক্রম সচলের দাবি জানান।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৬/০১/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.